| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
পাকিস্তানের সাথে সম্পর্ক পূনঃস্থাপন হচ্ছে বলে মনে হচ্ছে। পাকিস্তানী রাজনৈতিক, খেলাধুলা ও সামরিক বাহিনীর ব্যক্তিত্বরা বাংলাদেশ সফর করেছেন। সেই দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও সফর শুরু করেছেন আমাদের দেশে। বাংলাদেশ আগ বাড়িয়ে কারো সাথে শত্রুতা করুক, তা কেউই চায় না। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে সেটা ধরাই যেতে পারে! কিন্তু, খুনীদের বন্ধু হিসেবে গ্রহণ করার ব্যাপারে একটু সাবধান থাকা প্রয়োজন বলে মনে করি।
এখানে মনে রাখা প্রয়োজন, পাকিস্তান বাংলাদেশের সাথে ১৯৭১ সালে তার কৃতকর্মের জন্যে এখনো ক্ষমা চায় নাই। তার উপর, নিজের দেশের ভিতর পাকিস্তানীদের অবস্থা ভালো নয়, সেই দেশে আন্দোলন - সংগ্রাম চলছেই। সীমান্তের দুই প্রান্তে ভারত ও আফগানিস্তানের সাথেও তাদের সম্পর্ক ভালো নয়। এই অবস্থায়, এরকম একটি দেশের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশ কি পেতে পারে? মনে হয়, ভারতকে একটু রাগিয়ে দেওয়াই বাংলাদেশের বর্তমান সরকারের লক্ষ্য। এটা অবশ্য করাই যেতে পারে! কারণ, ভারত একটু আগ বাড়িয়ে আমাদের দেশের সাথে শত্রুতা দেখাচ্ছে।
কিন্তু, কথা হচ্ছে, আমাদের মাতৃভূমির পুরনো শত্রু পাকিস্তান এখন হঠাৎ করে আমাদের বন্ধু হচ্ছে, এটা অনেকেই মেনে নিতে চাইবেন না। কারণ, একাত্তরে পাকিস্তান আমাদের পূর্বপুরুষের উপর অত্যাচার করেছিলো। ইসরায়েলকে কি কখনো ক্ষমা করতে পারবে ফিলিস্তীনী মুসলমানরা? পারবে বলে মনে হয় না।
একই কারণে, বাংলাদেশ বর্তমান প্রজন্ম যদি পাকিস্তানীদের আগ বাড়িয়ে ক্ষমা করে দেয়, দেশের আগের প্রজন্ম অবশ্যই প্রতিবাদ রাখবেন তাদের কাছে। ফলে, দেশ আবারও অস্থিতিশীল হবে। যে বাংলাদেশী পাকিস্তানের সাথে আগ বাড়িয়ে হাত মেলাবে, সেই বাংলাদেশী ইসরায়েলের সাথে হাত মিলাবে না, তার কি কোন গ্যারান্টি আছে?
তাই বলছি, সাধু সাবধান!
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার নানাবাড়ির অনেকেই জামায়াত সমর্থক ও কর্মী।
কিন্তু, শিবির আমাকে কখনো তাদের দলে যোগদানের আহবান জানায় নাই।
শুভেচ্ছা নিরন্তর।
২|
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪১
জেনারেশন একাত্তর বলেছেন:
এই ব্লগে আপনি বলেননি যে, আপনি শিবিরে আছেন (২০২৪ এর ক্য'এর সসময় )?
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি শিবিরের সদস্যপদ কিনি নাই। উনারাও আমার কাছে বিক্রি করেন নাই।
ধন্যবাদ নিরন্তর।
৩|
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি হিজবুতে ছিলেন?
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
না। উনারাও আমাকে সদস্য করেন নাই।
আমি গানবাজনা করা মানুষ।
শুভেচ্ছা নিরন্তর।
৪|
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: কিন্তু, শিবির আমাকে কখনো তাদের দলে যোগদানের আহবান জানায় নাই
শিবির ও বুঝে গেছে আপনি ফরহাদ মজহার লাইনের লোক। আপনি মাজারেও যান , শিয়াবাদি ,সনাতনি গান্ধব বিবাহকে সঠিক বলে মনে করেন এবং একই সাথে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক দেখতে হিসাবে দেখতে চান । ![]()
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তবে, আমি ফরহাদ মাজহার সাহেবকে চিনি না।
তবে, প্রবর্তনায় একবার গিয়েছিলাম জিএম ধানের উপর একটি ম্যাগাজিন কেনার জন্যে।
আমি নিজে একটি দল করতে চেয়েছিলাম।
ধন্যবাদ।
৫|
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: পাকিদের সাথে বাংলাদেশের আমদানি রফতানি হতে পারে । তবে সেটা জংগিবাদ এবং জাল টাকা হতে পারবে না । পাকিদের বিলিভ করি না । এরা নিজেরাই সারাদিন কলহ বিবাদে জড়িত । বাংলাদেশের ভালো চায় না ।
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পাকিস্তানের সাথে গিভ এন্ড টেঁক ভিত্তিতে সম্পর্ক হতে পারে।
ধন্যবাদ।
৬|
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৫২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
মঙ্গল যাত্রার কি খবর? লেখাটি সম্পন্ন করেছেন?
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার প্রশ্নটা প্রাসঙ্গিক নয়, তাই অবান্তর বিধায় উত্তর দেওয়া হইলো না। ![]()
ধন্যবাদ।
৭|
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ২:০৫
লুধুয়া বলেছেন: কয়েকদিন আগে দেখলাম কোকেইন আমদানি হয়েছে পাকিস্তান থেকে সবজির আড়ালে। সবে দিনে দিনে আরো আমদানি হবে।
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি ঠিক জানি না।
ধন্যবাদ।
৮|
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ২:০৯
লুধুয়া বলেছেন: কয়েকদিন আগে দেখলাম কোকেইন আমদানি হয়েছে পাকিস্তান থেকে সবজির আড়ালে। সবে দিনে দিনে আরো আমদানি হবে।
৯|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই, আসসালামু আলাইকুম।
শুভ সকাল।
জামাত যদি ক্ষমতায় আসে এবং আপনাকে গান বাজনা করতে না দেয়, তখন কি করবেন?
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশের ৫০%-এর উপরে মানুষ গানা - বাজনা করেন। এটা বন্ধ করা কিভাবে সম্ভব?
শুভেচ্ছা নিরন্তর।
১০|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩২
খাঁজা বাবা বলেছেন: ব্রিটিশরা আমাদের ১৯০ বছর শোষন করেছে, কেউ কি তাদের ক্ষমা চাওয়ার কথে বলেছে? তারা কি ক্ষমা চেয়েছে?
কলকাতার জমিদাররা আমাদের শোষন করেছে, ব্রিটিশদের হয়ে আমাদের উপর অত্যাচার করেছে, তারা কি ক্ষমা চেয়েছে? কেউ কি বলেছে তাদের ক্ষমা চাইতে হবে?
বৃটিশ, পাকিস্তানিরা তো ভিন্ন জাতী ছিল, আমাদের জাতীর কলংক হাসিনা কি ক্ষমা চেয়েছে? বরং আবার দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পাকিস্তানের যেসব ব্যক্তি খারাপ কাজ করেছেন, তাদের ক্ষমা চাইতে হবে।
শুভেচ্ছা।
১১|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭
নতুন বলেছেন: পাকিদের সাথে মাখামাখির কোন দরকার নাই। ওরা মানুষের উপকারের ভাবনা কম করে।
যারা কিছু অন্ধ ধার্মিকেরা পাকিদের মুসলান ভাই মনে করে সমর্থন করে।
আমাদের নিজেদের দেশপ্রেম নিয়ে অন্য দেশের সাথে ব্যবসা বানিজ্য করতে হবে যাতে দেশের সার্থ উপরে থাকে।
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি উপরে মন্তব্যে লিখেছি - আমরা গিভ এন্ড টেঁকের ভিত্তিতে কাজ করতে পারি।
শুভেচ্ছা।
১২|
১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৪
ফেনা বলেছেন: সবাই আপন আপন মত প্রকাশ করছেন। কেউ কি নিরপেক্ষ ভাবে আলোচনা করতে পারছেন। না পারছেন না। কারণ আমরা সকলেই বাংগালী। অন্যেরটা দেখব, নিজের দোষ বা খারাপটা না।
আমরা যেই দিন এই গোলক ধাধা থেকে বের হতে পারব সেই দিনই একটা উন্নত ভাল জাতী হিসাবে দাড়াতে পারব। অন্যথায়..
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সবাই আপন আপন মত প্রকাশ করবে, এটাই নিয়ম।
ধন্যবাদ।
১৩|
১৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৮
জুল ভার্ন বলেছেন: আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের আসল শক্তি হলো স্বার্থের সামঞ্জস্য, পারস্পরিক সম্মান ও ভবিষ্যতকে সামনে রেখে এগোনোর মনোভাব। তাই রাষ্ট্রগুলোর মধ্যে “চিরশত্রু” বলে কিছু নেই—চিরস্থায়ী থাকে কেবল পরিবর্তনের বাস্তবতা।
বৃটিশ উপনিবেশবাদ ছিল ইতিহাসের কঠিন অধ্যায়, কিন্তু আজ তাদেরই সঙ্গে সাবেক উপনিবেশগুলোর বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও- এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে অতীত নয়, বর্তমান স্বার্থ ও ভবিষ্যৎ সহযোগিতা-ই মুখ্য।
একসময় ভিয়েতনামের ওপর বোমা বর্ষণ করা আমেরিকাই আজ তাদের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার; আবার সহস্রাব্দের বৈরিতার পরও চীন-জাপান কিংবা ইউরোপের শক্তিগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে চলছে।
অতএব, রাজনৈতিক মতাদর্শ নয়- সম অধিকার, পারস্পরিক শ্রদ্ধা, কূটনৈতিক প্রজ্ঞা এবং অর্থনৈতিক প্রয়োজন যেকোনো দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। দ্বন্দ্ব নয়, আস্থা ও পারস্পরিক লাভ- এই নীতি থেকেই টেকসই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে।
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের নীতিবিরুদ্ধ কাজ করা থেকে বিরত থাকতে হবে।
শুভেচ্ছা।
১৪|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- আগে আমার মনখারাপ হলে বই পড়তাম,কম্পিউটারে গেইম খেলতাম। এখন মেজাজ খারাপ হয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২২
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি কি শিবিরে এখনো আছেন?