| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই সব জানে। এজন্য আলাদাভাবে প্রকৌশল ইউনিভার্সিটি কিংবা মেডিক্যাল কলেজ থেকে বিশেষায়িত ডিগ্রি নেয়ার দরকার পড়ে না।
যাহোক, যা বলছিলাম। যখন সিভিলে পড়ার সিদ্ধান্ত নিলাম তখন কেউ কেউ বললেন, 'মেয়েরা কি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে নাকি? ছেলেদের সাথে হাটে মাঠে ঘাটে কাজ করতে পারবা? উঁহু! মনে হয় না এই পেশায় সারভাইভ করতে পারবা!'
কিছু বিশেষ জ্ঞানী বললেন, 'মালপানি না নিলে কিন্তু কাজ করতে পারবা না! সৎ থাকা বড়ই কঠিন! ঐ রাস্তা ভুলে যাও!'
একজন পরিচিত বড় ভাই বললেন, 'চাকরি করতে গিয়ে তিন সি এক হয়ে যাবে!'
বললাম, 'কোন তিন সি ভাই?'
'আরে বুঝলা না? তিন সি হচ্ছে কমিশন করাপশন আর কনস্ট্রাকশন (হাহাহাহা-- অট্টহাসি)!'
আমি ভয়ই পেলাম। সিভিল পড়তে এসে ভুল করলাম না তো? সিএসই পেতাম না। ইইই অল্পের জন্য মিস হয়েছে। কেমিক্যাল মেকানিকালে পড়তে চাই না। সিভিলে কীসের অসুবিধা?
জিদ নিয়েই পড়লাম। দেশে একবার, দেশের বাইরে থেকে আরেকবার মাস্টার্স করে এলাম। তারপর যোগ দিলাম চাকরিতে। কিছুদিন বেসরকারি একটা কন্সালটিং ফার্মে ছিলাম। পরে সরকারি চাকরিতে নাম লেখালাম।
ভালোই লাগছিল। এতদিন অনেক কিছু শুনে এসেছি। কাজ করতে এসে দেখলাম এখানে ফিল্ড ওয়ার্কের পাশাপাশি ডেস্ক ওয়ার্কের অনেক অপশন। সৎ থাকা না থাকা নিজের ওপরে। কেউ সৎ থাকতে চাইলে আরেকজন ঘাড়ে ধরে তাকে অসৎ বানাতে পারে না। জি না, সরাসরি সরকারি চাকরিতে যুক্ত থেকেও এটাই আমার অভিমত।
আমাদের দেশের একটা বড় অংশ মানুষই অসৎ। শুনতে কষ্ট লাগলেও কথা সত্য। মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রমিক কাজ করে, সামান্যতম সুযোগ পেলে সেও কাজে ফাঁকি দেয়। ইঞ্জিনিয়াররা ডিজাইনিং এর পাশাপাশি টেন্ডার প্রক্রিয়াতে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত থাকে। যে ইঞ্জিনিয়ার নিজে এক টাকা কমিশন নেয় না, তাকেও কাজ বের করতে 'স্পিড মানি'র সংজ্ঞা শিখতে হয়।
অনেক কথা লিখতে ইচ্ছে করছে। কিন্তু সব কথা বলা সম্ভব নয়। তাহলে কার কার কাছা খুলে যাবে বলা মুশকিল।
সামুতে চরম জঘন্য একজন বাজে লোক আমার পেছনে লেগেছে। সে আমাকে তাবলিগি অসৎ ইঞ্জিনিয়ার বলে গালি দিয়ে নিজের বংশের পরিচয় দিচ্ছে। আমি জানতে চাই, মানুষ এত খারাপ কীভাবে হয়? এই লোক আমার সম্পর্কে জানে? আমি কী করি, কাজের ব্যাপারে কতটুকু সৎ/অসৎ কিছুমাত্র ধারণা রাখে? শুধু অনুমান থেকে একজন মানুষের সম্মানে হাত দেওয়ার মতো ধৃষ্টতা দেখানোর পরেও তাকে সামু ব্লগ কীভাবে জায়গা দেয়? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না?
আগেও বলেছি, আবারও বলছি। খুব বেশি কারেন্ট থাকলে আমার সম্পর্কে খোঁজ নিন। তারপর কথা বলুন। আমি এখানে লেখালেখি করতে এসেছি। নিজের পেশা নিয়ে একটা বাক্য বলারও ইচ্ছা আমার কোনোদিন ছিল না। ওটা আমার রুটিরুজি। ওটা আমি সবার সামনে প্রদর্শন করে বেড়াই না।
যেটা প্রদর্শন করছি, সেটা হচ্ছে লেখালেখি। আমি জানি লেখালেখি কিংবা সাহিত্য নিয়ে কথা বলার যোগ্যতা সকলের থাকে না। রাজনীতির বুলি কপচাচ্ছেন। সেটাই কপচান। সাহিত্যের পেছনে নিজের নোংরা নাকটাকে না ঢুকালেই ভালো করবেন।
ভীষণ বিরক্ত লাগছে। সম্ভবত এই অবস্থা চলতে থাকলে আমি সামুতে আমার একাউন্ট একেবারেই ডিএক্টিভেট করে দিব। একজন ফালতু মানুষ এখানে তা ধিন ধিন তা করে প্রত্যেকের মাথা নষ্ট করে দিচ্ছে। অথচ কেউ তাকে মাথা থেকে নামাতে পারছে না। আজ এই নাম কাল সেই নাম ধারণ করে সকলের পোস্ট কমেন্ট করে বেড়াচ্ছে। কী অদ্ভুত!
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০০
ফাহমিদা বারী বলেছেন: আপনার না বুঝতে পারারই কথা!
এখানে কমেন্ট করেই তার পোস্টে গিয়ে বলে এসেছেন তিনি যেন টিকে থাকেন! বেশ বেশ!
২|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:১৪
ভুয়া মফিজ বলেছেন: আপনি যার কথা বলছেন উনি একজন আউলিয়া।
উনার আধ্যাত্মিক ক্ষমতা থাকার কারনে নিউইয়র্কের এক চিপায় বসে দো-জাহানের সব খবরই উনি পান। ফলে আপনার নাড়ি নক্ষত্র উনি জানবেন, সেটাই স্বাভাবিক। এটা মেনে নিয়েই ব্লগিং করেন। উনি সামু'র সবার নাড়ি নক্ষত্রও জানেন। ফলে কেউ ওনাকে ঘাটানোর সাহস পায় না। এই বিষয়ে বিস্তারিত জানতে সেই ২০২১ সালের আমার এই পোষ্টটা পড়তে পারেন। আপনার চক্ষু খুলে যাবে। গ্যারান্টি!!!
আসুন…..পরিচিত হোন!! আর ধন্য হোন!!!!
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪
ফাহমিদা বারী বলেছেন: পড়লাম। ব্যাপক বিনোদন পেলাম ![]()
৩|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫১
কাঁউটাল বলেছেন: পাঁদগাজী আপনেরে ডিসটাব করছে?
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৫
ফাহমিদা বারী বলেছেন: উনি কাকে ছেড়ে দেন? 'আল্লাহ্র রহমত' এই দুইটা শব্দ উচ্চারণই আমার ভুল ছিল। এই পাপে উনি আমার ঠিকুজি নিয়ে পড়ে গেলেন!
৪|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৩৫
Akasher tara বলেছেন: যার কথা বলেছেন,উহা একজন পাক্কা গার্বেজ!উহার কারনে অনেক লেখক লিখতে ভয় পায়,না জানি কি বলে বসে ![]()
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৬
ফাহমিদা বারী বলেছেন: গার্বেজ তো বটেই! তবু সামু কেন তাকে চিরতরে ব্যান করে না এটাই আমার প্রশ্ন। অবশ্য তার কিছু চাটুকার আছে দেখতে পাই। কীভাবে বানাইছে কে জানে!
৫|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১০
আলামিন১০৪ বলেছেন: ঐ বরাহ শাবকের যত্রতত্র ত্যাগ করার স্বভাব ইহকালে যাবে না, তাবত না মৃত্যুর ফেরেস্তারা এসে তাকে পাকরাও করে। চলেন আমরা সবাই মিলে প্রার্থনায় বসি যেন তার তারিখটা একটু আগায়ে নিয়া আসে...
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৯
ফাহমিদা বারী বলেছেন: কারো মৃত্যু কামনা না করি। বেঁচে থাকার অধিকার সবারই আছে।
সে তার মতো যা খুশি তাই ত্যাগ করুক না! কে মানা করছে? কিন্তু অন্যদের পেজে এসে কেন যা খুশি তাই বলে যাবে? এই অধিকার তাকে কে দিয়েছে?
৬|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৪
কালো যাদুকর বলেছেন: আমাদের শহরে একটা হইওয়ে আছে। হইওয়ে ৩৫। এই হইওয়ের কনজেশন লেভেল অফ সার্ভিস ধরেন সি থেকে এফ পর্যন্ত উঠানামা করে। পিক আওয়ারে এফ। আপনি সিভিল ইঞ্জিনীইয়ার , ধরে নিলাম ট্রাফিকএরএই টার্ম গুলো আপনি জানেন। যাহোক , যেটা বলতে গেলাম, এ শহরে একটা কথা প্রচলিত আছে - আপনি যদি সুখী হয়ে এশহরে বাস করতে চান, তাহলে হাইওয়ে ৩৫ এড়িয়ে চলাচল করুন।
একইভাবে, সামুতে সুখী হতে হলে এককম নেগেটিভ ব্লগেরদের থেকে দুরে থাকতে হবে ।
ধন্যবাদ ।
০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৪
ফাহমিদা বারী বলেছেন: সত্যিই দূরে থাকতে চাইছি। কিন্তু লোকটা যেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাইছে।
৭|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭
জিকোব্লগ বলেছেন:
সামু ব্লগ কর্তৃপক্ষ নারীব্লগারদের প্রতি শ্রদ্ধাশীল। কারণে এই ব্লগের ফাউন্ডার -ই একজন নারী।
আপনাকে বলেছিলাম, আপনারা রিপোর্ট করলে কাজ হবে। হা কাজ হয়েছে , ঐ মলের কীটকে
ব্যান করা হয়েছে। কিন্তু মলের কীট কীটের মতনই আচরণ। তাই আবার এসেছে।
ব্যাপার না! হাতের কাছে ইনসেক্ট কিলার রাখবেন। নিরাপদ দূরত্বের মধ্যে ঢুকতে চাইলেই স্প্রে
করে কিল করে দিবেন।
উহার শ খানিক ইমেইল এড্রেস ও হাজার খানিক বোট আছে। উহা একটা সময় ব্লগে পর্ন
ফ্লাডিং ও করেছে। উহার এক সামু দোস্ত , সামু ব্লগে সবাই তাকে বেশ বিখ্যাত হিসেবে চেনে।
সে মাঝে মধ্যেই আদর্শের কথা দিয়ে ব্লগ লেখে , সে ব্লগে তিনটা মেয়ে আইডি দিয়ে মেয়ে হয়ে
ব্লগিং করতো। ব্লগ কর্তৃপক্ষ এইগুলো সবই জানেন। উনাররা হয়তো ব্লগ বাস্তুসংস্থানের
(Blog Ecosystem) কথা ভেবে , এইসব নর্দমার কীটদেরও ব্লগে রাখেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৫
কামাল১৮ বলেছেন: কার কথা বলছেন ঠিক বুঝতে পারছি না।