নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সকল পোস্টঃ

তুমি কি ভীষণ ব্যস্ত এখন?

২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২



তুমি কী এখন জীবন যুদ্ধে ব্যস্ত ভীষণ
অনিশ্চয়তায় ঘেরা কোনো দ্বীপে
আমি যে শুধু করেছি প্রেম নিবেদন
তোমার সমীপে ।
তুমি কী পাওনা খুঁজে সময়?
তোমার হাত থেকে কী তবে সময় চলে গেছে ?
তুমি...

মন্তব্য১০ টি রেটিং+৫

মানুষ বৃদ্ধ হতে পারে বৃদ্ধ হয়ে যায় পতিতা!!!

২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

মানুষ বৃদ্ধ হয় বৃদ্ধ হয়ে যায় পতিতা
বৃদ্ধ হয় না যে কভু প্রেম হে পরিণীতা
দিনে দিনে ঋদ্ধ সমৃদ্ধ হয় কেবল
বৃদ্ধ হয় না প্রেমিক পুরুষ অথবা প্রেমিকা,
সময়ের সাথে...

মন্তব্য১৪ টি রেটিং+৪

যেন সহস্র যুগ ধরে

২২ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২১



মেঘে ঢাকা চাঁদ
শেয়ালের ডাক
অন্ধকার রাত
ঘন ঘুর কুয়াশা
জেগে থেকে আজ কাটবে সারারাত।
জানি তুমি ও যে থাকবে জেগে
যেমন করে প্রেমের অনুরাগে
সঙ্গে থাকে চাঁদ ললাটে কলঙ্ক দাগ।

লজ্জাবতী লাজুক লতা
আড়ালে লুকিয়ে...

মন্তব্য১৪ টি রেটিং+৩

দূরে থেকে হয় না

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯




তোমার এইসব বিনয়
শুধু আমার তরে নিবেদিত
এসব কী তবে প্রেম নয় ?
নয় পরিণয়? নয়
তোমার প্রেম উপঢৌকন।

জানি সবুরে মেওয়া ফলে
প্রেম হারিয়ে যায় না কভু
প্রেমে মরিচা পড়ে না
এক মুহুর্ত কাল...

মন্তব্য২৯ টি রেটিং+৪

অপ্সরা কবে আসবে তুমি?

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:০৩

অপ্সরা বলো না কবে আসবে তুমি?
তুমি ছাড়া যেন মোর কাছে সবই মরুভূমি।
কুয়াশার চাদরে ঢেকে গেছে মাঠ পথ
তুমি ছাড়া আমি আজ ব্যর্থ মনোরথ‌।

বলো না কবে আসবে আমার কাছে?
কাছে এসে তুমি বসবে...

মন্তব্য১৪ টি রেটিং+২

গন্দমের মতোই নিষিদ্ধ!!!!

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫


না দেখেই যুক্তি সংগত মুগ্ধ হওয়ার মতো
সেই একজনই আছে যেন ধরাতে ।
মুখে যেন তার ছোটে হাসির ফোয়ারা
নদীর কলকল ছলছল ধ্বনিতে
দুচোখে খুশির ঝিলিক তাতে দিক্বিদিক
জ্ঞানশূন্য প্রেমিক আমি ।
দুঃখে...

মন্তব্য১০ টি রেটিং+৪

সেই পাখি!!!

১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

আসেনা আর সেই পাখি এই জানালায়
থাকে যে হায় কোন সুদূরে অচিন পুরে ।
তাই যেন মোদের হয় না দেখা হয়না কথা
বিষন্ন মন যে হায় কাঁদে এখন ভীষণ একা
শুধু...

মন্তব্য৬ টি রেটিং+৪

চলো না আবার পথ হারাবো দুজন!!!!

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৪

চোখে অনেক ঘুম তবুও যে খুঁজে এ মন
শুধু তোমায়, কোথায় আছো কেমন আছো
অবাক নিরবতায় নিঠুরের মতন?
রাতের আঁধারে ঘন কুয়াশায় যেন থাকো তুমি লুকিয়ে অমাবস্যার চাঁদের মতন ।
তারা জ্বলে মিটি...

মন্তব্য১২ টি রেটিং+৪

করিনা ভয় সেই পরাজয়!!!!

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০০



করিনা ভয়— সেই পরাজয়
যে পরাজয়ে তোমার জয় নিশ্চিত হয়।
আরও একশত বার যে হারতে পারি
তোমার কাছে, তুমি সুখী হও যদি তাতে
হে নারী! এই হৃদয় যে শুধু তোমারি
...

মন্তব্য১১ টি রেটিং+৩

আমায় ছেড়ে কোথায় যাবে ?

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৪



আমায় ছেড়ে কোথায় যাবে?
তুমি যেখানেই যাও—
তোমার হৃদয়টা যে থাকবে পড়ে— আমার কাছে ।
তুমি কী যেতে চাও মঙ্গল গ্রহে অথবা চাঁদে?
জানি যেতে তুমি পারবে না
যদি পারো কোনদিন
তবুও পারবে না...

মন্তব্য১৪ টি রেটিং+২

অস্থির সময়!!!!

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৭




অস্থির সময়ে প্রার্থনা করো
স্রষ্টার কাছে,
তবেই তিনি হবেন সহায়।

ছবর করো— শোকর করো
মাওলার কাছে, যা আছে
তোমার কাছে, কাজের প্রতিদান
শপথ করো হৃদয়টা প্রশস্ত করো
চেষ্টা করো অতীত অভিমান ভুলে
হও আগোয়ান।

অস্থিরতা আনবে ডেকে...

মন্তব্য১৩ টি রেটিং+৫

কেন তুমি চলে গেলে?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

কোন সুদূরে চলে গেলে
কীসের লাগি কার টানে?
আমায় হেথা একলা ফেলে
জানি না হায় কার সন্ধানে !

এমন তো হওয়ার কথা ছিল না
নৌকো নদী খেলবো দুজনা
গড়বো মোরা প্রাণের দোসর
বইবে কেবল সুখের...

মন্তব্য২২ টি রেটিং+২

তুমি আর এক কাপ চা এই রাতে!!!!

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২০

এককাপ চা আছে এই খানে
প্রচণ্ড শীতের রাতে
একটু উষ্ণতা দিতে
এককাপ উষ্ণ চা আছে এইখানে।

ঘন কুয়াশায় যেন ঢেকে গেছে সব
হিমেল হাওয়া বহে আমরা বসে নেই।
নিরলস প্রচেষ্টায় হাড় কাঁপানো অনুভব
আমাদের থামা...

মন্তব্য১৫ টি রেটিং+৫

সুপ্রভাত শুভ নববর্ষ ২০২৪ তোমারে...

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩



অতীতের ব্যর্থতা গ্লানি ভুলে
নতুন শপথে দৃপ্ত প্রত্যয়ে
এগিয়ে যেতে হয় সকলে,
নতুন বছরে প্রথম সূর্যোদয়
সে কথাই যায় যেন বলে।

রাতের সব আঁধার দূর হয়
কুয়াশার আভরণ বিদীর্ণ করে
বছরের এই নতুন সূর্যোদয়,
তাই...

মন্তব্য২৬ টি রেটিং+৫

জানি আমি তোমার কাছে যাবো,.. পুরাতন অধ্যায় হে বিদায়...

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬



আমি হেথা ব্যস্ত ভীষণ

আমি হেথা ব্যস্ত ভীষণ
নেই যে কোন অবসর,
এমন করেই কাটছে যে
হায়, শীতের প্রহর।
এখানে এখন অনেক কুয়াশা
কাছাকাছি কোথায় যেন
ঝুঁটি শালিকেরা বেঁধেছে বাসা?
দল বেঁধে ছুটে চলে তারা
সকালে খাবারের সন্ধানে,
ধানক্ষেতে...

মন্তব্য১২ টি রেটিং+৩

>> ›

full version

©somewhere in net ltd.