নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

যেই জনগণের ট্যাক্স-ভ্যাটে বেতন-ভাতা সেই জনগণকেই শোষণ-নিপীড়ন!!!

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩০



বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে কি? কেউ বলবেন দুর্নীতি, কেউ আইনের শাসনের অভাব। আমার মনে হয় এর সাথে আরও যুক্ত হবে দায়িত্ববানের দায়িত্বহীনতা। সকালে দুটি সংবাদ নজরে আসলো।

ইউএনওর স্ত্রী বলে কথা - দামে কম না দেওয়ায় দোকানিকে ধরে নিয়ে মারধর!

৪ নারী ধর্ষণ: গড়িমসির পর মন্ত্রীর হস্তক্ষেপে মামলা

প্রথম সংবাদের সারাংশ হচ্ছে-
কুড়িগ্রামের রাজীবপুর বাজারের আব্দুল মালেক নামের এক দোকানিকে ধরে নিয়ে মারধর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল প্রদান করেন। আর এর পেছনের কারণ হচ্ছে ইউএনও সাহেবের স্ত্রীর সাথে দোকানির কাপড়ের দাম নিয়ে বচসা!!!

দ্বিতীয় সংবাদের সারাংশ হচ্ছে-
চট্টগ্রামে প্রবাসী তিন ভাইয়ের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার লুটের পাশাপাশি তাদের স্ত্রী ও এক বোনকে ধর্ষণের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এ ঘটনায় ঘটনাস্থল তাদের এলাকায় নয় বলে ভুক্তভোগীদের পটিয়া থানায় পাঠিয়েছিল কর্ণফুলী থানা পুলিশ। সেখানে একই কথা বলে আবার তাদের পাঠানো হয় কর্ণফুলী থানায়। সেখানে দ্বিতীয় দফায় গিয়েও কাজ না হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাড়িতে গিয়ে ঘটনা বলার পর তার হস্তক্ষেপে পাঁচ দিন পর মামলা হয় বলে জানিয়েছেন ধর্ষিতদের এক স্বজন।

কি বিচিত্র এদেশ, যে ব্যবসায়ীর ট্যাক্স-ভ্যাটে মাননীয়(!!!) ইউএনও সাহেবের স্ত্রীর পশ্চাদেশের কাপড়ের টাকা তথা বেতন-ভাতা তাকেই মোবাইল কোর্ট নামক ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজা! আর যে প্রবাসীর রেমিট্যান্সে ওসি সাহেবদের বেতন-ভাতা তাঁদের সম্পদ-ইজ্জতের নিরাপত্তা দেয়া দূরে থাক উল্টো মামলা নিতে হয় মন্ত্রীর তদবিরের পর! এ ঘটনা দুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দায়িত্ববানের দায়িত্বহীনতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে।




মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

বেনামি মানুষ বলেছেন: একেবারে যা তা অবস্থা।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

র ম পারভেজ বলেছেন: অরাজকতার নমুনা এগুলি।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

নিয়াজ সুমন বলেছেন: এই হল স্বাধীন দেশের বিজয় মাসের আনন্দদায়ক খবর।
এই জন্য এই দেশ স্বাধীন হয়েছিল।
খুব দুঃখজনক।। লজ্জাকর!!!

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

র ম পারভেজ বলেছেন: স্বাধীনতার প্রকৃত সুফল না পাওয়ার কারণ, এদেশের আমলা-পুলিশরা এখনো ব্রিটিশ আর পাকিস্তানি ভাবধারা থেকে বের হতে পারেনি। তারা নিজেদের জনগণের সেবক হিসেবে কাজ না করে শাসক হিসেবে কাজ করে।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি পেপারে পড়েছি দুটা খবরই। খুব রাগ লেগেছে। কিন্তু রাগ লাগা ছাড়া আর কিছুই করতে পারব না। :(

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

র ম পারভেজ বলেছেন: রাগ করা ছাড়া আমাদের আর কিছু করারও নেই।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

মহামোহপাধ্যায় বলেছেন: ট্যাক্স ও দেবো মারও খাব তা না হলে এটা বাংলাদেশই না।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

র ম পারভেজ বলেছেন: হুমম!!!

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৫

ফেরদৌসা রুহী বলেছেন: দেশের আম জনতা এখনো প্রশাসনের লোকেদের কাছে বন্দি।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

র ম পারভেজ বলেছেন: সহমত।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:০৮

সোহানী বলেছেন: হাঁ, এটাই এখন স্বাভাবিক। বরং ওসি সহজে মামলা নিলে হতো অস্বাভাবিক। হায়রে দেশ..........

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০

র ম পারভেজ বলেছেন: অস্বাভাবিকতাই এখন আমাদের দেশে স্বাভাবিক!!!

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

নতুন নকিব বলেছেন:




মানবাধিকার নামের অদৃশ্য বস্তুটি পায়ের নিচে পিষে ফেলে, গনতন্ত্র আর বাক স্বাধীনতা কেড়ে নেয়ার পরেও কারও কারও কাছে নাকি এই দেশটি এখন জান্নাত, স্বর্গ আর বৈকুন্ঠ ঠেকে!

বিনয়ের সাথে 'রূপক বিধৌত সাধু'র দৃষ্টি এই পোস্টে আকর্ষন করছি। তার মূল্যবান মন্তব্য কামনা করছি।

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

র ম পারভেজ বলেছেন: এইদেশ যদি জান্নাত হয় তবে দোযখের কি অবস্থা!!!

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

ভুয়া মফিজ বলেছেন: ট্যাক্স-ভ্যাট দেয়া জনগনের দায়িত্ব আর জনগনকে শাসন-শোষন করা শাসকদের দায়িত্ব। আপনিতো ভাই রাজাকারদের মতো কথা বলছেন!!! দেশপ্রেম বলে কিছুই আর দেখছি অবশিষ্ট নাই আপনার মধ্যে।
দেশে থাকেন, নাকি বিদেশে.... ;)?

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

র ম পারভেজ বলেছেন: দেশেই আছি, তবে বেশি দিন মনে হয় থাকা যাবে না... :P

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

হাতুরে গোয়েন্দা বলেছেন: মাঝে মাঝে না নীরবে কান্না করি, কোথায় আছি অামি???

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

র ম পারভেজ বলেছেন: আপনি বাংলাদেশ নামক দারুল-হারবে অবস্থান করছেন।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

ভবিষ্যত বলেছেন: দেশে কবে যে শান্তির মা আবার ফিইরা আইবো? আল্লাহমালুম......

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

র ম পারভেজ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.