| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"নারী পুরুষ সবাই সমান ।"
-
বিষয়টা আমার যেন কেমন লাগে । এই যে নারী স্বাধীনতা, নারীদের অধিকার এইসব নিয়া চিল্লাফাল্লা হইতাছে কই ফলাফল তো কিছু ভালো পাই না ।
যেই লাউ সেই কদু ।
-
যারা চিল্লাফাল্লা করতাছে নারী অধিকার , স্বাধীনতা নিয়া তারা কিন্তু আসল বিষয়টাই দেখতে পায় নাই ।
নারী পুরুষ কিন্তু নিজে নিজে সৃষ্টি হয় নাই । যিনি সৃষ্টি করছেন তিনি ভাবের জগতে বাস করেন না । আমার আপনার থিকা তিনি অনেক বেশীই বুঝেন । তিনিই কিন্তু ভিন্ন ভিন্ন রুপে সৃষ্টি করছেন নারী পুরুষ ।
নারী পুরুষ আলাদা করছেন তিনিই ।
-
এর মানে এই না যে তিনি নারীদের স্থান পুরুষের পায়ের নিচে দিছেন । নারী পুরুষ সবার যথাযোগ্য সম্মান তিনিই নির্ধারিত করে দিছেন । সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে দিয়ে দিছেন, সেই সন্তান নারীই হোক বা পুরুষ । এমন না যে মেয়ের জান্নাত মায়ের পায়ের নিচে আর ছেলের জান্নাত বাবার ।
এই দৃষ্টিতে কি নারী পুরুষ সমান না?
-
আসি দুনিয়াবি কথায় ।
বলতে পারেন যে নারীদের দুরবল করে সৃষ্টি করা হইছে । আমি মানি । হ্যা তারা শারিরীক ভাবে পুরুষের থেকে দুরবল । এর মানে এই না যে সেই দুরবলতার সুযোগ নেওয়ার ক্ষমতা দেওয়া হইছে পুরুষকে ।
কোনো নারীকে কোনো পুরুষ অসম্মান করলে , শ্লীলতাহানি করলে বা কোনোরকমে বিরক্ত করলে তার দৃশটান্তমূলক শাস্তির বিধান আছে ।
এমন না যে এই বিধান শুধু মুসলিম নরনারীর জন্য ।
ইসলামে কোথাও বলা হয় নাই যে মুসলিম নারীদেরই শুধু সম্মান করতে হবে । আর সব ধরমের নারীদের উপর অত্যাচার করা যাবে ।
বরং বলা হইছে কোনো নারীদের সাথেই কোনো অসম্মানজনক আচরন করা যাবে না ।
-
বলতে পারেন রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা নাই ।
কার দোষ ।
দোষ এই দেশের রাজনৈতিক ব্যাবস্থার ।
ইসলাম অধ্যুষিত একটা দেশ দেখান যেইখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলাকে রেপ করা হয় । দেখান একটা দেশ যেইখানে জনসমক্ষে কোনো নারীর উপর অত্যাচার করা হয় । কবে কোন ইসলাম নিয়ন্ত্রিত রাষ্ট্রের খবর আসছে যেইখানে পাবলিক প্লেসে নারীর কাপড় খুইলা ফালানো হইছে?
দেখানো যাবে না ।
-
অধিকারের কথা আসলে বলি আরবের মেয়েরা বোরকা পড়ে বাইরে কাজ করতেছে না? ঘরের ভিতর বন্দী হয়ে আছে?
বাইরে যাওয়ার অধিকার তাদের নাই? কাজ করার সুযোগ তারা পাচ্ছে না?
পাচ্ছে । ভালোভাবেই ।
-
নারী স্বাধীনতা...
সেইসব দেশগুলাতে কি স্বাধীনতা নাই?
নারীরা স্বাধীনভাবেই বাইরে বেরোচ্ছে । কাজে যাচ্ছে ।
এখন যদি বলেন বোরখাটা খাচার মতো তাহলে কি বলার থাকে আর ।
-
যেমন খুশি তেমনভাবে চলতে পারাটাকে যদি স্বাধীনতা মনে করেন তাহলে বলতে হয় স্বাধীনতার অর্থ বুঝেন না । যেমন খুশি তেমনভাবে চলাটা স্বাধীনতা না ।
-
_আপনি নারী । আপনি পাতলা একটা টি শার্ট পড়ে রাস্তায় বেরোলেন, অথবা বুকের ঊড়না গলায় পেচালেন । হাটার তালে তালে বুকের উপর উচু জায়গাটা পিংপং বলের মতো লাফাতে থাকলো । রাস্তায় পুরুষরা চোখ দিয়ে রেপ করতে থাকলো আপনাকে । আপনি বলবেন মেয়ে না, মানুষ হিসাবে দেখতে হবে আপনাকে?
_আপনি নারী । আপনি ছবি তুললেন । বুকের সাইজ কত সেটাও বোঝা যায় । ছেলেগুলা দেখে আর আড্ডায় বলে মালটার সাইজ তো মাম্মা পুরাই মাথা নষ্ট । তখন আপনি বলবেন নারী না , মানুষ হিসাবে দেখতে হবে আপনাকে?
-
আচ্ছা বলেন তো নারী আর মানুষ কি দুইটা আলাদা প্রাণী? একটা মানুষ কি নারী হয় না? নাকি একটা নারী মানুষ না?
যদি নিজেরে নারী ভাবতে না চান তাহলে বিয়ে বসেন আরেকটা নারীর কাছে । দুজনেই তো মানুষ তাইনা?
-
নারী মানেই দুর্বল, নারি মানেই অসহায় না । দ্বায়িত্বটা শুধু যোগ্য হাতে থাকতে হয় ।
আর স্বাধীনতা মানেই যাচ্ছেতাই করার সুযোগ না । ভালোভাবে বেঁচে থাকার সুযগ পাওয়াটাই স্বাধীনতা ।
-
আর কিছু বলবো না ।
বাকিটা নিজেদেরই উপলব্ধি করতে হবে ।
আমি নারীদীর ছোট করছি না বা করার চেষ্টাও করছি না ।
আমি শুধু বলতে চাইছি সীমা অতিক্রম করাটা ভূল ।
২|
২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪১
Rafi Ontim বলেছেন: বেকুব কইলেন!
৩|
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
এসব ব্যাপার কি কথার কথা, কিছু না জেনে মানব সভ্যতার বড় বড় নিয়ে আবোল তাবোল বকলে কি চলে?
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫
Rafi Ontim বলেছেন: আবোল তাবোল বকিনাই
৪|
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১
বিজন রয় বলেছেন: দুনিয়ায় নারীদের থাকার দরকার নেই। ওরাই যত সমস্যা!!!
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪
Rafi Ontim বলেছেন: হায় হায়!!
কি কন এইসব!
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
লেখাটা সুন্দর, সামন্য বেকুবী টাইপের; লেখা ভালো হয়েছে, না লিখলে আরো ভালো হতো।