নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি সুনির্মল বসুর একটা কবিতা আছে ,
"বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র।"
কবি ছাত্রই রয়ে গেলেন আমরা সবাই পন্ডিত হয়ে
গেলাম। কবির শেখার শেষ হলোনা,কিন্তু আমরা
স্বল্পজ্ঞান নিয়ে দিগ্বিজয়ী পান্ডিত্যের খেতাব
পকেটে পুরে রাখি। রাস্তায় কারো সাথে দেখা হলেই
দু-একটা জ্ঞান না দিলে পেটের ভাত হজম করা দুষ্কর
হয়ে পড়ে। তাইতো রাস্তায় বের হলেই দেখি অলিতে
গলিতে কতশত লিফলেট যেখানে স্পষ্ট একবাক্যে লেখা
থাকে"" পড়াতে চাই।"" কিন্তু "পড়তে চাই" এধরনে লেখা
ভুলেও কখনো দৃষ্টগোচর হয়না। কারন আমরা সবাই
শিক্ষক, দুর্ভাগ্যবশত ছাত্র কেউই নয় আর ভুলেও হতে
চায়না। ফেবুর কথা নাইবা
বললাম। এখানে তো একেকজন দার্শনিক,কবি,রা
জনীতিবিদ,দেশপ্রেমিক যদিও অনেকে বিদ্যার "ব" এর
ধারে কাছেও পৌছায়নি(হয়তো আমিও তাদের একজন) ।
কপি পেস্ট করে হলেও
নিজেকে রাজনীতিবিদ,দার্শনিক হিসেবে জাহির
করতে পিছপা হয়না। হোয়াট এ রাবিশ!
কথায় আছে, অল্প বিদ্যা ভয়ংকরী। রক্ষণশীল বিদ্যা
আরো দ্বিগুন ভয়ংকরী। রক্ষনশীল বিদ্যার শৃঙ্খলে আবদ্ধ
হয়ে আমরা স্ব স্ব জাতি,ধর্মের উর্ধে উঠে মুক্তচিন্তার
মাধ্যমে সত্য নির্ধারন করতে ব্যর্থ হয়। কোনটা ন্যায়,
কোনটা অন্যায় এবং কোনটা উচিত কোনটা অনুচিত,
আমরা তা বেমালুম ভুলে যায়। আজকাল স্বল্প
জ্ঞানধারী উচ্চ শিক্ষিত মানুষরাই স্বদেশ
প্রেমের চ্যাতনা দেখানোর জন্য ফেবুতে অন্য দেশকে
গালি দিতে একচুলও সঙ্কোচ করেনা। অন্যের ধর্মের
লোকগুলোকে সম্মান করা তো দূরের কথা, ধর্ম
প্রতিষ্ঠান পুড়ে দিয়ে তারা নিজেদের ধর্মপ্রান,ধর্মর
ক্ষক দেশপ্রেমিক হিসেবে প্রমাণিত করে। বড়ই অদ্ভুত
আমরা! বড়ই অদ্ভুত জ্ঞান আমাদের!
হয়তো একারনেই কবি বলেছিলেন,
" সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী,
রেখেছো বাঙালী করে, মানুষ করোনি।"
©somewhere in net ltd.