| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কিভাবে পারে তাদের ভালোবাসার মানুষকে ভুলে থাকতে!
কিন্তু আমি কেন পারি না ভুলে থাকতে কেন? কেন? সেদিন হয়,"ত প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তোমার হাতে হাত রেখে সম্ভবত সে কারণে ভুলে যেতে পারি...
আমার কথা তোর ভাবতে হবে একদিন! তুই না চাইলেও আমার কথা তোর মনে পড়বে। একদিন তুই ভুলে থাকবি নিজেকে! একদিন তোর দাম্ভিকতা তোর অহংকার তোর অবহেলা সবকিছু ভুলে যাবি। সেদিন...
আমি তাকে সবার সঙ্গে আমার প্রেমিকা অথবা বউ হিসাবে স্বীকৃতি দিয়েছিলাম । আজ তাদের সামনে আমি মাথা তুলে দাঁড়াতে পারি না লজ্জার ভয়ে। যখন বলে তোমার ও "কোথায়? তখন আর...
তোকে বুঝতে দেই নি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে মাইগ্রেনের সমস্যা হচ্ছে তোকে বলি নি বুঝতে দেই নি শুধু তোকে পাবার নেশায়,,,
সত্যিই আমি আর্চায হই সব শেষে র্দীঘস্বাস ফেলি! সেই...
সে অনেকদিন আগে তোমাদের শহরে ছায়া হয়েছিলাম
সে অনেকদিন আগে তোমার পাশে ছায়া হয়েছিলাম
সে অনেকদিন আগে তোমার ঠোঁটে ঠোঁট রেখেছিলাম
সে অনেকদিন আগে তোমার হাতে হাত রেখেছিলাম
অনেকদিন আগে তোমার পরশে...
তোমার শত অবহেলার মাঝে কতবার তোমার কাছে ফিরে এসেছি কিন্তু লাভ হয় নি।
কতো ভালোবেসে কাছে আরো কাছে আসতে চেয়েছি তুমি শোন নি!
কতো চোখের পানি ফেলেছি তোমার বদলে যাওয়ায় তুমি দেখ...
তুমি থাকলে ভ্যাপসা গরম হতো না
তুমি থাকলে গাছের পাতা শুকিয়ে যেত না
তুমি থাকলে মনখারাপের দিনগুলো এত লম্বা হতো না
তুমি থাকলে বুকের ভেতর হাহাকার জমত না
তুমি থাকলে রাতগুলো এত নিঃশব্দ...
কম্পিউটারের কাজ শিখতেছি সময়ের ফাঁকে কিছুদিনের জন্য মূলত সার্টিফিকেট নেবার প্রয়োজনে!প্রায় অনেক কাজ পারি অফিসিয়াল খুব একটা পারি না।সেখানে একটি মেয়ে খুব সিরিয়াস কম্পিউটারে অনেক টা দূর্বল। ফর্সা ,স্লীম সুন্দর...
তৃমি কি করোনি ভুল কোনদিন
মানবতা আজ পরাজিত তোমার কারণে
রাধা সেজে বসে আছো প্রেম নিলায় রাত্রি যাপনে।
নেই তবে কষ্ট এভাবেই প্রতিদন তাদের সঙ্গে প্রেম বাতায়ন
কত ছলনা জানো গন্তব্যহীন তুমি।
বোঝ না বিশুদ্ধ...
তুমি কি করোনি ভুল হায় কোনদিন?
মানবতা পরাজিত তোমার কারণে,
রাধা সেজে বসে আছো প্রেম নিলায় রাত্রি যাপনে?
নেই তবে কষ্ট এভাবেই প্রতিদিন তাদের সঙ্গে প্রেম বাতায়ন।
কত ছলনা জানো গন্তব্যহীন তুমি,
বোঝ না বিশুদ্ধ...
তেমার শত ব্যস্ততা হাজার খুশির মাঝে আমাকে কি এক সেকেন্ড জন্য মনে পড়ে? জানি কখনো মনেও পরে না পড়বেও না আমি কি এমন ব্যক্তি কেনই বা মনে পড়বে।...
২০১৭ তে কোনো এক সময় ফেবু ভার্চুয়াল জগতে তার সঙ্গে পরিচয় হয়।সময়ের ফাঁকে ফাঁকে সে আমার সঙ্গে কথা বলত। যেন ক্লান্ত জীবনের ভিড়ে একটু প্রশ্রয়ের আশ্রয় খুঁজে নিত আমার কাছেই।মন...
আমদের অনেক সুন্দুর কিছু?পরিকল্পনা ছিলো
পরিকল্পনা টা সেই তাকে নিয়ে, অনেকেই হয়তো হাসবে বা অনেককিছু মনে করবেন!
যাইহোক পরিকল্পনাকথা বলি ভালবাসার সেই মানুষটাকে নিয়েই জীবনের প্লানটা করেছিলাম দুজনে...
সত্যি তুমি ফিরবে না? আমাকে ভালোবাসবে না
হাতে হাত রাখবে না,
এক সাথে হাতটি ধরে হাঁটবে না,
চোখে চোখ রাখবে না,
স্বপ্নরূপ আঁকবে না,
একটি বার জড়িয়ে ধরবে না,
চৌচির ঠৌটে একটু চ্ম্বন দেবে না?
সত্যিই তুমি...
জবাব দিতে পারবে কেন?
কেনন বার বার মন ভাঙ্গলে?
কেন প্রতিবার মন নিয়ে খেললে??
কেন প্রতিনিয়ত কষ্ট দিলে????
কেন...
©somewhere in net ltd.