| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওপারবাসী
নিজেকে চিনতে পারি নি আজও। সদা আমার আমিকে খুজে বেড়াই।
ঈদ মোবারক।
সচরাচর ঈদের শুভেচ্ছা জানানো হয় না। তবে এবার ভাবলাম এই জগতটায় নতুন যেহেতু সবাইকে মনে হয় ঈদের শুভেচ্ছাটুকু জানানো উচিত। সৌজন্যতার খাতিরে। আসলে কেউ একজন কহিলো এটা নাকি...
কখনো নিজের ভেতরের স্বপ্ন গুলো পাজর ভাঙ্গা কামড় দেয়।
বাবা মায়ের প্রত্যাশার কামড় গুলো ভয়ানক রকম হিংস্র।
ভাইয়ের ক্লান্তিময় চাওয়া টুকুও বেলা শেষে থেমে থেমে কামড় বসায়।
বোনের স্নেহভরা মিষ্টি কামড় ভাইয়ের...
ও নীল জোছনা
তুমি স্বপ্ন হয়ে
আমার আকাশে উড়ে বেড়াও।
আমি স্বপ্নাতুর চোখে
চাঁদের সাথে
ভালবাসার ছক আঁকাব।
ও নীল জোছনা
তুমি স্বপ্ন হয়ে
আমার আকাশে উড়ে আসো।
স্বপ্ন তুমি ঘুম হয়ে
আমায় বেহুঁশ করো।
ঘুম তুমি
বালিকার শাড়ির আঁচল হয়ে
আমায় জড়িয়ে রাখো।
বালিকা আজ আমি
ভালবাসার ঘাটতি পূরণ করব
আমায়...
©somewhere in net ltd.