নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

হাওয়া মে উড়তা যায়ে - মেরা বাংলাদেশের ফ্ল্যাগ : ওয়াসফিয়ার হাতে ....

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৮




হাওয়ায় উড়ছে আমাদের গর্ব জাতীয় পতাকা । ওয়াসফিয়ার দাবী অনুযায়ী ছবিটি দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বিন্দু। সে হিসেবে আমাদের অনেক বড় একটা জাতীয় অর্জন । কিন্তু হওয়ায় পতাকা উড়লে তো এক দিকে উড়বে । বাতাসের গতি দুদিকে দেখা যাচ্ছে কেন ? ঠিক বুঝে আসছে না । কেউ লি সাহায্য করবেন প্লীজ ?



একই ঘটনা উপরের ছবিটিতেও । এটাও ঠিক বুঝে আসছে না । শুরুতে ওয়াসফিয়ের কোন ছবির বিষয় বুঝে না আসলে ওনাকে মেইল করতাম। এতে উনি রেগে যান । জেল - জরিমানার ভয় দেখান । এখন কি করি !

ওনার facebook লিন্ক এ চেক করে দেখতে পারেন মুল ছবি । আরেকটা ছবি ডেইলী স্টার এ প্রকাশিত হয়েছে।

ওনার ফেসবুকে আরো কিছু ছবি আছে ডক্ষিণ আমেরিকা অভিযানের । সেখানে চুড়ায় একটি ক্রস আছে । যেটা সামিট পয়েন্ট চিন্হিত করে । অবাক হয়ে গেলাম ওনার একেকটি ছবিতে ক্রস একেক রকম ! কারণটা যে কি, বুঝে আসছে না !



ওনার দেনালী পর্বত অভিযানে দিনের আলোয় তোলা একটা ছবিতে দেখলাম



আলো আসছে দুদিক থেকে ! কিভাবে ? বুঝে আসছে না ! কেউ কি কিছু বলবেন ? একটু বুঝতে চাই ।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

রাতুলবিডি৪ বলেছেন: এভারেষ্টের নীচে ওয়াসফিয়ার বিখ্যাত সেলফিতে আলো ছায়ার হিসাব বুঝে আসছে না। কেউ একটি সাহায্য করবেন ?

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

রাতুলবিডি৪ বলেছেন: ওয়াসফিয়ার কিছু বিষয়ে একেবারে কনফিউসড হয়ে আছি! কেউ সাহায্য করবেন প্লীজ?

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এ নিয়ে বহু বিতর্ক হয়েছে,
এ বিষয়ে এর কথা বলতে
লজ্জা লাগছে

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

সাইবার অভিযত্রী বলেছেন: লজ্জা ভাল ,যেটা অন্যায় থেকে দূরে রাখে ,
কিন্তু যে লজ্জা অন্যায়ের প্রতিবাদ করা থেকে দূরে রাখে সেটা ভাল না ।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

দরবেশমুসাফির বলেছেন: ভাই আমারও এই সন্দেহটা হইছিল। সাহস করে কাউকে বলতে পারি নাই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

সাইবার অভিযত্রী বলেছেন: দরবেশের কথার দাম নেই সমাজে , সবাই দেখে সেরিবেটি রা কি বলে !

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

রাফিউল আলম ইমন বলেছেন: কোথায় ছিলেন ওস্তাদ! আপনি কোথায় ছিলেন! :-B

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: আপনাদের খেদমতেই আছি ভাই B-))

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

রাফিউল আলম ইমন বলেছেন: :`>

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

সাইবার অভিযত্রী বলেছেন: ;)

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: চালাইয়া যান ভাই, আপনের অসীম উৎসাহ ওয়াসিয়ারে নিয়া। যদিও কুনু লাভ নাই এইসব আজাইরা চুদুরবুদুরে। মজা পাই আপনের নিরবিচ্ছিন্ন প্রচেস্টা দেইখা। ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

সাইবার অভিযত্রী বলেছেন: হেনী কলেজের টেহা লইয়া সুদুর বুদুর চলত ন ...
উনি হেনীর মেয়ে তাই লাভ নেই বলতে চান ?

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

কালীদাস বলেছেন: আপনি আইটি কনসাল্টেন্ট শুনে খুব ভাল লাগল, প্রশ্ন হল- আপনার নিজের পেশায় কি মন্দ যাচ্ছে নাকি এদের সাথে আপনার কোন শত্রুতা আছে? এরা যদি সামিট কোথাও নাও করে থাকে তাতে কি বাংলাদেশের মহা কোন ক্ষতি হয়ে যাবে? আপনার কন্টিনিউয়াস এই চারজনের পুটু খোচাখুচির পোস্ট দেখে যে কেউই কিন্তু আমার মত সেইম জিনিষ ডাউট করতে পারে আপনার ব্যাপারে।

আপনার নিজের ফিল্ডে পোস্ট দিন, ভাল পোস্টের যথেষ্ট আকাল, সেখানে ভাল কিছু আসবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১

সাইবার অভিযত্রী বলেছেন: পেশা মন্দ যাচ্ছ।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

রূপা কর বলেছেন: B:-)

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

মাঘের নীল আকাশ বলেছেন: বিরক্তিকর!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২

সাইবার অভিযত্রী বলেছেন: কেউ কেউ এগুলো জানতে চায় , তাই পুস্ট দেই, বিরক্তি লাগলে ইগনোর করেন ।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

মিহির সাহা বলেছেন: কালীদাসের ও মাঘের নীল আকাশের মন্তব্য অবাক করল। এরাও কি জালিয়াতির ধামাধরা ? কালীবাবুর গোয়া জ্বলে উঠল কেন ? জুয়াচুরি করে মহৎ কিছু অর্জন কি সম্ভব ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: আমাদের দেশে সবাই কিন্তু দূর্ণিতী গ্রস্হ না , কিন্তু আমাদের দেশ চ্যাম্পিয়ন হয় " চুপ থাকা" র জন্য ।
আমাদের কথিত ভাল মানুষির জন্যই কিন্তু খারাপ মানুষগুলো ভাত পায় ।
সবাই সোচ্চার হলে কিন্তু মন্দ লোকের ভাত থাকত না ।
ধন্যবাদ ভাই , ভাল থাকবেন ।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

মিহির সাহা বলেছেন: পোস্টে প্লাস।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

মধু নদীর জোলা বলেছেন: ++++++++্

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

হাসান মাহমুদ রাজণ্য বলেছেন: এখানে সম্ভবত কোনো কারসাজি আছে।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

দাড়ঁ কাক বলেছেন: বাংলাদেশের পর্বতারোহনের ইতিহাস খুবই ঘোলাটে এবং কাঁদা ছোড়াছুড়িতে পরিপুর্ন। আমি পর্বতারোহী না হলেও পাহাড়ের একজন ভক্ত হিসেবে বাংলাদেশের পর্বতারোহন ফলো করে যাচ্ছি শুরু থেকেই। একেবারে শুরুর দিকে প্রায় সবাই সামিট না করেই সার্টিফিকেট নিয়েছেন ছোটবড় অনেক পর্বত শিখর জয়ের। তাই এদের সবার পরবর্তী দাবীগুলোও আজ প্রশ্নবিদ্ধ। পোষ্টে অনেক প্লাস। এক্সট্রা অর্ডিনারী ক্লেইম রিকোয়ারস্‌ এক্সট্রা অর্ডিনারী প্রুফ। প্রশ্ন তুললে অনেকের গা জ্ব্বালা করবে স্বাভাবিক। কিপ অন আস্কিং কোশ্চেন্স।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: এক্সট্রা অর্ডিনারী ক্লেইম রিকোয়ারস্‌ এক্সট্রা অর্ডিনারী প্রুফ। ধন্যবাদ ভাই , ভাল কথা মনে করিয়েছেন ।

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

সাইবার অভিযত্রী বলেছেন: ওয়াসফিয়ার এভারেষ্ট বিজয় কাহিণী রূপকথা ? না বাস্তবতা ?


কোন পর্বত আরোহন কতটা কঠিন : সেটারও মাপামাপি আছে ! আর সেটা মাপার তরীকাও চালু আছে বেশ কয়টা ! তবে ইন্টারনেশনাল-ফ্রেন্চ এডজেক্টিভাল সিস্টেম, ( International French Adjectival System) সামগ্রিক পদ্ধতি হিসেবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ।

এর গ্রেডিং গুলো সংক্ষেপে :

১। এফ : সহজ
F: facile (easy). Straightforward, possibly a glacial approach, snow and ice will often be at an easy angle.
আন্দিজের একানকাগুয়া, নেপালের ইয়ালা এই পর্যায়ে পরে।


২। পিডি : স্বল্প কঠিন
PD: peu difficile (slightly difficult).
জনপ্রিয় আইল্যান্ড পিক এই স্তরের কঠিন

৩। এডি : মোটামুটি কঠিন
AD: assez difficile (fairly difficult). Fairly hard.
সিংগু চুলি, এ পর্যায়ের।

৪। ডি : কঠিন
D: difficile (difficult). Hard,. Serious objective hazards.

৫। টিডি : খুব কঠিন
TD: très difficile (very difficult). Very hard, very long sections of hard climbing.


৬। ইডি : চরম কঠিন
ED1/2/3/4: extrêmement difficile (extremely difficult). Extremely hard, exceptional objective danger
এভারেষ্ট , চো - ওয়ু এ পর্যায়ে পরে।

৭ । Abominablement ( অনুবাদ করতে পারলাম না!)

এখন আসুন ওয়াসফিয়ার বিষয়ে । তিনি দেশের কেওক্রাডং বা সীতাকুন্ডের চন্দ্র নাথ চড়েছেন কিনা তা আমাদের জানা নেই, সহষাই তিনি সেভেন সামিট শুরু করলেন, অথচ সে সময় তিনি আদৌ মাউন্টেনিয়ার না!

এরপর পত্র পত্রিকায় হৈ চৈ, তিনি এভারেষ্ট জয় (!) করেছেন .. অথচ ওনার ক্লাইম্ব রেকর্ড দেখলে পাওয়া যায়, এভারেষ্টের আগে তার সর্বোচ্চ একটা এফ গ্রেডের পিক ! এফ গ্রেড করে একেবারে ৬ ষ্ঠ লেভেলের এভারেষ্ট সামিট ! ! যেখানে অভিজ্ঞ পর্বতারোহীরা আর একটা ৬ষ্ট লেভেলের আট হাজারী পিক ( চো - য়ু/ শিশা পংমা) করে তবেই এভারেষ্ট ট্রাই করেন ! তিনি হিমালয়ের ৬০০০ করেন নি, ৭০০০ করেন নি, করেন নি সবচেয়ে স হজ ৭৫০০ মুজতাগ, করেন নি সহজ কোন ৮০০০ মিটার চুড়া , তিনি করেছেন এভারেষ্ট! আসলেই রূপকথা সৃষ্টি করেছেন তিনি!

আন্দিজ এশিয়ার বাইরে সবচেয়ে উচু পর্বত । এর চুড়াগুলোর ডিফিকাল্টি লেভেল : F , অর্থাৎ সহজ। এরপর আছে PD, AD, D, TD চারটি স্তর। আর এভারেষ্ট হচ্ছে এরপর ED স্তরের, যার মানে : ইডি হচ্ছে চরম কঠিন ।

যে কোন মাউন্টেনিয়ার ২য় স্তরের( পিডি) বা ৩য় স্তরের (এডি ) এগুলো ক্লাইম্ব করে ভুলেও এভারেষ্টের কল্পনা করে না । ৬ -< ইডি স্তরের চো-য়ু / শিশা আরোহণ, করে তারপর পরিকল্পনা করে এভারেষ্টের !

সেখানে ওয়াসফিয়া ১ম স্তরে এফ ( সহজ) লেভেলের একানকোগুয়া চড়েই ৬ষ্ঠ স্তরের মাঝেও কঠিনতর এভারেষ্টে সফলতা পেয়েছেন, একেবারে ডাইরেক্ট !

তাই ওনার সফলতাকে কি বলবেন ? রুপকথা ? ওনার সামিট সত্য ধরলে ওনাকে বলতে হবে রুপকথার রূপকার !

http://www.somewhereinblog.net/blog/cybertraveller/29938863

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

কালীদাস বলেছেন:
@মিহির সাহা নামক মাল্টি: হ্যালো :D আসল নিক কোনটা? অথবা আগের নিক ধরা খাইছে কেমনে? :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.