নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

ওয়াসফিয়ার কিলিমানজারো ছবিতে ছায়া আর কায়া মিলাতে পারছিনা !

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

Bangladesh Watchdog এ পাওয়া আফ্রিকার সর্ব্বোচ্চ চুড়া কিলিমানজারো 'জয়' এর ছবিটিতে ওয়াস ফিয়ার পায়ের সাথে ছায়ার হিসাব মিলাতে পারছি না !



যে বিষয়গুলো বুঝতে পারছি না সেটা উপরে ছবিতে দাগ দিয়ে দেখানো হয়েছে । মাজর বিষয় বিডিনিউস ২৪ এ একই ছবি এসেছে কিন্তু নীচের অংশটা বাদ দিয়ে ! কেন ?



আরো মজার বিষয় ওনার ফেসবুকে কিলিমানজারো অভিযানের এলবামে মাত্র দুটো ছবি পেয়েছি ।

অবাক হলাম সেখানে ওনার সামিটের কোন ছবি নেই । ওনার কাছে জানতএও চাইলাম কিলিমানজারো সামিটের কোন ছবি আছে কি না ? বছর খানেক সময় পার হলেও কোন উত্তর পেলাম না, বরং আমাকে ফেসবুকে ব্লক করে দিলেন !

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

যোগী বলেছেন:
ছবিতে পায়ের ছায়া থেকে কিছুই বোঝা গেলনা।
ওয়াসফিয়ার পেছনে লেগেছেন কেন?
কী প্রমান করতে চাইছেন?

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: না ভাই , পিছে লাগার কোন বিষয় না , কেবলমাত্র বুঝতে চাইলিলাম পায়ের ছায়াটা ভিন্ন রকম লাগছে কেন ? আর বিডি নিউজেই সে অংশটুকু বাদ দিয়ে পোষ্ট করল কেন ? আর সামিট প্রমাণ হয় এমন ছবিটাই ওয়াসফিয়ার এলবামে নেই কেন ? এতুটুকুই , আর কিছু নয় B-)

২| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৪

আমি জীবাশ্ম বলেছেন: লেগ ২ গর্ত টাইপ জায়গায় আছে এটা কি খেয়াল করছেন? তাই ছায়াটা একই এঙ্গেল এ নেই।

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই লেগ ২ এর ছায়া কোন দিকে বেকেছে ? আমরা সেটাকে ডান দিকে বেকে যেতে দেখছি না ডান দিকে ?

৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:০১

নতুন বলেছেন:

আমার মাথায় একটা প্রশ্ন আসতেছে যে এই খাম্বাটা সোজা না হইয়া বেকা হইলো কেমনে???

এটা নিশ্চই ফোটসপের কাজ।

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১২

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ নতুন ভাই ,আপনার পর্যবেক্ষণ ভাল । চেষ্টা করে লেগে থাকেন -ও অনেক দূর পর্যন্ত । কিন্তু একসময় আর কেন যেন প্রশ্ন উত্তরে আর এগিয়ে যান না । এরপরও আপনার প্রশ্ন - পর্যবেক্সণ - অনুসন্ধান গুলোকে সাধুবাদ ।

একটু লক্ষ করেন উচু জায়গায় খাম্বা বেকেছে ডান দিকে , আর নীচু জায়গায় বাম দিকে ? ঠিক বললাম ? ভুল বললে শুধরে দিবেন প্লীজ । আর আপনার মন্তব্যের ঠিক আগেই জীবাশ্ম বলছেন লেগ ২ এর ছায়া বেকেছে গর্তের জন্য । আসলেই ওখানে গর্ত আছে , ঠিক কিনা ? তবে খুব বেশী না । আর গর্তের জন্য ছায়া বেকলে সেটা বেকার কথা বাম দিকে, তাই না ? ওয়াসফিয়ার লেগ ২ এর ছায়া বেকেছে কোন দিকে ?

এড়িয়ে যাবেন না প্লীজ, আপনার ভিন্ণ মত আর অনুসন্ধানের উপর আমার শ্রদ্ধা অপার ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:১১

নতুন বলেছেন: এখন আপনি বলতে চাইছেন যে ওয়াসিফার সব ছবিগুলি ফটোসপে বানানো?? :| :| :| :|

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:১৬

সাইবার অভিযত্রী বলেছেন: না ভাই আমি শুধু বুঝতে চাইছিলাম , এখন আপনি -ই ভরসা :(

৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

নতুন বলেছেন: ভাই এডিটেড ছবি টেস্ট করার সাইটে দেখলাম, সেটাতে আমার আকা সবুজ বাক্সর ইরোর লেভেল পাশের এলাকা থেকে আলাদা।

কিন্তু ওসিফার শরিরের কোন অংশেই ইরোর লেভেলের সমস্যা দেখা যায়না।

নিচের দুইটা সাইটে দেখতে পারেন।
এখনাে ব্যাক্ষা আছে<< http://www.errorlevelanalysis.com/

এখানে ছবি আপলোড করে দেখুন http://fotoforensics.com/

আমার কাছে তো মনে হচ্ছে যে ঐ পায়ের ছায়া বাকানো আর খাম্বাটা বাকানোর নিয়ম ঠিক ই আছে। আপনার কাছে প্রমান কি যে ঐ পা বাকানোর জায়গা ঐ রকমের উচুনিচু নাই??

ঐ খানের কোন ক্লোজাপ ছবি আছে যা থেকে আপনি শিউর হইলেন যে ঐ স্হানটা সমতল?

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৫

সাইবার অভিযত্রী বলেছেন: জী ভাই, ছায়াটা আলাদা দেখাচ্ছে না, ওয়াসফিয়াকেই আলাদা দেখাচ্ছে , কেন ?

৬| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭

নতুন বলেছেন: বস ছবিটা দেখেছেন ?

আমি যখন আসল ছবিতে কিছু একেছি সেটার ইরোর লেভেল আলাদা দেখাচ্ছে।

কিন্তু পা এর কোথাও এই রকমের কিছু নাই। তার অথ হইলো ঐখানে কোন এডিটিং নাই।

এডিটিং এর প্রমান থাকলে দিন। আমরা দেখি।

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: জী ভাই, ছায়াটা আলাদা দেখাচ্ছে না, ওয়াসফিয়াকেই আলাদা দেখাচ্ছে , কেন ?

৭| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

নতুন বলেছেন: ওয়াসফিয়র ছবির ইরোর লেভেল বাকি সব স্হানের সাথে একই রকমের। তার মানে ছবিটা এডিটেড না।

কিন্তু আমি যে সবুজ চৌকা বাক্স এড করেছি সেটার সাথে ছবির অন্য ইরোর লেভেলের মিল নাই। তাই এটা পরে যুক্ত করা বোঝা যায়।

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: জী ভাই, ছায়াটা আলাদা দেখাচ্ছে না, ওয়াসফিয়াকেই আলাদা দেখাচ্ছে , কেন ?

৮| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:২০

নতুন বলেছেন: লেখক বলেছেন: জী ভাই, ছায়াটা আলাদা দেখাচ্ছে না, ওয়াসফিয়াকেই আলাদা দেখাচ্ছে , কেন ?

আপনার তো দেখি "" যারে দেখতে নারি তার চলন বাকা" সমস্যা।

ছবিতে ছাইন বোড এবং পতাকা এবং সাদা তুসারের সাথে ওয়াসিফিয়ার ইরোর লেভেল একই দেখাছে আর আপনার কাছে ওয়াসফিয়াকেই আলাদা দেখাচ্ছে????

আমার আকা বাক্সের সাথে ওয়াসফিয়াকর ইরোরের সাথে পাথক্য অনেক।

আমার উপসংহার হইলো :- এই ছবিতে কোন এডিটিং আছে বলে আমার মনে হয়না।

এখন আপনার যদি আরো কোন প্রমান থাকে এই ছবির এডিটিং এর তবে নিয়ে আসুন।

তবে "" সিংগারার মাঝে আলু কিভাবে ঢুকলো"" টাইপের সমস্যা নিয়া আইসেন না প্লীজ :)

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:২২

সাইবার অভিযত্রী বলেছেন: ছবিতে সাইন বোর্ড এবং পতাকা এবং সাদা তুসারের সাথে ওয়াসিফিয়ার ইরোর লেভেল একই দেখাচ্ছে না । ওয়াসফিয়া সাইন বোর্ড আর তুষার থেকে অনেক বেশী কালো । মানে এরর লেভেল এক না ।

৯| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩০

নতুন বলেছেন: ওয়াসফিয়া সাইন বোর্ড আর তুষার থেকে অনেক বেশী কালো ।

যত কালো দেখাবে তত পিউর ছবি। দেখেন আমার বাক্স বেশি সাদা দেখাইতেছে মানে বাক্স পরে যোগ করা।

তেমনি ওয়াসিফার ছবি সঠিক ছবি। :)

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮

সাইবার অভিযত্রী বলেছেন: জী নতুন ভাই , আপনার একটা পিউর ছবি কিলি বা এভারেষ্টে বাসায় দিলে আপনি কালো থাকবেন , আর চারপাশ তুলনামুলক ভাবে সাদা থাকবে । টিউটরিয়ালে দেখেন নাই - এরর লেভেল সব জায়গায় একই থাকলে ছবি পিউর !

আপনে পিউর ( মানে এরর লেভেল কম ) আর চার পাশ পিউর না ('সাদা' বা এরর লেভেল বেশী ) এর মানে কিন্তু ছবি পিউর না !

আবার অনেক বেশী কম্প্রেশন হলে পুরা ছবিই সাদা - সাদা হয়ে যাবে । বেশী এরর নিয়েও পিউর ছবি হতে পারে !

আচ্ছা নতুন ভাই , একটা কথা বলতে পারেন- ওয়াসফিয়া - মুহিত বা অন্যরা যে সব ছবি নিয়ে প্রশ্ন সেগুলোর 'র' ফাইল দেন না কেন ? কি সমস্যা?
আর আপনার গবেষণা ও অনুসন্ধানের ব্যাপ্তি ও গভীরতা নিয়েও আমার আস্হা আছে । কিন্তু সেগুলো এমন একপেশে কেন ? মানে আপনি আমাকে এতগুলো প্রশ্ন করেন , আমার পোষ্টের চুলচেরা বিশ্লষণ করেন , ওনাদের কেন কিছু জিগেস করেন না ? ওনাদের কাছে 'র -ফাইল' চান না কেন ? যে সব স্পেসিফিক প্রশ্ন এসেছে সেগুলোর বিষয়ে ওনাদের বক্তব্য জানতে চান না কেন ? দেশের পর্বতারোহী সমাজের সবাই আমাকে চিনে । অনেক সিনিওর পর্বতারোহী থেকে শুরু করে এ লাইনের সংশ্লিষ্ট কেউ -ই আমার প্রশ্ন গুলো ' ফালতু' বলেন নি । আপনি দেশের ভাল চান । দেশের স্বার্থেই কি বিষয়গুলোর সুরাহা হওয়া উচিত না ?

১০| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৩

নতুন বলেছেন: আমাদের দেশের যারা পবতে আরহনের দাবী করছে তাদের কোন দাবি কিন্তু বিদেশি রা প্রশ্ন করেনাই।

কারন তাদের কিছুই যায় আসেনা।

একবার এই রকমের এক বিতকের জন্য ২বার এভারেস্ট সমেটিয়ারের কাছে একটা ভিডিও লিংক পাঠিয়ে তার মতামত চেয়েছিলাম এবং তিনিও বলেছিলেন যে ঐটা সমেট থেকেই করা ভিডিও। কিন্তু আমাদের দেশীরা সেটা নিয়ে প্রশ্ন কারা বন্ধ করেনাই।

তাই এই বিষয়ে আর গবেষনা করা ভাল লাগেনা।

আর আমার মতে যদি কেউই ভন্ডামী করতে চায় তবে সে বেশিদিন করতে পারেনা। ধরা পরবেই। কিন্তু একই বিষয়ে কাদা ছোড়াছুড়ি ভাল লাগে না।

আর যদি ওয়াসিফা এই সব ভন্ডামী করেও থাকে তবে আপনি কিছুই করতে পারবেন না। কারন যারা তাকে স্পন্সার করছে তার তাদের পয়সার রিটান চায় এবং তারা ২য় বার একই ইভেন্টে টাকা দেবেনা। কিন্তু তাদের আছে মিডিয়া তাই তারা প্রচার করে মিথ্যা কে সত্য বানাতে পারবে।

আপনার এই সব প্রশ্ন/ ছায়ার রকমফেরে কিছুই হবেনা। আরো শক্ত প্রমান দরকার। তবেই প্রমান করতে পারবেন।

১৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: দেশের স্বার্থে আর পর্বতারোহনের স্বার্থেই কি বিষয়গুলোর সুরাহা হওয়া উচিত না ?

১১| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১:১৮

নতুন বলেছেন: হবে একটু সময় লাগবে আরকি। দেশে ভন্ডামী অনেক। তাই এদের সাথে পারবেনা না।

প্রমান হাতে থাকলে জমা করে রাখুন। সময় আসবে তখন ব্যবহার করবেন।

এখন আপনি যা করছেন তাতে মানুষই আপনাকে বাজে ভাবছে।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই , ভাববার মত কথা বললেন ,
কিন্তু এর পরও ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.