| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়েম রহমান
নিজেকে সবসময় সুখি মনে করি।মনকে সবসময় একটা কথায় বলি এই আছি বেশ আছি।
গুড়ি গুড়ি মেঘ
যাযাবর সায়েম-
আকাশ পানে মেঘ জমেছে-
শীতল বাতাস লাগছে দেবদারু চুলে।
উদাসী মনে তাকিয়ে একা
মনের ব্যাথা যাচ্ছে কোথা?
ভাসিয়ে দিলাম,ভাসিয়ে দিলাম
বৃষ্টির জলে আজ তলিয়ে গেলাম।
ঘুম ঘুম লাগছে তবু ঘুম আসছে না
বৃষ্টি কি আর শেষ হবে না?
আমি চেয়ে তাকি মেঘ পানে
ভিজব নাকি বৃষ্টির জলে?
ভাবছি বসে একলা মনে
গুড়ি গুড়ি বৃষ্টিগুলো ভিজাচ্ছে মন আপন প্রানে।
হয়ে যাবে বৃষ্টির স্মান
চলে যাবে ব্যাথার গান।
আজকে আমি লিখছি তোমায় ভেবে
আবার দুজনায় দেখা হবে
সেই বর্ষার বৃষ্টি বিলাসে।
©somewhere in net ltd.