নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ জামান

নিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই। খুব সাধারন একটা মানুষ অসাধারন একটা আদর্শকে ধারন করে বেচে থাকার চেষ্টা করছি। আমৃত্যু সেই আদর্শের জন্য কাজ করে যাব।এবং সেই আদর্শকে বুকে ধারন ধরেই মরতে চাই।

সাজিদ জামান › বিস্তারিত পোস্টঃ

আবার পলিটিক্স-১

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩১

Dedicated To পলিটিকাল পোলাপাইন অব ম-৪৮

বন্ধু - রাজনীতি করিস কেন?

আমি - এটা কোন প্রশ্ন হইলো?

বন্ধু - কেন করিস?

আমি - ভালো লাগে তাই

বন্ধু - নাকি দলীয় পা চাটা *** হইয়া সব

লুটেপুটে খাওয়ার জন্য?

আমি - দেশকে ভালোবাসিস?

বন্ধু - তুই কি পাগল হয়েছিস? এটা কেমন

প্রশ্ন হল? দেশকে ভালবাসবো না? একশবার

বাসি। অবশ্যই বাসি।

আমি - স্বার্থ ছাড়াই…???

বন্ধু - দেশকে ভালোবাসতে গেলে স্বার্থ

দেখলে হয় না…

আমি - যারা রাজনীতি করে তারা কিন্তু

নিজের টাকা খরচ করে রাজনীতি করে……

পাবার আশা খুব কম লোকেই করে কিন্তু দলের

আদর্শকে মনেপ্রাণে লালন করে দেখেই করে

কয়েকদিন পর ওই বন্ধুর ফোন,

বন্ধু - কোথায় তুই?

আমি - মেলায় আসছি…ষাড়ের লড়াই দেখতে?

বন্ধু - ধুর ভাবলাম রুমে আছিস…

আমি - কেন? কোন জরুরি দরকার?

বন্ধু - নাহ…মার্ডার

থ্রি মুভিটা নাকি আছে তোর কাছে…তাই

আমি - মেলায় আয়?

বন্ধু - নারে…এই সব গ্যাদারিং ঘ্যানঘ্যান

ছোটবেলা থেকেই অপছন্দ করি…

আমি-ও……(ফোন কেটে দিলাম)

এরপর থেকে আমি আমার দেশপ্রেমিক বন্ধুর

থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলি……

দেশকে ভালোবাস কিন্তু দেশের সংস্কৃতি/

ঐতিহ্যে তোমার এত বিতৃষ্ণা দেখে আমার

নন্দলালের

কথা মনে পড়ে গেল…… আপনাদের

কি মনে আছে ওই সুশীল নন্দলালকে?…

নন্দলালের মত হইতে পারি না তাই পলিটিক্স

করি……

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.