নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

১২ বছর পুর্তি পোস্ট! কোন সহৃদয় ব্যক্তি আমার সন্ধান পেলে-

০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯



ঘরে কিছু কাঠালের বিচি পড়ে আছে। গিন্নীকে বললাম এগুলো দিয়ে ভর্তা কর। গিন্নী বল্লেন- আজতো হবেনা, কাজের বুয়া চলে গেছে।
বললাম - বুয়াকেতো ভর্তা করবে না, ভর্তা করবে কাঠালের বিচি এখানে বুয়ার কি দরকার।
জানালেন - শিল পাটায় রেখে এগুলো ভাংগতে হবে,সে অনেক ঝক্কি।
বললাম - কোন ঝক্কি নয়,আমাকে শিল পাটা এনে দাও আমিই ভেংগে দিচ্ছি।
আমাকে শিল পাটা এনে দিয়ে গিন্নী বাথরুমে গেলেন।


ফ্লোরে লেপ্টা মেরে বসে অপারেশনে নেমে পড়লাম।
বিচিগুলোর বিচিত্র স্বভাব। বাড়ি খেয়ে একটা যায় খাটের নিচে একটা আঘাত করে সিলিংফ্যানে । একটা পিছিত করে জানালা দিয়ে কই চলে গেছে আল্লা মালুম। সেকেন্ড কয় পরে নিচ তলার ভাবীর বাপের 'ঢিল মারে কোন হালার পুতেরে-' শুনে অবশ্য আমারও মালুম হয়েছে বিচিটা কোথায় গেছে। একটা অবশ্য তার নামে নাম আমার এরূপ এক গুরুত্বপূর্ণ অর্গানেও আঘাত হেনেছে।

নিজেরটা ছাড়া এতক্ষণ একটা বিচিও ভাংতে পারিনি। এবার একটাকে পাটার গর্তমত স্থানে বসিয়ে জুত মত দিলাম বাড়ি।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গিন্নীর নানীর একমাত্র নিশান ৬০ বছরের পাটাকে ছবির এরুপ করতে আমার ৬০ সেকেন্ড ও লাগেনি।




অবস্থা বেগতিক হওয়ার আগেই শার্টটা কাধে নিয়ে দিলাম দৌড়।
আপাতত গা ঢাকা দিয়ে আছি। কোন সহৃদয় ব্যক্তি আমার সন্ধান পেলে নিকটস্থ বা দুরস্থ কাউকে জানানোর দরকার নাই।


পুনশ্চঃ দেখতে দেখতে সামুতে বারোটি বছর কাটিয়ে দিলাম। এই সময়ে প্রচুর সহব্লগারের আন্তরিকতায় সিক্ত হয়েছি।তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সামুর কাছ থেকে পেয়েছি অনেক, দিতে পারিনি কিছুই শুধু কৃতজ্ঞতা টা জানিয়ে গেলাম।সামুতে প্রায়শই ঢু মারি, সময়াভাবে পোস্ট করা হয় না। অনেক দিন পর ১২ বছর পুর্তি পোস্ট দিলাম। যারা এ পর্যন্ত পড়লেন তাদের সবার জন্য শুভকামনা।


মন্তব্য ৬০ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:১৬

শেরজা তপন বলেছেন: আপনার কষ্টে মন খুলে হাসলাম। :) :) =p~ =p~

০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার অনেক সিনিয়র। সামুতে আসার পর থেকেই আপনাকে দেখছি।
আমার কষ্টে আপনি হাসছেন এ আমার জন্য আনন্দদায়ক হবার কথা নয়, তার পরও দেখলাম আনন্দ হচ্ছে।প্রথম মন্ত্যব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন শেরজা।

২| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:২০

গেঁয়ো ভূত বলেছেন: বহুত আচ্ছা মজা পাইছি ভাই। এখনো হাসতেই আছি =p~ =p~ =p~

০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভুত ভাই, পলাতক অবস্থায় আছি,শ্যাওড়া গাছের চিপায় চাপায় একটু ঠাই দেয়া যাবে?

৩| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার রম্য। কি ভাঙতে কি ভেঙে ফেললেন, আবার কিসে যেন আঘাতও পেলেন! :)
১২ বৎসরর পূর্তিতে আন্তরিক অভিনন্দন! এই বার বৎসরে গঙ্গা যমুনা মেঘনা ব্রহ্মপুত্র দিয়ে কত জল যে গড়িয়ে গেছে!
ভালো থাকুন সপরিবারে, সুস্বাস্থ্যে। শুভকামনা নিরন্তর!!

০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আপনার একজন ভক্ত।
আপনার নিখাদ আন্তরিকতায় আমি বরাবরই মুগ্ধ!
আপনার জন্য অনেক শুভকামনা রইল।

৪| ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে বর্ষপূর্তির অভিনন্দন। সুদীর্ঘ এক যুগ ব্লগিং অসামান্য অর্জন। ব্লগে এক যুগের স্বাক্ষী এবং প্রতিনিধি আপনি। বিনম্র শ্রদ্ধা হে । আপনার মত যারা অনেক দিন ধরে ব্লগিং করছেন তাদের যথাযোগ্য সম্মান জুনিয়র দের দীর্ঘ দিন ব্লগিং করার উৎসাহ এবং শক্তি যোগাবে। সমুর সব ব্লগার দীর্ঘ ব্লগজীবন লাভ করুক।

০৯ ই জুন, ২০২৩ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যদ্দুর মনে পড়ে আমরা দুজনেই সমসাময়িক। হাসি আড্ডা খুনসুটিতে কত কত সময় যে কাটিয়েছিভালো থাকুন সুস্থ থাকুন সেলিম ভাই।

৫| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বর্ষপূর্তির অভিনন্দন।

আপনার আরো মজার মজার পোস্টের অপেক্ষায় থাকলাম।

শুভেচ্ছা নিরন্তর।

০৯ ই জুন, ২০২৩ রাত ১০:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পোস্ট প্রায়ই পড়ি,প্রিয় সামুকে নিয়মিত সময় দিচ্ছেন দেখে ভালো লাগে।
আপনিও শুভেচ্ছা নিন শাইয়ান।

৬| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। নিজেরটা ছাড়া আর যেটা ভাঙতে পেরেছেন সেটা হলো একটা পাটা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ (ভাঙা পাটার ছবি দেন :) এখানে দুইটা আলাদা পাটার ছবি চলে এসেছে :) :) )


০৯ ই জুন, ২০২৩ রাত ১০:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে আমার দুক্ষে আপনি হেসে গড়াগড়ি খাচ্ছেন।
আমার টা ভাংগেনি তবে বিতিকিচ্ছিরি অবস্থা হয়েছিল আমার বন্ধু সুরেশের। 'করোনায় টোকা থেরাপি' নামক লেখায় যা ব্যক্ত করেছিলাম।

৭| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রম্যের চোটে আসল কথাটাই বলা হয় নাই। ওটা শোনার জন্য নীচে তাকান।
=p~
=p~
=p~
=p~
=p~
=p~
=p~
=p~
=p~
=p~
=p~
আরেকটু নীচে
=p~
=p~
=p~
=p~



১২ বছর অবিরাম ব্লগকে ভালোবেসে যাওয়ায় অভিনন্দন।

০৯ ই জুন, ২০২৩ রাত ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমাকে এত নিচে নামালেন?

৮| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



অভিনন্দন।

আমার কেনো জানি মনে হচ্ছে আপনার নানী শেওড়া গাছের উপরেই বসে আছেন, সময় মতো আপনার গলা চিপে ধরবেন! এর আগেও ফ্রাই প্যান নষ্ট করেছেন। এবার নানীর সম্পত্তি বলে কথা! এবারের যাত্রা মনে হয় আপনার রক্ষা হবে না।

আমি পরিস্কার দেখতে পাচ্ছি শেওড়া গাছের মগ ডালে বসে নানী লম্বা হাত দিয়ে আপনার গলা চিপে ধরেছেন - - - - - -

০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাটাটা গিন্নির নানীর।
তিনি এম্নিতেই একটা শাকচুন্নি গছিয়ে দিয়েছেন।

৯| ০৯ ই জুন, ২০২৩ রাত ৯:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ৬০ বছরের পাটার এমন বেহাল অবস্থা দেখে মনটা বেদনা ভারাক্রান্ত হলো। শতহলেও আমার চেয়ে বয়সে বড়।

১০ ই জুন, ২০২৩ সকাল ৮:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাবিও নানী মরার চেয়েও নানীর নিশান ভাংগায় বেশি দুক্ষ পেয়েছে।

১০| ০৯ ই জুন, ২০২৩ রাত ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,



আব..বে গেসু..... আব আপ জায়েঙ্গে কঁহা ? :|
কাঠালের বিচির নামের অঙ্গে আঘাত লাগাইছেন। ওডা তো এহোন ফুইল্লা ওডবে। বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচির মতো দ্যাহাইবে! ব্যতা করবে। তয় জাইঙ্গা পড়া থাকলে ব্যতা একটু কোম অইবে। হের পরেও ডাক্তারের কাছে যাইতে অইবে। গা আর বিচি ঢাকা দিয়া থাহা যাইবেনা বেশীক্ষন। বিচি গইল্লা যাইতে পারে। :P

১২ বচ্ছর যে বিচি নিয়া ফাল পাড়লেন হেইডা অকালে হারাইতে না চাইলে চিপা দিয়া বাইরাই্য়া আন। ডাক্তারের কাছে নিয়া যাই........ :-P :#)

ডাক্তারের কাছে নিয়া যাওয়ার আগে এট্টু মলম লাগাইয়া দেই....... ১২ জছর পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন।

১০ ই জুন, ২০২৩ সকাল ৮:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডাক্তারদের একটা দোষ তারা অন্যের দুক্ষে নির্বিকার থাকে। আপনি দেখছি আরো এক কাঠি এডভান্স, লবনের ছিটাও দেন।
আমার দুক্ষে আপনি হাসছেন যখন,তাহলে আরও হাসুন-
এক লোকের ছাপার অযোগ্য স্থানে বোলতায় কামড় দিছে। তার বউ আক্রান্ত অঞ্চলে মালিশ লাগাচ্ছে আর বলছে- আল্লাহ ফুলাটা থাকুক ব্যাথাটা কমিয়ে দাও।

১১| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এভাবে না মনে হয় ,

অনেক আগে বানিয়েছি তো ভুলে গেছি অনেকটা । আগে একটু টেলে নিতে হবে মাঝারি আঁচে । এরপর যখন একটু শক্ত হয়ে যাবে তখন এগুলোকে ছিলে নিয়ে পিষতে হয় । আমি অবশ্য হামান দিস্তা ব্যবহার করতাম । অনেকদিন করিনি । আপনার ঘটনা জেনে আবার বানাতে ইচ্ছে হলো !!

তবে আপনি যে মহান কর্ম করে বসে আছেন তাতে মনে হয় আপনার ঠাঁই বাসায় হবে , বনে চলে যান ;)

যাইহোক , শুভেচ্ছা রৈল অগ্রজ ! আরও অনেক যুগ এই ভালোবাসার জায়গায় কাটিয়ে দিন এই কামনা রইল !!

১০ ই জুন, ২০২৩ সকাল ৮:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাঠালের বিচির রেসিপি যখন জানেন ধরে নিচ্ছি আপনি একজন ভালো রাধুনি। আমি ভাই এক্টা ডিম ও ভাজা করতে পারিনা।গিন্নি অবশ্য আমাকে বলেছে আগে চামড়া ছিলে নেয়ার জন্য। আমি ভাব্লাম ভাংগার পরে চামড়া ছুলতে বেশি যুত হবে।
মজার মন্ত্যব্যের জন্য ধন্যবাদ নিন নিবর্হন।

১২| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:০৯

জ্যাক স্মিথ বলেছেন: আপনি কি এখনো পালিয়েই আছেন, আজ বাসায় ফিরতে পারবেন তো? আর কাঁঠাল বিচি সেদ্ধ করে তারপর ভর্তা করতে হয়, তা না করে আপনি কাঁচা বিচি ভর্তা করতে গিয়ে পাটার এই অবস্থা করছেন। =p~

১২ বছর পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন।

১০ ই জুন, ২০২৩ সকাল ৮:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওটা আসলে ভর্তা ছিলনা। কাঠালের বিচি রান্না করার কথা।লিখতে গিয়ে ভর্তা লেখে ফেলেছি,আর কাটিনি

১৩| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:৫১

শাওন আহমাদ বলেছেন: আহা বিচি! উহু বিচি! ;) পোস্ট পড়ে হাসছিলাম বেশ। :D

১০ ই জুন, ২০২৩ সকাল ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহা উহু করছেন কেন? আপনার ওখানেও হিট করেছিল নাকি?

১৪| ১০ ই জুন, ২০২৩ রাত ১২:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: গিন্নি বেচারির আফসোসের পাল্লা ভারি হলো। হয়তো ভাববে কেন যে এই কাজ করতে দিলাম!

১০ ই জুন, ২০২৩ সকাল ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুদিক থেকেই তার লস

১৫| ১০ ই জুন, ২০২৩ রাত ১২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি রম্যরাজ ! সন্দেহ নাই।
১২ বছর পূর্তিতে অভিনন্দন প্রিয় ভাই।

আপনার মিতা ছিল কিরমানী ভাই। উনার খোঁজ জানেন?

১০ ই জুন, ২০২৩ সকাল ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিতা কিরমানি ফেসবুকে সর্বদা সরব। ছন্দময় কাব্যে উনি চমৎকার।
রম্য কি জানি বললেন! আমি শরমিন্দা!

১৬| ১০ ই জুন, ২০২৩ রাত ১:০৩

অপ্‌সরা বলেছেন: হা হা আমিও কি হাসবো? :P

১০ ই জুন, ২০২৩ সকাল ১০:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইয়ের দুক্ষে বইন হাসে ক্যাম্নে?

১৭| ১০ ই জুন, ২০২৩ রাত ১:১৯

মিরোরডডল বলেছেন:



বারো বছর পূর্তির শুভেচ্ছা।
শুধু কৃতজ্ঞতা বললেই হবে না, এরকম মুখরোচক পোষ্ট আরও চাই।
অনেক মজা পেয়েছি :)


১০ ই জুন, ২০২৩ সকাল ১০:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একদম সময় পাইনা।
পড়ার জন্য নিয়মিত সামুতে আসি,পোস্ট দেয়া হয়না। আগামীতে চেস্টা করব।

১৮| ১০ ই জুন, ২০২৩ সকাল ৭:৩৬

অপু তানভীর বলেছেন: লিটন ভাই এক যুগ পূর্তিতে অভিনন্দন । সামুতে যে কয়জন ব্লগারের সাথে আমি দীর্ঘদিন ধরে আছি, যাদের সাথে প্রায় একই সময়ে নিক খুলেছি তাদের ভেতরে আপনি একজন যে এখনও সামুতে আসা যাওয়া করেন । একটা ব্যাপার চিন্তা করেন ১২ বছর ধরেই আমাদের সামুতে নিয়মিত দেখা সাক্ষাত হচ্ছে । ১২ বছর কিন্তু অনেক লম্বা একটা সময় !

তবে আপনি আগের থেকে পোস্ট দেওয়া অনেক কমিয়ে দিয়েছেন । পোস্টের সংখ্যা বৃদ্ধি করুন জলদি জলদি !

আবারও অভিনন্দন ।

১০ ই জুন, ২০২৩ সকাল ১১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার প্রিয় ও একজন দুর্দান্ত গল্পকার। আপনার গল্পের শুরুটাই পাঠক কে ভিতরে টেনে নিয়ে যায়।নিসন্দেহে এ এক বিরল প্রতিভা। সেই প্রথম থেকেই আমি আপনার গল্পের ভক্ত।
আসলেই বার বছর খুব একটা কম সময় নয়। আরও বহু বছর আপনাদের পাশাপাশি ব্লগিং করে যেতে চাই। সময় বের করে সামুতে আরও নিয়মিত হওয়ার চেস্টা করব ইনশাআল্লাহ। শুভ কামনা জানবেন অপু।

১৯| ১০ ই জুন, ২০২৩ সকাল ৯:৫৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: দীর্ঘ দিন পরে ফিরে এসেই আপনার রম্য পরে মজা পেলাম।

ব্লগে একযুগ পূর্তিতে অভিনন্দন।

১০ ই জুন, ২০২৩ সকাল ১১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভকামনা জানবেন এস,এম,মনিরুজ্জামান মিন্টু।

২০| ১০ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৯

নতুন নকিব বলেছেন:



প্রিয় সহব্লগারদের অনেকে আপনার দুঃখে হাসাহাসি করলেও আমি কিন্তু এই দেখুন, একটুও হাসছি না। এমন জটিল কঠিন দুঃখের সময়ে আনন্দিত হবার কোন জো আছে কি?

একটু চিন্তা করলে সহজেই বুঝা যায় যে, বিপদের ঘনঘটা কতটা কঠিন ছিল আপনার উপরে।

প্রথমতঃ বিচিগুলো এদিক সেদিক ছিটকে গিয়ে সেগুলোর দফা রফা। এদেরকে ইহকালে আর খুঁজে এনে একত্রিত করতে পারার সম্ভাবনাটাও হারিয়ে গেছে। আহ! এর চেয়ে মর্মবিদারী দুঃখ আর কী হতে পারে?

দ্বিতীয়তঃ শরীরের উচ্চারণ অযোগ্য স্থানে একটি অবাধ্য বিচির আঘাতের বিষয়টি তো আরও মর্মান্তিক। ভাগ্যিস, আঘাতটি সহনীয় পর্যায়ের ছিল। নইলে অবস্থা কোন দিকে যে মোড় নিতো!

তৃতীয়তঃ নিচ তলার ভাবীর বাবা কিন্তু এমনি এমনি গালিটা দিয়েছেন বলে মনে হয়নি। যে বিচিটা তাদের ঘরের দিকে ছুটে গিয়েছিল, ধারণা করছি সেটি নিশ্চয়ই তারও কোথাও না কোথাও আপনার মতই ছোটখাট কোন একটা ধ্বংসযজ্ঞ সাধন করেছিল! আরেকটি কথা, সেই মুরব্বি ভদ্রলোকের নামটা আপনি উচ্চারণ করেননি। তবে আমার ধারণা, সবাই তার নামটা ঠিকঠিকই ধরে ফেলেছেন।

চতুর্থতঃ ভাবীর নানীর ৬০ বছরের স্মৃতি বিজড়িত পাটা- যা দীর্ঘ দিন যাবত অতি যত্নে ব্যবহার করার পরেও এতকাল অক্ষত অবস্থায়ই ছিল, সেটিকেই কি না আপনি উন্নয়নের পথে ঠেলে দিয়েছেন মাত্র ৬০ সেকেন্ডেরও কম সময়েই। অসম সাহসের এই অমর কীর্তি সাধনের জন্য আপনাকে পুরষ্কার প্রদানের দাবি জানাই ভাবীর কাছে। কারণ, আর যা-ই হোক, তিনি যে নতুন একটি পাটা আপনার পক্ষ থেকে উপহার হিসেবে অচিরেই পাচ্ছেন, তাতে আমি একেবারেই নিশ্চিত।

তবে শেষ কথা হচ্ছে, আপনার সাথে পথে ঘাটে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও ভাগ্যিস কোথাও যদি দেখা হয়েই যায়, নিকটস্থ বা দূরের কাকে খবর দিব- এসব কথা চিন্তা করার আগে আমি কিন্তু সংবাদটা যথাদ্রুত সঠিক জায়গায় পৌঁছে দিতে একটুও কার্পন্য করবো না।

অনেক কথা বলে ফেললাম। আপনার ব্লগ জীবন আনন্দময় হোক। পরিবার পরিজন সকলকে নিয়ে কুশলে থাকবেন, মহান প্রতিপালকের নিকট একান্তভাবে প্রার্থনা।

১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাব্বাহ একেবারে চুলচেরা বিশ্লেষত্তোর মন্তব্য।
বিটা কিংবা ওটাসহ আমি ভাবিদের ঘরে ঢুকিনি। ভাবীর বাবা বাসার বাইরে খোলা জায়গায় হাটাহাটি করছিলেন।
নতুন পাটা কিনেছি কিন্তু ফেরত দিতে হবে ওটা বাসায় নেয়ার পর গিন্নি বল্লেন- এটাতো সিমেন্টের!
বল্লাম - সিমেন্ট না তো কি? প্লাস্টিকের পাটাও হয় নাকি?
বল্লেন না না আমার পাথরের পাটা লাগবে

২১| ১০ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: ১২ বছর অনেক লম্বা সময়।
অভিনন্দন।

১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রাজীব নুর ভাই

২২| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি অত ভালো রাঁধুনে নই , তবে জীবনে সারভাইব করবার জন্য শিখছি আরকি । ভালো কথা আপনি ঘরে ফিরেছেন ??

১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা পাটা সহ ফিরেছি।

২৩| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৪:০৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ ভাই আপনার গিন্নির রিভিউ জানতে চাই!!!


১২ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন!!অনেক দোয়া রইল আপনার জন্য

-দেয়ালিকা বিপাশা

১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আকামের ধাড়ী,কিছুই পারিনা এইসব বলে বলে, যে আসে তারেই দেখাইতেছি আর হাহা করে হাসতে আছে।
আপনার জন্যও শুভকামনা। আমার ব্লগে এলেন, ধন্যবাদ নিন।

২৪| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৪:১৮

কিরকুট বলেছেন: কাঁঠালের বিচির ভর্তা মোটেও সুস্বাদু কোন খাবার না ।

১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওটা আসলে ভর্তা ছিলনা, ভর্তার জন্য আগে বিছি তাওয়ায় টেলে নিতে হয়। বিচি রান্না হওয়ার কথা ছিল। ভর্তা লিখে ফেলেছি,আর পরিবর্তন করতে মন চাইল না।

২৫| ১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ব্লগ যাত্রা আরও দীর্ঘ হোক।অনেক শুভকামনা রইল ভাইয়া।

১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুপ্রিয় মোস্তফা সোহেল, আপনার জন্যও অনেক শুভকামনা

২৬| ১০ ই জুন, ২০২৩ রাত ৮:৩৩

মেহবুবা বলেছেন: ১২ বছরপূর্তিতে ফুর্তি করবো কি করে যখন কাঁঠাল বীচি ভর্তাও জুটল না আমাদের৷
কাঁঠাল বীচির আত্মকাহিনী তে আপনাকে কি ভিলেন বলবে নাকি কমেডিয়ান?

১০ ই জুন, ২০২৩ রাত ৮:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভিলেন হব কেন? আমিতো একটাও ভাংগিনি, সব কটা অক্ষত রেখেছি।

২৭| ১১ ই জুন, ২০২৩ সকাল ৮:০৬

সোহানী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~



অভিনন্দন যুগপূর্তিতে। আপনি আসলেই রম্যরাজ। ;)

১১ ই জুন, ২০২৩ রাত ৮:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাড়িয়ে বল্লেও আনন্দিত।

২৮| ১১ ই জুন, ২০২৩ সকাল ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: এই খানে শিক্ষনীয় বিচির মত বিচি হলে দুই টা পাটাও ভাঙতে পারে। আপনার সন্ধান পাওয়া এত সোজা না। কমনে করে যে বর্ষপূর্তিতে হাজির হলেন। ব্লগের রহস্য মানবের মতো। তবুও আবার পাটা ফাটিয়ে লাপাত্তা।

১১ ই জুন, ২০২৩ রাত ৮:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি প্রায়ই সামুতে আসি সেলিম ভাই। পোস্ট করা হয় না। আপনি নিয়মিত আছেন দেখে ভাল লাগে।

২৯| ১১ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন। কাঁঠালের বিচির সাথে চ্যাপা হুটকি বেটে ভর্তা করলে দারুন হয়।

১১ ই জুন, ২০২৩ রাত ৮:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্যিই,আমি খেয়েছি।

৩০| ১১ ই জুন, ২০২৩ রাত ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: ১২ বছর পুর্তির অভিনন্দন। শুভকামনা রইল

১২ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নিন ঢাবিয়ান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.