নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

অভিসার (অভিসার)

০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৭


আগের পর্বের লিঙ্ক Click This Link
২০২১ সালের সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ। এক বছর পর মধু’র সাথে তূর্য’র দেখা হবে। মধু বর্তমানে বাড়িতে আছে। তার বাড়ি কুমিল্লায়। তূর্য আসবে ময়মনসিংহ থেকে। একটা চাকরির সাক্ষাৎকার আছে তার। সাক্ষাৎকার শেষে মধু’র সাথে দেখা করবে।

সাক্ষাৎকার বনানীতে। সাক্ষাৎকার শেষে মালিবাগ আসতে হলো। কারণ, কর্মস্থল এখানেই। তূর্য’র চাকরিটা হয়ে গেছে। অতিসত্বর যোগদান করতে হবে।

বিকেল গড়িয়ে গেছে। দিন প্রায় শেষ। মালিবাগ থেকে শাহবাগ যেতে হবে। ইতোমধ্যে মধু কলেজে চলে এসেছে। সারা দিন ধরে অপেক্ষায় আছে কখন তূর্য’র সাথে দেখা হবে।

গাড়িতে উঠল তূর্য। গাড়ি চলতেই আছে। পথ যেন আর শেষ হয় না। এদিকে সন্ধ্যে নেমে এসেছে। মধু’র হলের গেট সন্ধ্যে ৭টায় বন্ধ হয়ে যাবে। ৭টার আগে পৌঁছাতে না পারলে দেখা হবে না।

চিন্তায় অস্থির হয়ে উঠল তূর্য। হঠাৎ গাড়ি থেমে গেল। জানা গেল গাড়ির গন্তব্য এখানেই। তূর্য বুঝতে পারল সে ভুল গাড়িতে উঠেছিল। একজনকে জিগ্যেস করল, “শাহবাগ যাবে কেমনে?” লোকটা বলল, “রাস্তার ওপাশে গেলে লেগুনা আছে। ১০ টাকায় সামনের একটা বাজারে নামিয়ে দেবে। সেখান থেকে গুলিস্তান। গুলিস্তান থেকে শাহবাগ কাছেই।”

গুলিস্তান পৌঁছাতে ৩০ মিনিট লেগে গেল। যানজট ছিল। কী করবে তূর্য? ৩০ মিনিটে কি গন্তব্যে পৌঁছাতে পারবে? মধুকে বলে রেখেছিল দু’জন একসাথে লাঞ্চ করবে। সুযোগ হবে বলে মনে হয় না।

শাহবাগ এসে বেলিফুল খুঁজতে লাগল তূর্য। এটা মধু’র খুব পছন্দ। বনানীতেও খুঁজেছিল, কিন্তু পায়নি। পাবে কেমনে? এখন তো বেলিফুলের ঋতু না। একটা গাজরা ফুলের মালা চোখে পড়ল। এটাই নেওয়া যায়।

২০ মিনিট সময় হাতে আছে। রিকশাওয়ালাকে জিগ্যেস করল, “বদরুন্নেসা সরকারি কলেজে যাবে কি না?”
“বকশীবাজার না?” রিকশাওয়ালা জানতে চাইল।

তূর্য সেটা জানে না। জানতে মধুকে ফোন দিল। বেচারি অপেক্ষায় থাকতে থাকতে এতক্ষণে অস্থির হয়ে গেছে।

রিকশা চলতে শুরু করল। বুক ধড়ফড় করছে তূর্য’র। সে কি মধু’র সাথে দেখা করতে পারবে? এতদিনের অপেক্ষার কি অবসান হবে? দুশ্চিন্তায় ঘামতে শুরু করেছে সে। একসাথে লাঞ্চ করতে না পারলেও দেখাটা হলে ভালো হতো। গাজরা ফুলের মালাটা মধু’র খোঁপায় মানাবে না? এসব ভাবতে ভাবতে বদরুন্নেসা কলেজের সামনে এসে গেল রিকশা। মধুকে ফোন দিল তূর্য।

মধু হয়তো ভেবেছিল তূর্য সময় মতো পৌঁছাতে পারবে না। তাই আগেভাগে বের হয়নি। ৫ মিনিট পর সে গেটে হাজির হলো। এপাশ-ওপাশ করল। তূ্র্য দাঁড়িয়েছিল পশ্চিম দিকে। ইশারায় ডাক দিল তূর্য।

দু’জনেরই প্রথম প্রেম এবং প্রথম অভিসার। কে কী করবে বুঝতে পারছিল না। সময় তো নেই যে এক জায়গায় বসে স্বাভাবিক হবে। উপহারগুলো মধু’র হাতে দিল তূর্য। গাজরা ফুলের মালা, একটা হেডফোন, মোবাইলের কভার, ব্রেসলেট (নওগাঁ থেকে এনেছিল) এবং অনেকগুলো চকোলেট। মধু তার উপহারটা তূর্য’র হাতে দিল। দামি একটা পারফিউম।

হঠাৎ একটা রিকশা সামনে দিয়ে যাচ্ছিল। রিকশায় চড়ে বসল দু’জন। সামনে এগিয়ে একটু ফাঁকা জায়গায় দাঁড়াল। সারা দিনের ক্লান্তিতে তূর্য অবসন্ন। মধুও নিশ্চয়ই তার অপেক্ষায় থেকে কিছু খায়নি? কী খাওয়া যায়?

দুটো আইসক্রিম কিনল। তেষ্টা পেয়েছিল। গলাটা ভেজানো দরকার। একটা নিজে নিল, অন্যটা মধুকে দিল। তারপর দু’জন একসাথে আইসক্রিম খেল। হঠাৎ তূর্য’র মনে হলো একটা আইসক্রিম দু’জন খেলে মজা হতো।

৭টা বাজতে ৫ মিনিট বাকি। হাঁটতে হাঁটতে দু’জন কলেজের গেটের কাছে। ব্যাংকের একটা বুথের সামনে দাঁড়াল। খুশির কথা এটা যে বুথে কেউ ছিল না।

“একটা চুমু দেই?” দুষ্টুমির ছলে বলে বসল তূর্য। কিন্তু সে সুযোগ কই? রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। গাড়ি যাচ্ছে।

একটু ফাঁকা পেয়ে মধু’র ঠোঁটের দিকে মুখ বাড়িয়ে দিল তূর্য। মধু তা লুফে নিল। কারও কাছে মনেই হবে না এটা তাদের প্রথম সাক্ষাৎ। অবশ্য এটা প্রথম সাক্ষাৎ হলেও তাদের মনের মিল অনেক আগেই হয়ে গেছে।

১০ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৭

সাজিদ! বলেছেন: রাস্তা ফাঁকা পেয়ে প্রথম দেখাতেই চুমাচুমি! B:-/
লিখতে থাকুন। শুভেচ্ছা।

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এই আর কী

২| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৬

চাঁদগাজী বলেছেন:



ডিজিটাল প্রেম?

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু লিখতে হয়। লিখলাম আর কী। সব ভুলে যাচ্ছিলাম।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: ছবিতে লিখে দিয়েছেন গাজরা ফুল। এই নামটা কে দিলো?

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: গাজরা না?

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এতো তাড়াতাড়ি শুরু হয়ে গেলো!!!

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভবিষ্যতে এগোনো যায় কি না দেখা যাক।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গাজরা না?

আমি সঠিক জানি না।
আমার ধারনা এই ফুলের নাম গাজরা না। অন্য কিছু।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ওপরের ডানপাশের ফুলটাই না এটা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.