নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ পাত্রী নির্বাচন!

২১ শে মে, ২০২২ দুপুর ১:০৮





[সামুতে আমার ১১ বছর পুর্তিতে সকলকে শুভেচ্ছা।]

হাসপাতালে এক পা ভাংগা রোগী পাশের বেডের দুই পা ভাংগা রোগীকে জিজ্ঞেস করছে- ভাই আপনার কি দুই বিবি?
এই রোগী মহোদয়ের দুই বিবি কিনা জানিনা,আমি জানি পঞ্চগড়ের আটোয়ারীর লক্ষিদ্বার নিবাসী এক যুবককে যিনি ইতোমধ্যে দুই বিবি কান্ড ঘটিয়ে আলোচনার তুংগে রয়েছেন।

খবরে প্রকাশ, পঞ্চগড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই প্রেমিকার অনশন, ‌প্রেমি‌কের মহান হৃদয়, অবশেষে দুজন‌কেই বিয়ে। (আমার হৃদয়ও কম মহান নয়,শুধু প্রমানের সুযোগ পাইনি বলে প্রতিভাটা সুপ্তই রয়ে গেল!)
এই নিয়ে সেদিন গিন্নীর সাথে আলাপ হচ্ছিল।

বললাম- মে‌য়েরা স্বামীর ভাগ কাউ‌কে দি‌তে চায়না, কিন্তু দি‌লে ‌যে তা‌দের ক‌তো লাভ সেটা তারা নি‌জেরাই জা‌নেনা।
যেমন -ঘ‌রের কা‌জে সহ‌যো‌গিতা,স্বামীর সা‌থে ঝগড়া হ‌লে একজোট হয়ে আক্রমণ,একজন অসুন্থ হ‌লে অন‌্যজ‌নের সেবা পাওয়া,একজন ঘ‌রের কা‌জে ব‌্যস্ত থাক‌লে ও অন‌্যজন ফেসবু‌কে স্বামী‌কে নজরদারী‌তে রাখা,ডাবল বি‌য়ে মা‌নে দে‌শে পাত্রী সংকট ও মে‌য়ে‌দের ডিমান্ড বৃ‌দ্ধি পাওয়া, ‌রিজার্ভ পার্টনার থাকায়,যে কোন জন যে‌কোন সময় চাই‌লে বাবার বা‌ড়ি‌তে ঘুর‌তে যাওয়ার সু‌যোগ,বে‌শি সন্তা‌নের চাপ একজ‌নের উপর প‌ড়েনা। ইত্যাদি ইত্যাদি।
দেখলাম গিন্নী মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন, মনে হল কথাগুলো মনে ধরেছে!

আজ সকালে গিন্নী মোবাইলটা আমার সামনে এগিয়ে দিয়ে বলল,দেখতো পছন্দ হয় কিনা?
দেখলাম গিন্নী একটা মেয়ের ছবি আমার সামনে ধরে আছে। হাত বাড়িয়ে মোবাইলটা নিলাম। একটু দেখে বললাম-ভালো লাগছে না।
গিন্নী অতি উৎসাহ নিয়ে বলল, -এটা ভালো না লাগলে অন্যটা দেখো।
সে আরো কয়েকটা ছবি স্ক্রল করে করে দেখাতে লাগলো। আমার একটাও পছন্দ হচ্ছে না।
আমি বুঝতে পারছি না গিন্নী হঠাৎ মেয়েদের ছবি কেন দেখাচ্ছে আর পছন্দই বা করতে বলছে কেন? অকস্মাৎ সেদিন যে স্বামীর ভাগ সংক্রান্ত ফজিলত বর্ননা করেছিলাম সে কথা মনে পড়ায় ব্যাপক পুলক বোধ করলাম।

উত্তেজনার বশে এখন যেটা দেখছি সেটাই ভাল লাগছে, বেশি বাছাবাছি না করে পছন্দসই একটা মেয়ের ছবি দেখিয়ে বললাম -হ্যা এই মেয়েটা সুন্দর। যেমন হাইট, তেমন গায়ের রঙ। ফেস কাটিং টাও সুন্দর। চুল গুলো কোমর অবধি আর নাকটা দেখো, একদম বাঁশির মত।
গিন্নী শীতল চোখে আমার দিকে তাকিয়ে ততোধিক শীতল গলায় বলল- আমি শাড়ি দেখার কথা বলছিলাম। তুমি কি এতক্ষণ মেয়ে দেখছিলে?
অতঃপর চারদিকে সুনসান নিরবতা।

(কিঞ্চিৎ কুড়ানো,কিঞ্চিৎ স্বীয় উর্বর মস্তিষ্কজাত)

মন্তব্য ৫২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২২ দুপুর ১:১৫

জুল ভার্ন বলেছেন: ল শ্রুত গল্পের ভিন্ন রকম উপস্থাপণ ভালো লেগেছে।

২১ শে মে, ২০২২ দুপুর ১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সুপ্রিয় জুল ভার্ন।

২| ২১ শে মে, ২০২২ দুপুর ১:১৫

জুল ভার্ন বলেছেন: বহুল শ্রুত

২১ শে মে, ২০২২ দুপুর ১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগেও ধরতে পেরেছি

৩| ২১ শে মে, ২০২২ দুপুর ১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভেচ্ছা ভাই।

২১ শে মে, ২০২২ দুপুর ১:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন মোহাম্মদ গোফরান।

৪| ২১ শে মে, ২০২২ দুপুর ১:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন ভাই আপনাকে।
নিয়মিত পাইনা বলে খারাপ লাগে।

২১ শে মে, ২০২২ দুপুর ১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পেটের ধান্দায় খুব বিজি থাকি,তার পরও সময় পেলে সামুতে ঢু মেরে যাই। আগের মত সময় দিতে পারিনা বলে নিজেরই খারাপ লাগে।
স্বরনে রেখেছেন জেনে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ জানবেন স্বপ্নবাজ।।

৫| ২১ শে মে, ২০২২ দুপুর ১:১৯

প্রতিদিন বাংলা বলেছেন: অভিনন্দন

২১ শে মে, ২০২২ দুপুর ১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন প্রতিদিন বাংলা

৬| ২১ শে মে, ২০২২ দুপুর ১:৩৩

সোনাগাজী বলেছেন:



ব্লগে ১১ বছর পুর্তির অভিনন্দন।

সোনাগাজির মেয়ের কোপানলে পড়লে, শেষে একটাও থাকবে না, নিজের ভাত নিজে রান্না করতে হবে। ফেনীর রম্য না'হলে জমে না।

২১ শে মে, ২০২২ দুপুর ২:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্য বলেছেন, আমি রান্নাবান্নার কিছু জানিনা। তেনাকে ক্ষেপালে বিরাট বিপদে পড়ে যাবো।
পাঠোত্তর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন জনাব

৭| ২১ শে মে, ২০২২ দুপুর ২:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্বরনে রেখেছেন জেনে খুব ভালো লাগছে।

ব্লগ দিবসে সাক্ষাতের কথা মনে পড়ে খুব। এইসময় আমার "দেজা ভ্যু" হয়েছিল। ঠিক যেন আগে ঘটে যাওয়া দৃশ্য।
আমি একজন "দেজা ভ্যু" এর রুগী !!
আরেক লিটন কে খুব খুঁজি উনি আর ব্লগিং করেন না।

২১ শে মে, ২০২২ বিকাল ৫:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহা ব্লগ দিবস! দু তিন জন ছাড়া প্রত্যেকের সাথে সেই ছিল আমার প্রথম দেখা, কিন্তু মনেই হয়নি সেটা প্রথম দেখা ছিল। আল্লাহ বাচিয়ে রাখলে আবার দেখা হবে কোন ব্লগ ডে কিংবা বইমেলায়।

৮| ২১ শে মে, ২০২২ দুপুর ২:২৫

ইসিয়াক বলেছেন: মজার ছিল।
সামুতে ১১ বছর পূর্তির জন্য অভিনন্দন প্রিয় লিটন ভাই।

২১ শে মে, ২০২২ বিকাল ৫:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ইসিয়াক ভাই।

৯| ২১ শে মে, ২০২২ দুপুর ২:৩৫

শায়মা বলেছেন: হা হা

আহারে আমাদেরকে পাঠায় দিতে বলো নেক্সট টাইম ছবিগুলা।

আমরা শাড়ি দেখবো বাড়ি দেখবো গাড়ি দেখবো ভুলেও নারী মানে মেয়েটাকে পাত্তাই দেবো না...... :)

২১ শে মে, ২০২২ বিকাল ৫:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমরা পারোও বটে!
প্রথমে বলে দিলেই তো হত যে, শাড়ী অর্ডার করব,কোনটা পছন্দ হয় দেখ।

১০| ২১ শে মে, ২০২২ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন। ১১ বছর অনেক লম্বা সময়।

রম্য ভালো লেগেছে।

২১ শে মে, ২০২২ বিকাল ৫:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন রাজীব ভাই।

১১| ২১ শে মে, ২০২২ দুপুর ২:৫৮

অপু তানভীর বলেছেন: ইয়ে মানে হাসপাতালে সেই এক পা ভাঙ্গা রোগীর পাশের বেডে কি আপনার স্থান হয়েছে ? মানে বিবির কাছে পাত্রীর জন্য মেয়ে পছন্দ করে দিয়েছেন, তাতে তো সেখানেই থাকার কথা ! :D

১১ বছর ধরে প্রায় আমাদের চেনা জানা ! ব্লগে আমার কিছু সময় আগে আপনি নিক খুলেছেন । বলতে গেলে একই সময় ধরে এই সামুতে আছি আমরা । অনেক লম্বা একটা সময় ! বর্ষপূর্তিতে শুভেচ্ছা !

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি একজন দুর্দান্ত গল্পকার।
আপনার গল্পের স্টার্টিং লাইন পড়লে ভিতরে না ঢুকে উপায় থাকে না। সেই আদিকাল থেকেই আমি আপনার ফ্যান। যাক একটা লো রেঞ্জের লেখায় আপনার উপস্থিতি আমাকে আনন্দ দিয়েছে, শুভকামনা জানবেন।

১২| ২১ শে মে, ২০২২ বিকাল ৩:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: [সামুতে আমার ১১ বছর পুর্তিতে সকলকে শুভেচ্ছা।]
অভিনন্দন আপনাকে

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি জানি সামুতে আপনি আমার অনেক সিনিয়র এবং সামুর একজন জনপ্রিয় ব্লগার। আপনাদের লেখা পড়ে পড়েই সামুতে নিক খুলেছিলাম। শুভেচ্ছা নিন।

১৩| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫০

জুন বলেছেন: ১১ বছর পুর্তির অভিনন্দন গিয়াস লিটন :)

হাটিশ জুন স্বয়ং =p~
শাস্ত্রে লেখা আছে মহিলাদের চরিত্র দেব না জানন্তি, ক্যুত মন্যুষ্য :P

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখেন তো বুবু, আমি সোজা মানুষ, কি একটা প্যাচে পড়লাম

১৪| ২১ শে মে, ২০২২ রাত ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন: এগারো বছর পূর্তিতে অভিনন্দন।
গল্প ভালো লেগেছে। তবে লেখকের কথা ভেবে দুক্কু হচ্ছে। তবে হাল না ছেড়ে লেগে থাকুন :)

২২ শে মে, ২০২২ বিকাল ৫:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইরে! এক বউ মারলে আরের বউ বাচাবে এই আশায় এক লোক দুই বিয়ে করেছে। এখন এক বউ রশি দিয়া বাধে আরেক বউ মারে

১৫| ২১ শে মে, ২০২২ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,




এগারো বছর পূর্তিতে "পাত্রী নির্বাচন!" করছেন দেখে মনে হয় আপনারও দুই বিবি চাই! :|
এক বিবির খেদমত করতে করতেই এগারো বছর আগের প্রেমিকা সামু বিবির আছে আসা যাওয়া কমিয়ে দিয়েছেন। :)
আরে মিয়া ! দুই বিবি আর চার বিবিই হোক, প্রেমিকা যা দিতে পারবে, বিবিরা তা পারবেনা! বিবিরা চারদিকে সুনসান নিরবতাই এনে দেবে, সামু দেবে - হা....হা...হা... অট্টহাসি ............. :-P

এগারো বছর পূর্তিতে শুভেচ্ছা তবে ভুলেও নতুন পাত্রী নির্বাচন করতে যাবেন না। :((

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামু বিবি!
মন্দ বলেননি। আমার উনি আসলেই সামুকে সতিন জ্ঞান করে

১৬| ২২ শে মে, ২০২২ রাত ১২:২৮

জ্যাকেল বলেছেন: সব্বোনাশ! :|

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দৌড়ের উপ্রে আছিরে ভাই!

১৭| ২২ শে মে, ২০২২ সকাল ৯:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসবো না কি করবো ভেবে পাচ্ছিনা; ভাবী কি আপনাকে শেষ পর্যন্ত এমনিতেই ছেড়ে দিয়েছেন নাকি দু-এটা অর্ধচন্দ্র দিয়েছেন?

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গল্পের প্রথমে দুই ঠ্যাং ভাংগা লোকের কাহিনী পড়েও ঘটনা বুঝতে পারেন নি?

১৮| ২২ শে মে, ২০২২ সকাল ১১:৫৭

রায়হান চৌঃ বলেছেন: হসপিটাল এর ব্যাড নাম্বার টা বল্লেন না যে...... ? নাকি আরো এক দফা এর ভয়ে আছেন ? B-)) B-))

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

১৯| ২২ শে মে, ২০২২ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: আপনার প্রিয় লেখক কে? শিবরাম চক্রবর্তী?

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিব রাম,সৈয়দ মুজতবা, তারাপদ রায়।

রাজিব নুর ভাইয়ের জন্য তারাপদ রায়ের মাদ্রাজ ভ্রমণের একটা ছোটো ঘটনা ওনারই জবানিতেঃ

সেবার স্টেশনের কাছে যে হোটেলে উঠেছিলাম সেখানে খাবার ব্যবস্থাও ছিলো। তা সকালে ব্রেকফাস্ট করতে নেমেছি, বেয়ারা হাসিমুখে বললো "ভানাক্কম"। ভাবলাম নাম জিজ্ঞেস করছে নিশ্চয়; উত্তর দিলাম "তারাপদ রায়"।
রাতে খেতে নেমেছি আবার সেই বেয়ারা আর আবার "ভানাক্কম"। ভাবলাম ভুলে গেছে বোধহয়; আবার বললাম, "তারাপদ রায়"।

একটু পরে এক তামিল বন্ধুকে ব্যাপারটা বলতেই সে এই মারে কি সেই মারে, বলে কিনা "ভানাক্কম" তামিল greeting .. আমাকে ওই বেয়ারা greet করছিলো নিজের ভাষায়।দেখলাম বড্ড ভুল হয়ে গেছে।

পরদিন সকালে ব্রেকফাস্ট করতে নেমে আগেই বেয়ারাকে দেখে বললাম "ভানাক্কম"। বেয়ারা এক গাল হেসে বললো, "তারাপদ রায়"।

২০| ২২ শে মে, ২০২২ দুপুর ২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন ও রম্যে +++

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন মোঃ মাইদুল সরকার।

২১| ২২ শে মে, ২০২২ রাত ৯:৪৮

নয়ন বড়ুয়া বলেছেন: সামুতে ১১ বছর পূর্তির জন্য অভিনন্দন দাদা...

২৩ শে মে, ২০২২ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন নয়ন বড়ুয়া

২২| ২৩ শে মে, ২০২২ রাত ১২:৫৩

নূর আলম হিরণ বলেছেন: অভিনন্দন আপনাকে। শুভেচ্ছা নিরন্তর।

২৩ শে মে, ২০২২ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নুর আলম হিরন

২৩| ২৩ শে মে, ২০২২ রাত ৯:১৭

মনিরা সুলতানা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা দাদাভাই !

২৩ শে মে, ২০২২ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ দিদি ভাই

২৪| ২৭ শে মে, ২০২২ রাত ৯:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার বই ছাপার কতোটুকু কি হয়েছে? কোনো প্রকাশনী ছাপাখানার সাথে কি কথা ফাইনাল হয়েছে?

১৯ শে জুন, ২০২২ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কারো সাথে কথা হয়নি।
আপনার আন্তরিকতায় আবিভূত, শুভকামনা জানবেন ঠাকুর সাহেব।

২৫| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: ভাইরে! এক বউ মারলে আরের বউ বাচাবে এই আশায় এক লোক দুই বিয়ে করেছে। এখন এক বউ রশি দিয়া বাধে আরেক বউ মারে


পোষ্টের চেয়েও অনেক বেশি মজার এই কমেন্ট :)

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন মিরোরড্ডল

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনার এগারো বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন!
রম্য পোস্ট ভালো লেগেছে। প্রতিমন্তব্যে "তারাপদ রায়" এর কৌতুকটা দারুণ হয়েছে।
জ্যাকেল এর এক শব্দের মন্তব্যটা ভালো লেগেছে। মিরোরডডল এর টাও।
পোস্টে প্লাস। + +

১১ ই জুন, ২০২৩ রাত ৮:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনোযোগে পাঠ ও সুন্দর মন্ত্যব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.