নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় আগ্রাসনবিরোধী বিপ্লবীর মৃত্যু নেই

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭



শরিফ ওসমান হাদি। তার হাদির অবশ্য মৃত্যুভয় ছিল না। তিনি বিভিন্ন সভা-সমাবেশ, আলোচনা ও সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে তিনি অনেকবার তার অস্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতবিরোধী অবস্থানের কারণে তিনি হয়তো আশঙ্কা করেছিলেন, যে কোনো মুহূর্তে তার জীবনাবসান হতে পারে। তিনি এমনও বলেছেন, ‘আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, কোনো একটা বিপ্লবে, কোনো একটা মিছিলে আমি সামনে আছি, একটা বুলেট এসে বিদ্ধ হয়ে গেছে আমার মাথায়, আমি হাসতে হাসতে শহীদ হয়ে যাচ্ছি।’ তার কথাই যেন বাস্তবে ফলে গেল। তিনি মাথায় গুলিবিদ্ধ হলেন এবং তারপর মারা গেলেন। একজন মানুষ কত সাহসী হলে ‘অকাল মৃত্যু’র আশঙ্কা আছে জেনেও নিজ আদর্শ ও সংগ্রাম থেকে পিছু সরে যাননি। তিনি তার স্বভাবসুলভ তেজোদীপ্ত কণ্ঠে মানুষকে উদ্বুদ্ধ করে গেছেন। ওসমান হাদি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সাহসী নেতা ছিলেন। স্বৈরাচারের পতনের পর থেকে গত দেড় বছর, হাদি তার কথা ও কাজের মাধ্যমে এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এত অল্প সময়ের মধ্যে তিনি এমনভাবে সবাইকে উজ্জীবিত করেছিলেন, তার মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে গেছে।

হাদি কোনো রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসীও ছিলেন না। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তিনি যখন কথা বলতেন, তখন কাউকে ছেড়েও কথা বলতেন না।

যে লক্ষ্য নিয়ে ওসমান হাদিকে হত্যা করেছে, বাস্তবে তার বিপরীত ফল হয়েছে। ঘাতকরা যে ধারণা করেছিল, হাদির মৃত্যুর পর আধিপত্যবাদবিরোধী কণ্ঠগুলো স্তব্ধ হয়ে যাবে, তা ভুল প্রমাণ হয়েছে। তরুণ প্রজন্মের নেতারা বরং আরও বেশি সোচ্চার হয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার দেখিয়ে দেওয়া পথেই ঐক্য গড়ে উঠছে। তারা ভেবেছিল, ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে জাতীয় ঐক্যে আরও ফাটল ধরবে; তাদের সেই ভাবনায় নিশ্চয়ই ছেদ পড়েছে। ঘাতকরা হয়তো কল্পনাও করেনি, এভাবে হাদির জনপ্রিয়তা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। অবশ্য, আমরাও কি তার এ বিপুল জনপ্রিয়তার পরিমাপ করতে পেরেছিলাম? ওসমান হাদির শারীরিক মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু ভারতীয় আগ্রাসনবিরোধী বিপ্লবীর মৃত্যু হয়নি। তিনি বেঁচে থাকবেন আধিপত্যবিরোধী সংগ্রামী মানুষের ভেতর।

কিছু কুৎসিত মানুষ হাদিকে নিয়ে তার মনোবৈকল্যে বমন গুলো দেখি। এবার আপনারাই বলবেন এরা কিভাবে মানুষ বলে নিজেদের দাবি করে। মনুষত্বের কিছু অবশিষ্ট আছে কি এদের মধ্যে?

মন্তব্য ২৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৮

মাথা পাগলা বলেছেন: শুনলাম শাহবাগের নাম চেঞ্জ করে হাদী চত্বর রাখার চেষ্টা চলছে। শাহবাগীদের কি এখন হাদীবাগী ডাকা হবে? আর হাদিবাগী হলে কি সকাল-বিকাল *উয়া ছিড়ে ** বলতে হবে?

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ হাদি চ্ত্বর রাখা দরকার। আপনি *উয়া ছিড়ে** বলতে পারেন উহা আপনদেরই মুখে মানায়। বঙ্গবন্ধু হল এখ হাদি হল। কষ্ট হচ্ছে বুঝি?

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখন যে স্থাপনা গুলো মুজিবের নামে আছে সেগুলো হাদির নামে করার দাবি জানাচ্ছি।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাই করা উচিত।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হাদিকে জাতীয় বীর ঘোষনা করার দাবি জানাচ্ছি।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটা হয়তো হবেনা তবে দাবী তোলা যেতেই পারে।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: লাল স্যালুট জানাই

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাদি একজন সাহসী বীর।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৩

মাথা পাগলা বলেছেন: একদা গ্রামে গিয়াছিলাম, এক চাচাতো ভাই এক বয়স্ক মুরুব্বীরে দেখায়ে বলিলো,
ঐ দেখো দেখো ঐ মুরব্বীরে চিনো ?
একাত্তরে শান্তি কমিটিতে ছিলো।
শুনিয়া মুরুব্বী আবার একটু লাজুক হাসি দিয়া কহিলেন,
এই যাহ এসব কি বলছিস।
আমার মতে ইহাই মুক্তিযুদ্ধের সেরা ন্যারেটিভ।
হালার মুক্তিযুদ্ধটারে নিয়া যত তামাশা।
(কালেক্টেড)

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কালেক্টেড বিষয় জমছেনা। আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু বাণী দেন।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৯

নতুন নকিব বলেছেন:



অকুতোভয় হাদি বাংলাদেশের স্বকীয়তা স্বাধীনতার স্বপ্ন বুনে দিয়েছে। আধিপত্যবাদের শৃঙ্খল ভেঙে দেশকে তুলে ধরতে চেয়েছিলেন নতুন উচ্চতায়। তার মৃত্যু নেই।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাদি আছে সকলের অন্তরে। জীবিত হাদিকে ভয় পেত ভারতের দালালেরা যার কারণে তাকে হত্যা করলো কিন্তু বিধিবাম মৃত হাদি তাদের জন্য আরো ভয়ানক হয়ে উঠেছে।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৫

অরণি বলেছেন: হাদির ভিডিও ক্লিপগুলো দেখলে শরীরে শিহরণ জাগে, মনটা দেশপ্রেমে উদ্দীপ্ত হয়।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভিডিও ক্লিপগুলো দেখলে বোঝা যায় তার দক্ষতা, কথা বলার বাগ্মিতা ও সুদূরপ্রসারী চিন্তা।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৯

অরণি বলেছেন: মাত্র দেড় বছরের রাজনৈতিক জীবন। এই সামান্য সময়ে কীভাবে শত সহস্র মানুষের মনে যায়গা করে নিয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাজার বছরের শ্রেষ্ঠ নেতা বলা যায় হাদিকে।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: শরীফ ওসমান হাদি একটি বিপ্লবের নাম।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হাদি হাজার বছরের শ্রেষ্ঠ নেতা ।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭

বাজ ৩ বলেছেন: হাদিকে যেই ভাবনায় মেরেছিলো,তার উল্টো ফল হয়েছে,হিতে বিপরিত হয়েছে।হাদি মৃত্যুর পর আরো বেশি শক্তিশালী হয়েছে।লক্ষ লক্ষ তরুনকে উজ্জিবিত করেছে।হাদি দেখিয়ে দিয়েছে,তোমরা ও মৃত্যুকে ভয় করোনা,বুলেটের সামনে প্রয়োজনে মাথা পেতে দিও সবাই,তবুও খবরদার প্রিয় এই দেশকে বিদেশি আগ্রাসনের খপ্পরে ফেলে দিওনা।জান দিয়ে হলেও রক্ষা করিও এই মাটি এবং মানুষকে, কোনো জালিমকে ভয় কোরোনা,কোনো জালিমের সামনে নিজের মূল্যবান ইমানকে বিক্রি করে দিওনা,

১২| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০০

লুধুয়া বলেছেন: বরং প্রশ্ন করা উচিত। হাদি কি রাজাকার না জামাতি সন্ত্রাসী

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০০

লুধুয়া বলেছেন: বরং প্রশ্ন করা উচিত। হাদি কি রাজাকার না জামাতি সন্ত্রাসী

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৮

ঊণকৌটী বলেছেন: यथा देशः तथा नेता वा এইটাই আজকের বাংলাদেশ

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৫

শাহিন-৯৯ বলেছেন:

ওসমান হাদী বাংলাদেশী মুসলমানদের মূল সমস্যা ধরতে পেরেছিলেন তাই সে সেই সমস্যা দূর করতে সংগ্রাম শুরু করেছিলেন কিন্তু আমাদের দাস ভাবাগুষ্টিটি তার লড়াইয়ে গন্তব্য বুঝে ফেলে, আর তাই কাপুরুষের মত তাকে শহীদ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.