নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবির মাঝে আমিই একজন এসহায়,এতিম।

আজাদী হাসান রাজু

এখানে যা লিখি সব সত্য এবং বিশ্বাসযোগ্য

আজাদী হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

যে ভালোবাসা ফিরে আসে শুধু স্বপ্নে

০২ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

মানুষ কিভাবে পারে তাদের ভালোবাসার মানুষকে ভুলে থাকতে!
কিন্তু আমি কেন পারি না ভুলে থাকতে কেন? কেন? সেদিন হয়,"ত প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তোমার হাতে হাত রেখে সম্ভবত সে কারণে ভুলে যেতে পারি নি পারি নি।
মনে পড়া মনে করা বলতে মিস ইউ বলতে ঠুক কতটুকু বুঝায় তা আমি জানি না! 
আজো আমি সেই দিনগুলোরর মতো ভালোবাসি! 
প্রথম রিক্সয় হাত ধরা সময়টার মতোই ভালোবাসি। মনে পড়লে এসব সোনালী অতীত হাতড়ে বেড়াই আর একটু হেসে উঠি। 
এসব ছোট ছোট সুন্দর, সুন্দর মহূর্ত মনে করি ভাবতে থাকি
আবার যদি তুমি আমার কাছে আসো তখন দু জনে আবার শহর বন্দরে ঘুড়েবেড়াব। আগের মতো সারা রাত জেগে কথা বলব! ঝগড়া করব অবশ্য আমি ঝড়া করি না তুমি করো তুমি করো ঝগড়ুটে একটা।
স্বপ বুনি তোমায় নিয়ে আগের মতো এসব ভেবে ভেবে একটু আনন্দ লাগে মনে।
এসব মহূর্ত মনে করে যদি আমার কিছু আনন্দ লাগে তা,তেই সই। সেটা হোক আমার বোকামি বা পাগলামি।
তারপরেও আমি চাই সত্যিকারে তুমি কাছে না আসলেও আমার কল্পনায় এসো স্বপনে এসো
০২ডিসেম্বর ২৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.