| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ২৯.৫.২০১৬ তারিখে কন্যা সন্তানের বাবা হয়েছি। আগামীকালের মাঝে নাম রাখা হবে। ব্লগার ভাইয়েরা কিছু নাম সাজেস্ট করুন।
আয়রা, সুহাইলা সুবাহ, আয়রা বিনতে শাহরিয়ার আমার পছন্দের।
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:৫০
শাহরিয়ার সুমন বলেছেন: আত্নীয়,শুভাকাঙ্খি সবাই কেউ বলেছি রাখতে। না পেলে এটাই রাখবো।
২|
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:৩৫
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: অনেক শুভেচ্ছা। অভিনন্দন। আপনি তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন এই সময়ে। আয়রা নামটা সুন্দরই লাগছে। এক পিচ্চির ১০০ নাম রাখা গেলে ভালো হতো। একেক সময় একেক নামে ডাকা যেতো। ![]()
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
শাহরিয়ার সুমন বলেছেন: বৈশাখের আমরণ নিদাঘ @ ধন্যবাদ। ১০০ নাম রাখার বিষয় টা চমৎকার।
৩|
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: আলিজা শাহরিয়ার হলে খুব সুন্দর নাম হবে,
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
শাহরিয়ার সুমন বলেছেন: আলিজা অর্থ কী??
৪|
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
প্রামানিক বলেছেন: আয়রা বিনতে শাহরিয়ার নামটিও চমৎকার
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
শাহরিয়ার সুমন বলেছেন: কালকের মাঝে নতুন নাম না পেলো এটাই ফাইনাল। ধন্যবাদ মতামতের জন্য
৫|
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এ কে এম রেজাউল করিম বলেছেন: My ALLAH (SW) Bring happiness and peaceful environment in your family with a name like: AMADU SHARIAR
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
শাহরিয়ার সুমন বলেছেন: Thank u.plz also write the meaning of AMADU
৬|
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
শফিউল রনি বলেছেন: সন্তানের নামের শেষে বাবার নাম থাকা উচিত। আয়রা বিনতে শাহরিয়ার ঠিক আছে। তবে "আয়রা" নয়, "আইরা" বা "আইরাহ"।
০৩ রা জুন, ২০১৬ রাত ৮:২৯
শাহরিয়ার সুমন বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
৭|
০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৩০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আয়রা ! বাহ্ খুব সুন্দর নাম তো !!!!!!!!! অভিনন্দন আপনাকে
০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৫
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ
৮|
০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৩৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: রাইসা নাম রাখার ক্রেজ কি চলে গেল?
০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৬
শাহরিয়ার সুমন বলেছেন: রাইসা রাখার কথা ছিল নাকি?
৯|
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:২৭
রক্তিম দিগন্ত বলেছেন: অভিনন্দন আপনাকে বাবা হওয়ায়।
আপনার পছন্দকৃত নামটাই সুন্দর ![]()
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৪৬
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ
১০|
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:৫৫
আমিই মিসির আলী বলেছেন: আপনার যেটা পছন্দ সেটাই রাখুন।
তবে নামের অর্থ জেনে রাখবেন।
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:১৪
শাহরিয়ার সুমন বলেছেন: আইরা অর্থ সম্মানিত। আর শাহরিয়ার মানে রাজা
১১|
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৭:৫৯
জুন বলেছেন: আলিশা শাহরিয়ার
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:০৫
শাহরিয়ার সুমন বলেছেন: আলিশা অর্থ কি??
১২|
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুকণ্যা, লাবন্য, প্রিয়তি,
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:২৬
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ নামগুলোর জন্য
১৩|
০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫২
পলক শাহরিয়ার বলেছেন: বিনতে বাদ দিয়ে শুধু আইরা শাহরিয়ার রাখতে পারেন। শর্ট,সিম্পল অ্যান্ড বিউটিফুল। অভিনন্দন আপনার জন্য আর কন্যার জন্য শুভকামনা।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫৮
শাহরিয়ার সুমন বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ। পরিবারের সাথে কথা বলে দেখবনি
১৪|
০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: নাম দেওয়া কঠিন।
কিন্তু আপনাকে, আপনার পরিবারকে অভিনন্দন আর শুভকামনা।
০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:০১
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ। কঠিন কাজটি সহজ করতেই আপনাদের সাহায্য চাওয়া
১৫|
০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
আফ্রোদিতে বলেছেন: মৃদুলা শাহরিয়ার
১৬|
০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর অর্থবহ নাম রাখুন।
নবজাতকের জন্য শুভকামনা রইল।
০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:২২
শাহরিয়ার সুমন বলেছেন: ধন্যবাদ
১৭|
০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
যোগী বলেছেন:
দুইটা শব্দের নাম রাখুন প্লিজ।
০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:২১
শাহরিয়ার সুমন বলেছেন: পছন্দসই পাচ্ছিনা
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:৩২
নতুন বলেছেন: আয়রা বিনতে শাহরিয়ার +++