নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবির মাঝে আমিই একজন এসহায়,এতিম।

আজাদী হাসান রাজু

এখানে যা লিখি সব সত্য এবং বিশ্বাসযোগ্য

আজাদী হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

কেন পারবে জবাব দিতে?

০৬ ই মে, ২০২৫ সকাল ৭:২৯


জবাব দিতে পারবে কেন?

কেনন বার বার মন ভাঙ্গলে?
কেন প্রতিবার মন নিয়ে খেললে??
কেন প্রতিনিয়ত কষ্ট দিলে????
কেন প্রতিবার আঘাত দিলে?????
কেন বার বার ধোকা দিলে??????
কেন মিথ্যা বলেছিলে???????
কেন ছলনা করলে???????
কেন মিথ্যা আশ্বাস দিয়েছিলে?????????
কেন বলেছিলে থাকব অনন্তকাল???????????
কেন বলেছিলে তুমি ছাড়া অন্য করো না????????????
কেন বলেছিলে তুমি শুধু আমার?????????????
কেন বলেছিলে আর কখনো ছেড়ে যাব ন???
কেন বার বার ওয়াদা ভঙ্গ করলে??????
কেন শপথ করেছিলে???
পারবে জবাবা দিতে???? বলো
জানি জবাব দেবার মত সাহস তোমার নেই। তাই আর তোমাকে জোড় করব না বলব না,
তোমার নিষ্ঠুরতার নিয়ে আমি আজো একা ভাবি কেন ভালোবাসনি
আমাকে আমার হৃদয়কে

বি দ্রঃ বছর কয়েক আগের লেখা,অনেক ছেলেমানুষির,মতো,হয়েগেছিলাম, কিন্তু আজ আবারোও তা!
বলতে পারি নি তখন কথা গুলো বলতে ইচ্ছা করছে আজ যন্ত্রণায় প্রখর হয়ে যাচ্ছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৭

শায়মা বলেছেন: সময়ের সাথে সব দুঃখই বিলীন হয়ে যায় .......

০৬ ই মে, ২০২৫ রাত ১১:৫১

আজাদী হাসান রাজু বলেছেন: ঠিক জানি না, তবে আমার দুঃখ গুলো অনেক সার্থপর সময়ের সাথে থেকে গি্য়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.