| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দন্ধ, সংঘাত, মারামারি, কাটাকাটি, জালাও পোড়াও আমার আর ভাল লাগছে না। ইদানিং আমার মনটা একেবারেই খারাপ। রাজনৈতিক দলগুলো আমাদের কোন জাতীয় ইসুতে এক হতে পারে না। সর্বত্রই শুধু প্রতিহিংসা আর প্রতিহিংসা। সবাই নিজ স্বার্থে রাজনীতি করে। ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করা রাজনীতিবিদ এদেশে নেই বললেই চলে।
সরকারী দল আছে ক্ষমতা আঁকড়ে থাকার হীন চেষ্টায়। আর বিরোধী দল আছে কিভাবে আগামীতে ক্ষমতায় আরোহন করবে সেই ফন্দি-ফিকিরে। এজন্য যার যার সাধ্যমতো শক্তি প্রদর্শন করে যাচ্ছে। এতে দেশে আজ এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। ক্ষতি যা হওয়ার এই দেশ এবং সাধারণ মানুষদেরই হচ্ছে।
দেশের এই অবস্থায় আমার মতো একজন সাধারণ নাগরিকের আর কিই বা করার আছে?
অনেক সময় ইচ্ছে করে এদেশ ছেড়ে বাইরে কোথাও চলে যাই। কিন্তু নানাবিধ কারণে তাও করতে পারছি না।
হে অন্তরজামী, তুমি আমাদের দেশকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একটা পথ বাতলে দাও। দেশের মানুষকে সুখে শান্তিতে রাখো। আমরা যেন সবাই দেশের উন্নয়ন অগ্রগতিতে আত্মনিয়োগ করতে পরি সেই মেধা এবং শাক্তি আমাদের মাঝে এনে দাও।
২|
১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২০
লেখোয়াড় বলেছেন:
ভাল বলেছেন।
তবে কোন উপায় নেই।
৩|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০
বলাকাবিহঙ্গ বলেছেন: দন্ধ, সংঘাত, মারামারি, কাটাকাটি, জালাও পোড়াও আর ভাল লাগে না।
কিন্তু এগুলো ছারা - আমি তো অন্য কিছু পারিও না। কি করে একেবারে বদলিয়ে যাব- ও রকমের একটা পোগ্রাম দেন!!!
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৩১
তারিক হাসান রুবেল বলেছেন: অসাধারন ভাই...ভাল বলেছেন...।।