| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালীয় বা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় ফেরার জন্য ভারতে বসবাসকারী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ছিলেন কিন্তু কথায় আছেনা কুত্তার লেজ কখনো সোজা হয় ঠিক হাসিনা ক্ষেত্রেও কথাটি মানানসই। এই হাসিনা ফেরার পূর্বেই ভারতের সংগে জিয়া হত্যা ষড়যন্ত্র করে।
১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফেরে ঠিক এর ১৩ দিন পর অর্থাৎ ১৯৮১ সালের ৩০শে মে তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যা ভারতীয় ষড়যন্ত্রেরই বহিপ্রকাশ।
হাসিনা এই হত্যাকান্ডে জড়িত ছিল বিধায় জিয়াউর রহমান যেদিন শহিদ হন ঠিক সেদিনই ভোরবেলায় আখাউড়া সীমান্ত দিয়ে হাসিনা বোরকা পরে পালানোর সময় একজন মহিলা পুলিশের হাতে ধরা পড়েছিলো।
স্বভাবতই প্রশ্নজাগে জিয়া হত্যাকান্ডের দিন ভোরে হাসিনা বোরখা পরে আখাউড়া সীমান্তদিয়ে ভারতে পালাচ্ছিলো কেন?
১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা ছিল বিএনপির প্রধান ব্যর্থতা এবং ভারতীয় চাপ উপেক্ষা না করার মত নতজানু পররাস্ট্রনীতি।
২|
১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: এ রকম আমি ও শুনেছিলাম কিন্তু ৯১ কিংবা ২০০১ ক্ষমতা এসোও কোন অব্যস্থা করেনি
১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিএনপি ভারতের চাপ ও অভ্যান্তরীণ নানাবিধ সমস্যা কারণে ঐদিকে মনোযোগ দেয়নি যা তাদের ব্যর্থতারই বহিপ্রকাশ।
৩|
১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তখন বিচার করলেন না কেন?
১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেই সময় বিচার হয়নি ভারতে চাপ ও এরশাদের কারণে।
৪|
১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭
ক্লোন রাফা বলেছেন: কারন , শেখ হাসিনা’কে হত্যার পরিকল্পনা করেছিলো । ঠিক যেমন করে হাজারের অধিক মুক্তিযোদ্ধা সেনা অফিসার হত্যা করেছিলো জিয়া আর তার দল‼️ জিয়া হত্যার পর বিএনপি ক্ষমতায় ছিলো । তারা কেনো বিচার করলো না‼️কারন হত্যাকারি তারা নিজেরাই । জিয়া নিহত না হলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারত না । তারেক জিয়া খাম্বা চোরও হতে পারতো না । ![]()
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনা বোর মাথা এসব ধরবেনা ওপরদিয়ে যাবে‼️আপনাকে বলা মানে উলূবনে মুক্তো ছড়ানো ‼️‼️
৫|
১১ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
জেনারেশন একাত্তর বলেছেন:
জিয়াকে কাহারা হত্যা করেছিলো? ১৩ জন অফিসার যারা জিয়ার খুবই ঘনিষ্ট ছিলেন যুদ্ধের সময়, তারা কেন জিয়াকে হত্যা করলো, উহা আপনার লিলিপুটিয়ান মাথায় ঢুকবে? সব জামাতীই ভাবনার দিক থেকে পংগু।
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার গোমূত্র খেকো মাথাও সরল চিন্তা করতে পারবেনা।
৬|
১১ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
জেনারেশন একাত্তর বলেছেন:
ছবিতে লালচুলের বানরটা কে?
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বানর তো আমি আপনাকে ছাড়া কাউকে দেখিনা। ‼️উপযুক্ত বানরের বৈশিষ্ট আপনার মধ্যেই বিদ্যমান।
৭|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: অসহ্য। বিরক্তিকর।
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি একটা ফালতু লোক মিথ্যা বলেন ১০০ টার মধ্যে ৯৮ টা জেনারেশন একাত্তর মত‼️
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০০
সৈকত৭১ বলেছেন: বিএনপি ক্ষমতায় থাকার পরও কেন এইসব বিষয় নিয়ে তদন্ত করে নি।