নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ

০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪০



এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ


২০০৪ সালের ২১ শে অগাষ্ঠে গ্রেনেড হামলার কারন হিসাবে বলা হয়েছিল , হাসিনা নাকি ভ্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল এবং সেটা প্রমাণ করার জন্য জর্জ মিয়াকে আটক করা হয় তবে সেই কাহিণী সুবিধা করতে পারে নি ।



এখন ইউনুসের উচিৎ , তদন্ত কমিশন বসিয়ে সেই কেসটিকে পুন:তদন্ত করে প্রমাণ করা, হাসিনা ভ্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়ে আত্মঘাতি হামলা করে, নিজেদের ২০/২৫ জন নেতা কর্মিকে হত্যা করে , ঠিক যেমন টি পিলখানায় ৪৬ আওয়ামী পরিবারের সদস্য সেনা অফিসারদের হাসিনা হত্যা করে ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: ইউনুস জামাতের পুতুল হয়ে কাজ করছে।
সে আওয়ামীলীগকে ডুবানোর জন্য যা যা করার প্রয়োজন, সেগুলো সে করবে।

০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮

এ আর ১৫ বলেছেন: এই লোকের কোন চরিত্র নেই ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনারাই টেমপারিং করেছেন । লিগ একটা চুতিয়া দল । কোনোদিন চায় না একটা বিরোধি দল থাকুক । আরাম-আয়েসে নিজেরাই জনগণের ধন-দৌলত ভোগ করতে চেয়েছিলেন।



০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮

এ আর ১৫ বলেছেন: আপনারাই টেমপারিং করেছেন

হ্যা হ্যা কিবরিয়াকে গ্রেনেড মেরে হত্যা করেছিল আওয়ামী লীগ , ২১ শে অগাস্টের গ্রেনেড হাসিনা ভ্যানেটি ব্যাগে করে এনেছিল --- বিএনপি জামাত অচুতিয়া দল, তাই তারা আওয়ামী লীগকে গ্রেনেড মেরে হত্যা করতে চায় নি , আওয়ামী লীগ নিজে করে তাদের উপরে চাপাতে চেয়ে ছিল , বিএনপি মূলা আসামী জর্জ মিয়াকে ধরে ফেলে, এখন সময় জর্জ মিয়াকে আবার এরেস্ট করে বিচার শুরু করা ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


গ্রেনেড এসেছিল আসমান থেকে।
আসমানের কোন বিচার হয় না।

০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৯

এ আর ১৫ বলেছেন: কে বল্লো, এসেছে হাসিনার ভ্যানিটি ব্যাগে করে !!

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: তাহলে ভাবেন ২০০৪/২০০৫ সালের বিএনপি-জামাত জোটের আকাম কুকাম নিয়ে আপনারা এখনো রেগে আছেন । আর লিগ যে শয়ে শয়ে বিএনপি-জামাতের নেতাকে গুম , খুন করেছে বিগত ১৬ বছর সেটা নিয়ে তারা কি ধরণের রিয়াকশান দেখাতে পারে ?

তারা এখনো কম রিয়াকশান দেখিয়েছে। যদি ইউনুস সরকার চলে যায় এরপর হয়তো দৌড়ানির উপর থাকবে হবে । ;)

০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৪

এ আর ১৫ বলেছেন: ১৬ আওয়ামী লীগ যা করেছে --- ২০০১--২০০৬ এই সময়ে বিএনপি জামাত তার থেকে বেশি জনকে হত্যা গুম করেছে , দেশ কাপানো পূর্ণীমা রাণী ধর্ষনের কাহিণী শুধু প্রকাশিত হয়েছিল , হাজার হাজার পূর্লীমা রাণীকে ধর্ষন করা হয়েছিল ।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০২

ধূসর সন্ধ্যা বলেছেন: বিচার ব্যবস্থা আওয়ামীলিগের আমলে যেমন ছিল, এই আমলেও ঠিক তেমনই আছে। ক্ষমতার লাঠি যেদিকে যায় রায়ও সেদিকে যায়। এই প্রথা যুগযুগ ধরেই এই দেশে চলে আসছে। তখন হেসেছেন এখন কাঁদছেন।
যত হাসি তত কান্না বলে গেছে নায়ক মান্না।

০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭

এ আর ১৫ বলেছেন: জী না তেমন নেই , সরকারের বিপক্ষে কোন আইণজীবিকে কেস লড়তে দেওয়া হচ্ছে না । আসিফ নজরুল, তাইজুলের ইচ্ছা অনুযায়ি রায় হয় । এমন অবস্থা দেশের ইতিহাসে কখনো ছিল না ।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৪

চয়ন কুমার সরকার বলেছেন: এই দেশে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ১৭ বছরের যতটুকু ছিল ইউনূস তার পুরোটা শেষ করে দিয়েছে। তাজুল আর আসিফ নজরুল যা সিদ্ধান্ত নেয় অন্যরা সেটা বাস্তবায়ন করে।

০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৮

এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন , ধন্যবাদ ।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫

আমি নই বলেছেন: লেখক বলেছেন: ১৬ আওয়ামী লীগ যা করেছে --- ২০০১--২০০৬ এই সময়ে বিএনপি জামাত তার থেকে বেশি জনকে হত্যা গুম করেছে , দেশ কাপানো পূর্ণীমা রাণী ধর্ষনের কাহিণী শুধু প্রকাশিত হয়েছিল , হাজার হাজার পূর্লীমা রাণীকে ধর্ষন করা হয়েছিল ।

আপনারা কেন ১৬ বছরে আপনার দাবী করা হাজার হাজার হত্যা-গুম এবং হাজার হাজার পুর্নিমা রাণীকে ধর্ষনের বিচার করেন নাই?

০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩২

এ আর ১৫ বলেছেন: আপনারা কেন ১৬ বছরে আপনার দাবী করা হাজার হাজার হত্যা-গুম এবং হাজার হাজার পুর্নিমা রাণীকে ধর্ষনের বিচার করেন নাই?
সব কিছুই বিচার প্রক্রিয়ার মধ্যে ছিল । পূর্ণীমা রাণীর ধর্ষকদের শাস্তি হয়েছিল , তবে এখন সবাই মুক্ত , ইউনুস সবাইকে ছেড়ে দিয়েছে ।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০২

সৈয়দ কুতুব বলেছেন: বিচারপতি সিনহা কে নিয়ে আপনারা কম তামাশা করেছেন ? একজন মেয়র হয়ে তাপস কিভাবে বলেন যে , আমরা বিচারপতি সিনহাকে নামিয়ে দিয়েছিলাম ? কিভাবে ১৫৩ জন বিনাভোটে এমপি হলো ? আর কিভাবে রাতের ভোট হলো ? এগুলো কি বিএনপি জামাত করেছে ?

শেখ হাসিনা যে জিনিসপাতির দাম বাড়লে মানুষের সাথে মশকরা করতেন , সেটা কি মানুষ ভুলে যাবে তাড়াতাড়ি ? আপনি বাসায় কাঠালের বারগার খান মাংসের না খেয়ে ? পেয়াজ ছাড়া রাননা করেন ?

০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬

এ আর ১৫ বলেছেন: ইউনুস যে গোটা বিচার ব্যবস্থাকে ক্যাংগারুয়ান করে ফেলেছে -- সেটা নিয়ে তো টু শব্দ করেন না । মববাজী করে বিচারকদের জীবনের ভয় দেখিয়ে পদ ত্যাগে বাধ্য করা নিয়ে নিশ্চুপ কেন ? আসামীর পক্ষে কোন আইণজীবি দাড়াতে পারে না --- এই নিয়ে কিছু বলুন ।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩

জেন একাত্তর বলেছেন:



সামুতে লিখলেন তদন্ত করা হোক, কে আপনার জন্য বসে আছে যে, তদন্ত করবে?

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫

আহলান বলেছেন: আসলেই তদন্ত করা উচিৎ। তাহলে সত্যিই বোঝা যাবে ওরা মানুষ নয়, আওয়ামিলীগ!

১১| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০২

জাহাঙ্গির আলম ৫৬ বলেছেন: প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হয়েছিল, মনে আছে? আপনারাই আবার বিচারিক ব্যবস্থা নিয়ে কথা বলেন?
দলদাসদের কাছ থেকে অবশ্য এর থেকে বেশি কী বা আশা করা যায়!

১২| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২২

আদিত্য ০১ বলেছেন: কুতুব সাহেব বোকদুচ গেঞ্জিদের মধ্যে একজন যারা ২০০৫ এ জন্ম নিছে। ওদের কাছে বিএনপি জামাতের কুকামের কোটি কোটি প্রমান বলেও লাভ নাই। তারা এমন চুতিয়ার চুতিয়া যে ১৯৭১ এর মুক্তিযুদ্ধই বিশ্বাস করতে চায়, তারা বলে পাকিস্তানই ভালো ছিলো। তাই তাদেরকে ২০০১-০৬ এর বিএনপি জামাতেক কুকীর্তি বলে লাভ নাই যারা পাকিস্তানে বিশ্বাসী। এই কথা বিপরীতে বলবে স্বাধিনতা চেতনা বেচে হবে না। ঠিক এই দিনটা আসবে যখন স্বৈরাচার প্যাচিস্ট গুমের নাটক বলেও লাভ হবে, অপেক্ষায় থাকেন। খাম্বা তারেক ১০ পার্ছেণ্ট চান্দা লইওয়াও যদি কুতুব সাহেবদের পীর হইত পারে। আওয়ামীলীগ অন্যায় না করেও এর চাইতে বড় সম্মান পাবে সেদিন বেশি দেরী নয়। কিন্তু তত দিনে সামু থাকলে ভালো বা কুতুব মিয়া সামুতে থাকলে ভালো।

কুতুব সাহেবের জমি কোন আওয়ামীলীগের নেতা নাকি দখল করেছিলো, সেখান থেকেই আওয়ামিলীগের ওপর চ্যাতে আছে। কিন্তু আজ অবধি সেই জমী দখলমুক্ত হয় নি, যদিও আওয়ামীলীগ নাই। এমন অনেক কত অভিযোগ। তার জমি এখন এখন বিম্পি বা জামাত বেচে দিলেও তার আফসোস নাই। আসলে তাদের অভিযোগ না ঠিক, পিনিক তাদে মগজ ধুলাই করেছে।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৩

আদিত্য ০১ বলেছেন: কুতুব সাহেব বোকদুচ গেঞ্জিদের মধ্যে একজন যারা ২০০৫ এ জন্ম নিছে। ওদের কাছে বিএনপি জামাতের কুকামের কোটি কোটি প্রমান বলেও লাভ নাই। তারা এমন চুতিয়ার চুতিয়া যে ১৯৭১ এর মুক্তিযুদ্ধই বিশ্বাস করতে চায় না, তারা বলে পাকিস্তানই ভালো ছিলো। তাই তাদেরকে ২০০১-০৬ এর বিএনপি জামাতেক কুকীর্তি বলে লাভ নাই যারা পাকিস্তানে বিশ্বাসী। এই কথা বিপরীতে বলবে স্বাধিনতা চেতনা বেচে হবে না। ঠিক এই দিনটা আসবে যখন স্বৈরাচার প্যাচিস্ট গুমের নাটক বলেও লাভ হবে না, অপেক্ষায় থাকেন। খাম্বা তারেক ১০ পার্ছেণ্ট চান্দা লইওয়াও যদি কুতুব সাহেবদের পীর হইত পারে। আওয়ামীলীগ অন্যায় না করেও এর চাইতে বড় সম্মান পাবে সেদিন বেশি দেরী নয়। কিন্তু তত দিনে সামু থাকলে ভালো বা কুতুব মিয়া সামুতে থাকলে ভালো।

কুতুব সাহেবের জমি কোন আওয়ামীলীগের নেতা নাকি দখল করেছিলো, সেখান থেকেই আওয়ামিলীগের ওপর চ্যাতে আছে। কিন্তু আজ অবধি সেই জমী দখলমুক্ত হয় নি, যদিও আওয়ামীলীগ নাই। এমন অনেক কত অভিযোগ। তার জমি এখন এখন বিম্পি বা জামাত বেচে দিলেও তার আফসোস নাই। আসলে তাদের অভিযোগ না ঠিক, পিনিক তাদে মগজ ধুলাই করেছে।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:১৩

মাথা পাগলা বলেছেন: @সৈয়দ কুতুব

গ্রেনেড হামলার বিচার চাওয়াতে এতো চেতে গেলেন কেন? বিএনপির কুনু দুশ নাই। সব দোষ হাসিনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.