| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

২০১৭ তে কোনো এক সময় ফেবু ভার্চুয়াল জগতে তার সঙ্গে পরিচয় হয়।সময়ের ফাঁকে ফাঁকে সে আমার সঙ্গে কথা বলত। যেন ক্লান্ত জীবনের ভিড়ে একটু প্রশ্রয়ের আশ্রয় খুঁজে নিত আমার কাছেই।মন খারাপ থাকলে পাঠাত মনখারাপের গান। হঠাৎ করেই ছবি পাঠিয়ে বলত এই দেখো আমি এখন এটা করছি।তার হাসি, অনুভব, ছোট ছোট অনুভূতির মুহূর্তগুলো সে আমার সঙ্গে শেয়ার করতো।
আজ হঠাৎ করেই তার কথা মনে পড়ল। শেষ কথা হয়েছিল ১ মার্চ ২০১৯ তারপর আর কোনো যোগাযোগ হয় নি। সময় চলে গেছে, কিন্তু কিছু স্মৃতি রয়ে গেছে
ভাবলাম এই অনুভব শুধু নিজের মধ্যে আটকে না রেখে সবার সঙ্গে শেয়ার করি।
২০-০৫-২৫
ঢ্কা,মিরপুর ১৪
২|
৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪০
শায়মা বলেছেন: ২০১৯ এর পর হারালো কেনো?
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসা হারায়ে গেলে
চেনা মানুষ অচেনা হয়ে যায় ।
...............................................................
এরপর জীবনকে বাস্তবতা দিয়ে চেনা যায় ।