নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

গ্রামে থেকে যাওয়ার চিন্তা করছি

১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

ঢাকা ছেড়ে গ্রামে
ঢাকা ছেড়ে আমার নিজ গ্রামে থাকছি প্রায় দুই সপ্তাহ হতে চললো। শান্ত নিরিবিলি পরিবেশ বেশ ভালোই লাগছে! যদিও শীতের রাতে বাড়ির পাশে শিয়ালদের হুক্কাহুয়া মাঝে মাঝে ছওমকে দেয়। মাঝে মাঝে ফজর নামাজের সময়ে মসজিদে যেতে ভয় করে। মাত্র তিন মিনিটের হাটা দূরত্বে থাকা আমাদের হাজী বাড়ির মসজিদের ফরজ নামাজের জামায়াত মিস করে লেপ মুড়ি দিয়ে ঘুম দিতে তখন আর এক্সকিউজ দিতে হয় না।

সাতকরার সিঙ্গারা
আমাদের গ্রামের স্টেশন বাজারের ওদুদ চাচার সাতকরার সিঙ্গারা বেশ বিখ্যাত। সিলেট থেকেও অনেকে তাঁর টং দোকানে সেই সিঙ্গারা খেতে আসেন। আমিও প্রায়ই মাগরিবের নামাজের পরে তাঁর দোকানে ঢুঁ দেই। শীতের সন্ধ্যায় চায়ের সাথে ঐ সিঙ্গারা বেশ লাগে! তখন ২০-২৫টা ছোটোখাটো সাইজের সিঙ্গারা গলাধঃকরণ করতে কোনই বেগ পেতে হয় না।

ইউনিয়নের প্রথম পত্রিকা
আমি আমাদের বরমচাল ইউনিয়নের ১ম পত্রিকা 'পাক্ষিক বরমচাল'-এর প্রকাশক ও সম্পাদক। এই পত্রিকা নিয়ে বেশ আলোচনা চলছে আমাদের গ্রামগুলোতে। প্রথম বলে কথা। ঘুরে ঘুরে বিভিন্নজন থেকে পত্রিকার জন্যে খবর ও কলাম সংগ্রহ করতে করতে দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে।

বরমচাল স্কুলে ঝুকিপূর্ণ ভবন
আজ বরমচাল স্কুলে গিয়েছিলাম। এসিস্ট্যান্ট হ্যাডমাস্টার জানালেন যে, স্কুলের একটি ভবন থেকে পলেস্তারা খসে পড়ছে। তাতে ক্লাস হয়। ঐ ভবন ভূমিকম্পে ধসে পড়তে পারে বলে আশংকা করছেন। আমি জিজ্ঞাস করলাম, কর্তৃপক্ষকে জানাচ্ছেন না কেন! তিনি জানালেন যে, কর্তৃপক্ষ হয়তো ভবনটি বন্ধ করে দিতে পারেন, তাতে ক্লাস বন্ধ হয়ে যেতে পারে। আমি সাথে সাথে মৌলভীবাজার পৌরসভার সিনিয়র ইঞ্জিনিয়ার জনাব সৈয়দ নকিবুর রহমানকে ফোন করলাম। তিনি জানালেন, এটা প্রফেসর সাস্টের প্রফেসর জহির স্যারের এক্তিয়ার ভুক্ত। তিনিই ইন্সপেকশন করতে পারবেন। আমি জহির স্যারকে জানাতেই তিনি বললেন - "আমি ১৬ই ডিসেম্বর এসে দেখে যাবো।"

এভাবেই চলে যাচ্ছে দিনকাল। গ্রামে থেকেই যাবো বলে মনে হচ্ছে!

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:
যাক এই তাহলে ব্লগে আপনার অনুপস্থিতির কারন?
সাত কড়ার মাংস আছে জানি, খেয়েছি ও
সিংগারা এই প্রথম শুনলাম!
গ্রামের লেখায় ছবি এড করলে আরো ভালো লাগতো।


শুকরিয়া নিরন্তর।

১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।
ওদুদ চাচার সাতকরার সিঙ্গারা অসম্ভব মজার!
আমি কম ছবি তুলেছি এবারে।

জী, গ্রামে আসার কারণেই অনিয়মিত হয়ে পড়েছি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন।

ভালো থাকুন নিরন্তর।

২| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩০

মেহবুবা বলেছেন: আমারও এক একবার মনে হয় গ্রামে গিয়ে থাকবো, কিন্তু কিছুই নিশ্চিত হতে পারি না। আল্লাহ্ নির্ধারিত করে রেখেছেন সব।
একজনকে জানি ঢাকার বাসস্থান রেখে রংপুরে সুন্দর করে খোলামেলা জায়গায় ঘর বানালেন এবং মাঝে মাঝে থাকলেন। অথচ অল্পদিন বাদে চলে গেলেন আমেরিকা এবং এখন অনেকটা পাকাপোক্ত ভাবে প্রবাসী। পড়ে রইল রংপুরের সখের বাড়ী!

১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার স্ত্রী বলেছেন, কোন কিছু মন স্থির করার আগে আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে।

আমাদের গ্রামে ভালো স্কুল নেই। কোন ইংরেজী মিডিয়াম স্কুল তো নেইই! এখন কি করা উচিৎ বুঝতে পারছি না, আপু!!!

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আমিও গ্রামে চলে যাব।

১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




গ্রাম বেশ ভালোই লাগছে! এতো দীর্ঘ দিন আগে কখনোই থাকি নাই।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৭

জ্যাক স্মিথ বলেছেন: ধেয়ে আসছে বড় ভুমিকম্প এখনই সময় ঢাকা ছাড়ার। বাংলাদেশের সবচেয়ে কম ভুমিকম্প ঝুকিপূর্ণ জেলা কেনটা? আমি ওই জেলাতে গিয়ে থাকবো।

১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




খুলনা, বরিশাল, যশোর এলাকা।

ধন্যবাদ।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৯

নিমো বলেছেন: আমাদের গ্রামে ভালো স্কুল নেই। কোন ইংরেজী মিডিয়াম স্কুল তো নেইই!

এটা একটা কথা বললেন। আপনি হলেন গিয়ে কোটিপতি, একটা ইংরেজি মাধ্যম বি্দ্যালয়তো আপনার বা হাতের খেল। তারপর দোশে এখন আছে স্টারলিংক। আপনার মত আইডিয়ার মহাসাগর এসব কী বলেন?

১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি শিক্ষা মাধ্যমকে অনলাইন করার ব্যাপারকে ভালো ভাবে নিতে পারি নাই।

ধন্যবাদ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৬

মাথা পাগলা বলেছেন: ছোটবেলায় দুপুরে শিম-টমেটো ছোট গোল আলু, শিং/কই মাছের পাতলা ঝোল; গরম ভাত খেয়ে লেপ মুড়ি দিয়ে গল্পের বই পড়া অনেক মিস করি।

আপনার আইটি বিজনেজের কি হবে? গ্রামে থাকলে আপনার মতো উজ্জ্বল একটা মেধা নষ্ট হয়ে যাবে। আপনার উচিত হবে আম্রিকায় গিয়ে ইউনুসের মতো একটি নোবেল সংগ্রহ করা, যাতে পরের টার্মে প্রধান উপদেষ্টা হতে পারেন।

ভালো থাকুন নিরন্তর।

১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




গ্রামের খাওয়া দাঅ্যা বেশ ফ্রেশ! সস্তাও!

আইটি বিজনেস থাকবে। অনলাইনে চলবে।

ধন্যবাদ নিরন্তর।

৭| ১১ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: না দীর্ঘদিন গ্রামে থাকার মানুষ আপনি না।
আপাতত আছেন। ডিসেম্বর মাস। ছুটির মাস। শীতকাল।

১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ছ্যাঃটা করছি নিয়মিত সময় দিতে। দেখি কত দিন ভালো লাগে।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫০

মেহবুবা বলেছেন: আপনার স্ত্রী ঠিক কথা বলেছেন, সন্তানের লেখা পড়া এবং তার প্রতিষ্ঠিত হবার ক্ষেত্রে অভিভাবক হিসেবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে বিবেক দিয়ে। এমন কিছু করা ঠিক হবে না যেটার জন্য সন্তানের চিন্তা ভাবনায় অস্বস্তি আসে। আল্লাহ্ আপনার সকল সৎ নিয়ত পূর্ণ করে দিক্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.