| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি প্রবাসী আশরাফ
একজন সাদা মনের মানুষ হবার চেষ্টায় ব্রত...
প্রবাসীর প্রেম
প্রবাসীআশরাফ
নয়ন নীড়ে মেঘ জমেছে
জলে টলোমলো
দেশ ছেড়ে হায় প্রবাসজীবন
ভাগ্যটা এমনও।
নিশি নামে যখন আঁধার নিয়ে
জাগে প্রেম মনেও
তখন পায়না মন প্রিয়ার প্রনয়
ছিল কদিন আগেও।
ঠোঁটের কোণে হাসনা হাসি
লজ্জা জলে ভেজানো,
কেমন আছে কোঁকড়ানো কেশ
বেনী ছাড়াই বাঁকানো?
প্রেমের নেশায় নয়ন নদে
রাত্রি-দিন কাটানো
সুখ-স্মৃতি আর স্বপ্ন নিয়ে
অশ্রুজলে ভেজানো।
০১-১০-২০১৪
২|
০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮
রমিত বলেছেন: সুন্দর!
৩|
০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা ।
শুভকামনা
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮
রমিত বলেছেন: সুন্দর!