নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনকে জানতে চাই

এস বি খোকন

মানুষ

এস বি খোকন › বিস্তারিত পোস্টঃ

অভিমানি

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

তুই আমার সহপাঠী , বন্ধু ,প্রিয় মানুষের অভিমানী মুখ । ঝাউ গাছের ছায়ায় চিকচিক করা বালির উপর হেলানো চেয়ারে তোর উত্তাল ঢেউয়ের গর্জন আর হৃদয় ছুয়ে আসা দক্ষিনা হাওয়া আমার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে তোর বিশালতার রূপ উপভোগ করতে আর নোনা জলে দেহ মন সপে দিতে। তোর বুকের চির উচ্ছল ঢেউ প্রচন্ড অভিমানী, সে চায় হিরা আর মুক্তাকে পাশে বসিয়ে সিক্ত করতে , হৃদয় মন ভিজিয়ে দিতে আর তার বুকের ভিতর অদৃশ্য করতে । আশার কথা হল সে আসবে , চিকচিক বালির উপর পায়েল পরা কোমল পা ফেলতে ফেলতে ঘুরে বেড়াবে তোর এই বিশাল বেলাভূমিতে আমার হাত ধরে । শীতল বাতাসে দীঘল কালো চুল উড়বে, ঝাউ গাছের ছায়ায় বসতে বসতে মন উড়বে । তারপর ঢেউয়ের জলে দুজন সিক্ত হব । বায়ু আটকানো টায়ারে দুজন ভাসতে ভাসতে এগিয়ে যাব গহীন থেকে গহীনে যেখানে জন কোলাহল থাকে না, যেখানে উচু থেকে উচু ঢেউয়ের অবস্থান.......................
যেখানে তোর সুপ্রসস্থ হৃদয় থাকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.