নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটা জগত আছে। জগতটার কোন নাম নাই। আমার জগতে একটা তুমি আছে, একটা তিতলী আছে, একটা তুই আছে, আমি আছি আর অন্যান্য ক্যারেক্টার আছে। এই জগতে আমি আমার ভাবনা গুলো নিয়ে খেলা করি। আমাকে নিয়ে খেলা করি। এ জগত ও জগত সবমিলিয়ে ভালই দিন পার হয়ে যায়।

ওপারবাসী

নিজেকে চিনতে পারি নি আজও। সদা আমার আমিকে খুজে বেড়াই।

ওপারবাসী › বিস্তারিত পোস্টঃ

কামড়

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:১০

কখনো নিজের ভেতরের স্বপ্ন গুলো পাজর ভাঙ্গা কামড় দেয়।

বাবা মায়ের প্রত্যাশার কামড় গুলো ভয়ানক রকম হিংস্র।

ভাইয়ের ক্লান্তিময় চাওয়া টুকুও বেলা শেষে থেমে থেমে কামড় বসায়।

বোনের স্নেহভরা মিষ্টি কামড় ভাইয়ের সারাটা বিকেল ব্যাথিত করে দেয়।

আর এত কামড়ের মাঝে যখনই সুযোগ পায় তখনই প্রেমিকার ভালোবাসার কামড় ঘায়েল করে রক্তাক্ত বক্ষপিঞ্জর।

লোক মুখে আগে শুনতাম বুকের বাম পাশে কামড় দেয়।
এই প্রজাতির কথা তখনই বলা হয় যখন কেউ কোন সমস্যায় পড়ে আর সমাধান খুজে পায় না। বা ভয়ংকর রকমের চাপে পড়লেও লোক মুখে এই কথা শোনা যায়।
তো আমিও মাঝে মাঝে বুকের বাম পাশে কামড়ের ব্যাথা অনুভব করি।
ইদনিং মনে হচ্ছে বুকের পাশের কামড় ব্যাপার টা পুরাই কাল্পনিক। আসলে কামড় যখন দেয় তখন সারাটা বুক জুড়েই দেয়। এক একটা কামড় কুড়ে কুড়ে খায় সব টুকু অস্তিত্ব। চারপাশটা অসহায় করে দেয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.