নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাকে স্বর্ণ নিয়ে কিছু প্রশ্ন

২৭ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

হাসিনা আপা,
আপনার ব্যাংকের লকারে অনেক সোনা পাওয়া গিয়েছে বলে খবরে এসেছে। সেই সোনাগুলোর মাঝে সোনার হরিণ ও নৌকাও পাওয়া গিয়েছে। আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব সৌখিন মানুষ ছিলেন। আপনার স্বামী বাংলাদেশের একজন স্বনামধন্য পারমানবিক বিজ্ঞানী। তবে, তাঁদের কেউই কোন আরব ধনকুবের ছিলেন না। তারপরও, এতো এতো স্বর্ণ আপনার কাছে গেলো কি করে! ৮৩২ ভরি তো কম কথা নয়!

তাই প্রশ্ন রাখছি -

১) এই স্বর্ণের হরিণগুলো যারা দিয়েছিলেন, তাঁরা কি সেগুলো ব্যক্তিগত ভাবে আপনাকে দিয়েছিলেন? আপনাকে না দিয়ে থাকলে, আপনার লকারে সেগুলো পাওয়া গেলো কেমন করে? আর, যদি আপনাকেই ওগুলো দিয়ে থাকেন, দেশের এতো এতো দরীদ্র জনগোষ্ঠী থাকতে সেই স্বর্ণগুলো নিজের কাছে গচ্ছিত রাখা উচিৎ হয়েছিলো কি? আপনি কি সেগুলোর জাকাত নিয়মিত দিতেন কি?

২) ঐ স্বর্ণগুলো আপনি দলীয় নেত্রী হিসেবে গ্রহণ করেছিলেন কি? কারণ, দলের প্রতীক নৌকার স্বর্ণের যেসব উপহার পেয়েছিলেন, সেগুলো দলের একাউন্টে না গিয়ে আপনার কাছে গেলো কেন?

৩) আপনি রাষ্ট্রীয় সফরে যেসব স্বর্ণের উপহার পেয়েছিলেন, সেগুলো তো রাষ্ট্রের জনগণের হওয়ার কথা। তাই, রাষ্ট্রীয় কোষাগারে পাওয়া যাওয়ার কথা সেই স্বর্ণগুলোর। আপনার লকারে সেগুলো গেলো কেন?

আমার মাথায় এসব প্রশ্ন ঘুরছে। কোন উত্তর পাচ্ছি না। আরও প্রশ্ন হচ্ছে - আপনি সবার সামনে এই উপহারগুলো নিয়েছেন। কোন রাখঢাক না রেখেই। তাই, প্রশ্ন, শুধু আপনাকেই কেন দোষারোপ করা হচ্ছে?

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:২৮

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: আপনাকে যদি বলি, এইসব স্বর্ণের দাম মাত্র ১৬-১৭ কোটি টাকা, যা তিনি যে পরিমাণ উপঢৌকন পেতে পারেন কিংবা দুর্নীতি করতে পারতেন কিংবা করেছেন তার তুলনায় কিছুই না! আপনি যাকাতের কথা বলছেন? ইসলাম মানলে এরকম দুর্নীতি করে ক্ষমতায় থাকতেন না- নারী নেতৃত্ব নাজায়েয হওয়ার ব্যাপার আর না বললাম। - আমি অন্তত অবাক হচ্ছি না । আমি বড় দুর্নীতির খবর দেখে অভ্যস্ত হয়ে গেছি। ভাবতে হলে এটা ভাবুন, হাসিনা তার শেষের দিকে প্রায় ৬০ হাজার কোটি টাকা ছাপায়- ইউনুস সরকার ১০ মাসের মাথায় ৭০ হাজার কোটি ছাপায়- আর একেক মূল্যস্ফীতির চাপে গরীব আর মধ্যবিত্তের সব শেষ হয়ে যায়। ১৬ কোটির যাকাত আপনার কাছে তখনো প্রাসঙ্গিক মনে হলে জানাবেন।

২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি এখন আমার গ্রামে আছি। সেখানে যারা জব বা ব্যবসা করতে চান, তাঁরা কেউই বেকার নন।

উপঢৌকনটা ব্যক্তিগত বা ব্যবহারের নাকি দল বা দেশের সেটা ভেবে দেখতে হবে।

ডঃ ইউনুস দরীদ্রদের হাতে কাঁচা টাকা তুলে দিচ্ছেন। এটা মন্দ নাও হতে পারে।

ধন্যবাদ।

২| ২৭ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাসিনা তার শেষের দিকে প্রায় ৬০ হাজার কোটি টাকা ছাপায়
ইউনুস সরকার ১০ মাসের মাথায় ৭০ হাজার কোটি ছাপায়-

.....................................................................................
এই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে,
তাহলে আমরা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো
লাফাচ্ছি কেন ?
....................................................................................
বিপ্লব তো হওয়া উচিৎ ইরানের মতো !

২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




বুঝে বলছেন? নাকি আবেগে?

৩| ২৭ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:৩৪

কলাবাগান১ বলেছেন: আপনাকে প্রশ্ন করি। উনি কি সারা জীবন এ এই ১টিই রাজাকারদের কাছের সবেধন নীলমনি সোনার নৌকা উপহার হিসাবে পেয়েছেন নাকি শয়ে শয়ে পেয়েছেন......।উনার পরিবার এর ৭-৮ জনের সবার গয়না একসাথে রাখা থাকলেই কি সব উনার বলে চালিয়ে দিবেন। ১৫-১৬ কোটি টাকার হিসাব করছেন....রাজাকার উপদেস্টাদের সচিব ১০০-২০০ কোটি টাকা খেয়ে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন না..................

২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দলের বা রাষ্ট্রীয় জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্যে নয়।
স্বর্ণগুলো উনার ব্যক্তিগত ভল্টে পাওয়া গিয়েছে।
প্রশ্নটা সেখানেই।

ধন্যবাদ।

৪| ২৭ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:

খুবই অবাক হলাম আপনার পোষ্টটি পড়ে? আপনি যেই লেভেলের ধনী পরিবারের থেকে উঠে আসছেন কয়েকশো ভরি স্বর্ন তো আপনাদের স্টকে থাকার কথা? অবশ্য প্লাটিনাম ব্যবহার করলে ভিন্ন কথা :p

আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন ১৯৯৫ সালে। স্বর্নের ভরি তখন দুই তিন‌ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়। ধনী এলিট শ্রেণীর পরিবারের কাছে এগুলি তখন কোন বিষয় ই ছিল‌ না। গুলশান বনানীতে এখনো ও পুজায় দেবীকে কয়েক ভরি সোনার হার পরিয়ে দেওয়া হয় হিন্দু এলিট শ্রেনী।‌

স্বর্নের বিষয়টি হটাৎ করে টাইমলাইনে নিয়ে আশা যদি ও সম্পন্ন রাজনৈতিক। কোন নিউজের জানি শিরোনাম দেখেছিলাম
"হাসিনার সোনায় ইউনুসের হাত".......

২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




নেতা হতে হবে এমন, যে জাতির জন্যে সব করতে পারেন।

আমাদের দেশে দরীদ্র লোকের সংখ্যা কম নয়। সেখানে দেশ নেতার এমন সম্পদ থাকাটা খুবই লজ্জার ব্যাপার।

বাজে কথা না বলে এসব নিয়ে চিন্তা করুন।

ভালো থাকুন।

৫| ২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: একজন প্রধানমন্ত্রীর ৮৩২ ভরি স্বর্ন থাকাটা স্বাভাবিক। বরং আমি বলব ৮ হাজার ভরি স্বর্ন থাকার কথা। এইসব স্বর্ন হাসিনা কিনেন নাই। এগুলো উনার সারা জীবনের সঞ্চয়। দেশ বিদেশ থেকে সবই উপহার পাওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.