| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওপারবাসী
নিজেকে চিনতে পারি নি আজও। সদা আমার আমিকে খুজে বেড়াই।
ও নীল জোছনা
তুমি স্বপ্ন হয়ে
আমার আকাশে উড়ে আসো।
স্বপ্ন তুমি ঘুম হয়ে
আমায় বেহুঁশ করো।
ঘুম তুমি
বালিকার শাড়ির আঁচল হয়ে
আমায় জড়িয়ে রাখো।
বালিকা আজ আমি
ভালবাসার ঘাটতি পূরণ করব
আমায় শক্ত করে ভালবাসো।
৩০/১১/১৫।
©somewhere in net ltd.