| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবড়জং
স্বপ্ন দেখি স্বপ্ন পূরনের জন্য।।
জানি আবার হবে দেখা
হবে চোখাচখি
কোন বসন্তের পড়ন্ত বিকেলে
সেদিনও হয়তো ঝরে ঝরে ক্লান্ত হবেনা
কৃষ্ণচূড়া
গধুলির অপেক্ষার মত অন্ধকার নেমে আসবেনা
তোমার চোখের লক্ষীকাজল এতোটা গাড়ো থাকবেনা
তার পরও আমার মুগ্ধতারা পুরো টঙ্গিমাঠ দৈড়ে ঘুরে আসবে
যদি ততোদিন আমার হৃদয়ে এতোটা জায়গা থাকে
জানি আজ তোমার বিশ্বাস হবেনা
তবে আমার অস্তিত্ব বাজি
আমি তোমাকে ততটাই ভালোবাসবো আজ যতটা বাসি
থাক সে কথা ,কোলাহলের নিরাবতা
তোমার হাতে কচি হাতের বন্ধনে আমার সবটুকু শুভকামনা
আমি এমনি ভালোআছি সত্যি
শুধু অপেক্ষারা একটু যন্ত্রনা দেয় মধ্যরাতে।।
©somewhere in net ltd.