| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি থাকলে ভ্যাপসা গরম হতো না
তুমি থাকলে গাছের পাতা শুকিয়ে যেত না
তুমি থাকলে মনখারাপের দিনগুলো এত লম্বা হতো না
তুমি থাকলে বুকের ভেতর হাহাকার জমত না
তুমি থাকলে রাতগুলো এত নিঃশব্দ হতো না
তুমি থাকলে নিজের সঙ্গেই কথা বলতে হতো না
তুমি থাকলে তোমাকেই চাই বলার সাহস থাকতো
তুমি থাকলে, সত্যিই... আমি হাসতে পারতাম
২১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
আজাদী হাসান রাজু বলেছেন: শ্রদ্ধা অশেষ ধন্যবাদ পাঠ করবার জন্য! আগে আফনারে পাইলে কবিতার জন্য হেল্প নিতাম
২|
৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ৩:৩৯
হুমায়রা হারুন বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১১
সুলাইমান হোসেন বলেছেন: খুবই সুন্দর কবিতা লিখেছেন ভাই।
তুমি থাকলে একা থাকার দুঃখ পেতে হতোনা,
তুমি থাকলে লেকের পাড়ে একা ঘুরতে হোতো না।
তুমি থাকলে হৃদয়ে অনুর্ভর বৃষ্টি বর্ষিত না।
তুমি থাকলে কালো মেঘে হৃদয় ঢাকিতনা।
তুমি থাকলে রাতের দুঃস্বপ্ন হোতোনা।
তুমি থাকলে অন্ধকারে কৃত্রিম আলো জ্বালতে হোতো না।