| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওপারবাসী
নিজেকে চিনতে পারি নি আজও। সদা আমার আমিকে খুজে বেড়াই।
ঈদ মোবারক।
সচরাচর ঈদের শুভেচ্ছা জানানো হয় না। তবে এবার ভাবলাম এই জগতটায় নতুন যেহেতু সবাইকে মনে হয় ঈদের শুভেচ্ছাটুকু জানানো উচিত। সৌজন্যতার খাতিরে। আসলে কেউ একজন কহিলো এটা নাকি সামাজিকতা রক্ষার জন্য বলতে হয়। আমি আসলে খুব একটা সামাজিক প্রানী না। তাও কেউ একজন যেহেতু বলছে। তাই সামাজিকতা, আন্তরিকতা রক্ষা করার প্রয়োজন বোধ হইল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আনন্দে কাটুক সবার ঈদ।
২|
০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৫
ওপারবাসী বলেছেন: ঈদ মুবারাক আপা। আনন্দে কাটুক আপনার ঈদ।
৩|
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩
ছদ্মবেশী ভূত বলেছেন: ২০১৯ সালের নভেম্বর মাসে কেন আমি এই পোস্টটি পড়ছি ![]()
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৭
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!