নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৩

হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?


হাদিকে মারল জামাত/শিবির, খুনি নাকি ছাত্রলীগের লুংগির নীচে থাকা শিবির ক্যাডার, ডাকাতি করছিল ছেড়ে আনলো জামাতি আইনজীবি , কয়েকদিন হাদির সাথে ছিল।

খুন করলো জামাত শিবির কিন্তু দোষ হোল ভারতের , ৩২ নাম্বারের, প্রথম আলো-- ডেইলি স্টারের, ছায়ানটের । ব্যপারটা কি বুঝলেন ?

প্রথমে সাদেক কায়েম দাবি করলো বিএনপির মির্জা আব্বাস নাকি এই হত্যাকান্ড ঘটিয়েছে , তাহলে বিএনপিকে আক্রমণ না করে অন্যদের কেন আক্রমন করা হোল ?

হাদি জুলাই আন্দোলনে ছিল না সেপ্টেম্বর ২০২৪ এ তার আবির্ভাব এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নোংড়া জঘন্য ভাষায় বয়ান দেওয়া লোক, যার মুখের কাছে সাকা চৌধুরী দুধের বাচ্চা ।

তারে খুন করলো জামাত শিবির কিন্তু দোষ হয়ে গেল কাদের ?

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৫

রাসেল বলেছেন: লাশের রাজনীতি। দেশের হতভাগ্য জনগণের প্রতি আমাদের মহান নিষ্পাপ দেশপ্রেমিক রাজনীতিবিদ; মহাজ্ঞানী, মহাজন প্রশাসক; আইন তার নিজের গতিতে চালানো বিচারব্যবস্থা; শান্তিশৃঙ্খলা রক্ষক; দেশের প্রতিটা ইঞ্চি রক্ষাকারীদের প্রতীকী উপহার।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৮

এ আর ১৫ বলেছেন: অনেক সত্য কথা বলেছেন ভাই, ধন্যবাদ ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৬

সৈয়দ কুতুব বলেছেন: ওসমান হাদিকে মেরেছে এক্স ছাত্রলীগ ফয়সাল। সে ছিলো আওয়ামী লীগের ক্যাডার ; অস্ত্র লুটের মামলায় তাকে জামিন করিয়েছে প্রশাসন।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৪

এ আর ১৫ বলেছেন: আপনারে অনেক বুদ্ধিমান ভাবছিলাম কিন্তু আপনি ছাগু গুলোর মতই --- সে তো ছাত্রলীগের লুংগির নীচে ছিল, যেমন ছিল হাসনাত, সারজিস, সাদেক কায়েম, নাহিদরা । নভেম্বরে সে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে এবং জামাতি আইণজীবিরা তাকে ছাড়িয়ে আনে। শিবির ক্যাডার না হলে কি জামাতি আইনজীবি তাকে রক্ষা করবে ? সে সাদেক কয়েমের ঘনিষ্ঠ এবং হাদির সাথে শেষের কিছু দিন ছিল ।
ভাই ছাগলামিটা একটু কম করেন !

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৫

নিমো বলেছেন: সেটাই এক্স ছাত্রলীগ সারজিসের গত বছরের ১৫ ডিসেম্বর লাশের তালিকা দেয়ার কথা। কিন্তু এ বছরের ১৫ ডিসেম্বর চলে গেল, তালিকা এলো না। এক্স ছাত্রলীগ মব সন্ত্রাসী হাসনাত এখন পুনর্গঠনের কথা বলে। এক্স ছাত্রলীগ ফরহাদ বাপের পয়সায় হলে হলে এসি খাট দিবে। এসব লিখবেন বলগের দুগ্ধপোষ্যরা রেন্টুর বইয়ের লাশের রাজনীতি মানবে, কিন্তু জা-শির হারামজাদাগুলো এদের কাছে পরম আদরের।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০০

এ আর ১৫ বলেছেন: এখন মনে হচ্ছে , হাসনাত ,সারজিস, সাদেক কায়েম কাউকে হত্যা করলে --- এরা বলবে এরা এক্স ছাত্রলীগ ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২১

ক্লোন রাফা বলেছেন: সৈ. কুতুব হলো আওয়ামী বিদ্বেষী একজন প্রকৃত জুলাই যোদ্ধা। আওয়ামী বিরোধী না কিন্তু বিদ্বেষী। ঘুমে , জাগ্রত অবস্থায় এমনকি প্রার্থণারত অবস্থায়ও আওয়ামী ফোবিয়ায় আক্রান্ত একজন হিস্টোরিয়াগ্রস্ত প্রাণী । খোঁজ নিয়ে দেখা যাবে উনিও একসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ কিংবা অন্য কোনো লীগের সাথে জড়িত ছিলেন। B-)

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩২

এ আর ১৫ বলেছেন: সে যে একটা লালবদর সেটা সবাই জানে । এই হাদি গালাগালি ছাড়া কিছুই পারতো না , সে নাকি শহিদ !!!! তারে জামাতিরা মারলো , হয়ে গেল ভারত বিরুধী কান্ডারি । সে যেহেতু ভারত বিরুধি কথা বলতো তাই , তাকে নাকি ভারত হত্যা করেছে !!!! এতো লো প্রফাইলের হাদিকে কি কেউ হিসাবে রাখে ?

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: ছাগু মাথার brain নিয়ে আপনার কাছে কোয়েশচন ? দলীয় পদ ছুপারা কি করে পেল ? কত টাকা খেয়েছে সাদদাম ? ওবায়দুল কাদের কত টাকা খেয়ে চাকুরি দিতো এদের ?

আজকে যা যা ঘটছে গত ১৭ বছরের ফলাফল। শেখ হাসিনা আওয়ামী লীগ কে শেষ করেছে , ওবায়দুল কাদের দলকে শেষ করেছে । নুরুল ইসলাম নাহিদ এবং দিপু মনি এডুকেশন সিসটেম শেষ করে দিয়েছে ।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৬

এ আর ১৫ বলেছেন: এই পোস্টের বিষয় নিয়ে প্রশ্ন করুন , কোন ছাগলামি করার স্থান এটা নহে ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭

আদিত্য ০১ বলেছেন: কুতুব সাহেব সাদিক কায়েমের মত আগে আওয়ামীলীগ করতো। সরকারী চাকরি পাইছে আওয়ামীলীগ আমলে- কিন্তু এটাতে কিছু বলা যাবে না। বাকি সবাই আওয়ামীলীগ আমলে দুর্নীতি করে সরকারি চাকরী পাইছে। কিন্তু তার ক্ষেত্রে কিছু বলা যাবে না। লুঙ্গির তলে থেকে অনেক কিছু বাগিয়ে নিছে, যেমন নিছে সাদিক কায়েম সারজিসরা। কিন্তু কুতুবের রাগ আওয়ামীর বিরুদ্ধে ১/২ টা অবৈধ স্বার্থ যখন চিরতার্থ হইনি। এর মধ্যে একটা হইলো তাদের মিরপুরের জমির আইনগত সমস্যা আছে মানে দলিলে সমস্যা, হয়ত এটা অবৈধ। কিন্তু সেটা আওয়ামীলীগে পাওয়ার খাটীয়ে কেন পেলো না। এইখানে তার রাগ। আর এই রাগ থেকে এখন বস্তা পচা কমেন্ট করে।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭

এ আর ১৫ বলেছেন: অনেক সত্য তথ্য দিয়ে দিয়েছেন ভাই, ধন্যবাদ ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১২

সৈয়দ কুতুব বলেছেন: আদিত্য ০১@আপনি সামুর ইলিয়াস । ইলিয়াস যেমন গুজব ছড়ায় আপনিও তেমন গুজব ছড়ান । আমি কোনো দল করি নাই কিনতু সে সুযোগ বরাবর ছিলো । আমার রিলেটিভদের মাঝে আওয়ামি-বিএনপি-জামাত সব আছে । যেহেতু দেশে বাস করি আপনার মতো বিদেশে কামলা দেই না তাই চাকুরিতো করাই লাগবে ; সেটা যে সরকারই থাকুক । ;)

উচিত কথায় ইলিয়াস বেজার হয় ।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮

এ আর ১৫ বলেছেন: আপনার সাথে ইলিয়াসের কোন পার্থক্য নেই । এখন জানলাম আপনি হাসনাত, সারজিস, সাদিক কায়েমের মত লুংগির নীচের আওয়ামী লীগ ।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬

সৈয়দ কুতুব বলেছেন: এই পোস্টের বিষয় নিয়ে প্রশ্ন করুন , কোন ছাগলামি করার স্থান এটা নহে ।

এবার সুর এতো নরম কেন ? =p~

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬

এ আর ১৫ বলেছেন: ছাগল কইলাম !!! এটা নরম সুর ::: ঠিক আছে এবার একটু সুর উঠাই --- রাম ছাগল । ব্লগিন করেন এত বছর, তাহোলে তো জানা থাকার কথা মন্তব্য বা প্রশ্ন করতে হয় পোস্টের বিষয়ের উপরে , রাম ছাগলের মত আচরন করা কি মানায় ?

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭

শ্রাবণধারা বলেছেন: @লেখক বলেছেন: এই পোস্টের বিষয় নিয়ে প্রশ্ন করুন, কোন ছাগলামি করার স্থান এটা নহে ।

আপনার চেয়ে বড় ছাগল ব্লগে আর একটাও নেই! আপনি কোনো সাধারণ ছাগল নন। উগ্র স্বভাবের, হেলমেট-হাতুড়ি লীগের মার্কা ছাগল। সৈয়দ কুতুব যেটা আপনাকে বলার চেষ্টা করছে, সেটা হলো আপনার মতো ছাগলগুলোর কারণেই আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে।

আপনার আগের পোস্টে দেখলাম, আপনি ব্লগার নতুনকে রাজাকার তকমা দিয়েছেন। আপনার কঠোর শাস্তির প্রয়োজন।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২

এ আর ১৫ বলেছেন: ছাত্রলীগের লুংগির নীচের শিবির গুলো ছিল হেলমেট হাতুড়ী লীগ । আমি বড় ছাগল নাকি ? আপনি তো রাম ছাগল একটা । ব্লাগার নতুন একটা লালবদর কাম রাজাকার , প্রগতিশীলদের লুংগির নীচে লুকাই ছিল , তারপর তার আসল চেহারা প্রকাশ করেছে ।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯

নূর আলম হিরণ বলেছেন: সৈয়দ কুতুব আপনি এটা কি বললেন যে প্রশাসন জামিন করিয়েছে!
জমিয়ে করিয়েছে জামায়েতের আইনজীবী। আর এই ছেলে এক্স ছাত্রলীগ হলে সাদিক কায়েম সহ আরো অনেকেই এক্স ছাত্রলীগ যাদের আপনারা এখন মাথায় তুলে রেখেছেন। খারাপ করলে এক্স ছাত্রলীগ এর আপনাদের মনের মত করলে বিপ্লবী! একটু ভাবুন, বুঝতে চেষ্টা করুন।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৫

এ আর ১৫ বলেছেন: ভাই কি আর বোলবো ,, এখন মনে হচ্ছে , হাসনাত ,সারজিস, সাদেক কায়েম কাউকে হত্যা করলে --- এরা বলবে এরা এক্স ছাত্রলীগ । ধন্যবাদ ।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


দেশে জঙ্গীবাদীদের চাষাবাদ অনেক দিন ধরেই চলছে।
শেখ হাসিনা জেনেও এই চাষের জমিতে পানি দিতেন।
এখন তার ফসল ফলেছে।
এমনটাই তো হবার কথা ছিল।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১০

এ আর ১৫ বলেছেন: খুব সত্য কথা বলেছেন , তিনি মাদ্রাসার ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সুযোগ দিয়েছেন এবং যার জন্য আজ এই দশা ।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১০

আলামিন১০৪ বলেছেন: একটা-দুইটা দালাল ধর, সকাল বিকাল নাস্তা কর

১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১২

এ আর ১৫ বলেছেন: তাহোলে দালাল ধরতে গিয়ে হাদিকে মারলেন কেন ? হাদি ও কি দালাল ?

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৪

আলামিন১০৪ বলেছেন: যানা হাদিকে খুনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতা, এদের বিচারের মুখোমুখি করতে হবে! রাষ্ট্র ব্যর্থ হলে জনগণ বিচার করবে, প্রথম আলু/ডেইলি স্টার আওয়ামী দালালের মুখপাত্র

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩২

নিমো বলেছেন: আলামিন৪২০, তুঔ কোন দালালদের মুখপাত্র। দাঁড়িপাল্লা।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭

নিমো বলেছেন: শ্রাবণধারা, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারের দায়টা কোথায়? আপনি, নতুন সহ আরও কিছুর জুলাই নিয়ে অতিরিক্ত মাতামাতিই বলগের জা-শির ছানাপোনা সহ দেশের মব সন্ত্রাসের জন্য দায়ী। আওয়ামীলীগ দোষ করেছে বিচার করার দরকার। নতুন বন্দোবস্তের নামে দেশজুড়ে অরাজকতা করে সবই গত ১৭ বছরের ফালাফল বলে আর কত চালাবেন। শ্রীলঙ্কা আর নেপাল একটু দেখেনতো।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৯

মাথা পাগলা বলেছেন: রাজাকার ছয়লাভ দেশে নয়া দিগন্ত, আমার দেশ এগুলাই প্রধান খবরের কাগজ হবার কথা। দেরিতে হলেও যে হচ্ছে এটাই আশার কথা। অদ্ভুত লাগে যখন এধরনের অসভ্য রুচি, ভাষা ও চিন্তার ধারার মানুষকে আইডোলজি বানিয়ে ইউনুসের মতো নোবেল লরিয়েট সাথে বড়বড় বুদ্ধিজীবীরা বয়ান দেয়। শুনলাম কবি নজরুলের কবরের পাশে এই *উয়া ছাপড়িকে শায়িত করার দাবি উঠেছে। সত্যিকারের কামলা-প্যাসিস্টদের কামড়া-কামড়ি শুরু হয়েছে।

@শ্রাবণধারা @সৈয়দ কুতুব - Whataboutism/Deflection মানে আলোচনার মূল দোষ বা বিষয় থেকে সরে গিয়ে "অমুক কী করেছে?" "আপনাদের জন্যই হয়েছে" টাইপ অন্য প্রসঙ্গ টেনে আনেন, যাতে আসল ইস্যু চাপা পড়ে। বিপ্লবের দেড় বছর পর দেশের যদি আরও অবনতি হয় সেই বিপ্লব নিয়ে জনগণ প্রশ্ন তুলবে আর "সব দোষ হাসিনা"র বললে মানুষ মানবে কেন? জনগণ "জুলাই বদর" নতুন শব্দ আমদানি হলে অবাক হবো না। কুতুব সাহেবের লাস্ট ৫০ টা কমেন্ট পড়ে দেখতে পারেন কোন না কোনভাবে "সব দোষ হাসিনার" কানেকশন খুঁজে পেয়েছেন। সব চিন্তা-ভাবনায় সব দোষ হাসিনার হলে, আর ভাবনা প্রকাশ করার দরকার কি? আমরা তো জানি কি বলবেন।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২০

সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা @ এক্স করেছে এটা আগে মানতে হবে । তার নাম আদাবর থানার কমিটিতে কেন ? সে কিভাবে লিগার হলো ? পরের ঘটনা আমরা তো লিখছি। হাদির গুলি খাওয়াকে কোনো আলাদা ঘটনা মনে করি না । দেশের আইনশৃৃংখলা দেড় বছর ধরে খারাপ। আমি ১৫ মাসে কমসে কম দশবার লিখেছি । কে কে হাদির ঘটনায় লাভবান হতে পারে এসব আমার ভালোই জানা আছে । কিনতু এই ফয়সালের নাম কেন আদাবর থানার কমিটিতে থাকবে ? এরকম শুটার এবং মারডারার আপনার পিও দলে কি করে ? ;)

সাদিক কাইয়ুম কিভাবে শিবির এবং লিগ দুইটা দল একটা সাথে manage করলো ? সাদদাম যদি এটা বুঝতে না পারে তাহলে কিসের নেতা ? :-P

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৪

মাথা পাগলা বলেছেন: গতকাল রাতের কর্মকান্ডেই পরিস্কার হয়েছে হাদিকে কারা মেরেছে কেন মেরেছে। ক্লাস ৫ এর বাচ্চাও এগুলা মিলাতে পারবে।

আমার কোন দল নাই। রাজনৈতিক দিক দিয়ে দেখলে গত দুই-তিন মাসে সামুতে নেতিবাচক কথা ছাড়া আমি কোন কথা কই নাই।

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬

আলামিন১০৪ বলেছেন: চোখে ঠুলি পড়ে আছে সবাই? ফয়সাল মোটর সাইকেলে করে শুট করে ভারতে পালিয়েছে, এরপরও খুনী খুঁজে বেরাস? তোদের মুখে থু...তোদের পরিণত হবে ভয়াবহ, ভারতের দাদারা কিংবা খুনী হাসিরা তোদের রক্ষা করতে পারবে না, এ রকম মিথ্যাচার সামুতে জায়গা পায় কি করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.