নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনকে জানতে চাই

এস বি খোকন

মানুষ

এস বি খোকন › বিস্তারিত পোস্টঃ

নৈতিক শিক্ষা

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০০

শরীর ,পোশাক ও প্রার্থনার স্থান পবিত্রতা নিশ্চত হওয়ার পর আমরা অগ্রসর হতে পারি মূল প্রার্নার দিকে, না হয় তা সাত আসমান ভেদ করতে পারে না । ঠিক তেমনি নৈতিক শিক্ষা কখনো পূর্ণতা পাবেনা মৌলিক অধিকার নিশ্চিত হবার পূর্বে।কারণ অভূক্তের কাছে হালাল হারামের প্রভেদ থাকে না।
একটি জাতিকে বিশ্বের অপরাপর জাতির সাথে তাল মিলিয়ে অগ্রসর হতে হলে তার মৌলিক প্রয়োজন --- রাজনৈতিক ও কূটনৈতিক প্রজ্ঞা, সমাজ-অর্থনীতির বিজ্ঞান ভিত্তিক চর্চা ,তথ্য প্রযুক্তির পর্যাপ্ততা, শক্তিশালী রাষ্টীয় অবকাঠামো ,বিজ্ঞান চর্চা ও গবেষণা , শিল্পকারখানা, উৎপদন বৃদ্ধি,ব্যাংক ও ব্যাবসা বানিজ্যের প্রসার, পর্যাপ্ত স্বাস্থ্য সেবা, উচ্চশিক্ষা ও নৈতিকতার ।
আজ তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক যুগে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর পরলৌকিক আত্মায় আবেগ অাপ্লুত আর মোহবিষ্ট হয়ে জাগতিক চেতনা হারাতে বসেছে । রাষ্ট স্বীকৃতিহীন, বাস্তবতাব ি র্জত একমূখী নৈতিক শিক্ষার মজলিশ প্রতি বছর প্রসব করছে নৈতিকতাপূর্ণ ও নৈতিকতাহীন হাজারো বেকার পদার্থ ,যাদের পক্ষে জগতের রহস্য ভেদ তো দূরে কথা, জগতের দিক নির্ণয়ও বেজায় কঠিন ও অসাধ্য কর্ম । জাতীয় ইতিহাস-ঐতিয্য-সংস্কৃতি, বিজ্ঞান, যুক্তিবাদ,ও আধুনিক শিক্ষা বাদ দিয়ে তারা অন্ধবিশ্বাসে আবদ্ধ হয়ে বিশ্বব্যবস্থা থেকে একঘরে হয়ে দাদার পুরাতন জামা গায়ে জড়ানোর মহাৎসবে ব্যস্ত । অথচ আধুনিক শিক্ষা অনুশীলন করে কুসংস্কারমুক্ত হয়ে নৈতিকতা চর্চা করে দেশ,জাতি, সমাজ ও পরিবারের অভূতপূর্ব কল্যাণ সাধন করা সম্ভব । দুনিয়াবিমূখ , লিঙ্গবৈষম্যপূর্ণ, পরিবর্তনবিমূখ, স্থবির এই শিক্ষা ব্যবস্থা---রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, বিজ্ঞানও প্রযুক্তির কোন সেক্টরেই উৎপাদনশীল ভূমিকা রাখতে সক্ষম নয় । অপ্রতুল প্রকৃতিক সম্পদের এই ছোট্ট ভূখন্ডে ব্যাঙ্গাচির মত কোটি কোটি জনসংখ্যার মধ্যে তার বিস্তার ঘটতে থাকলে তবে জাতি হয়ে পড়বে মেরুদন্ডহীন এবং জাতির আকাশে নেমে আসবে ব্রিটিশ আমলের বাঙ্গালী মুসলমানদের পশ্চাদপদতার সে-ই পুরনো অমানিশা ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৭

হাফিজ বিন শামসী বলেছেন:

সাধারণ শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা নেই বললেই চলে। যার কারণে বিকল্প এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে।

২| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২১

মো: খায়রুল ইসলাম বলেছেন: হাফিজ বিন শামসী ভাইয়ার মন্তব্য ভালো লাগলো।

৩| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৩

বাঁকখালির বাঁকে বলেছেন: ++++++++++++++++

৪| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৫

টারজান০০০০৭ বলেছেন: সবাইরেই কি সাধারণ শিক্ষায় শিক্ষিত হইতে হইবো ? নাকি আলিয়ার মতো খিচুড়ি বানাইতে হইবো ? তোতা পাখির মতো বুলি কপচানো নাকি অন্য শিয়ালদের সাথে গলা মেলানো হইলো বুঝলামনা ভ্রাতা !

৫| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: আমাদের স্কুলে একজন রসিক স্যার ছিলেন। তিনি বলতেন, শিক্ষাব্যবস্থা হবে কর্মমুখী না হয় জীবনমুখী। আমাদেরটা হলো সোনামুখী।
বর্তমানে প্রফেশনাল শিক্ষা জনপ্রিয় হলেও মান্ধাতা আমলের নিয়োগ ব্যবস্থায় ইতিহাসের ছাত্ররা হচ্ছে ব্যাংকার আর বিবিএর ছাত্ররা হচ্ছে কৃষি কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.