| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমাত্রিক সমীকরণ
রংচটা জীবনে আমি এক পরাজিত সৈনিক,উষ্কখুষ্ক চুল।বিরুদ্ধ নালিশ প্রকৃতির নিকট,
পরাজয়ের_মানসিকতা.
★★★
আমি ভেবেছিলাম তুমি আসবে!
আসবে আমায় ভালবেসে এই বিস্তীর্ণ প্রান্তরে...
তোমার খোলা চুল উড়বে ফাগুনের শুষ্ক বাতাসে এই ধুঁ ধুঁ প্রান্তরে...
তুমি হেঁটে আসবে এই ধূসর মরুর তপ্ত বালির উপর দিয়ে,
তোমার ঐসুন্দর আলতারাঙ্গা পায়ের পাতায়
পড়বে ঠোশ।
তোমার ঐচিবুক বেয়ে নামবে ঘামের স্রোতধারা,
সূর্যের বহ্নিতাপের ফল।
তোমার গোলাপ পাপড়িসদৃশ অধরদ্বয় শুকিয়ে যাবে,
তপ্তমরুতে বহ্নিতাপে অর্ধমৃত
আমাকে দেখে তুমি দৌঁড়ে আসবে...
তোমার সুডৌল পায়ের নূপুরের রিনিঝিনি নিক্কনে আমি মুখ তুলে তাকাবো...
তুমি এসে তোমার অধরে চেপে ধরবে আমার অধর,
আমার মাথা চেপে ধরবে তোমার বুকে...
কিন্তু তুমি কেন এলেনা অতিন্দ্রিলা?
পরাজয়ের মানসিকতা কি তোমায় আগেই চেপে ধরেছিলো?
ভয়,ধর্ম-বিদ্বেষ,অসুখী হওয়ার চিন্তা
নাকি না পাওয়ার ত্রাস?
নাকি অন্যকে নিয়ে সুখী হওয়ারচিন্তাই করেছিলো তোমার রাহুগ্রাস?
উৎসর্গঃকরারমতো কেহ নাই।
©somewhere in net ltd.