| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের সেবা করার জন্য খুব বেশী কিছু কাজ করতে হয় না ইচ্ছা থাকলে ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমেও মানুষের সেবা করা যায়।
আমার পরিচিত অনেক বন্ধু, আত্মীয় অনেকেই আমাকে বলেছে যে তারা কাজের মানুষের সমস্যায় ভুগছেন, যদি এমন হয় যে তাদের সমস্যা সমাধানের জন্য একটু কাজ করি যেমন গ্রাম থেকে অসহায় মানুষ এনে তাদের কাজের ব্যবস্থা করি একদিকে যারা কাজের মানুষের সমস্যায় ভুগছেন তাদের সমস্যা সমাধান হয় অন্য দিকে একজন মানুষ একটা কাজ পেয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি তাদের পরিবারে কিছু অর্থনীতিক সহযোগিতা করতে পারল।
এটা কি মানুষের উপকারের মধ্যে পরে না?
২|
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
Salim Ahmed বলেছেন: হয়তো আপনার কথা ঠিক, কিন্তু তাই বলে কি থেমে থাকতে হয়? ভেবেছিলাম ইতিবাচক কোন উপদেশ পাব, পেলাম নেতিবাচক, আচ্ছা বলুনতো কলাম্ভাস যদি নৌ ভ্রমনে না বাহির হতেন তবে কি আমরা আমেরিকা পেতাম?
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮
নীল আকাশ ২০১৬ বলেছেন: গ্রামের মানুষকে এত অসহায় ভাবার কোন কারণ নেই। তারা জমি জমা বিক্রি করে আরবদের খাদ্যামা হতে রাজি, কিন্তু বুয়ার কাজ করে সম্মান হারাতে রাজি না।