| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তরিকুল ইসলাম লাভলু
আমি তরিকুল ইসলাম লাভলু আমি একজন সাংবাদিক
চেয়ারে বসিয়া বাঁশ গাছ ও আম গাছের ফাঁকা দিয়া চাঁদের মিটমিটে,কোমল,আলো দেখিতেছি।সুবহা-নাল্ল-হ কত সুন্দর মনোমুগ্ধকর, নয়নাভিরাম দৃশ্য!!অবাক হইয়া অপলক নেত্রে অবলোকন করিতেছি!!আস্তে আস্তে হারিয়ে যাইতেছি অন্য এক স্বপ্ন জগতে!!!নির্বাক হয়ে একাকী অন্ধকারে বসে পরম আনন্দে এই দৃশ্য দেখিতেছি।চাঁদের আলোর নিচু দিয়ে সাদা মেঘের ভেলা উড়িতেছে।কি আশ্চর্য!!কতই না সুন্দর ব্যবস্থাপনা!!হঠাৎ কালো মেঘে চাঁদটি কোথায় যেন হারিয়ে যাইতেছে!!!!আবার জাগিয়া উঠিল।অকস্মাৎ এক দমকা বাতাস শরীর স্পর্শ করিল।বাঁশ গাছের ভিতরে চটপট আওয়াজ হইল।চিন্তার ছেদ ঘটিল।ভাবিতে লাগিলাম কি ঘটনা ঘটিতেছে!!!বাতাস যেন থেমেই গেল!!!কোন আওয়াজ নেই!!!আবার বাতাস বহিতেছে শনশন করিয়া।চড়াৎ চড়াৎ আওয়াজ হইতেছে।তাকিয়েই রইলাম।কিছুই দেখিতে পাইলাম না।যাহাই হউক এশার সালাতের আযান হইতেছে।যাবতীয় চিন্তার ছেদ করিয়া মসজিদের পানে ছুটিলাম।!!!
©somewhere in net ltd.