| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
***সবার প্রতি অনুরোধ, জাতির এই বিপদে, অহেতুক মানব এনার্জি ক্ষয় না করে, অন্তত আগামী ৭ দিন ধরে রাখুন।***
ছবিঃ হেন্ডমেইড অস্টিন কাউবয় হ্যাট, সাইজ মিডিয়াম, এসেম্বলড ইন আমেরিকা
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হতে পারে। গত শুক্রবার এবং এর পরবর্তী ভূমিকম্পগুলো তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঢাকায় গত শুক্রবার সকালের কম্পনের পরে, আর পরিচিতজনদের মুখে ভীতি দেখে আজ রাত জাগার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৭ দিন, পালা করে একেকজন রাত জাগবো। প্রথম রাতটায় আমিই জেগে থাকছি।
প্রস্তুতিস্বরূপ, ঘরে হ্যালমেটের অভাব বোধ করছি। সকাল পর্যন্ত বেঁচে থাকলে, আমরা যে কয়েকজন ঘরে আছি, সবার জন্যে হ্যালমেট কিনে আনবো। মাথা বাঁচাতে আমার মতে এর চেয়ে উপরকারী বস্তু আর কিছু নেই! এছাড়া, পর্যাপ্ত পিলো ও বালিশ আসে-পাশে রেখেছি। দরকার পড়লেই স্বজনদের এগিয়ে দিবো।
আমাদের ডায়নিং টেবিলটা যথাস্থানে আছে বলেই মনে হচ্ছে। বাসা থেকে বের হয়ে কোথায় যাবো? পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। কিন্তু, রাতে গার্ড ব্যাটা ওটার দরজা তালা মেরে রাখে। আর, আশে-পাশে যে বড় বড় দালান! মাথার উপর যে কোন কিছু ছিটকে পড়তে পারে। তাই, দরকার মনে হলে, ডায়নিং টেবিলের নিচে লুকানোর চিন্তা আছে।
টেবিলের উপর থেকে সব কাঁচের জিনিসপত্র সরিয়ে রেখেছি। এখন আর ওটার নিচে লুকালে কোন অসুবিধা হবে না।
বাসায় বড় একটা হাতুড়ির অভাব ফিল করছি। আটকা পড়লে বের হতে সাহায্যে আসতো। ওটা কাল কিনে আনবো, ইনশাআল্লাহ।
বাসা থেকে বের হওয়ার পথে দেয়ালে ঝুলানো সকল কাঁচের জিনিস বিছানায় নামিয়ে রেখেছি, দূরে। যাতে কম্পন হলে মাটিতে পড়ে চলার পথে বাঁধা সৃষ্টি করতে না পারে।
পানির যোগান আছে। বাসায় খাবার পানি ভর্তি বোতল আছে। কিন্তু, অগুলো ভেঙ্গে গেলে কি হবে? চিন্তা করছি কি করা যায় পানিকে ধরে রাখতে। একটা কলস থাকলে ভালো হতো। স্টিলের কলস!
মোবাইলফোনের স্ক্রিনের দিকে তাকালাম। পর্যাপ্ত চার্জ আছে।
রাজনীতি আমার প্রিয় বিষয়গুলোর একটি। কিন্তু, কেন জানি না, এখন তা নিয়ে কচকচ বিষাক্ত লাগছে। একটু বড় করে শ্বাস নিতে চাই। আর চাই, রাজনীতিক নেতারা এলাকায় এলাকায় ভূমিকম্পের প্রস্তুতিমূলক ড্রিলের ব্যবস্থা করুন।
এটুকু কি বেশি চাওয়া হয়ে যাবে?
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ২:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সবাই হ্যালমেট কিনতে পারবেন না। দামের কারণে।
আপনি শক্ত কাউবয় হ্যাট আমাদানী করে দেখতে পারেন।
ধন্যবাদ।
২|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৩:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
চোখের পলকে হঠাত হাজির হওয়া ভুমিকম্প নিয়ে ডাইনিং টেবিলের নীচে
শুয়ে থাকার প্রকল্প বাদ দিয়ে ভুমিকম্পের উতপত্তি স্থল মাটির নীচে
খাকলে কেমন হয় । যদি সে এসেই পড়ে তাহলে জামেলা হতে বা
বিরম্বনা হতে রেহাই পাওয়া যাবে , মারা কিংবা জীবীত থাকলেও কারো
কোন ঝামেলা নেই । মোট কথা হল সুন্দর সুন্দর বাড়ী বানিয়ে যদি
টেবিলের নীচেই ঘুমাতে হয় তাহলে বাড়ী নির্মানের সময় ভুমিকম্প
রোধক বাড়ী নির্মান করলে আর খাট কিংবা টেবিলের নীচে
থাকতে হতোনা ।
২৩ শে নভেম্বর, ২০২৫ ভোর ৪:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১৯৭১ সালে, আজিমপুরে আমার দাদার একটা বাড়ি ছিলো। শুনেছি, ফাইটারের বোম্বিং থেকে বাঁচার জন্যে সেখানে বাঙ্কার খনন করেছিলেন সবাই মিলে লুকিয়ে থাকার জন্যে। এমন কোন কিছু'র কথা চিন্তা করছেন কি?
ভূমিকম্পপ্রুফ বাড়ী বানালে কি আর বাড়ি বানানো থেকে এতো লাভ করা যেতো? এখন তো বালি, রড আর সিমেন্টেও ১নং-২নং-৩নং গ্রেড আছে!!
কি আর বলবো, ডঃ আলী ভাই!!!
ভালো থাকুন নিরন্তর।
৩|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৩:৫৮
বাজ ৩ বলেছেন: সাবধানে থাকবেন।সিলেট ঝুঁকিপূর্ণ ভুমিকম্পপ্রবন অঞ্চলগুলোর একটি
২৩ শে নভেম্বর, ২০২৫ ভোর ৪:০৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। আমি এখন ঢাকায়। চিন্তায় অবস্থা টাইট।
শুভেচ্ছা নিরন্তর।
৪|
২৩ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৮
কলাবাগান১ বলেছেন: আমেরিকানদের কাঠের বাড়ী...........
৫|
২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: আসলে আপনি অনেকদিন সমুদ্র আর পাহারে বেড়াতে যাচ্ছেন না।
যান কিছুদিন পরিবার নিয়ে ঘুরে আসুন। ভালো লাগবে।
৬|
২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
dupur১২৩ বলেছেন: ইহা কি বিক্রয় হবে ?
আপনার আগের পোস্টার কমেন্ট এর প্রতিউত্তর
আল্লাহ পাকের রহমতে এবং বাংলাদেশ এর গড় আইয়ু অনুযায়ীই আমি আরো ৩০ বছর এর উপরে বাঁচবো। আপনি চাইলে আপনার ছবি বিক্রির দায়িত্ব আমাকে দিতে পারেন। কমিশন কত দিবেন সেই ব্যাপারে জানতে আগ্রহী।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ২:৩১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
কিছু মনে করবেন না, আপনার মাথায় তো অনেক আইডিয়া, দেশের-
এই সংকট কালীন মুহূর্তে ভূমিকম্প নিয়ে কোন বিজনেস আইডিয়া আছে কি?