নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

তেল আর জল কখনো এক হয় না......

২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৫



জুলাই ছিলো সাধারণ মানুষের আন্দোলন, কোন লিডার আমারে ডাইকা ২৪'এর আন্দোলনে নেয় নাই। কোন নেতার ডাকে আমি রাস্তায় যাই নাই। অথচ আন্দোলনের পর শুনি আন্দোলনের মাস্টারমাইন্ড নাকি মাহফুজ। জুলাই বিপ্লবের মালিক নাকি ঢাবি'র ছাত্রশক্তির ৫-৭ জন নেতা!

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দল হইলো, সেই দলে প্রাইভেট ইউনিভার্সিটির কেউ নাই, গার্মেন্টস শ্রমিকদের প্রতিনিধি নাই, মাদ্রাসার প্রতিনিধি নাই, কর্পোরেট সেক্টরের কেউ নাই, স্কুল কলেজের শিক্ষকদের প্রতিনিধি নাই, আর্মির কেউ নাই, অথচ এরা সবাই বিপ্লবে মাঠে ছিলো!

আচ্ছা বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪ জন ছাত্র সমন্বয়ক ছিলো, এদের কাউকে আপনি এনসিপির কোথাও দেখছেন? জুলাই আন্দোলনের মধ্যভাগে আন্দোলন যখন প্রায় ব্যর্থ হওয়ার পথে, সেই আন্দোলন চালায়ে নিছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। এনসিপির কোথাও প্রাইভেট ইউনিভার্সিটির কাউকে দেখছেন? ছাত্রশক্তির ৫-৭ জন দিয়ে কি ৩০০ আসন জেতা সম্ভব? ছাগলের দল রাজনৈতিক দল কেমনে কাজ করে ঐটাই বুঝে না, আবার তারা হইছে মাস্টারমাইন্ড!

যাই হোক, এই ইতরের দল এখন জামাতের কোলে উঠতে চায়। কথায় আছে রতনে রতন চিনে, শুয়োর চিনে বিষ্ঠা। এই শুয়োরদের জায়গাও তারা চিনে নিয়েছে, অবাক হওয়ার কিছু নাই। শুধু আফসোস ছাব্বিশের শেষে টিআইবির রিপোর্টে দেখবেন বিএনপি'র নেতৃত্ব বাংলাদেশ আবার দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হইছে। তখন আফসোস কইরা বলবেন, "এইদিন দেখার জন্য জুলাইতে ১৫০০ মানুষ প্রাণ দিছিলো? এর'চেয়ে আওয়ামীলীগই ভালো ছিলো!"

জুলাই শেষ! এনসিপি জুলাই খুব অল্প দামে বেচে দিছে। এরপর বাংলাদেশে কোন আন্দোলন হইলে দেশের না, নিজের পরিবারের চিন্তা কইরেন। আবু সাইদ বা নূর হোসেনের প্রাণের বিনিময়ে বাংলাদেশ কি পাইছে? কিছুই না। যেই কপাল সেই মাথা!

ইদানিং বেশ মুড সুইং হচ্ছে কিছুই লিখতে ইচ্ছে করে না, তাই জারা আস্পির পদত্যাগ নিয়ে বন্ধুর দেওয়া এই স্টেটাস টা কপি করালাম তাছাড়া কিংস পার্টি নিয়ে আমার প্রতিক্রিয়া ব্লগের সবার ই জানা। আমি শুরু থেকেই এই শু*** বা* গুলোর বিরুদ্ধে। সাথে আরো একটু সংযুক্ত করি, রাজনীতিতে সবার চাওয়া-পাওয়া এক না।‌ কেউ আসে সমাজে পরিবর্তনের সূচনা সহ নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে আর টোকাই,‌ছোট লোকরা আসে নিজের আখের গোছাতে।‌ পুর্বে থেকে প্রত্যাশিত ছিল "জারা তাসনিম" নামে এই মেয়েটি কোটা আন্দোলন পুঁজি করা টোকাইয়ের সাথে থাকতে পারবে না, হয়েছে ও তাই। আবার গন অধিকার পরিষদের আরেক টাউট এমপির জন্য বিএনপি তে যোগদান করেছে। জুলাইয়ের প্রাপ্তি এই নব্য চোর-বদমাইশ ক্ষমতালোভী গুলোই।

উৎসর্গ: ব্লগীয় সকল‌ ছুপা কিংস পার্টি লাভার দের।

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪০

আদিত্য ০১ বলেছেন: সব ঘরে ছেলে মেয়ে ঘরে ফিরছে। এতো মজার ব্যাপার। এনছিপি গন অধিকার জামাত বিএনপিতে মিশে একাকার। এই নতুন কি। তাদের তৈরি জিনিস তাদের কাছে যাবে। কিন্তু জারা নির্বাচন নাম করে ৪৭ লাখ টাকা তুললো ঐটা নিয়ে ভাগবে। ব্যবসা ভালোই চলছে

২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:
পাপের পাল্লা এতোটাই ভারী হয়েছে যে নির্বাচনের পর পিঠের ছাল থাকবে না, এখন জামায়াতের কোলে চড়ে জান বাঁচানোর চেষ্টা করেছে।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: ৩০ জন এনসিপির সদস্য জমাতাদের সাথে শরিক হতে চায় না, তাসনিম জারা এনসিপি ছেড়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:
তাসনিম জারা বাদে ও আরো অনেকে এনসিপি ছাড়ার সম্ভবনা আছে। নির্বাচন আসতে আসতে দলই বিলুপ্ত হয় কিনা সেটা কে জানে.....

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: ভিপি নুর কে নিয়ে খারাপ কথা বলবেন না । :-B । তাহলে কিনতু আপনার জাপা পিরিতি ফাস করে দিবো । ;)

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
রাশেদ নুরুর সাথে শেষ সময়ে এই প্লটি মারার কাহিনী কি? রুমিন ফারহানা মতো মেধাবী জাপায় যোগ দিচ্ছে।
জাপা আগের থেকে আরো শক্তিশালী হয়ে ফিরছে। :p

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৫

সৈয়দ কুতুব বলেছেন: নুরুল হক নুর এবং রাশেদ খান সঠিক কাজ করেছে। নিজ মারকায় জিতে আসবে না ।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:

মেনন, ইনু নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে জিতে আসে নাই! বড় দলের নেতা কর্মীদের কি আবার মনে হয়?
রাশেদ এলাকায় কাফন পড়ে মিছিল হয়েছে, নুরুর এলকায় প্রার্থী ও সতন্ত্র দাঁড়াবে ঘোষণা দিয়েছে।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাসনিম জারা ঘোষনা দিয়েছে যে,
এনসিপি থেকে নির্বাচন না করে স্বতন্ত্র দাড়াঁনোতে যদি কেউ তার
প্রদানকৃত অর্থ ফেরত চান তবে, ফেরতের ব্যবস্হা করা হয়েছে ।

......................................................................................
আমি তার এই সততার প্রশংসা করি ।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:
এই মেয়েটাকে নিয়ে এনসিপির টোকাইদ্বয় আছে বাজে ট্যাগিং শুরু করে দিয়েছে।

জারা নাকি ৫ তারিখে পর উঠে আসা রাজনীতিবিদ; ফেম কামিয়ে এখন দল ছেড়ে চলে যাচ্ছে।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৩০

শ্রাবণধারা বলেছেন: সংক্ষেপে বিষয়টির উপরে খুব ভালো পোস্ট।

জুলাই আন্দোলন খুব বাজেভাবে বেহাত হয়েছে। এনসিপির জামাতের বি-টিম হয়ে ওঠাটা আমাদের অনেকের কাছেই ছিল চরম হতাশার। কিন্তু এটা আমরা দেখেছি, এবং এনসিপি কে খরচের খাতায় তুলে রেখেছি।

এখন এই যে ইতরের দলটি জামাতের কোলে উঠতে চায় বলে আপনি লিখেছেন, এটা দেখে আমি খুব একটা আশ্চর্য হইনি। জামাতকে বলা যেতে পারে বিষ্ঠার লিটমাস টেস্ট, এদের সঙ্গে সিট ভাগাভাগি তো বটেই, যারা এক স্টেজেও ওঠে, তারাও বিষ্ঠা।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:
এনসিপি যে জামায়াতের বাই প্রোডাক্ট এমন অভিযোগ অনেক আগে থেকেই উঠে আসছিলো, এখন সেটা সত্যি হলোই। নতুন বন্দোবস্ত নয় আদতে তারা/এনসিপি নিজের দুর্নীতি, অপকর্ম এবং পিঠ বাঁচানোর পাঁয়তারা হিসেবে জামায়াতের সাথে জোট বেঁধেছে। বিএনপি কাজ থেকে আশানুরূপ সিটের আশ্বাস না পেয়ে এখন ক্ষমতায় লোভে জামায়াতের কাঁধে ভর করেছে।‌ সাময়িক সময়ের জন্য জামায়াতের কূটকৌশল এরা রক্ষা পেয়ে গেলে ও বছর কয়েক পরে দেখবেন ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা থাকবে না.....

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৩৬

আলামিন১০৪ বলেছেন: আওয়ামী শুয়রেরাও তো এক কালে জামাতকে ব্যবহার করেছে। অশুচি না, এমন কি কেউ বাকি আছে?

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আওয়ামী শুয়োর জামায়াতের সাথে হানিমুনে করেছে আর এদিকে ১৫০০ লাশের রক্তের বিনিময়ে নতুন বন্দোবস্ত নামে এনসিপি এখন জামায়াতের সাথে জান্নাতের টিকিট কনফার্ম করেছে।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:২১

ক্লোন রাফা বলেছেন: ভালোই হইছে বাবা আর ছেলে, মেয়েরা মিলে একসাথে সুয়ারেজের বিষ্ঠার নতুন বন্দবস্ত উপহার দিবে জাতি’কে। শেখ হাসিনা’র প্রতিটি উক্তি সঠিক ছিলো রাজাকারের বাচ্চাদের নিয়ে।

প্রথম থেকেই বলে আসছি নীতিহীন মানুষ কখনোই ভালো কিছু উপহার দিতে পারেনা। সঠতার অপরাজনীতি কখনোই সফল হয়নি, হোতে পারে না । B-)

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:

বাবা-ছেলের অবস্থা নির্বাচনের পর আসন দেখলেই বোঝা‌ যাবে। যদি আশানুরূপ আসন না পায় দুই দলের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।‌

৯| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১২

বাজ ৩ বলেছেন: দফাদার ভাই,আপনার মাঝের প্যারার বিশ্লষনে আমি একমত নই

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:

উপরের, মাঝখানের কোন‌ পেরাই আমার না শুধু উপসংহার টা আমার.....

১০| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৫

হাইজেনবার্গ ০৬ বলেছেন: পোস্ট উৎসর্গ করার জন্য ধন্যবাদ।লাভার না, এনসিপির প্রতি রোমান্টিসিজম আছে। পোলাগোলা নস্ট মানুষ আর নষ্ট রাজনীতির খপ্পরে পইরা নিভু নিভু। আপনি লে জে হুমু এরশাদের দল কইরাও এনছিপিরে তুলোধুনো করলেন, পইড়া শক খাইলাম। আপনার মধ্যে ধোননগাজীর প্রেতাত্তা বাস করে।এনসিপির কি করার দরকার ছিলো যা তারা করে নাই দেইখা আপনি এনসিপির প্রতি বিলা হয়া আছেন? তাদের ক্রাইম কি কি তা যদি বলতেন তাইলে আমার গিয়ান বাড়তো।

রাজনৈতিক জোট বাধা অন্যায়? আমি জানি তারা দুর্ণীতি করছে, কিন্তু তারা যা দুর্ণীতি করছে তাকি আওয়ামি বা অতীতকালের ,লে জে হুমু এরশাদের , বিম্পির চুরি ছাড়ায়া গেছে?

কেউ আসে সমাজে পরিবর্তনের সূচনা সহ নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে একটা উদাহরন দেন কে আইছিলো ?


টোকাই ছোটলোকেরা আসে আখের গোছাইতে আপনার দর্শণানুসারে জাপা, লীগ, বিম্পিতে যারা এসে আখের গোছাইছে তারাও তাইলে পথশিশু আর ছোটলোক। দেশের রাজনীতিতে খাদেজা জিয়া ছাড়া একজন ভদ্রনোকের নাম বলেন।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:

এনসিপি না আপনের হয়তো জামায়াতের প্রতি রোমান্টিসিজম আছিলো, এখন দুই দল এক হইয়া একটি বিকল্প শক্তি হিসেবে প্রকাশ হওয়াতে খুশি লাগতেছে। আপনে তো আবার জামায়াতের মতো সেভেন সিস্টাস দখলের পক্ষের লোক।

হইয়া গেছে স্বাধীন। এই লন :p

এনসিপির কি করার দরকার ছিলো যা তারা করে নাই দেইখা এনসিপির দুই বছরে উল্লেখযোগ্য কিছু ভালো কাজের কথা আপনি কন‌ শুনি যেহেতু তাদের নিয়া এতো রোমান্টিসিজম ছিল আপনের? বিসিবির বর্তমান কমিটির একজন সদস্যের ভাষ্যে- গত ১৫ বছরে এতো আর্থিক দুর্নীতি হয় নাই আসিফ মাহমুদ থাকা অবস্থায় যা হয়েছে।

রাজনৈতিক জোট বাধা অন্যায়? আমি জানি তারা দুর্ণীতি করছে, কিন্তু তারা যা দুর্ণীতি করছে তাকি আওয়ামি বা অতীতকালের ,লে জে হুমু এরশাদের , বিম্পির চুরি ছাড়ায়া গেছে? এই সেনা আসছেন আসল চেহারায়? দুই বছরের চুরি-চামারি, অপকর্ম ডাইকা এখন‌ই কিংস পার্টির সাফাই গাওয়া শুরু করছেন, ক্ষমতায় গেলে মানুষ মারলে বলবেন আওয়ামীলীগ তো ১৫০০ মারছে, তারা ও এখনো ও সেটা ছাড়াই নাই। নতুন বন্দোবস্ত বলে কথা.........

জারা তাসনিম মেয়েটা নিশ্চিত ভবিষ্যতে ছেড়ে পরিবর্তনের সূচনা হবে এমন চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসছে। ফ্যান্টাসি যে থাকা কিংস পার্টির টোকাই রা আসছে মাল‌ বানাইতে। আর আপনে তাঁদের আওয়ামী লীগ বিএনপি সাথে বার বার তুলনা করেন‌ কেন? তারা নতুন বন্দোবস্তের নামে দেশ বা* বা**** তাল গাছে উঠানোর প্রতিশ্রুতি দিয়েছে?

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৯

মাথা পাগলা বলেছেন: জনসাধারণ যারা আন্দোলন করেছিলো তারা ক্ষমতার জন্য করে নাই, তাই আন্দোলনের পর যে যার ঘরে ফিরে গেছে। জুলাই বিপ্লবের ফায়দা লুটেছে রাজাকাররা।

রাজাকারের পায়ের নিচেই এনসিপির বেহেশত। ছবির ক্রেডিটের নাম খুঁজে পাইনি।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ছবিটা আমি ও দেখছি‌, এটা অপু'স কার্টুন নামে একজন পেইজ থেকে শেয়ার করা।‌ নতুন বন্দোবস্তের ঠিকানা এখন চুম্মা শফির পদতলে তাহলে। বাহ! বাহ! বাহ!

এনসিপি দল গঠনের পর থেকে কমিটি আসা লোকজন দেখে কখনই তাঁদের বাংলাদেশ পন্থী দল হিসেবে মনে হয় নাই। তারা এসেছে একটি গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪০

আমি নই বলেছেন: বাংলাদেশে (আসলে উপমহাদেশেই) এগুলো স্বাভাবিক ঘটনা, আমার মনে হয় না কখনও পরিবর্তন আসবে। দেশের প্রতিটা মানুষই স্বার্থপর, লোভি, সুযোগ সন্ধানী। সুযোগ পাইলে কেউ ছারেনা, হয়তো আপনিও ছারবেন না।

জনযুদ্ধের মাধ্যমে পাওয়া এবং লক্ষ লক্ষ মানুষের রক্তে কেনা স্বাধীনতাও একটি দলের সম্পদ, একজন নেতার জন্ম না হলে নাকি বাংলাদেশের জন্মই হতো না। এগুলো শুনেইতো ওরা বড় হয়েছে, তাই হয়ত ওরাও জুলাইকে ক্যাশআউট করার চেষ্টা করছে।

আগামি কালকে যদি শুনি হাসনাত ভারতের সাথে আতাত করেছে বা বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছে আমি একটুও অবাক হবোনা। বরং যদি না করে থাকে সেটাই হবে অবাক করা বিষয়। এই দেশটাই চোর-বাটপার-দুর্নির্তিবাজ-দখলদার-বেইমানদের জন্য উর্বর ভুমি।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
উপমহাদেশ ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান এমনকি শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের থেকে অনেক ভালো। সবকিছু রেটিং এ দেখবেন এই দেশগুলো বাংলাদেশ থেকে কিছুটা এগিয়ে। নেপালে অভ্যুত্থান ৬ মাসের মধ্যে নির্বাচন হয়েছে, ছাত্ররা ঘরে ফিরে গেছে শ্রীলঙ্কা অর্থনৈতিক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

২৪ এর আন্দোলন কখনো হাসিনাকে সরিয়ে দেশে পরিবর্তন বা সুশাসন প্রতিষ্ঠার জন্য ছিল না। এখন এনসিপির রাজনৈতিক দৈন্যদশার নিয়ে দেশের চলমান রাজনৈতিক সংস্কৃতি, সমাজ ব্যবস্থা অনেক কিছুর উপরে দোষ চাপানো যায়। কিন্তু তাদের কোন কর্মী সমর্থক যেন আর নতুন বন্দোবস্তের মুলা ঝুলিয়ে রাজনীতি না করে।‌ আওয়ামীলীগ মতোই তারা ও জুলাই ব্যবসায়ী,‌ বিএনপির মতো দূর্নীতি গ্রস্থ আর জামায়াতের মতো সুযোগ সন্ধানী।

চাটুকারিতা লিপ্ত বা দলকানা না হয়ে সুন্দর মন্তব্য করার জন্যে আপনাকে ধন্যবাদ।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০

অপু তানভীর বলেছেন: মুক্তিযুদ্ধের পরে আওয়ামীলীগ ঠিক যেভাবে মুক্তিযুদ্ধকে দখল করেছিল এনসিপিও ঠিক একই ভাবে জুলাইকে দখল করার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধ যেমন সাধারণ মানুষ করেছে জুলাইও তাই। তারা দেশের জন্য সংগ্রম করেছে। আর আওয়ামীলীগ আর এনসিপি করে ধান্দাবাজি। এখনও করে চলেছে।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ধন্যবাদ আপনাকে। আপনার সাথে শতভাগ সহমত। বাংলাদেশের রাজনীতিতে একটি লুপের মধ্যে আটকাইয়া আছে। ৭১ পরবর্তী বিভিন্ন সংকট গুলো দেখবেন ঘুরে ফিরে আসে। তবে আশাকরি ৭৫ এর মতো জুলাই ব্যবসায়ীদের পিতা ইউনুস কে আর্মিরা এভাবে জুলাবে না।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: রুমিন ফারহানা মতো মেধাবী জাপায় যোগ দিচ্ছে।
জাপা আগের থেকে আরো শক্তিশালী হয়ে ফিরছে। :p


বলেন কি ? রুমিন ফারহানা জাপায় যোগ দিচ্ছে । ভাগ্যিস এরশাদ নাই । ভদ্রমহিলার প্রেমে আমি আধা অন্ধ । অমন মুখ হাসি রজানৈতিক ব্যাক্তিত্বরা কম দিতে পারে ।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ভালোই তো মজা নিলেন! এরশাদ নাই তো কি হইছে, জি এম কাদের আছে না? :p

একটা ছবিতে দেখলাম ইহা কি মিমিক্রি নাকি সত্যি বুঝলাম না।

তবে রুমিন আপা কেন বিএনপি মূল্যায়ন করলো না সেটা বুঝলাম না?

আরো কিছু হাইপ্রোফাইল নেতা আছে।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন:

আওয়ামী শুয়োর জামায়াতের সাথে হানিমুনে করেছে আর এদিকে ১৫০০ লাশের রক্তের বিনিময়ে নতুন বন্দোবস্ত নামে এনসিপি এখন জামায়াতের সাথে জান্নাতের টিকিট কনফার্ম করেছে।

এনসিপি থেকে যারা বের হয়ে গেছে তাদের কাউকে কি জনগণ ভোট দিবে?

একটি বিষয় নিয়ে কেউ লিখেন তো, মানুষজন জামাআত বিদ্বেষী কেন? শুধুই ৭১ নাকি ইসলাম বিদ্বেষ?

২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:
না! তাঁদের ভোট দিবে না, ৩০০ আসনে ডাক দিয়ে ১৫৫ আসনে প্রার্থী ঘোষনা দিয়ে ৩০ আসনে জান্নাতের প্রার্থী জুলাই ব্যবসায়ীদের ভোট দিবে‌।

মানুষ জামায়াত বিদ্বেষী কারন জামায়াত অপকর্ম করে ধর্মের আশ্রয় নেয়, ইহা ঢাকার চেষ্টা করে। মদ খাওয়া হারাম কিন্তু জামায়াতের কেউ প্রান করিলে ইহা হয়ে যাবে স্বর্গীয় সুরা। :p

যাক আপনাকে একটু খুশি করি, জামায়াতের প্রতি একটা মায়া কাজ করতো। আহারে বেচারা আওয়ামী সময়ে এতোটা নির্যাতিত, অত্যাচারিতে ছিলো। কিন্তু এখন ক্ষমতায় স্বাদ পাওয়ার সাথে সাথে মামুরা ১৮০ ডিগ্রি প্লটি। শাহরিয়ার নামে একজন ব্যারিস্টার আছে, কোন সুস্থ স্বাভাবিক মানুষ উনার যুক্তিগুলো নিতে পারবে? একটা দেশের ভিক্তি যে সব পিলারের উপর দাঁড়ায়ে, সে সমানে এগুলি অস্বীকার করে নিজের মতো ন্যারেটিভ দাঁড়া করাচ্ছে। ক্ষমতায় গেলে কি করবে ভাই?

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নাহিদরা প্রেশার গ্রুপ হিসেবে থাকলে এখনও ইজ্জত পেত। নির্বাচনের পর তাদের অবস্থা ইমরান এইচ সরকারের মতই হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.