| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

পাপ মার্জনা করো মাবুদ,
দয়া করো আমায়,
না যেন আর মোহ আমায়
মধ্যিপথে থামায়!
শুদ্ধতা দাও মনের মাঝে
ডাকি মাবুদ তোমায়
দিবানিশি আছি পড়ে
ধরার সুখের কোমায়!
হিংসা মনের দূর করে দাও
কমাও মনের অহম ,
ঈর্ষা হতে বাঁচাও আমায়
করো প্রভু রহম।
অশুদ্ধতার বেড়াজালে
বন্দি হয়ে আছি,
চাই না এমন মন্দ স্বভাব
নিয়ে ধরায় বাঁচি!
তোমার দয়া না পেলে আর
জীবনের কী মূল্য!
জীবন যেন হয়ে আছে
ভাঙ্গা কাঁচের তুল্য!
দাও হেদায়েত মনের মাঝে
শুদ্ধতা দাও মনে
তোমার দয়া যেন থাকে
নিত্য আমার সনে।
পাপ কমিয়ে দিয়ে, করো
পুণ্যির পাল্লা ভারী,
আল্লাহ তোমার নূরের আলো
জ্বালিয়ো মন বাড়ী।
=====================
©কাজী ফাতেমা ছবি
২৮/০২/২০২৩
২|
৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৫০
সুলাইমান হোসেন বলেছেন: আপনার কবিতাটা পড়ে আমার মন ঠান্ডা হয়ে গেলো।ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৪৪
বাজ ৩ বলেছেন: দুর্দান্ত একটি কবিতা লিখেছেন,