নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

এই দেশে ধর্ষনের বিচার চাওয়াও যেন মস্তবড় অপরাধ!

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:১৯



দেশের মানুষজনের রূচি দিন দিন খারাপ থেকে বিকৃত পর্যায়ে চলে যাচ্ছে। কোনটা ভালো, কোনটা খারাপ এবং কোনটা আইনের আওতায় পরে সেটা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি।

হ্যাঁ, আমি বাংলাদেশের একজন নায়িকার ধর্ষন চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে কথাগুলি বলছি। একটা মেয়ে যদি শ্লীলতাহানী কিংবা যৌন নির্যাতনের স্বীকার হয়, তাহলে সে অবশ্যই অভিযোগ আনতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কতটা ঠিক কিংবা বেঠিক। কিন্তু সেটা আমরা কেউ আন্দাজে বলতে পারি না। কারন আমরা কেউ সেখানে উপস্থিত ছিলাম না।

আমরা ভুলে যাই, একজন পতিতাকেও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করার কোন অধিকার নেই কারো।

সে মেয়ে পতিতা হোক, চরিত্রহীনা হোক, কিন্তু তার অশালীন ছবি বা আচরণ এখানে কোনভাবেই আলোচনার বিষয় নয়।

মূল বিষয় হচ্ছে সে রাজি ছিল কি না? রাজি না থাকলে সেটা ধর্ষন অথবা ধর্ষনের চেষ্টা।

অভিযোগকারিনী একজন নায়িকা, তাই অনেক সোশাল মিডিয়ার বোদ্ধাদের কাছে তার রেপ অ্যালিগেশন হাস্যকর, কারন তাদের মনে হচ্ছে তার চরিত্র আগে থেকেই ভালো না, সে এগুলো করেই অভ্যস্ত। এজন্য রেপ অ্যাটেম্ট করার অভিযোগ ভীষন হাস্যকর ও অগ্রহণযোগ্য! এরপর তারা শুরু করে দিয়েছে মেয়েটার চারিত্রিক কাটাছেড়ায়! কী নির্লজ্জ বেহায়াদের দেশে আজ আমরা বসবাস করছি।

পৃথিবীর সবচেয়ে খারাপ যার চরিত্র, তার অনুমতি ছাড়া তাকেও নোংরাভাবে স্পর্শ করা কোনোভাবেই গ্রহনযোগ্য হতে পারে না! যারা এটা সমর্থন করে তারা মানসিনভাবে অসুস্থ।

সুস্পষ্ট সম্মতি ছাড়া বা কনসেন্ট ছাড়া নিজের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপনও রেপ হিসেবে পাশের দেশে যেখানে কাউন্ট হচ্ছে,
সেখানে উনি কেন ওনার ইচ্ছার বিরুদ্ধে হওয়া রেপ এটেম্পট নিয়ে কমপ্লেন করতে পারবেন না?

ঘটনা যদি সত্য হয় তাহলে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই মেয়ে কী অভিযোগও করতে পারবে না?

আমার কাছে পুরো বিষয়টা খুব দুঃখজনক লেগেছে যে, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে একটা মেয়ে'কে তার ইচ্ছা বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করতেও আইনের দ্বারে দ্বারে অসহায়ের মতো ঘুরে ফিরতে হয়, দেশের প্রধানমন্ত্রীকে ডাকতে হয়, প্রকাশ্য মিডিয়ায় এসে হাউমাউ করে কান্নাকাটি করতে হয়।

একটা মেয়ের এর চেয়ে অসহায় অবস্থা আর কী বা হতে পারে?
আজ যারা এটা নিয়ে হাসি ঠাট্টা করছেন, কাল বা পরশু যে উনাদের মা বোন স্ত্রী বা আত্মীয়স্বজনের সাথে এটা হবে না তার গ্যারান্টী কে দিয়েছে তাদের? তখন আপনার কোথায় যাবেন, কার কাছে যাবেন? কোথায় বিচার পাবেন?

আমি চাই ঘটনা সত্য হলে প্রধানমন্ত্র হস্তক্ষেপে আমাদের অভিনেত্রীকে যারা ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিলেন তাদের অবিলম্বে বিচার করা হোক।

নারী ধর্ষণের ক্ষেত্রে কোনও ছাড় হতে পারে না।
যদি কোনও মহিলাকে সহবাস করতে জোর করে বাধ্য করা হয় তবে সেটা অবশ্যই যৌন হয়রানিও বটে। এবং এটা আইনের চোখেও মারাত্মক অপরাধ।

আমি আশা করি, এই মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি এর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হবে।
এই ঘটনা সত্য না মিথ্যা সেটা প্রকাশ্যে জানানো হোক।

একজন নামকরা নায়িকারই যদি এই অবস্থা হয় তাহলে দেশের গ্রাম গঞ্জে সাধারণ মেয়েদের কী অবস্থা হয় সেটা একবার ভেবে দেখার জন্য অনুরোধ রেখে গেলাম।

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুন ২০২১

মন্তব্য ১০৩ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:২৭

ভুয়া মফিজ বলেছেন: ঘটনা কি........ঠিকমতো জানি না, তবে যা বলেছেন তার সবটাতেই সহমত। আসলে কোন বিষয় দেখার দৃষ্টিভঙ্গিতেই যদি গলদ থাকে, তাহলে এসব আর কাকে বোঝাবেন?

অসুস্থ চিন্তার ধারক-বাহকদের সুস্থতা কামনা করছি।

১৪ ই জুন, ২০২১ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: দূঃখজনক ঘটনা।
দেশের মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে। কিছু কিছু মন্তব্য পড়লে এদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন জাগে মনে।

২| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: অভিযোগ করার ও বিচার চাওয়ার অধিকার সবার আছে। তবে যাকে নিয়ে ঘটনা তিনি বা তার মত অনেক মেয়ে যে পরিবেশে বিচরণ করেন সেই পরিবেশটাই খারাপ। ফলে এদের প্রতি মানুষের নেতিবাচক ধারনা থাকে, ঘটনা সত্যি হোক কিংবা মিথ্যা হোক।

১৪ ই জুন, ২০২১ দুপুর ১:৪৫

নীল আকাশ বলেছেন: পরীমনি ঘটনার প্রেক্ষাপটে, পরীমনিকে নারী হিসেবে না দেখে মানুষ হিসাবে দেখা দরকার। সবাই এই ভুলটাই করছে।
আইন সবার জন্য সমান হতে হবে।

৩| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আমেরিকায় অনুমতি/সম্মতি ছাড়া কোন মানুষকে টাচ করাকে আইনের ভাষায় এ্যাসাল্ট বলা হয়। যদিও এ ব্যাপারে বাংলাদেশের প্রচলিত আইন সম্পর্কে আমার ধারনা নেই। তবুও দেশের নাগরিক হিসেবে উনার শতভাগ অধিকার রয়েছে আইনগত ব্যবস্থা গ্রহনের। প্রথাগত আইন মেনে তার অভিযোগের তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনমত ব্যবস্থা নেয়া উচিত বলে আমার মনে হয়।

১৫ ই জুন, ২০২১ বিকাল ৪:০৯

নীল আকাশ বলেছেন: আপনি যা যা বলেছেন স্বাভাবিক পদ্ধতিতে এটাই হওয়া উচিত। কিন্তু এইদেশের মানুষ নিজেরাই সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে।
ধর্ষন হয়েছে কী হয়নি সেটা না জেনেই মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, যেটা আমার ভাল লাগেনি।
নির্যাতিতা হলে এই মেয়ের নাগরিক অধিকার বিচার পাবার।
তাই আমি এই পোস্ট লিখেছি।
খুব সুন্দর একটা মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৮

সোনালি কাবিন বলেছেন: দুর্দান্ত পোস্ট । অলরেডি ব্লগে অসুস্থ পোস্ট চলে এসেছে দেখে দুঃখ লেগেছিল । আপনার পোস্ট দেখে তা প্রশমিত হল ।

১৪ ই জুন, ২০২১ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। প্রতিবাদ সব সময় সুস্থ মানসিকতা থেকেই আসা উচিত।

১৫ ই জুন, ২০২১ বিকাল ৪:১১

নীল আকাশ বলেছেন: আমি উনার সেই পোস্টের কথা জানতাম না। আমিম পোস্ট করার পর দেখি উনি সেই পোস্ট আগেই করে বসে আছেন। উনার লেখার থীম আমার কাছে ভালো লাগেনি।
আপনার আমার লেখা ভাল লেগেছে দেখে খুশি হলাম।

৫| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৬

অপু তানভীর বলেছেন: তার পেইজের মানুষের মনভাব দেখে আমার কেবল ঘৃণা জন্মালো ! মনে হল আমার চারপাশের মানুষও এমনই ভাবে । ব্লগটাকে আমি ফেসবুক থেকে উন্নত মনে করে এসেছি সব সময় অথচ এখানেও সেই একই ধরনের মনভাবের মানুষ দেখতে পেলাম সকাল বেলাতেই ।
কী ভয়ংকর এদের মনভাব ! একটা মেয়ে যত খারাপই হোক, তার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে কোন প্রকার যৌনকাজ করা কিংবা করার চেষ্টা করাটা ধর্ষন ! এই সহজ কথাটা এদের মাথায় ঢোকে না ! এরা একেকটা পটেনশিয়াল রেপিস্ট ! আর কিছু না ।

আপনাকে ধন্যবাদ কথা গুলো বলার জন্য !

১৪ ই জুন, ২০২১ দুপুর ১:৪৭

নীল আকাশ বলেছেন: এর পেজে যারা নোংরা মন্তব্য করেছে তারা সবাই একেকটা পটেনশিয়াল রেপিস্ট।
বিন্দুমাত্র সুযোগ পেলেই এরা যে কোন মেয়েকে রেপ করবে।
এটা চরমতম সত্যঃ একটা মেয়ে যত খারাপই হোক, তার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে কোন প্রকার যৌনকাজ করা কিংবা করার চেষ্টা করাটা ধর্ষন
ধন্যবাদ ভাই।

৬| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১:০১

নতুন বলেছেন: আঙ্গুর ফল খাইতে টক লাগে তাই দেশে এমন ঘটনা হলে উচিত বিচার হয়েছে বলে উল্লাস করে।
নেটে এক শ্রেনীর মানুষের নিচু রুচির কমেন্ট দেখে খুবই খারাপ লাগছিলো।

ব্লগেও চৌধুরী সাহেব এটা নিয়ে তার গিয়ান দিতেছেন।

মিডিয়ার নারী হলেই তাকে পতিতা বলা মনে হচ্ছে জায়েজ এবং তারা ধর্ষনের বা তাদের উপরে আক্রমনের কোন অভিযোগ করার অধিকার নাই।

পতিতা ও তার উপরে আক্রমন হলে বিচার চাইতে পারে কিন্তু এটা বোঝার মতন ঘুলু আমাদের সমাজের কয়জনের আছে?

১৬ ই জুন, ২০২১ সকাল ৯:৪৫

নীল আকাশ বলেছেন: আসলে মূল সমস্যা হচ্ছে জ্ঞানের অভাব এবং বিকৃত রূচিবোধ। এই মেয়ে চারিত্রিক দিক থেকে ভালো না। বিগত বছরগুলিতে
এই মেয়ের নামে প্রচুর অভিযোগ উঠে এসেছে। অল্প কিছুদিন আগেই বসুন্ধরা গ্রুপের মালিক পক্ষ আনভীরের সাথে দুবাই থেকেও ঘুরে এসেছে অথচ যে কিনা সরাসরি একটা হত্যাকান্ডের কেসের সাথে অভিযুক্ত। আমি নিজে এই মেয়েকে পছন্দ করি সেটাও না। সুস্থ রূচির কারো এই মেয়েকে তার বিভিন্ন আচরণের জন্য পছন্দ করার কথাও না ।

কিন্তু এই ধর্ষন কেসের সাথে উপরের বিষয়গুলি কোনভাবেই সম্পৃক্ত না। একটার সাথে আরেকটা মিলয়ে ফেলা যাবে না। এই মেয়ে সারাজীবন কী করে বেড়িয়েছে তার সাথেও এই কেসের কোন সর্ম্পক নেই। সাধারণ মানুষজন এই এবং কিছু বিকৃতরূচির মানুষ এটা বুঝতে পারছে না। দুইটা মূল বিষয় প্রত্যেক'কেই জানতে এবং মানতে হবেঃ
১) একটা মেয়ে যত খারাপই হোক, তার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে কোন প্রকার যৌনকাজ করা কিংবা করার চেষ্টা করাটা ধর্ষন।
২) দেশে আইন কানুন সবার জন্য সমান হতে হবে। নির্যাতিতা একটা মেয়ে অভিযোগ করতে চাইছে কিন্তু থানায় সেটা রিসিভ করবে না কেন? অবশ্যই তদন্ত করবে। মিথ্যা হলে মেয়ের বিরুদ্ধে শাস্তি দেয়া যাবে। কিন্তু কেন অভিযোগ কেন নেবে না?


আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৭| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১:০৯

এভো বলেছেন: এই জন্য তো বাংলাদেশ সহ আরো কিছু দেশে ধর্ষনের হার অনেক অনেক কম আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব থেকে ।

১৫ ই জুন, ২০২১ বিকাল ৪:১২

নীল আকাশ বলেছেন: এতবড় সেলিব্রেটির যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মেয়েদের কী অবস্থা হবে ভেবে দেখুন?
এইজন্যই রিপোর্টেড ধর্ষনের হার অনেক অনেক কম।

৮| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১:২৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




ঠিক আছে

১৪ ই জুন, ২০২১ দুপুর ১:৪৮

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১:৫৮

জটিল ভাই বলেছেন:
যেই সমাজ পোলা-মাইয়া আকাম করলে প্রটেকসন দেয়, কিন্তু বিয়া করলে ঘরে জায়গা দেয়না, সেই সমাজে কি আশা করন???? :(

১৪ ই জুন, ২০২১ দুপুর ২:২৮

নীল আকাশ বলেছেন: আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে এটা সত্য। কিন্তু দেশে আইন কানুন সবার জন্য সমান হবে না এটা তো হতে পারে না।
মেয়ে অভিযোগ করেছে, থানায় সেটা রিসিভ তো করবে, তদন্ত করবে।
মিথ্যা হলেও মেয়ের বিরুদ্ধে শাস্তি দেয়া যাবে। কিন্তু কেন অভিযোগ কেন নেবে না?

১০| ১৪ ই জুন, ২০২১ দুপুর ২:১০

গফুর ভাই বলেছেন: লেখক কে ধন্যবাদ মুল পয়েন্ট টা তুলে ধরবার জন্য। ফেসবুকে আইন বিদ্যার উপর গ্রাজুয়েট করা আইনবিদেরা সে পতিতা বেশে নাইকা হবার কারনে মূল অপরাধের জাস্টিফাই করে দিচ্ছে।

১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৩০

নীল আকাশ বলেছেন: আপনাকে আমার ব্লগ বাড়ীতে সুস্বাগতম। এবং প্রথম মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি মূল বিষয়টা তুলে ধরার জন্য।
দেশে আইন কানুন সবার জন্য সমান হবে না, এটা তো হতে পারে না।

১১| ১৪ ই জুন, ২০২১ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ঘটনা দুঃখজনক। মানুষ যেভাবে মন্তব্য করতেছে, তারা নিজেরাই একেকটা ধর্ষক।

১৬ ই জুন, ২০২১ সকাল ৯:৪৬

নীল আকাশ বলেছেন: এদের লেখার ভাষা দেখে আমি অবাক হয়েছে। সুযোগ পেলেও এরাও এই মেয়েকে ধর্ষন করতো।

১২| ১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৩০

মিরোরডডল বলেছেন:



100% Agree with you.
Many thanks Neel for your post.

I was super angry to see the other post.
A man who always talk talk talk about laws but
I believe he hardly knows about human rights or the definition of rape.

Once again thanks.

১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৩৬

নীল আকাশ বলেছেন: ব্লগার হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলা।
আমি শুধুই আমার দায়িত্ব পালন করেছি।
একটা মেয়ে যত খারাপই হোক, তার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে কোন প্রকার যৌনকাজ করা কিংবা করার চেষ্টা করাটা ধর্ষন। এরপর আর কিছু থাকতে পারে না।
ধন্যবাদ আপনাকে।

১৩| ১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৩১

জটিল ভাই বলেছেন:
মেয়ে অভিযোগ করেছে, থানায় সেটা রিসিভ তো করবে, তদন্ত করবে।
মিথ্যা হলেও মেয়ের বিরুদ্ধে শাস্তি দেয়া যাবে। কিন্তু কেন অভিযোগ কেন নেবে না?


ঐ যে বললাম, পোলা-মাইয়ারে প্রটেকসন! :(

১৬ ই জুন, ২০২১ সকাল ১১:১৫

নীল আকাশ বলেছেন: এভাবেই দোষীকে লুকানোর চেষ্টা দিন দিন আইন শৃংখলার অবস্থার অবনতি ঘটায়।

১৪| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:০৮

আখেনাটেন বলেছেন: মেয়েদেরকে এখনো সমাজের একটি শ্রেণি বাড়ির বাইরে দেখতে চায় না। সামাজিক বাস্তবতায় এই শ্রেণিটাই যখন কোনো মেয়েদের তাদের সেই ভাবনার সাথে কানেক্ট করে ভিক্টিম হতে দেখে, তখনই তাদের তথাকথিত মোরাল গ্রাউন্ড তেতে উঠে। তাদের কথা মতো সতী হলেই তাদের এরকম বিপদে পড়তে হত না। অথচ এটা যে আক্ষরিক অর্থেই অপরাধ সেটা তাদের মস্তিষ্কে ঢুকানো মুশকিল। কারণ যে ধারণা পরিবার থেকে গেঁথে গেছে, সেখান থেকে এত সহজে বের হওয়া মুশকিল।

তাই সেই শ্রেণি যখন কোনো মেয়েকে হেনস্তা হতে দেখে, তারা এক ধরনের পৈশাচিক আনন্দ লাভ করে। আর স্যোসাল মিডিয়াতে মন্তব্য করা এখন সহজলভ্য হওয়াতে তাদের ভিতরের নোংরা রূপটা অন্যরাও চাক্ষুস করে। তারই ফল আমরা দেখছি প্রতিনিয়ত। শুধু ভিক্টিমগুলো আলাদা।

১৬ ই জুন, ২০২১ সকাল ১১:৫৮

নীল আকাশ বলেছেন: যা যা বলেছেন সবই সত্য। এরা আসলে ভিতরে ভিতরে বিকৃত রূচির। এইসেব মেয়েরা যে খুব ভাল চরিত্রের সেটা না। তবে এদের ব্যক্তিগত আচরণ বা চলাফেরার সাথে এভাবে নির্যাতিতা হবার আদতে কোন সর্ম্পক নেই। যে কোন মেয়ে এইধরণের পরিস্থিতিতে পরতে পারে। এবং বিচার চাইবার অধিকার এদের সবারই আছে। এখন আসল বিষয় হচ্ছে তারা কেন আইন শৃংখলা বাহিনীর কাছে রির্পোট করতে গেলে সেটা গ্রহণ করবে না। আমার প্রশ্ন এখানেই। একটা মেয়ে যত খারাপই হোক, তার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে কোন প্রকার যৌনকাজ করা কিংবা করার চেষ্টা করাটা ধর্ষন। এরপর আর কিছু থাকতে পারে না। একট গনতান্ত্রিক দেশে প্রতিটা নাগরিকের এটা অধিকার, নায্য বিচার পাওয়া। যারা যারা এইসব নির্যাতন দেখে পুলক লাভ করে, সার্পোট করে তারা আদতে একেকজন পোটেনশিয়াল রেপিস্ট। এরাও সুযোগ পেলে এভাবেই রেপ করবে।

ধন্যবাদ এই পোস্ট পড়ার জন্য।

১৫| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৭

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের মানুষের মন ও মস্তিষ্ক পচে গেছে।

১৬ ই জুন, ২০২১ সকাল ১১:৫৯

নীল আকাশ বলেছেন: সবার না। কারো কারো। যাদের পঁচে গেছে এরা সবাই বিকৃত রূচির মানুষ।

১৬| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একজন জনপ্রিয় নায়িকার যদি এই অবস্থা তবে সাধারন মেয়েরা কোথায় জাবে, থানা কেন মামলা নিলনা এটার তদন্ত করা হোক।

খারাব/ভালো পরের হিসেব সবাই বিচার পাবে এটাইতো স্বাভাবিক।

১৬ ই জুন, ২০২১ দুপুর ১২:০০

নীল আকাশ বলেছেন: আমার লেখা ঠিক সেই কারণেই। একটা মেয়ে যত খারাপই হোক, তার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে কোন প্রকার যৌনকাজ করা কিংবা করার চেষ্টা করাটা ধর্ষন। এরপর আর কিছু থাকতে পারে না। একট গনতান্ত্রিক দেশে প্রতিটা নাগরিকের এটা অধিকার, নায্য বিচার পাওয়া। যারা যারা এইসব নির্যাতন দেখে পুলক লাভ করে, সার্পোট করে তারা আদতে একেকজন পোটেনশিয়াল রেপিস্ট। এরাও সুযোগ পেলে এভাবেই রেপ করবে।

ধন্যবাদ এই পোস্ট পড়ার জন্য।

১৭| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একজন পতিতারও ধর্ষণের বিরুদ্ধে বিচার চাওয়ার অধিকার আছে এবং এটা তার মৌলিক অধিকার।

আপনার পোস্টের প্রেক্ষাপট আমি ধরতে পেরেছি। যে ব্যক্তি ইনিয়ে বিনিয়ে পরীমনির ধর্ষণ অভিযোগ মিথ্যা বলার চেষ্টা করছেন, কিংবা বলতে চাইছেন তিনি একজন বহুগামিনী, তার আবার ধর্ষণের অভিযোগ থাকবে কেন- তিনি কোনোমতেইও সুস্থ মস্তিস্কের মানুষ হতে পারেন না। এরা নিজেরাই বরং সুযোগ সন্ধানী। এরকম নিকৃষ্ট রুচিবোধ সম্পন্ন মানুষকে ধিক্কার জানাই।

১৬ ই জুন, ২০২১ দুপুর ১:৩৬

নীল আকাশ বলেছেন: যে ব্যক্তি ইনিয়ে বিনিয়ে পরীমনির ধর্ষণ অভিযোগ মিথ্যা বলার চেষ্টা করছেন, কিংবা বলতে চাইছেন তিনি একজন বহুগামিনী, তার আবার ধর্ষণের অভিযোগ থাকবে কেন, তিনি কোনোমতেই সুস্থ মস্তিস্কের মানুষ হতে পারেন না। এরা নিজেরাই বরং সুযোগ সন্ধানী।
কোন কিছু না জেনে, ঘটনা স্থলে না যেয়ে, আন্দাজে এজুউম করা হচ্ছে পক্ষপাতিত্বের প্রকৃষ্ট নমুনা।
এদের বেশিরভাগই নিজেরাই চিন্তাভাবনা করে ধরে নিচ্ছে। এটাই সবচেয়ে বড় ভুল। এর জন্য দুইটা জিনিস দায়ী।
১) জ্ঞানের অভাব। ২) বিকৃতরূচি।
সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।

১৮| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধর্ষণের সংজ্ঞা নতুন করে আবার শিখতে হবে!
দুজন প্রাপ্ত বয়স্কদের সম্মতিতে যৌনক্রিয়া আর
জোরকরে যৌনসম্ভোগ একাকার হয়ে গেছে
লোভের কারনে। যখনই স্বার্থে ব্যাঘাত ঘটে
তখনই হয় ধর্ষণ !

২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৪৮

নীল আকাশ বলেছেন: রাইট। কিন্তু আমার পোস্টের বিষয় এটা না।
আমি বলতে চেয়েছি যত খারাপই হোক, কোন মেয়ে যেন স্বাচ্ছন্দে থানায় যেয়ে ভয় ছাড়া তার বিরুদ্ধে ধর্ষন বা যৌন হয়রানীর অভিযোগ করতে পারে সেই সমাজ আমাদের গড়ে তুলতে হবে।
না হলে মেয়েদের উপর এই ধরনের নির্যাতন কোন দিনও কমবে না।
ধন্যবাদ আপনাকে।

২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৪৯

নীল আকাশ বলেছেন: আপ্নি যেটা বলেছে সেটা ধর্ষন না। এটা টাকা পয়সার গরমিল।
স্বেচ্ছায় যখন দুইজন যৌনক্রিয়া করে সেটা কখনই ধর্ষন হতে পারে না।

১৯| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৪

এ আর ১৫ বলেছেন: ভাই আপনি তো নিজের মুখে মেনে নিলেন , আমাদের দেশে বা আমাদের মত দেশে ধর্ষিতাদের বিচার চাওয়া কত বড় বিপদের ব্যাপার , একজন হাই প্রফাইল নায়িকা যে ভাবে হেনস্ত হচ্ছে সেখানে সাধারণ নারীরা তো ভীষন অসহায় ।
এই কারনে বাংলাদেশ সহ সকল তৃতীয় বিশ্বের দেশ এবং ধনি আরব দেশ গুলোতে ধর্ষিতারা কোন মামলা বা রিপোর্ট করে না ।
যার কারনে পরিসংখ্যানে ধর্ষনের হার খুব কম থাকে ।

পশ্চিমা বিশ্বে মেয়েরা সেক্সচুয়াল হেরাসমেন্ট এবং ধর্ষনের শিকার হোলে রিপোর্ট করে , যার কারনে ঐ সব দেশের ধর্ষনের হার বেশি থাকে ।
এই বাস্তবতাকে উপেক্ষা করে আপনারই দাবি করেন , আমরা ধর্ম মেনে চলি তাই আমাদের এবং মুসলিম দেশ গুলোর ভিতরে ধর্ষনের হার খুব কম । পশ্চিমারা মানে না তাই তাদের দেশে বেশি ।

এখন তো আপনি মেনে নিলেন -- এই দেশে ধর্ষনের বিচার চাওয়াও যেন মস্তবড় অপরাধ!


২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৫৩

নীল আকাশ বলেছেন: আপনার মন্তব্য আপনি নিজে একবার পড়ে দেখবেন। কী লিখতে চেয়েছেন আর কী লিখে গেছেন।
পশ্চিমা বিশ্বে মেয়েরা সেক্সচুয়াল হেরাসমেন্ট এবং ধর্ষনের শিকার হোলে রিপোর্ট করে , যার কারনে ঐ সব দেশের ধর্ষনের হার বেশি থাকে। কারণ সেসব দেশে মেয়ের ভয় ভীতি ছাড়া এটার রির্পোট করতে পারে।
কিন্তু আমাদের দেশে একতা মেয়েকে এটার রির্পোট করতে গেলে যা ফেস করতে হয়ঃ
১) সামাজিক চাপ
২) পারিবারিক চাপ
৩) মান সম্মানের চাপ
৪) রাজনৈতিক চাপ
৫) টাকা পয়সার চাপ
৬) ক্যারিয়ারের চাপ

এবার বুঝুন!

২০| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৫

রানার ব্লগ বলেছেন:

যারা পরীমণির উপর হয়ে যাওয়া রেইপ এটেম্পটকে তার জীবনযাত্রার নিরিখে মেপে যাচ্ছেন, জাস্টিফাই করছেন, তাদের সাথে এক সময় গ্রামে কোন নারীর ধর্ষণ বা নিগৃহীত হওয়ার পর উলটা সেই নারীকেই দোষ দিতে চাওয়া মোড়ল, মাতব্বরদের মধ্যে কোন পার্থক্য আমি দেখি না। আপনারা তাদেরই ২০২১ রূপ। দুর্ভাগ্য এদের সাথে নিয়েই নারীদের চলতে হয়, ঠিক করতে হয় অন্যায় হলেও অভিযোগ করবে কি করবে না!

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৩

নীল আকাশ বলেছেন: আমি বিশ্বাস করি প্রতিটা অপরাধের অভিযোগ নিয়ে আইন শৃংখলা বাহিনীর কাছে যাবার অধিকার আছে দেশের প্রতিটা নাগরিকের।
কোনটা সত্য বা কোনটা মিথ্যা সেটা বিচার করার জন্য দেশে বিচার ব্যবস্থা আছে। আদালতেই সেটার প্রমান হবে।
ভুল তথ্য জেল জরিমানার আইনও আছে। দেশের প্রতিটা নাগরিকের মৌলিক অধিকার কোন ভাবেই ক্ষুণ করা যাবে না।

২১| ১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২০

ঢাবিয়ান বলেছেন: মানুষের মন মানসিকতা নিয়ে কথা বইলা লাভ নাই। আইন আদালত, বিচার আচার যে দেশে নাই সে দেশে মানুষ এমন অসভ্যের মতই কথা বলে এবং অসভ্যের মতই আচরন করে। দেখেন না বিচার চাইতে হয় প্রধান্মন্ত্রীর কাছে। কেন তিনি কি এই দেশের আদালত? এতেইতো বোঝা যায় দূবৃত্তরা কেন এত বেপরোয়া। কারন এই দেশের অলিখিত আদালতের ছায়াতলে থাকলে , কারো সাহস নাই তার টিকিটা ছোয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৫

নীল আকাশ বলেছেন: যেই দেশে প্রতিটা কাজের জন্য প্রধানমন্ত্রীর আছে দেনদরবার করতে হয়, সেখানে নায্য বিচার কতটা সদূর পরাহত বুঝাই যায়।
লেখা পড়ার এবং সহমতের জন্য ধন্যবাদ।

২২| ১৪ ই জুন, ২০২১ রাত ৮:৩৬

কামাল১৮ বলেছেন: @ এ আর১৫, উন্নত বিশ্বে স্ত্রীরাই স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করে বেশি,যেটা ইসলামে নিষিদ্ধ ।ইসলামে ধর্ষণ বলেই কোন শব্দ নাই,আছে বেবিচার।বেবিচার আর ধর্ষণ এক বিষয় না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৮

নীল আকাশ বলেছেন: স্বামীর বিরুদ্ধে ধর্ষনের মামলা ইসলামে নিষিদ্ধ এটা আপনি কোথায় পেয়েছেন? সনদ/সূত্র দিন।

২৩| ১৪ ই জুন, ২০২১ রাত ৮:৩৯

শাহ আজিজ বলেছেন: যেহেতু পরিমনি ধর্ষিতা নয় সেহেতু কেস হাল্কা হয়ে যাবে । রাত বারোটায় একজন সুন্দরী সেলিব্রিটি কিছু মাতালদের মধ্যে যাবে এটা আশাতীত । তাদের যথেষ্ট সাবধান হতে হবে চলাফেরায় । তাকে দেখে একজন টাল হওয়া মাতালের আকাঙ্ক্ষা জাগতেই পারে । ওই লোক জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য । ব্যাপারটা সরকারের কাধে গেছে কারন জাতীয় পার্টি বিরোধী দল । ধর্ষণ হলে আমি এসব লিখতাম না । কাল্কেই হাইকোর্ট জামিন দেবে এই লোককে আর এই লোক মানহানি করবে পরিমনির বিরুদ্ধে । পরিমনিকে আমি দেখিনি , এবার দেখলাম প্রথম , খুব সুন্দরী মেকাপ ছাড়াই । মেয়েদের পুরুষ ক্লাবে না যাওয়াই উত্তম তাও রাত ১২ টায় !!

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৯

নীল আকাশ বলেছেন: আপনার প্রতিটা কথায় আমি সহমত। যা যা বলেছে সব সত্য কথা। আমি এইগুলি নিয়ে কোন প্রশ্ন তুলছি না।
আমার কথা হচ্ছে কেউ থানায় অভিযোগ নিয়ে থানায় সেটা তদন্ত না করেই ফিরিয়ে দেবে কেন?

২৪| ১৪ ই জুন, ২০২১ রাত ৮:৪০

কামাল১৮ বলেছেন: উপরের মন্তব্যটি ভুল।এই জন্য দুঃখিত।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪০

নীল আকাশ বলেছেন: ফিরে এসে আবার ভুল বলে যাবার জন্য ধন্যবাদ আপনাকে।

২৫| ১৪ ই জুন, ২০২১ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,




যে দেশে সহজে কোনও কিছুরই বিচার মেলেনা (এসব জেনেও) সে দেশে শারীরিক ভাবে লাঞ্ছিত হওয়ার বা ধর্ষনের বিচার চাওয়া আসলেই অপরাধ। কারন একটি মেয়ে যৌন অপরাধের শিকার হলে তার যে মানসিক অবস্থা হয় আর তা নিয়ে থানা আদালত করতে যে হেনস্থা আর মুখচেপা হাসির খোরাক হতে হয় তাতে অমন অপরাধের বিচার চাওয়াই তার কাছে এক অর্থে অপরাধ বলেই মনে হয়।

১৫ ই জুন, ২০২১ সকাল ৯:৩৪

নীল আকাশ বলেছেন: গুরুজী,
আমার প্রশ্ন হচ্ছে এই মেয়ের মতো এত বড় সেলেব্রেটীর যদি এই অবস্থা হয় সাধারণ মেয়েরা তো কোন বিচার চাইতেই সাহস পাবে না। দেশে আইন শৃংখলার অবস্থার এতটা অবনতি মেনে নেয়া যায় না।
ধর্ষিতা একটা মেয়েকে ধর্ষন প্রমান করার জন্য যা যা করা হয় সেটা আসলেই দুঃখজনক।
শুনেছি অনেক হাস্পাতালে টু ফিংগার টেস্ট পুরুষ ডাক্তার দিয়ে করানো হয়।
এর চেয়ে লজ্জাজনক আর কী বা হতে পারে?
ধন্যবাদ।

২৬| ১৪ ই জুন, ২০২১ রাত ১০:০৩

অনল চৌধুরী বলেছেন: আপনার যুক্তি শুনে মনে হচ্ছে, রাত ২ টা সময় কোনো বিবাহিত মেয়ে জেনে-শুনে স্বেচ্ছ্ায় মাতালদের আড্ডাখানায় যাবে আর মাতালরা তাকে দেবী দূর্গা বানিয়ে পূজা করবে !!!
এধরণের মত সমর্থনকারীরা কি সুস্থ !!!
তাদের বাড়ির মেয়েরাও কি এই সময়ে এসব জায়গায় যায় ?
অপহরণ করে, বাসে বা বাড়িতে ধর্ষণ করা হলে ক্রসফায়ার চাওয়া যেতো। কিন্ত এখানে সে মদের আড্ডায় না গেলেই এই ঘটনা ঘটতো না।
এই পরী সম্পর্কে আপনি কতটা জানেন ???
সে কি নায়িকা না নায়িকা পরিচয় ব্যবহারকারী পেশাদার অপরাধী -সেটা কি জানা আছে ?https://www.somewhereinblog.net/blog/kawsarchowdhury/30319314
সবকিছূ জেনে-শুনে তারপর লেখা উচিত।
সস্তা আবেগের বশে লিখলে তাতে সমাজে বা দেশের কোনো উপকার হয় না বরং আরো ক্ষতি হয়।
এখন কি দেশের সব মেয়ে এভাবে এতো রাতে মদের আসরে যাবে ????
এই লেখা আপনার ধর্মীয় দৃষ্টিভঙ্গীর সম্পূর্ণ বিরোধী।
এই ঘটনায় জড়িতদের মতো নায়িকা নামধারী এইসব পরীদেরও চলচ্চিত্র জগতকে নষ্ট করার অপরাধে শাস্তি পেতে হবে।
আর বেশী অপেক্ষা করতেও হবে না, মাত্র ২৪ ঘন্টা পরেই পরীর সব কূকীর্তির খবর আটককৃতরাই সারা দেশবাসীতে জানাবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪২

নীল আকাশ বলেছেন: মানুষ খারাপ হোক কিংবা ভালো। নায্যবিচার চাওয়ার অধিকার সবার আছে। যে কোন অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হবে এটাই কাম্য।
ধন্যবাদ আপনাকে।

২৭| ১৪ ই জুন, ২০২১ রাত ১০:৩৪

রানার ব্লগ বলেছেন: ব্লগে একটা খোলা ষাড় আছে, নারী কুল সাবধান।

১৫ ই জুন, ২০২১ রাত ২:১৮

নীল আকাশ বলেছেন: এর রূচি দেখে আমি অবাক। এতটা বিকৃত কীভাবে হয়?

২৮| ১৪ ই জুন, ২০২১ রাত ১০:৪৬

সোনালি কাবিন বলেছেন: রানার ব্লগ বলেছেন: ব্লগে একটা খোলা ষাড় আছে, নারী কুল সাবধান।

২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৫০

নীল আকাশ বলেছেন: কোন ব্লগার'কে এভাবে বলা'টা ঠিক না।

২৯| ১৫ ই জুন, ২০২১ রাত ১২:৫১

এস এম মামুন অর রশীদ বলেছেন: বাংলা-বিহার-উড়িষ্যার একমাত্র দার্শনিকের আচরণে দর্শনের তো কোনো ছাপই নেই, বরং পুরোটেই ধর্ষণে ভরা দেখি। ধার্ষণিকের ব্যাপারে সাবধান থাকবেন লেখক-পাঠক।

১৫ ই জুন, ২০২১ সকাল ৯:৩০

নীল আকাশ বলেছেন: কারো মানসিক বিকৃত ঘটে গেলে তার উচিত আত্ম উপলব্ধি করা। কিন্তু কেউ না করতে চাইলে কী আর করার?

৩০| ১৫ ই জুন, ২০২১ রাত ১:৩৭

ঢুকিচেপা বলেছেন: মানুষ খারাপ হোক বা ভাল, বিচার চাওয়ার অধিকার সবার আছে।
যে কোন অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হবে এটাই কাম্য।

১৫ ই জুন, ২০২১ সকাল ৯:২৯

নীল আকাশ বলেছেন: একট গনতান্ত্রিক দেশে প্রতিটা নাগরিকের এটা অধিকার, নায্য বিচার পাওয়া।

৩১| ১৫ ই জুন, ২০২১ রাত ৩:২৪

সোহানী বলেছেন: ধন্যবাদ বিষয়টি নিয়ে লিখার জন্য। গণমাধ্যম এর কথা বাদই দিলাম. ব্লগে অনল চৈাধুরী সাহেবের লিখাটা দেখে ভীষন অবাক হলাম আমাদের মানসিকতার দৈাড়াত্ব দেখে।

আসলে আমাদের দৃষ্টিভঙ্গী একই আছে যতই শিক্ষিত বা নারীর অধিকার নিয়ে কথা বলি না কেন। সে কি করতো বা কি করেছে সেটার সাথে তার ধর্ষনের অভিযোগকে এক করে ফেলেছে। একজন নায়িকা হলেই তাকে ধর্ষন করতে পারবে, গায়ে হাত দিতে পারবে, যা খুশি তা করতে পারবে........... অদ্ভুত সব নোংরা মানসিকতা থেকে কোনভাবেই আমরা বেড়িয়ে আসতে পারছি না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৮

নীল আকাশ বলেছেন: আসলে কোন বিষয় দেখার দৃষ্টিভঙ্গিতেই যদি গলদ থাকে, তাহলে এসব আর কাকে বোঝাবেন? দেশের নাগরিক হিসেবে এই মেয়ের শতভাগ নাগরিক অধিকার রয়েছে আইনগত ব্যবস্থা গ্রহনের। প্রথাগত আইন মেনে তার অভিযোগের তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনমত ব্যবস্থা নেয়া উচিত বলে আমার মনে হয়।

৩২| ১৫ ই জুন, ২০২১ ভোর ৪:২৬

অনল চৌধুরী বলেছেন: সত্যিই পরী সার্থক অভিনেত্রী!!!!
তার কান্না জাতীয় পুরস্কার পাওয়ার মতো।
যে আমি মিডিয়ায় মেয়েদের নিরাপত্তা নিয়ে লেখার কারণে ,দেশের বড় বড় লম্পটদের নাম উল্লেখ করে পরিকল্পিতভাবে মেয়েদের মিডিয়ায় এনে অনৈতিকতায় জড়িত করার প্রতিবাদ করার কারণে বইমেলায় নিষিদ্ধ হয়েছি শুটিং স্পটে দেশের নামকরা মুক্তিযোদ্ধা পরিচালকের প্রকাশ্যে মেয়েদের গায়ে হাত দেয়ার প্রতিবাদ করে মিডিয়া থেকে দূরে সরে এসেছি, সেই আমি এখন বিরাট নারী বিদ্বেষী আর আড়ালে সব অপকর্ম করে সাধু সাজারা মহান নারীবাদী !!!!
২০১২ তে প্রকাশিত সেই বই এখনো দেশের লোকজন রকমারি থেকে নিয়ে পড়ছে।
নারীর সন্মান রক্ষার জন্য কোনো কাজ না করে শুধু চাপাবাজি করে বাংলাদেশে নিজেকে নারীবাদী প্রমাণ করা কতো সোজা !!!!!!
https://www.youtube.com/watch?v=LMswb47uKDE

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৭

নীল আকাশ বলেছেন: আপ্নি যা যা বলেছেন তার সব সত্য কথা। আমি এইজন্যই তদন্ত করার পক্ষপাতী ছিলাম প্রথম থেকেই।
আপনার পোস্টগুলিতে ভাষার ব্যবহাত এবং প্রতি উত্তর দেয়া যথাযথভাবে হয় না। এইজন্য আপনার বক্তব্যের সাথে বাকিরা একমত হতে চায় না। সুন্দর ভদ্রোচিত ভাষা লিখুন। ব্লগাররা লেখার পাশে দাঁড়াবে।
ধন্যবাদ।

৩৩| ১৫ ই জুন, ২০২১ ভোর ৬:৫৫

কামাল১৮ বলেছেন: @ অনল চৌধুরী,কবে আপনি কি করেছেন সেসব বলে লাভ নাই,বর্তমানে আপনি কি করছেন সেটাই বিবেচ্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৯

নীল আকাশ বলেছেন: উনার ভাষার ব্যবহার সংযত না। এটাই আসল সমস্যা। লেখার দিক নির্দেশনা ঠিক আছে।

৩৪| ১৫ ই জুন, ২০২১ সকাল ৭:২০

সাসুম বলেছেন: একটা মেয়ে নেংটা হয়ে রাস্তায় শুয়ে থাক্লেও আপনার কোন অধিকার নাই তাকে ধর্ষন করার।

একটা মেয়ে দুনিয়ার বাকি সব মানুষের সাথে সেক্স করলেও আপনার সাথে করতে না চাইতেই পারে।

একটা মেয়ে রাতের ১২ টা কেন, রাত দিন ২৪ ঘন্টা বাইরে গেলেও, মদ খেলেও , গাঞ্জা খেয়ে মাতাল হলেও আপনার অধিকার নাই তার গায়ে হাত তোলার বা তারে রেপ করার/

মোদ্দা কথা, তার কন্সেন্ট ব্যাতিরেকে তার আশে পাশে যাওয়াও অপরাধ- সে হাইক্লাস পতিতা হোক, হোর হোক, মাগি হোক, বেশ্যা হোক, রাস্তা রাস্তা লাগিয়ে বেড়ানো ফার্মগেট এর পতিতা হোক আপনার গফ হোক, বিয়ে করা বউ হোক- কন্সেন্ট ব্যাতিরেকে কারো সাথে জোর জবরদস্তি করা অপরাধ। এটা যারা মানে না তারাই ইনিয়ে বিনিয়ে রেপ এর পেছনে যুক্তি দিবে । এরাই পটেনশিয়াল রেপিস্ট। এরাই দেশ, সমাজ , রাস্ট্র ও সভ্যতার শত্রু

১৫ ই জুন, ২০২১ সকাল ৯:২৮

নীল আকাশ বলেছেন: আপনার দেয়া প্রতিটা লাইনের সাথে আমি একমত।
খুব সুন্দর গঠনমূলক মন্তব্য।

৩৫| ১৫ ই জুন, ২০২১ সকাল ৯:১৬

রানার ব্লগ বলেছেন: এই খোলা ষাড় কে গলায় দরি পরিয়ে খোয়াড়ে বেধে রাখা উচিৎ। এই হিংস্র পশু নারীদের জন্য বিপদ ডেকে আনবে।

১৫ ই জুন, ২০২১ সকাল ৯:২৬

নীল আকাশ বলেছেন: আশ্চর্য্যের বিষয় হলো আমরা সবাই এত কিছু বলছি অথচ এর মাঝে কোন বিকার নেই।

৩৬| ১৫ ই জুন, ২০২১ সকাল ১০:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার পোস্টের জন্য ধন্যবাদ। আমরা ভাবতে চাই যে ব্লগে দেশের আধুনিক মানবিকবোধসম্পন্ন মানুষেরা বিচরণ করেন, কিন্তু এমন পারভার্ট-বিকৃতমনস্ক মানুষও এখানে লেখেন, যাদের চিন্তা এখনো অন্ধকার যুগে পড়ে আছে।
আপনার পোস্টের বক্তব্যের সাথে একাত্মতা অনুভব করছি। প্রত্যেকের বিচার চাইবার অধিকার আছে, নারী-পুরুষ-পেশা-চরিত্র-স্থান-কাল নির্বিশেষে। এই ক্ষেত্রে এই অধিকারের সাথে দ্বিমত পোষনকারীরা সেই সব ভন্ড যারা তাদের শিশ্নের ভারে নতজানু অবদমনে বিচারপ্রার্থীর চরিত্র, কাপড়চোপড়, পেশা, রাত-বারোটায়- কেন- মদের-আড্ডায় ইত্যাদি আলোচনায় জর্জরিত। বেচারারা নিজেরা অভিযুক্ত হলেও না হয় এই সব প্রলাপের কোনো অর্থ বের করা যেত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটাও করা যাচ্ছে না।
আর অভিযোগ করা মানেই যে কেউ দোষী হয়ে গেল সেটাও না। তাই কেউ অভিযোগ করলেই তার চরিত্র নিয়ে টানাহেঁচড়া আর অভিযুক্ত হলেই তার দোষী হবার বিষয়ে ফয়সালা হয়ে যাওয়া- এইসব ব্লেমগেম থেকে আমাদের বের হয়ে আসা দরকার।
মব জাস্টিস কোনো জাস্টিস নয়- এই ভাবনা করার সময় এসেছে আমাদের।

পোস্টের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:১৫

নীল আকাশ বলেছেন: দেরি করে ফেরার জন্য দূঃখিত। আমি আসলে বেশ ব্যস্ত থাকি।
পশ্চিমা বিশ্বে মেয়েরা সেক্সচুয়াল হেরাসমেন্ট এবং ধর্ষনের শিকার হোলে রিপোর্ট করে, যার কারনে ঐ সব দেশের ধর্ষনের হার বেশি থাকে। কারণ সেসব দেশে মেয়ের ভয় ভীতি ছাড়া এটার রির্পোট করতে পারে। কিন্তু আমাদের দেশে একটা মেয়েকে এটার রির্পোট করতে গেলে যা ফেস করতে হয়ঃ
১) সামাজিক চাপ
২) পারিবারিক চাপ
৩) মান সম্মানের চাপ
৪) রাজনৈতিক চাপ
৫) টাকা পয়সার চাপ
৬) ক্যারিয়ারের চাপ
এবার বুঝুন!
আমরা যদি বিচার চাইবার পরিবেশও না দিতে পারি মেয়েরা কোথায় যাবে?
মব জাস্টিস নামে দেশে যা চলছে সেটা জঘন্য ব্যাপার। এই দেশের বেশিরভাগ মানুষ কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ সেটাই জানে না।
আমার ব্লগ বাড়ীতে আপনাকে সুস্বাগতম। এবং শুভ কামনা।

৩৭| ১৫ ই জুন, ২০২১ সকাল ১০:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ পক্ষে মতামত দেয়ার জন্য।
এর আগে একটি সেইম ঘটনায় আপনার ভুমিকা ও মন্তব্য দেখে ব্যাথিত হয়ে ছিলাম, কিন্তু ব্যাস্ততা বেশী থাকায় কিছু বলার টাইম পাই নি।

ধর্ষণ না করুক অপরচিত কাউকে টাচ করা যৌন হয়রানির ভেতর পরে।
ছেলে হোক মেয়ে হোক কাউকে ঘাড়ে হাত দিয়ে জোরপুর্বক মদের গ্লাস মুখে চেপে ধরা কঠিন অপরাধ, আমেরিকার মত ফ্রী সেক্সের দেশেও ৫ বছর জেল হওয়ার কথা।

১৫ ই জুন, ২০২১ দুপুর ২:৩২

নীল আকাশ বলেছেন: আমি সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলি। জানি না কোন পোস্টে আপ্নার মনে হয়েছে আমার লেখা আপনাকে ব্যাথিত করেছে, তবে আমি লেখার সময় ইমপারশিয়াল থাকার চেষ্টা করি। দরকার হলে স্রোতের বিপরীতে সাতার কাটতে হলেও।

৩৮| ১৫ ই জুন, ২০২১ রাত ৮:০০

রানার ব্লগ বলেছেন: নিশ্চিত থাকুন এই লোক আপনাকে তার ব্লগে ব্লক করে রাখবে। কারন তিনি মহা পন্ডিত। নিজেকে জেমস বন্ড ভাবেন আসলে ছাগল। আমার মনে হয় এই লোক পাড় মাতাল।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫১

নীল আকাশ বলেছেন: না, উনি আমাকে সম্ভবত ব্লক করেনি।
ফিরে আসার জন্য আবারো ধন্যবাদ।

৩৯| ২১ শে জুন, ২০২১ রাত ৯:১৩

হাবিব বলেছেন: ভাই, কেমন আছেন?

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:১৬

নীল আকাশ বলেছেন: জী ভাই ভাল আছি। ইদানিং খুব ব্যস্ত সময় কাটাচ্ছি। ব্লগে আসা খুব কম হয়। আমাকে আমাদের শবনম সাহিত্য গ্রুপেই বেশি পাবেন। আপ্নাকেও সেখানে দেখি না আমি।
শুভ কামনা আপনার জন্য।

৪০| ২৩ শে জুন, ২০২১ সকাল ৯:০২

নীল আকাশ বলেছেন: সম্প্রতি পরীমনির আচরণ এবং সেইদিনের ঘটনা নিয়ে খুব ভালো একটা লেখা প্রকাশিত হয়েছে। পাঠকদের জন্য এখানেই লেখাটি হুবহু তুলে ধরা হলোঃ
অভিযোগগুলো আসলে কতটুকু বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব। এ নিয়ে সোমবার যুগান্তরের প্রিন্ট ভার্সনে তার একটি লেখা প্রকাশ হয়েছে।
‘পরীমনির চোখের জলে অনেকের চোখ ভিজেছে। অনেকের চোখ আবার কপালেও উঠেছে-‘ব্যাঙের আবার সর্দি হয় কী করে?’ এই বলে। কিন্তু টিভি পর্দায় তার হাউমাউ কান্না, বিচিত্র আবেগী সংলাপে নিতান্ত অবিশ্বাসীর মনেও এ বিশ্বাস জন্মেছিল, ‘মেয়েটির জীবনে নিশ্চয়ই ভয়ংকর কিছু ঘটেছে’। সেই কান্নার ফলও নগদ। ১২ ঘণ্টা না পেরোতেই মামলা।

ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘মা’ এবং আইজিপিকে ‘চলচ্চিত্র বন্ধু’ ডাকার ২৪ ঘণ্টা না পেরোতেই প্রধান ও দ্বিতীয় প্রধান আসামিসহ পাঁচজন গ্রেপ্তার। আর গণমাধ্যমের লাগাতার ও গনগনে প্রচারে পরীমনি রাতারাতি বনে গেলেন ‘টক অব দ্যা কান্ট্রি’। সিনেমা নয়, ‘ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার’ মামলা দিয়ে সিনে পর্দার নায়িকা বনে গেলেন জীবন পর্দার নায়িকা। কিন্ত গল্পটা যে থ্রিলার, এর পরতে পরতে যে এতটা ঠমক-চমক, সাধারণ দর্শক দূরে থাক খোদ পরীমনিও বোধ হয় তখন ভাবতে পারেনি।

কেঁচো খুঁড়তে গিয়েই বেরিয়ে এলো সাপ। জানা গেল, বোট ক্লাবের ঘটনার আগের দিন রাত পৌনে দুইটায় পরীমনি মদের জন্য সদলবলে হানা দিয়ে ভাংচুর ও কর্মচারীদের মারধর করেছেন গুলশানের অল কমিউনিটি ক্লাবে।

ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, দুটি ঘটনার চিত্রনাট্য প্রায় এক-গভীর রাতে নিয়মবহির্ভূতভাবে বারে প্রবেশ, চাহিদা মোতাবেক মদ না পেয়ে চিৎকার-চেঁচামেচি-হট্টগোল, ক্লাবের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা, গায়ে হাত তোলা, ভাংচুর, ৯৯৯-এ ফোন দিয়ে উল্টো পুলিশ ডাকা, তারপর প্রস্থান। দুই ঘটনার পার্থক্য একটাই-বোট ক্লাবে পাল্টা মার খেয়েছেন; কিন্তু কমিউনিটি ক্লাবে পাল্টা মারটা খাননি, গুলশান থানার পুলিশের হস্তক্ষেপে অক্ষত শরীরে ফিরে আসেন।

গুলশান থানার পুলিশ এ ঘটনার কেবল প্রত্যক্ষদর্শী নয়, ঘটনার সত্যতা স্বীকার করে বিবৃতিও দিয়েছে। তা ছাড়া গোটা নেট দুনিয়া ওই ঘটনার ভিডিওতে সয়লাব। তারপরও পরীমনির দাবি, ‘এটা নাকি মিথ্যা, ষড়যন্ত্রমূলক’। ধরে নিলাম, অভিযুক্ত নাসির আহমেদের বক্তব্য মিথ্যা। কিন্ত অন্যরা? একজন পরীমনি বিভিন্ন বক্তব্যে বনানী থানা, গুলশান থানা, ক্লাব কর্তৃপক্ষ, নিজের শিল্পী সমিতি, পরিচালক সমিতি থেকে ঘটনা সংশ্লিষ্ট প্রায় সবার দিকেই অভিযোগের কামান দেগেছেন। সবার বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিচ্ছেন। তার মানে এক পরীমনিই সত্য, বাকি সবাই-সবকিছু মিথ্যা? চলুন একটু বিশ্লেষণ করা যাক। তার বক্তব্যে অনেক কিছুই ধোঁয়াশাগ্রস্ত-

এ ক্ষেত্রে প্রধান ধোঁয়াশা হলো, পরীমনির এত রাতে বোট ক্লাবে যাওয়ার কারণ কী? এজাহার এ বিষয়ে নিরুত্তর। তবে প্রেস কনফারেন্সে একবার বলেছেন, অমির সঙ্গে একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে বের হয়েছেন। আরেকবার বলেছেন, কথিত বোন বনির মায়ের ওষুধ কিনে তাকে উত্তরার বাসায় পৌঁছে দিতে বের হয়েছেন। এ বিষয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের বক্তব্যটা প্রাসঙ্গিক-‘পরীমনি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন। তিনি যে লেভেলের নায়িকা, ছবির কথা নিয়ে কোনো মিটিং করতে হলেও প্রডিউসারকে তার কাছে যেতে হবে। সাইনিংয়ের জন্য হলে পরীর বাসায় গিয়ে সাইন করাতে হবে। পরীর তাদের কাছে যাওয়া উচিত হয়নি।’ তা ছাড়া মাঝ রাতে ‘প্রজেক্ট নিয়ে আলোচনা’, জন্ম দেয় নানা প্রশ্নও ‘কিন্তু’। আর বনিকে বাসায় পৌঁছে দেওয়াই যদি বের হওয়ার উদ্দেশ্য হয়, তাহলে প্রশ্ন, বনির মা অসুস্থ। তার হাতে ওষুধ। ওই অবস্থায় তাকে মাঝ রাতে বোট ক্লাবে নিয়ে যাওয়া, সেখানে ১ ঘণ্টা ৩৭ মিনিট অবস্থান-এ যুক্তি কতটা বিশ্বাসযোগ্য?

মাঝ রাতে বোট ক্লাবে যাওয়ার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে পরীমনি এজাহারে বলেন, ‘৮ জুন রাত সাড়ে ১১টায় বনানী থেকে উত্তরা যাওয়ার পথে অমি বলে, বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাব লিমিটেডে তার দুই মিনিটের কাজ আছে। অমির কথা মতো আমরা ঢাকা বোট ক্লাবের সামনে গাড়ি দাঁড় করাই। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেয়। তখন অমি ভেতরে যায় এবং অমি অনুরোধ করে, এখানে পরিবেশ সুন্দর, তোমরা নামলে নামতে পার।’ এজাহারে পরী আরও বলেন, ‘অমি পূর্ব পরিকল্পিতভাবে আমাকে আমার বর্তমান বাসা থেকে ঢাকা বোট ক্লাবে নিয়ে যায়।’

কিন্তু বোট ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ি থেকে সবার আগে পরীমনিই নামেন। তারপর নামে অমি ও অন্যরা। সবাই নামার সঙ্গে সঙ্গেই গাড়িটি অন্যত্র চলে যায়। পরীমনি খুব স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিকভাবে ক্লাবের ভেতরে যান। ভিডিওতে কোনোভাবে মনে হয় না, তাকে জোর করে নেওয়া হয়েছে বা ঘটনাটা পূর্ব পরিকল্পিত। উল্টো তার শরীরি ভাষা (বডি ল্যাঙ্গুয়েজ), সবার স্বতঃস্ফূর্ত চলাফেরা ও গাড়িগুলোর তৎক্ষণাত স্থান ত্যাগে মনে হয়, বোট ক্লাবই তাদের মাঝ রাতের গন্তব্য। তা ছাড়া গভীর রাতে দলবলে ক্লাব বা বারে যাওয়াটা কী পরীমনির জন্য নতুন কিছু?

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত নাসির তাদের বারের ভেতরে ডেকে কফি খাওয়ার প্রস্তাব দেন। বিষয়টি এড়িয়ে যেতে চাইলে পরীমনিকে জোর করে মদপান করান। মদের বারে রাত ১-২টার সময় কফির প্রস্তাব, সেই প্রস্তাব প্রত্যাখ্যানে জোর করে মদ গেলানোর তথ্য-কতটা বিশ্বাসযোগ্য? তা ছাড়া জিমি, কম বয়সি আরেক মেয়ে বনি ছিল। তাদের জোর করে মদ্যপান করাল না, একা শুধু পরীকেই করাল? পরীমনির অভিযোগ বনানী থানা তার মামলা নেয়নি। কিন্তু থানা কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা-ওই রাতে ৩টা ২০ মিনিটের দিকে অপ্রকৃতস্থ, অসংলগ্ন ও ভারসাম্যহীন অবস্থায় অন্যের কাঁধে ভর করে পরীমনি বনানী থানায় যান। অভিযোগ দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। তাই সুস্থ হয়ে তাকে পরদিন সকালে আসার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তিনি আর থানায় আসেননি। সিসিটিভি ফুটেজে থানার বক্তব্যের সত্যতা মেলে। সেখানে দেখা যায়, তিনি দাঁড়াতেই পারছিলেন না। বারবার পড়ে যাচ্ছিলেন। পরীমনি দাবি করেন, তাকে জোর করে খাওয়ানো মদের সঙ্গে অন্যকিছু মেশানো থাকতে পারে। সে ক্ষেত্রে প্রশ্ন দাঁড়ায়, তিনি চিকিৎসা নিলেন না কেন? তার দাবি অনুযায়ী, ওই রাতে জিমি প্রচণ্ড আহত হন। তাহলে তাকেও চিকিৎসা দেওয়া হলো না কেন? এভারকেয়ার হাসপাতালে গিয়েই বা ফেরত এলেন কেন? বনানী থানার পুলিশ তো চিকিৎসার জন্য তাকে সাহায্যও করে।

চার দিন ধরে সবার দ্বারে দ্বারে ঘুরেও পরীমনি নাকি কারও সাহায্য পাননি। বিশেষ করে শিল্পী সমিতির অসহযোগিতার কথা বারবার বলেছেন। কিন্তু সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কণ্ঠে ভিন্ন সুর-পরীমনি তাদের কোনো কিছু পরিষ্কার করে বলতে চায়নি। এক আইজিপির সাক্ষাৎ ছাড়া অন্য কোনো সহায়তা চাননি। কিন্তু আইজিপি ঢাকার বাইরে থাকায় সাক্ষাৎটি বিলম্বিত হচ্ছিল। ওই সময় পরীমনি নাকি কার্যত থানা বা মামলা-মোকদ্দমায় যেতেই চাননি। মামলার অন্যতম অভিযোগ ‘হত্যাচেষ্টা’ হলেও তার বিচিত্র বক্তব্য ও এজাহার এ বিষয়ে নীরব। আমরা কারও পক্ষে বা বিপক্ষে নই। আমরা সত্যের পক্ষে। ন্যায়ের পক্ষে। আমরা চাই সব অন্যায়ের সুষ্ঠু বিচার হোক। সেটা নাসির, অমি কিংবা পরীমনি-যেই হোক না কেন। চাই সুষ্ঠু তদন্ত। চাই প্রকৃত ঘটনার পর্দা উন্মোচন।’

---------------------------------------------------
সেদিন যদি পুলিশ এই বিষয়ে এগিয়ে না আসতো, তদন্ত না করতো তাহলে এইসব সত্য কখনই প্রকাশ হতো না। ঠিক এই কারনেই আমি ঘটনা যাই হোক থানায় কেস নিয়ে তদন্তের কথা বলেছিলাম। ধন্যবাদ।

৪১| ২৪ শে জুন, ২০২১ ভোর ৪:৪১

অনল চৌধুরী বলেছেন: সাজিদ বললো আপনারদের সবার পশ্চাতদেশে বেতের বাড়ি দিতে , তাই লিখছি।
আপনি একটা নোংরা নর্দমার কীট। সঙ্গে আছে সোনাবীজ, রানার,এস এম মামুন অর রশীদ ।
এদের এই কান্ডজ্ঞানটাও নাই যে কেউ কোনো অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না এবং একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যাক্তি আপনাদের চেয়ে এখানকার সবাইকে অনেকগুণে বেশী চেনে।
১৭, ১৭ আর ১৯ নম্বর মন্তব্যের উত্তরে যে জবাব দিয়েছেন তাতে মনে হচ্ছে আপনি নিশ্চিত যে, ওই নষ্টা নারীর অভিযোগই সত্য। এমনকি এজন্য আমাকে চরম অভদ্রের মতো এ এ বলে নিজের পারিবারিক শিক্ষারর অভাব আর পতিতাপ্রীতিরও প্রমাণ দিয়েছেন। এখন তদন্ত করার কথা বলে খুব সাধু সাজছেন।
লজ্জা থাকলে মদখোর পতিতার প্রতি অন্ধভক্তির জন্য এখানে সবার কাছে ক্ষমা চাইতেন।
এই পরী একটা নষ্ট নেশাখোর সেটা এখন সারা বাংলাদেশের সবাই জানে।
যেকোনো সময় সে গ্রেফতারও হতে পারে। কিন্ত শুধু শরীরের আকর্ষণে সোনাবীজসহ একটা পতিতার পক্ষ নিয়ে একজন লেখককের অসন্মানকারী হিসেবে আপনাদের করা সব প্রমাণ আমি রেখে দিলাম।
নিজের নোংরা মন্তব্যগুলি ভালোভাবে পড়ে দেখেন।
সাজিদ বললো আপনারদের সবার পশ্চাতদেশে বেতের বাড়ি দিতে , তাই লিখছি।
আপনি একটা নোংরা নর্দমার কীট। সঙ্গে আছে সোনাবীজ, রানার,এস এম মামুন অর রশীদ ।
এদের এই কান্ডজ্ঞানটাও নাই যে কেউ কোনো অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না এবং একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যাক্তি আপনাদের চেয়ে এখানকার সবাইকে অনেকগুণে বেশী চেনে।
১৭, ১৭ আর ১৯ নম্বর মন্তব্যের উত্তরে যে জবাব দিয়েছেন তাতে মনে হ্চ্ছে আপনি নিশ্চিত যে, ওই নষ্টা রনারীর অভিযোগই সত্য।এমনকি এজন্য আমাকে চরম অভদ্রের মতো এ এ বলে নিজের পারিবারিক শিক্ষারর অভাব আর পতিতাপ্রীতিরওও প্রমাণ দিয়েছেন। এখন তদন্ত করার কথা বলে খুব সাধু সাজছেন।
লজ্জা থাকলে মদখোর পতিতার প্রতি অন্ধভক্তির জন্য এখানে সবার কাছে ক্ষমা চাইতেন।
এই পরী একটা নষ্ট নেশাখোর সেটা এখন সারা বাংলাদেশের সবাই জানে।
যেকোনো সময় সে গ্রেফতারও হতে পারে। কিন্ত শুধু শরীরের আকর্ষণে সোনাবীজসহ একটা পতিতার পক্ষ নিয়ে একজন লেখককের অসন্মানকারী হিসেবে আপনাদের করা সব প্রমাণ আমি রেখে দিলাম।
নিজের নোংরা মন্তব্যগুলি ভালোভাবে পড়ে দেখেন।

সাজিদ বললো আপনারদের সবার পশ্চাতদেশে বেতের বাড়ি দিতে , তাই লিখছি।
আপনি একটা নোংরা নর্দমার কীট। সঙ্গে আছে সোনাবীজ, রানার,এস এম মামুন অর রশীদ ।
এদের এই কান্ডজ্ঞানটাও নাই যে কেউ কোনো অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না এবং একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যাক্তি আপনাদের চেয়ে এখানকার সবাইকে অনেকগুণে বেশী চেনে।
১৭, ১৭ আর ১৯ নম্বর মন্তব্যের উত্তরে যে জবাব দিয়েছেন তাতে মনে হ্চ্ছে আপনি নিশ্চিত যে, ওই নষ্টা রনারীর অভিযোগই সত্য।এমনকি এজন্য আমাকে চরম অভদ্রের মতো এ এ বলে নিজের পারিবারিক শিক্ষারর অভাব আর পতিতাপ্রীতিরওও প্রমাণ দিয়েছেন। এখন তদন্ত করার কথা বলে খুব সাধু সাজছেন।
লজ্জা থাকলে মদখোর পতিতার প্রতি অন্ধভক্তির জন্য এখানে সবার কাছে ক্ষমা চাইতেন।
এই পরী একটা নষ্ট নেশাখোর সেটা এখন সারা বাংলাদেশের সবাই জানে।
যেকোনো সময় সে গ্রেফতারও হতে পারে। কিন্ত শুধু শরীরের আকর্ষণে সোনাবীজসহ একটা পতিতার পক্ষ নিয়ে একজন লেখককের অসন্মানকারী হিসেবে আপনাদের করা সব প্রমাণ আমি রেখে দিলাম।
নিজের নোংরা মন্তব্যগুলি ভালোভাবে পড়ে দেখেন।
সাজিদ বললো আপনারদের সবার পশ্চাতদেশে বেতের বাড়ি দিতে , তাই লিখছি।
আপনি একটা নোংরা নর্দমার কীট। সঙ্গে আছে সোনাবীজ, রানার,এস এম মামুন অর রশীদ ।
এদের এই কান্ডজ্ঞানটাও নাই যে কেউ কোনো অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না এবং একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যাক্তি আপনাদের চেয়ে এখানকার সবাইকে অনেকগুণে বেশী চেনে।
১৭, ১৭ আর ১৯ নম্বর মন্তব্যের উত্তরে যে জবাব দিয়েছেন তাতে মনে হ্চ্ছে আপনি নিশ্চিত যে, ওই নষ্টা রনারীর অভিযোগই সত্য।এমনকি এজন্য আমাকে চরম অভদ্রের মতো এ এ বলে নিজের পারিবারিক শিক্ষারর অভাব আর পতিতাপ্রীতিরওও প্রমাণ দিয়েছেন। এখন তদন্ত করার কথা বলে খুব সাধু সাজছেন।
লজ্জা থাকলে মদখোর পতিতার প্রতি অন্ধভক্তির জন্য এখানে সবার কাছে ক্ষমা চাইতেন।
এই পরী একটা নষ্ট নেশাখোর সেটা এখন সারা বাংলাদেশের সবাই জানে।
যেকোনো সময় সে গ্রেফতারও হতে পারে। কিন্ত শুধু শরীরের আকর্ষণে সোনাবীজসহ একটা পতিতার পক্ষ নিয়ে একজন লেখককের অসন্মানকারী হিসেবে আপনাদের করা সব প্রমাণ আমি রেখে দিলাম।
নিজের নোংরা মন্তব্যগুলি ভালোভাবে পড়ে দেখেন।


সাজিদ বললো আপনারদের সবার পশ্চাতদেশে বেতের বাড়ি দিতে , তাই লিখছি।
আপনি একটা নোংরা নর্দমার কীট। সঙ্গে আছে সোনাবীজ, রানার,এস এম মামুন অর রশীদ ।
এদের এই কান্ডজ্ঞানটাও নাই যে কেউ কোনো অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না এবং একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যাক্তি আপনাদের চেয়ে এখানকার সবাইকে অনেকগুণে বেশী চেনে।
১৭, ১৭ আর ১৯ নম্বর মন্তব্যের উত্তরে যে জবাব দিয়েছেন তাতে মনে হ্চ্ছে আপনি নিশ্চিত যে, ওই নষ্টা রনারীর অভিযোগই সত্য।এমনকি এজন্য আমাকে চরম অভদ্রের মতো এ এ বলে নিজের পারিবারিক শিক্ষারর অভাব আর পতিতাপ্রীতিরওও প্রমাণ দিয়েছেন। এখন তদন্ত করার কথা বলে খুব সাধু সাজছেন।
লজ্জা থাকলে মদখোর পতিতার প্রতি অন্ধভক্তির জন্য এখানে সবার কাছে ক্ষমা চাইতেন।
এই পরী একটা নষ্ট নেশাখোর সেটা এখন সারা বাংলাদেশের সবাই জানে।
যেকোনো সময় সে গ্রেফতারও হতে পারে। কিন্ত শুধু শরীরের আকর্ষণে সোনাবীজসহ একটা পতিতার পক্ষ নিয়ে একজন লেখককের অসন্মানকারী হিসেবে আপনাদের করা সব প্রমাণ আমি রেখে দিলাম।
নিজের নোংরা মন্তব্যগুলি ভালোভাবে পড়ে দেখেন।
সাজিদ বললো আপনারদের সবার পশ্চাতদেশে বেতের বাড়ি দিতে , তাই লিখছি।
আপনি একটা নোংরা নর্দমার কীট। সঙ্গে আছে সোনাবীজ, রানার,এস এম মামুন অর রশীদ ।
এদের এই কান্ডজ্ঞানটাও নাই যে কেউ কোনো অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না এবং একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যাক্তি আপনাদের চেয়ে এখানকার সবাইকে অনেকগুণে বেশী চেনে।
১৭, ১৭ আর ১৯ নম্বর মন্তব্যের উত্তরে যে জবাব দিয়েছেন তাতে মনে হ্চ্ছে আপনি নিশ্চিত যে, ওই নষ্টা রনারীর অভিযোগই সত্য।এমনকি এজন্য আমাকে চরম অভদ্রের মতো এ এ বলে নিজের পারিবারিক শিক্ষারর অভাব আর পতিতাপ্রীতিরওও প্রমাণ দিয়েছেন। এখন তদন্ত করার কথা বলে খুব সাধু সাজছেন।
লজ্জা থাকলে মদখোর পতিতার প্রতি অন্ধভক্তির জন্য এখানে সবার কাছে ক্ষমা চাইতেন।
এই পরী একটা নষ্ট নেশাখোর সেটা এখন সারা বাংলাদেশের সবাই জানে।
যেকোনো সময় সে গ্রেফতারও হতে পারে। কিন্ত শুধু শরীরের আকর্ষণে সোনাবীজসহ একটা পতিতার পক্ষ নিয়ে একজন লেখককের অসন্মানকারী হিসেবে আপনাদের করা সব প্রমাণ আমি রেখে দিলাম।
নিজের নোংরা মন্তব্যগুলি ভালোভাবে পড়ে দেখেন।

সাজিদ বললো আপনারদের সবার পশ্চাতদেশে বেতের বাড়ি দিতে , তাই লিখছি।
আপনি একটা নোংরা নর্দমার কীট। সঙ্গে আছে সোনাবীজ, রানার,এস এম মামুন অর রশীদ ।
এদের এই কান্ডজ্ঞানটাও নাই যে কেউ কোনো অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না এবং একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যাক্তি আপনাদের চেয়ে এখানকার সবাইকে অনেকগুণে বেশী চেনে।
১৭, ১৭ আর ১৯ নম্বর মন্তব্যের উত্তরে যে জবাব দিয়েছেন তাতে মনে হ্চ্ছে আপনি নিশ্চিত যে, ওই নষ্টা রনারীর অভিযোগই সত্য।এমনকি এজন্য আমাকে চরম অভদ্রের মতো এ এ বলে নিজের পারিবারিক শিক্ষারর অভাব আর পতিতাপ্রীতিরওও প্রমাণ দিয়েছেন। এখন তদন্ত করার কথা বলে খুব সাধু সাজছেন।
লজ্জা থাকলে মদখোর পতিতার প্রতি অন্ধভক্তির জন্য এখানে সবার কাছে ক্ষমা চাইতেন।
এই পরী একটা নষ্ট নেশাখোর সেটা এখন সারা বাংলাদেশের সবাই জানে।
যেকোনো সময় সে গ্রেফতারও হতে পারে। কিন্ত শুধু শরীরের আকর্ষণে সোনাবীজসহ একটা পতিতার পক্ষ নিয়ে একজন লেখককের অসন্মানকারী হিসেবে আপনাদের করা সব প্রমাণ আমি রেখে দিলাম।
নিজের নোংরা মন্তব্যগুলি ভালোভাবে পড়ে দেখেন।
সাজিদ বললো আপনারদের সবার পশ্চাতদেশে বেতের বাড়ি দিতে , তাই লিখছি।
আপনি একটা নোংরা নর্দমার কীট। সঙ্গে আছে সোনাবীজ, রানার,এস এম মামুন অর রশীদ ।
এদের এই কান্ডজ্ঞানটাও নাই যে কেউ কোনো অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না এবং একজন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যাক্তি আপনাদের চেয়ে এখানকার সবাইকে অনেকগুণে বেশী চেনে।
১৭, ১৭ আর ১৯ নম্বর মন্তব্যের উত্তরে যে জবাব দিয়েছেন তাতে মনে হ্চ্ছে আপনি নিশ্চিত যে, ওই নষ্টা রনারীর অভিযোগই সত্য।এমনকি এজন্য আমাকে চরম অভদ্রের মতো এ এ বলে নিজের পারিবারিক শিক্ষারর অভাব আর পতিতাপ্রীতিরওও প্রমাণ দিয়েছেন। এখন তদন্ত করার কথা বলে খুব সাধু সাজছেন।
লজ্জা থাকলে মদখোর পতিতার প্রতি অন্ধভক্তির জন্য এখানে সবার কাছে ক্ষমা চাইতেন।
এই পরী একটা নষ্ট নেশাখোর সেটা এখন সারা বাংলাদেশের সবাই জানে।
যেকোনো সময় সে গ্রেফতারও হতে পারে। কিন্ত শুধু শরীরের আকর্ষণে সোনাবীজসহ একটা পতিতার পক্ষ নিয়ে একজন লেখককের অসন্মানকারী হিসেবে আপনাদের করা সব প্রমাণ আমি রেখে দিলাম।
নিজের নোংরা মন্তব্যগুলি ভালোভাবে পড়ে দেখেন।https://www.ittefaq.com.bd/entertainment/253739/বোট-ক্লাবে-পরীমণির-মদ-খাওয়ার-ভিডিও-ভাইরাল



২৪ শে জুন, ২০২১ সকাল ১১:১৪

নীল আকাশ বলেছেন: বিরাট বড় একটা মন্তব্য করছেন। অথচ আপনি আমার পুরো পোস্ট ভালোভাবে পড়ে দেখেননি।
আমি কোন পক্ষেরই হয়ে কথা বলিনি।
আমার প্রশ্ন ছিল একটাই, সেটা হচ্ছে একটা মেয়ে যদি ধর্ষনের অভিযোগ আনে সেটা কেন থানায় গ্রহণ করা হবে না?
অভিযোগ থানায় গ্রহণ করবে, তদন্ত করবে। এরপর সত্য বা মিথ্যা সেটা বের হয়ে আসবে।

আমি পোস্টে লিখেছিলামঃ
আমি বাংলাদেশের একজন নায়িকার ধর্ষন চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে কথাগুলি বলছি। একটা মেয়ে যদি শ্লীলতাহানী কিংবা যৌন নির্যাতনের স্বীকার হয়, তাহলে সে অবশ্যই অভিযোগ আনতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কতটা ঠিক কিংবা বেঠিক। কিন্তু সেটা আমরা কেউ আন্দাজে বলতে পারি না। কারন আমরা কেউ সেখানে উপস্থিত ছিলাম না।

আমি আশা করি, এই মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি এর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হবে। এই ঘটনা সত্য না মিথ্যা সেটা প্রকাশ্যে জানানো হোক।


আপনি দেখুন, থানায় অভিযোগ গ্রহণ করার পর তদন্তে বের হয়ে এসেছে যে, এর মাঝে প্রচুর মিথ্যা কথা বলা হয়েছে।
এখন নিজেই বলুন, তদন্ত যদি না হতো তাহলে কী আমরা কেউ এখন আসলে কী ঘটছে সেটা বলতে পারতাম?

এখন তদন্ত করার কথা বলে খুব সাধু সাজছেন। লজ্জা থাকলে মদখোর পতিতার প্রতি অন্ধভক্তির জন্য এখানে সবার কাছে ক্ষমা চাইতেন।
আপনি আপনার স্বভাব সূলভ আবারো নোংরা ভাষা ব্যবহার করছেন। আমার সাধু সাজার কোন দরকার নেই। আমি দেশের প্রচলিত আইন কানুন মোতাবেক অভিযোগ গ্রহণ করতে বলেছি।
আমি এই লেখায় কী ভুল করেছি সেটা বলুন। টেপ রেকর্ডারের মতো আন্দাজে কথা বলবেন না।

আমি বলেছি একজন পতিতাকেও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করার কোন অধিকার নেই কারো। এই লাইনে আপনার সমস্যা কোথায় বলুন?

৪২| ২৫ শে জুন, ২০২১ রাত ৩:৫৪

অনল চৌধুরী বলেছেন: sb]১।১৫ ই জুন, ২০২১ রাত ২:১৮
লেখক বলেছেন: এর রূচি দেখে আমি অবাক। এতটা বিকৃত কীভাবে হয়?
২।১৫ ই জুন, ২০২১ সকাল ৯:২৬
লেখক বলেছেন: আশ্চর্য্যের বিষয় হলো আমরা সবাই এত কিছু বলছি অথচ এর মাঝে কোন বিকার নেই।
৩।১৬ ই জুন, ২০২১ সকাল ৯:৪৬
লেখক বলেছেন: এদের লেখার ভাষা দেখে আমি অবাক হয়েছে। সুযোগ পেলেও এরাও এই মেয়েকে ধর্ষন করতো। - এসব মন্তব্যের মাধ্যমে তো এটাই প্রমাণ করেছেন যে আপনার পূজা করা দেবী পরীর সব কথাই সত্য এবং তাকে ধর্ষণ করা হয়েছে!!
শুধু তাই না, তার বিরুদ্ধে যারা যতো সত্যই কথাই বলুক-সবকিছু মিথা এবং যারা বলে তারা ঝঘণ্য থারাপ !!
এখন ভোল পাল্টে ফেলেছেন ।।।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:১৮

নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: এর রূচি দেখে আমি অবাক। এতটা বিকৃত কীভাবে হয়?
এটা আমি যা বলেছি সঠিক বলেছি, দরকার পরলে আরো হাজারবার একই কথা বলবো। কারণ কোন মেয়ে থানায় ধর্ষনের অভিযোগ নিয়ে গেলে সেটা অবশ্যই প্রথমে গ্রহণ করতে হবে, তারপর তদন্ত করে দেখতে হবে সেটা সত্য না মিথ্যা। আপনার যদি এতে আপত্তি থাকে তাহলে অবশ্যই আপনার রূচি বিকৃত, কারণ আমি এটা কমন টার্মসে বলেছি, সবার জন্য। যে কোন মেয়ের বিচার চাইবার অধিকার থাকতে হবে।

লেখক বলেছেন: আশ্চর্য্যের বিষয় হলো আমরা সবাই এত কিছু বলছি অথচ এর মাঝে কোন বিকার নেই।
কারণ আপনি নিজের ভুল কোনদিন স্বীকার করেন না। আমরা কেউ পরিমনীকে ভালো বলেনি কিন্তু সবাই থানায় অভিযোগ না নেয়ার প্রতিবাদ করেছিলাম।

লেখক বলেছেন: এদের লেখার ভাষা দেখে আমি অবাক হয়েছে। সুযোগ পেলেও এরাও এই মেয়েকে ধর্ষন করতো
যারা দেশের বিচার ব্যবস্থার পরিবর্তে নিজেই সোশাল মিডিয়া অশ্লীল নোংরা কথাবার্তা বলে বেড়িয়ে অপরাধের বিচার করে তাদের নিয়ে বলেছি। আমি বলেছি, "একজন পতিতাকেও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করার কোন অধিকার নেই কারো। এই লাইনে আপনার সমস্যা কোথায় বলুন?"
আপনি চরমতম সুযোগ সন্ধানী ধুর্ত ব্যক্তি এই প্রশ্নের উত্তর দেন না কেন?
আপনার পোস্ট এবং মন্তব্য পড়লে সন্দেহ হয়ে এটা আপনি আদৌ বিশ্বাস করেন কিনা?

৪৩| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:৪০

অনল চৌধুরী বলেছেন: আমি যেটা সত্য বলি, ২ দিন পর সেটা সারাদেশের লোক বলে, যেমনটা এবারো বলেছে।
১৯৯৪ সালের এপ্রিলেও আমি সেইসময়ের অন্যতম পাঠকপ্রিয় পত্রিকা সংবাদ-এ বিরাট নারী জাগরণের প্রতীক তসলিমার আসল চরিত্র প্রকাশ করে দেশের বড় বড় সাংস্কৃতিক ব্যাক্ত্বিদের অপ্রিয় হয়েছিলাম। কিন্ত তারাও কেউ এদের মতো জঘণ্য ভাষা ব্যব্হার করেননি। পরে প্রমাণিত হয়েছে,যে মাত্র ১৯ বছর বয়সে তসলিমা সম্পর্কে করা আমার মূল্যায়ণ কতোটা সত্য ছিলো।
২০০৩ সালে প্রকাশিত হওয়ার পর দেশের সব তসলিমাভক্ত বুদ্ধিজীবিরাই আমার মতো তসলিমা বিরোধিতা শুরু করেছিলো।সত্য বলা মহাপাপ: কি উদ্দেশ্যে নারী স্বাধীনতার বিকৃত ব্যাখা দেয়া হচ্ছে?

আপনি নিজের ভুল কোনদিন স্বীকার করেন না। আমরা কেউ পরিমনীকে ভালো বলেনি কিন্তু সবাই থানায় অভিযোগ না নেয়ার প্রতিবাদ করেছিলাম- আমি যা বলি, সবকিছু জেনেশুনে এবং আইনের ভিত্তিতেই বলি।
সস্তা আবেগের বশে বা নারীর চেহারা দেখে বলি না।
একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ে আর, মঞ্চ, টিভি, চলচ্চিত্র জগতে দীর্ঘ ২ যুগ জড়িত থেকে এরকম হাজার হাজার মেয়ের প্রলোভন পায়ের নীচে মাড়িয়ে এসেছি।

যারা দেশের বিচার ব্যবস্থার পরিবর্তে নিজেই সোশাল মিডিয়া অশ্লীল নোংরা কথাবার্তা বলে বেড়িয়ে অপরাধের বিচার করে তাদের নিয়ে বলেছি*- যারা বলেছে, তার জেনেশুনেই বলেছে। কারণ তারা কেউ নষ্টা নারীর চেহারা দেখে উন্মাদ হয়ে নিজের গোত্রের লোকদের অপমাণ করে না, যেটা করেছে এখানকার কিছু ব্লগার নামধারীরা।

এখন যে প্রমাণ হয়েছে, এই মদখোরের সব অভিযোগ মিথ্যা এবং সে প্রতিরাতেই বিভিন্ন মদের দোকানে গিয়ে মদ না পেয়ে এরকম ভাংচুর-মারামারি করতো,তাহলে এখন তার গ্রেফতার দাবী করে না কেনো?
অন্য কেউ এভাবে মিথ্যা অভিযোগ করলে এতোক্ষণে সে জেলে থাকতো।

২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৪৫

নীল আকাশ বলেছেন: যারা দেশের বিচার ব্যবস্থার পরিবর্তে নিজেই সোশাল মিডিয়া অশ্লীল নোংরা কথাবার্তা বলে বেড়িয়ে অপরাধের বিচার করে তাদের নিয়ে বলেছি*- যারা বলেছে, তার জেনেশুনেই বলেছে।
এবং আপনি সেটা সমর্থন দিচ্ছেন, এদের সমর্থনে লিখছেন।
সাধে আপনাকে রূচি বিকৃত মানুষ ব্লগের সবাই বলে না!

৪৪| ২৮ শে জুন, ২০২১ রাত ৩:৫৫

অনল চৌধুরী বলেছেন: এখনো আপনার আচরণের কোনে পরিবর্তন হয়নি।
একটা মিথ্যাবাদী আর পেশাদার অপরাধীকে কি সবাই বেগম রোকেয়া বলবে ?
আপনার আইন সম্পর্কে বিন্দুমাত্র পড়াশোনা থাকলেও জানতেন যে, চোরকে চোর বলা বলা বা মদখোরকে মদখোর বলা আইনের দৃষ্টিতে কোনো অপরাধ না।
অপরাধ সেটাই যেটা আপনি, সোনাবীজ এবং রানার ব্লগ করেছে।
আর ব্লগের সবাই আপনার মতো এরকম জঘণ্য কথা বলেনা, বলে আপনার মতো মাত্র ৫ জন।
নিজেকে এতো ধার্মিক দাবী করেন, পর্দাহীন- বেপর্দা নারীর দিকে তাকানো যে নিষিদ্ধ , সেটা জানেন না ?

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০২

নীল আকাশ বলেছেন: আমি উপরেই আপনাকে একটা প্রতি মন্তব্য করেছি পড়ে আসুন।

৪৫| ২৮ শে জুন, ২০২১ সকাল ৭:৩০

সাসুম বলেছেন: ফেসবুকের নয়ন চ্যাটার্জি আর ব্লগের অনল চৌধুরী- একই লোক / গ্রুপের লোক। পিনাকী হুজুরের খাস গোলাম এবং একই গোয়ালের প্রোডাক্ট। সুবে বাংলার মর্দে মোসলমান দের অতি প্রিয় এই ৩ জন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৭

নীল আকাশ বলেছেন: ব্লগে কাউকে অশ্লীল ভাষায় গালি দেয়া শোভনীয় কোন বিষয় না। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করিনা।
উনি আমাদের মতোই সহ-ব্লগার।

৪৬| ২৮ শে জুন, ২০২১ রাত ১১:০২

সোনালি কাবিন বলেছেন: সাসুম বলেছেন: ফেসবুকের নয়ন চ্যাটার্জি আর ব্লগের অনল চৌধুরী- একই লোক / গ্রুপের লোক। পিনাকী হুজুরের খাস গোলাম এবং একই গোয়ালের প্রোডাক্ট। সুবে বাংলার মর্দে মোসলমান দের অতি প্রিয় এই ৩ জন।

## কস কী মমিন!!!!

৪৭| ২৯ শে জুন, ২০২১ ভোর ৬:১৫

অনল চৌধুরী বলেছেন: একজন নামকরা নায়িকারই যদি এই অবস্থা হয় তাহলে দেশের গ্রাম গঞ্জে সাধারণ মেয়েদের কী অবস্থা হয় সেটা একবার ভেবে দেখার জন্য অনুরোধ রেখে গেলাম কোনো ব্যাক্তির জ্ঞান-বুদ্ধি কতোটা লোপ পেলে যে ঘটনা কখনো ঘটেই নি, সেই অবাস্তব ধর্ষণের ঘটনা নিয়ে লিখতে পারে !!!
মিথ্যাবাদী-মদখোর নায়িকার জন্য লড়াই করা হুজুরের ডন-কুইক্সোটিয় তলোয়ার বাজি আর সত্য প্রকাশকাকারী লেখকদের মানহানি করা দেখে এখন সবাই হাসছে। কারণ গণ-মাধ্যমে আসল ঘটনা প্রকাশিত হওয়ার কারণে দেশের সবাই জানে যে, মদ খেতে গিয়ে দলবল নিয়ে সন্ত্রাস করার সময়ে একটা থাপ্পরের প্রতিশোধ নিতেই বিরাট নায়িকা এই মিথ্যা ঘটনা বানিয়েছে। জোর করে নয়, বোটক্লাবে মদ খান পরীমনি নিজেই
এখন দেশের সব পত্রিকা আর টিভি চ্যানেলে আসল সত্য প্রকাশিত হওয়ায় সস্তা আবেগের বশে তার প্রতি সহানুভূতি দেখিয়ে এখানে মন্তব্য করা সবাই লজ্জায় পালিয়েছেন।
বিশিষ্ট এই নারী অধিকারকর্মী এই কথা একবারও বলেন না যে এই মাসেরই ৭ তারিখে এই পরী যখন আরেক মদের আড্ডায় গিয়ে ভাংচুর চালিয়েছিলো, সেই্ ঘটনায় গ্রেফতার হলে সে আর পরে এই ধর্ষণের নাটক সাজাতে পারতো না। কিন্ত বিরাট নায়িকা হওয়ার কারণে সেদিন সে গ্রেফতার হওয়া থেকে বেচে গেছে।
ধার্মিক কিভাবে বেগানা নারীর রাত-বিরাতে পরপূরুষের সাথে মদ খাওয়ার নিন্দা না করে হারাম কাজে বাধা দানকারীদের গালি দেয় !!!
ইহাই কি সত্য ধর্ম !!!!!
যে সুইডেনী নাস্তিক-উন্মাদ যে উদাসী এখন সাসুম ( অগ্নিবেশ, পাচ-মিশালী) নাম নিয়ে নায়িকার রাত ২ টার সময় মদ খাওয়া আর মিথ্যা অভিযোগ করার স্বাধীনতা চেয়ে ধার্মিকের পতাকার নীচে ঐক্যবদ্ধ আন্দোলন করছে, সে এর আগে দলবল নিয়ে হুুুুুুুুুুুুুুুুজরকে জামাতি বলে অপদস্থ করার চেষ্টা করেছিলো।

উদাসী আর সোনাল কাবিনদের মতো কূয়ার ব্যাংদের কাছে কূয়াটাই সারা পৃথিবী। এরা সবাইকেই নিজেদের স্তরের প্রাণী মনে করে। কার অবস্থান আর মর্যাদা কোথায়-এটা জানা বোঝার মতো জ্ঞান-বুদ্ধি কোনোটাই তাদের নাই।
এখন দেশের সবাই একটাই প্রশ্ন, কি যাদুতে পরীমনির জন্য সুশীল ডানি বামি এবং হুজুরও মাইকে আওয়াজ দিয়ে উঠে !!!

এই তো বাংলাদেশের প্রায় সবার আসল চরিত্র !!!
দেশী বা প্রবাসী যাই হোক না কেনো, চুরি-দুর্নীতি-টাকা-বাড়ি-শুল্কমুক্ত গাড়ি, লাল পাসপোর্ট এবং কল্পনায় বা বাস্তবে পরীর মতো ক্ষেত-সুন্দরীর সঙ্গলাভের আশায় ডান-বাম-জামাতি সবাই ঐক্যবদ্ধ।
হুজুরের যখন জ্বীন-পরীর নেশা কেটে যাবে,তখন তিনি এই মিথ্যা ঘটনা নিয়ে লেখার কারণে লজ্জায় মুখ লুকানোরও জায়গা খূজে পাবেন না, সেটাই দু:খের ব্যাপার ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৩

নীল আকাশ বলেছেন: সুপার ডুপার ফেক মাল্টিনিক। এইসব ছাগল পাগলদের আমি পাত্তাও দেই না।
ধন্যবাদ।

৪৮| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৩:৩৩

নাশদিদ বলেছেন: আহারে বাঙ্গাল জাতি, যেকোনো প্রসঙ্গে নিজের পশ্চাৎদেশের মতো দুইটি দলে বিভক্ত না হইলে পেটের ভাত হজম হয় না !

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০২

নীল আকাশ বলেছেন: আপনি কোন জাতীর বলে গেলে ভালো হতো!

৪৯| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ অনল চৌধুরী - পরীমণি আসলে ব্লগের সবাইকে ঘোল খাইয়েছে। আপনাকে ছাড়া। আপনি এই জগত সম্পর্কে জানেন বলে হয়তো বা সঠিক অনুমান করেছিলেন তখন। কিন্তু আল্লাহ ছাড়া কেউ আলিমুল গাইব না। ফলে আমরা যেহেতু তার সম্পর্কে ভালো করে জানতাম না, তাই স্বাভাবিকভাবেই এই অসহায় নারীর ( আমরা তাকে অসহায় ভেবেছিলাম) পক্ষে বলার চেষ্টা করেছি। আপনিও কিন্তু তখনও ঘটনা পুরোটা জানতেন না। আপনিও অনুমানের ভিত্তিতে তার বিরুদ্ধে লিখেছিলেন। আপনি অনুমানের ভিত্তিতে তাকে দোষ দিচ্ছিলেন বলে সবাই আপনার উপর রাগ করেছে। আপনার অনুমান ভুল হলে আপনি এখন এতো জোর গলায় বলতে পারতেন না। আপনাকে গাল মন্দ করার কারণ আপনি অনুমান উপর নির্ভর করে তার বিরুদ্ধে বলেছিলেন। তখন আপনার হাতে পরিমনির ঘটনার ব্যাপারে কোন প্রমাণ ছিল না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৪

নীল আকাশ বলেছেন: খুব সুন্দর করে উনাকে বলেছেন। ধন্যবাদ আপনাকে।

৫০| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৪

অনল চৌধুরী বলেছেন: আপনার কাছ থেকে অনেক আগে এব্যাপারে একটা যুক্তিসঙ্গত মতামত আশা করেছিলাম।
ধন্যবাদ যে এতোদিন পর হলেও আপনি লিখেছেন। যদিও আপনি আমার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করেননি, কারণ আপনার, সাজিদ, ডার্কম্যান এবং আমার চিন্তাভাবনার মধ্যে ৮০% মিল আছে।
কিন্ত আমি অুৃনমানের ভিত্তি কিছু বলিনি। কারণ আমি এদের সম্পর্কে সবকিছূ অবগত। মঞ্চ নাটক খেকে শুরু করে টিভি, চলচ্চিত্র এবং চ্যানেল মালিক, সংশ্লিষ্ট-প্রত্যেকের বিস্তারিত সব কর্মকান্ডের সব তথ্য আমি জানি।
এদের বিরুদ্ধে বই লিখে ২০১২ থেকে মেলায় নিষিদ্ধ হয়ে আছি । এখানে লিখেও একবার হয়েছিলাম।
সংস্কৃতিজগতের বিভিন্ন ঘটনা নিয়ে নিয়মিতই লিখি।
কিন্ত সবচেয়ে বড় কথা হচ্ছে। শিক্ষিত ব্যাক্তিরা যদি কোনো কিছ ‍না জেনে কারো কথা শোনা মাত্রই কারো প্রতি আবেগ বা বিরাগের বশবর্তী হয়, তাহলে তাদের শিক্ষা বা জ্ঞানের কোনো মর্যাদা কি থাকে ?
এক্ষেত্রে এ বিষয়ে যে সবচেয়ে বিজ্ঞ, তার কথা মেনে নেয়া বা নীরব থাকাই তো ছিলো বুদ্ধিমানের পরিচয়।
এদের সাথে কাউকে চোর অপবাদ দেয়ামাত্র তাকে পিটিয়ে মেরে ফেলা উন্মত্ত লোকদের সাথে কোনো পার্থক্য নাই, যেটা অনেকবার ঘটেছে।
এই মানসিকতা পরিবর্তন করতে না পারার কারণেই বাংলাদেশের কোন পরিবর্তন হচ্ছে না।

১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫১

নীল আকাশ বলেছেন: ব্যক্তিগত ব্যস্ততার জন্য ইদানিং ব্লগে একদম সময় দিতে পারছি না।
হ্যা, আমি আপনি কেন কাউকে নিয়েই বাজে বা কটু মন্তব্য করি না। কারন আমি এটা পছন্দ করি না। এখানে আমরা কেউ কাউকে চিনি না, ব্যক্তিগত যোগাযোগ থাকলেও সেটা ব্লগের বাইরেই কথা হয়।

আমি আসলে আমার এই পোস্টের থীম সবাইকে, বিশেষ করে আপনাকে বুঝাতে পুরোপুরি ব্যর্থ হয়েছি। আমি বার বার বলতে চেয়েছি যেভাবেই হোক আইনের আওতায় এই ঘটনা নিয়ে আসা হোক। পোস্টে দেখুন আমি কী লিখেছি-
আমি আশা করি, এই মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি এর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হবে। এই ঘটনা সত্য না মিথ্যা সেটা প্রকাশ্যে জানানো হোক।

আজ পরিমনীর সকল অপকর্ম ফাঁস হয়েছে তাকে সেই কেসের জন্য থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার কারনে। সেইদিন যদি ওকে জিজ্ঞাসাবাদ না করা হতো তাহলে কিছুই ফাঁস হতো না।

হ্যাঁ, আমি স্বীকার করছি আপনার অভিজ্ঞতা এই বিষয়গুলিতে আমাদের সবার চেয়ে অনেক বেশি।
তবে এইসব দেহ-পেশাজীবি মেয়েরা এই পথে আসার জন্য যারা যারা এদের ব্যবহার করে তাদেরও মুখোশ উন্মোচন করা দরকার।

ফিরে এসে সুন্দর একটা মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
আমি আজকে লগইন শুধু করেছি আপনার প্রতিমন্তব্য করার জন্য।
শুভ কামনা।

৫১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৪৯

অনল চৌধুরী বলেছেন: ৫০ নম্বর মন্তব্য জনাব সাড়ে চুয়াত্তরকে করেছিলাম।
কিন্ত আপনি আসল ঘটনা না জেনে এই লেখার মন্তব্যগুলিতে আমার সম্পর্কে অনেক বাজে শব্দ ব্যবহার করেছেন।
২৯ আর ৩৫-এর উত্তরগুলি পড়েন।
সেজন্য দু:খপ্রকাশ করেন।

২৩ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৫

নীল আকাশ বলেছেন: আপনি আমাকে অন্য কারো সাথে মিলিয়ে ফেলছেন বারবার। আমি একমাত্র চাদ্গাজী ছাড়া কারো সাথেই রাফ ভাবে কথা বলি না।
আপনাকে অনেকদিন হলো ব্লগে দেখি না
কেমন আছেন আপ্নি?

৫২| ০৮ ই মে, ২০২২ ভোর ৬:২৮

অনল চৌধুরী বলেছেন: ধন্যবাদ। আমি ভালো আছি।
ব্লগে লেখা দূরে থাক, পড়িও না, তাই আপনার মন্তব্যের উত্তর দিতে প্রায় ২ মাস দেরী হলো।
এখানে কেনো লিখিনা, সেটা শেষ লেখাএবং তার পরে মম্তব্যগুলি পড়লে বিস্তারিত জানতে পারবেন।
যেখানে কোনো ভদ্রতা সভ্যতা বা জ্ঞান চর্চা হয়না, হয় শুধু নোংরামী আর পরশ্রীকাতরতা-হীনমণ্যতা,সেখানে লেখার দরকার মনে করিনা।
মনে করেন , আপনি এই ব্লগের প্রধান এবং কর্মচারীদের মাধ্যমে ঘোষণা দিলেন যে ব্লগের কারো বিরুদ্ধে বা কোনো বিষয়ে অভিযোগ থাকলে সেটা ই-মেইল করে আপনাকে জানাতে। পাবলিক অপিনিয়ন, হাইপোথিসিস এবং পোস্টমর্টেমঃ ৫৩ -৮৭ নম্বর মন্তব্য পড়েন।
এখন কেউ অভিযোগের প্রমাণ সহ আপনাকে মেইল করার পর আপনি কোন ব্যবস্থা নেয়া দূরে থাক, চিঠির উত্তর দেয়ার মতো শিষ্টতাও না দেখান, তাহলে সবাই আপনাকে ফাজিল ছাড়া কি ভাববে?
গ্রামীণ ফোনে চাকরী করে আর বিদেশে থেকে এটুকু শিষ্টাচার থাকা উচিত।
যদি অভিযোগের তদন্ত করে কোনো ব্যবস্থা নাই নেয়া হয়,তাহলে সবাইকে দেখানো জন্য এতো বড় বড় কথা বলা আর সবার সাথে ধোকাবাজির কি দরকার ছিলো?


এখানে সেটাই হয়েছে, তাই লিখিনা।
দুই দিনের বৈরাগীরা ব্লগের মাতব্বর হয়ে প্রবীণ লেখকদের শেখাচ্ছে, কি বলতে হবে আর কি লিখতে হবে আর নিজেকে কি ভাবতে হবে !!!!!!
গ্রাম্য-নোংরা আর অশিষ্ট দর্শন সারাদেশের মতে সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত-বুদ্ধিজীবিদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
এসব করছে তারা,যাদের মানসম্মত ১ টা লাইন লেখাও ক্ষমতা নাই !!!
সারাজীবন ধর্ম আর মুক্তিযুদ্ধ ব্যবসার নাম শুনেছি। কিন্ত মুক্ত-বুদ্ধির নামে ব্লগ খুলে ব্যবসা এই প্রথম দেখলাম।
এটার নাম ব্লগ হলেও মূলত এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, যেমন ২৮/৩/২০২২ এর এক লেখায় বলেছেন চাদগাজী।
কারণ আমি আর ২/১ জন ছাড়া এই বাংলাদেশে কেউ নিজের টাকা খরচ করে দেশের সেবা করে না।
ব্যবসার জন্য ধর্মকে আঘাত এবং সন্মানিতদের মানহানি সবকিছুই তারা অনুমোদন করে।
এখানে ধূলাবালি, উদাসী,অষ্ট্রেলিয়ার এবং বাংলাদেশী সাইকো আর নোংরা আর নষ্টদের গুরুত্ব বেশী, যাদের শুধু নোংরামী করা ছাড়া ১ টা লাইন ভালো কিছ ‍লেখার ক্ষমতা নাই।
ব্লগ বন্ধ হয়ে গেলে যাদের আবর্জনা পড়ানর মতে কাউকে খূজে পাওয়া যাবে না।

এই ব্লগের জন্মের অনেক আগে থেকে লেখালেখি করি এবং বাংলাদেশের সব গ্রন্থাগারে আমার লেখা একাধিক বই রাখা হয়েছে।
আগামী ১ লাখ বছরে বাংলাদেশে দ্বিতীয় কোনো অনল চৌধুরীর জন্ম হবে না যে কোনো ক্ষমতা বা পদ ছাড়া শুধু তার দর্শণ, তত্ব ও নির্দেশনা দিয়ে পুরো বাংলাদেশ এবং সারা পৃথিবীকে পাল্টে দিতে পারে।

সুতরাং এখানে ভদ্রতা জ্ঞানহীন-ইচড়ে-পাকাদের কাছে অসন্মানিত হওয়ার জন্য লেখার কোনো দরকার মনে করি না।
খবর নিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ।
আমার ফোন নম্বর এবং ঠিকানা আপনার কাছে আাছে।
যেকোনো তথ্য বা আইনগত পরামর্শ-সহায়তার দরকার হলে যোগাযোগ করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.