| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

=নতুন দিনে নতুন আকাশ=
ও আকাশ তুই কী রূপ পাল্টাবি?
নাকি থেকে যাবি আগের মত?
তোর বুকে কী বিবর্ণ মেঘই রাখবি
না কিছু শুভ্র মেঘ তুলবি বুকে।
ও আকাশ নতুন দিন আসছে,
তুই কী মেতে উঠবি আনন্দে
রংধনু কী উঠাবি প্রশস্ত বুকে
জ্বালাবি ধরায় তোর রঙবাহারী স্বপ্ন বাতি?
ও আকাশ বুকে তুলবি
কালো মেঘের পাহাড়?
বৃষ্টি ঝরাবি?
নাকি চুপচাপ গোমট হাওয়া ছড়াবি অবেলায়?
ও আকাশ তোর চোখ ছুঁয়ে থাকবে কি
বিরহের নীল রং?
নাকি কিছু মেঘ রাখবি;
নাকি রোদ তুলে রাখবি তোর বুকের তাকে?
ও আকাশ তোর মুখ কী অন্ধকার করে রাখবি
নাকি আলোয় করবি ধরা আলোকিত?
শুভ্র মেঘেদের তুলে রাখ এবেলা;
তোর ঠোঁটে যেন বারোমাস শরত লেগে থাকে।
ও আকাশ বছর পাল্টে যাবে;
তুই কী তোর রূপ বদলাবি,
নাকি নয়নতারায় তুলে রাখবি চৈত্র?
চৈত্র গ্রীষ্ম নয় তোর বুকে চাই হরদম শরত উড়ুক।
বুঝেছিস?
================
©কাজী ফাতেমা ছবি
০৮/০১/২৫
২|
০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ও আকাশ নতুন দিন আসছে,
........................................................
আমরা আশাবাদী নূতন দিনের জন্য
৩|
০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩১
নতুন নকিব বলেছেন:
চমৎকার ছবি ও কবিতার জন্য ধন্যবাদ।
৪|
১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২০
ডঃ এম এ আলী বলেছেন:
চমৎকার কবিতা সাথে আকাশের ছবি ।
আকাশের সাথে কথা বলে কি শুনাতে চান ।
আপনার সাতৈ তাল মিলিয়ে কবি হয়ে আকাশের সাথে
কিছু কথা এখানে বলে যাই:-
কবি:
ও নীল আকাশ, একটুখানি শুনে যা.......
তুমি কি জানো, ভালোবাসা কতটা ভারী হতে পারে?
নীল আকাশ:
ভারী? আমি তো প্রতিদিন সব বোঝা বইছি,
তবু নীল থাকতে শিখেছি।
তুমি কি শিখেছ?
কবি:
আমি শিখিনি বলেই তো তোমার কাছে এসেছি।
তুমি এত বিশাল হয়েও ভাঙো না কেন?
নীল আকাশ:
কারণ আমি কাউকে আঁকড়ে ধরি না,
যাকে ভালোবাসি তাকে মুক্ত রাখি।
তুমি কি পারো?
কবি:
পারিনি।
ভালোবাসা মানেই তো ধরে রাখা, তাই না?
নীল আকাশ:
না।
ভালোবাসা মানে বিশ্বাস
মেঘ এলেও নীলটা হারায় না।
কবি:
তবু বলো,
এত নীল হয়ে একা লাগেনা তোমার?
নীল আকাশ:
একা লাগলেও শূন্য নই।
আমার বুক জুড়ে রোদ, পাখি, স্বপ্ন
আর তোমাদের না বলা কথাগুলো।
কবি:
তাহলে আমার কথাটাও রাখবে?
নীল আকাশ:
রাখব।
তোমার ভালোবাসাটা নীল করে রাখব
যাতে ব্যথাও সুন্দর লাগে।
শুভেচ্ছা রইল
৫|
১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫০
আহমেদ রুহুল আমিন বলেছেন: অসাধারণ প্রকৃতি কাব্য, শুভকামনা সতত: প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:০৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ছবিগুলো এত প্রাণবন্ত, মন ভালো হয়ে যায়।