| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটারের কাজ শিখতেছি সময়ের ফাঁকে কিছুদিনের জন্য মূলত সার্টিফিকেট নেবার প্রয়োজনে!প্রায় অনেক কাজ পারি অফিসিয়াল খুব একটা পারি না।সেখানে একটি মেয়ে খুব সিরিয়াস কম্পিউটারে অনেক টা দূর্বল। ফর্সা ,স্লীম সুন্দর লম্বা দারুণ দেখতে ।তবে খুব ঢঙ্গি আমার সঙ্গে খাতির জমানোর চেষ্টা। ওয়ার্ড সম্পর্কে তাকে যদি একটু সাহায্য করি। তবে সে প্রেক্ষিতে তার বাসায় দাওয়াত করবে আমাকে এইরকম সে। খুব চমৎকার কথা বলে, বাচনভঙ্গি বেশ ভালো।তিনি বিশিষ্ট আইন বিশেষজ্ঞের মেয়ে। একমাত্র মেয়ে ।এ ধরণের মেয়ে সুখে থাকতে থাকতে ভুতের নিয়ন্ত্রণে চলতে থাকে।প্রথমে মনে হয়েছিল ও শুধু ঢং করে, খাতিরের ভান করে। কিন্তু পরে বুঝতে পারি, মেয়েটা মাঝে মাঝে নিজের মধ্যে থাকে না। কখনো চোখ বড় বড় করে চুপচাপ বসে থাকে, কখনো আবার হুট করে অদ্ভুত কিছু কথা বলে ওঠে।একদিন হঠাৎ করেই সে আমাকে বলে বসে...................
বানোয়াট ![]()
১৯-০৮-২৫
আজাদী হাসান
©somewhere in net ltd.