নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

স্থায়ী সন্ধি

২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৭



কখনো কখনো খুব বেশি দরকার হয়ে পড়ে-
একটুকরো নির্জনতা;
বিশেষ করে আকস্মিক অনাকাঙ্ক্ষিতভাবে আপনজনের
প্রয়ানের শোক নির্জনতার জন্য বিলাপ করে কাঁদে।
কিন্তু এই শহরে কোথাও নেই নির্জনতা।

জীবনে যতবারই পুষেছি প্রজাপতি ও বিড়াল,
ততবারই হয়েছি প্রতারিত!
তখনো হন্য হয়ে খুঁজেছি নির্জনতার বন।
খুঁজে না পাওয়ার আক্ষেপে পুড়ে মরি
আর একদল বসে যায় মৃত্যু নিয়ে উপাসনায়!

কতবার যে এভাবে মরেছি তা ইয়ত্তাহীন।
তবু এড়াতে পারি না মানবসঙ্গ।
অবশ্য এখনো অবশিষ্ট আছে দু'টো নির্জন বন- গোরস্থান ও মর্গ।
কিন্তু শুনেছি ইদানিং নাকি দু'টো স্থানেই ব্যাপক কোলাহল-
সাদা চাদর মুড়ি দেয়া মানুষে সয়লাব!
চিরপ্রস্থান -- এসো স্থাপন করি স্থায়ী সন্ধি।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



মরন না চিরজীবন , কার সাথে করতে চান সন্ধি ?
জন্মিলে মরিতে হইবে এটাই সত্য । এর সাথে
হবেনা কোন সন্ধি । সত্য আর মিথ্য এর
সাথেও হবেনা কোন সন্ধি ।

২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: স্যার আসসালামু আলাইকুম।
আপাতত আমি মরতে চাই না। কারণ আমার মেয়েটা অনেক ছোট। আমি মরে গেলে ফারাজা আনন্দ নিয়ে বড় হতে পারবে না। যতই মামা, চাচা, খালা আর ফুপু থাকুক।

২| ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৩

ডঃ এম এ আলী বলেছেন:


দোয়া করি আল্লাহ আপনার আয়ু হাজার বছর করুন
আর হাজার বছর ধরে আজকের মত ডায়েরী লিখুন ।

২৩ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.