| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশরাফুল মাহিন
আমি আশরাফুল কাদের মাহিন।আমি ঢাকার নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র।আমি অনেক বড় একজন বিজ্ঞানপ্রেমিক।আমার প্রিয় বিষয় গণিত ও পদার্থবিদ্যা।আমি বাংলাদেশ গনিত অলিম্পিয়াড এর সাথে জড়িত ।আমি এই ব্লগে বিজ্ঞান নিয়ে লিখব।
একটি মজার সমস্যা দেওয়া যাক।চিন্তা করতে থাকুন।
"তিনটি সাদা ও দুটি কালো টুপি থেকে যে কোনও তিনটি টুপি নিয়ে তিনটি বাচ্চার মাথায় পরিয়ে তাদের এক সারিতে দাঁড় করানো হল,যেন পেছনের বাচ্চাটি সামনের দুজনকে দেখতে পায়,মাঝের বাচ্চাটি শুধু তার সামনের বাচ্চাটিকে এবং সামনের বাচ্চাটি কাউকেই দেখতে না পায়।এবার টুপির মোট সংখ্যা,রঙ এসব বলে দিয়ে তাদের জিজ্ঞেস করা হল,তাদের মাথায় কি রঙের টুপি আছে তারা অনুমান করতে পারবে কিনা।পেছনের বাচ্চাটি বলল সে পারবে না।তখন মাঝের বাচ্চাটিও বলল সে পারবে না।তাই শুনে সামনের বাচ্চাটি তার মাথার টুপির রঙ বলে দিলো।কিভাবে সম্ভব এবং সামনের জনের মাথায় কোন রঙের টুপি ছিল????"(সমস্যার উৎসঃনিউরনে অনুরণন- মুহাম্মদ জাফর ইকবাল ও মোঃ কায়কোবাদ)
এখানে একটি কথা বলে রাখা দরকার ,বাচ্চা তিনটি ছিল খুব বুদ্ধিমান।সমস্যাটি সমাধান করতে পারলে সমাধান ও সমাধানের পদ্ধতি কমেন্টে লিখুন।
সত্যিকার অর্থে,এই সামু ব্লগে গণিত বিষয়ক লেখা তো অনেক দূরের ব্যাপার বিজ্ঞান বিষয়েই তেমন কোনও লেখা পাওয়া যায় না।অল্প কিছু লেখা পাওয়া গেলেও সেসব লেখার পাঠক থাকেন খুব স্বল্পসংখ্যক।তবে আমি আশাবাদী।আশা করছি ধীরে ধীরে এ বিষয়টির উন্নতি ঘটবে।
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
আশরাফুল মাহিন বলেছেন: ভাই,আমার প্রশ্নে ভুল নেই।ভালভাবে চিন্তা করুন।আশা করি পারবেন।
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
আশরাফুল মাহিন বলেছেন: পিছনের জনের ক্ষেত্রে আপনি যে চিন্তা করেছেন তা ঠিকাছে।মাঝখানের জনের ক্ষেত্রেও আপনার চিন্তা সঠিক।সামনের জনের ক্ষেত্রে একটু ভালো করে চিন্তা করুন।
২|
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১
গেম চেঞ্জার বলেছেন: হেঃ হেঃ দেখি আর কেউ কিছু বলতে পারেন কি-না।
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
আশরাফুল মাহিন বলেছেন: হ্যাঁ,তাই দেখার অপেক্ষায় রইলাম।
৩|
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
মাঝের জন সঠিক বলতে পারবে শুধু:
পেছনের জন "না" বলাতে, সামনের ২ জনের মাথায়, (১) সাদা, সাদা (২) কালো, সাদা
মাঝের জন যদি সামনের মাথায় কালো দেখতো, বলতে পারতো তার মাথায় সাদা; সে সাদা দেখায় উত্তর দিটে পারেনি; ৩য় জন, সেই লজিক থেকে বুঝেছে যে, তার মাথায় সাদা।
আমার ১ম উত্তর ঠিক নয়।
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
আশরাফুল মাহিন বলেছেন: আপনার উত্তর সঠিক,ব্যাখ্যাও সুন্দর।অভিনন্দন।
৪|
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২
নতুন বলেছেন: Click This Link এটা নিয়ে আমি কিছু দিন আগে লিখেছিলাম...
চালিয়ে যান... এই রকমের মজার জিনিস ভালই লাগে..
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
আশরাফুল মাহিন বলেছেন: আমি আসলে জানতাম না,আপনি এটা নিয়ে লিখেছিলেন। জানলে লিখতাম না ।...............অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ।আশা করি সাথেই থাকবেন।
৫|
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
নতুন বলেছেন: লিখবেনা কেন... অবশ্যই লিখবে... আরো নতুন নতুন বিষয়ে লেখা দেও... ।
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
আশরাফুল মাহিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.................
৬|
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪
রাজীব বলেছেন: সাদা, গাজী ভাই ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
পেছনের বাচ্ছা নিজের টুপির রং বলতে পারতো, যদি সামনের ২ জনের মাথায় কালো টুপি থাকতো; সুতরাং, সে সমনের ২ জনের মাথায় (১) সাদা ও কালো দেখেছে, বা (২) সাদা , সাদা দেখেছে।
পেছনের ছেলের 'না' শোনার পর, মাঝের ছেলে বুঝেছে যে, তার মাথায় ও সামনের মাথায় ২ ধরণের কমবিনেশন (১) কালো, সাদা (২) সাদা, সাদা; সেজন্য সে 'না' বলেছে।
এই অবস্হায় ৩য় জনের জন্য সমস্যা ২য় জনের মতোই রয়ে গেছে; সে সঠিকভাবে বলতে পারবে না।
আপনি ভুল করেছেন, মনে হয়।