নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

ভার্টিগো আর এ যুগের জেন্টস কাদম্বিনী

১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৩



গুরুত্বপুর্ন একটি নথিতে আমাদের দুজনারই নাম ধাম সব ভুল। তাদের কাছে আমাদের জাতীয় পরিচয় পত্র ,পাসপোর্ট এর ফটোকপি, দলিল দস্তাবেজ থাকার পরও এই মারাত্মক ভুল কি আমাদের দোষ ? এর খেসারত দিতে দিতে আমাদের জান কয়লা । প্রায় দিনই যাচ্ছি আর শুনছি 'হয় নাই, কাল আসেন'। এই কাল আসেন, কাল আসেন করতে করতে মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে । সেদিন দায়িত্বপুর্ন এক ব্যাক্তি সব কিছু শুনে টুনে আমাদের গাধামীতে হতবাক। বল্লো 'করছেন কি ! ওইখানে আপনারা যাচ্ছেন ক্যানো'!
"আমরা না গেলে কিভাবে হবে" ! আমাদের মত নাদানদের এই প্রশ্নে তার উত্তর ছিল, 'শুনেন, এদের জায়গায় জায়গায় লোক আছে, তাদের ধরতে হয় আর তাদের মাধ্যমে আপোষে সব কাজ দুদিনেই হয়ে যায়'। আমরা আবারও বোকার মত প্রশ্ন করলাম " সেই লোকগুলো কোন কোন জায়গায় থাকে" ? ভদ্রলোক চরম বিরক্তি নিয়ে আমাদের দিক থেকে চোখ সরিয়ে ঝাঝালো গলায় বলে উঠলো, 'এটা ওরাই বলে দিবে যে কোন পান দোকান বা চায়ের দোকানে খামটি রেখে আসতে হবে'। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো। বিকেলে উভয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার অনেকক্ষন দেখে টেখে ডায়োগনোসিস করলো ভার্টিগো !!!

আমার ছোট জা আমার অনেক প্রিয় করোনার প্রথম ধাক্কাতেই মারা গিয়েছে। ঢাকার নামী হসপিটালে ভর্তি হয়েও আয়া আর নার্সের চিকিৎসায় ছিল ১৪ দিন । কারন ডাক্তাররা কাছেই আসতো না ভয়ে, আয়ারাই অক্সিজেন কমাতো বাড়াতো । সেই বেচারীর মৃতদেহ বের করে আনতে বিল করেছে ৯ লক্ষ টাকা, পরে অনেক বলে কয়ে ৭ লক্ষ টাকায় রফা হলো।এদিকে সম্প্রতি আমার দেবরের অফিসিয়াল কাজের জন্য তার স্ত্রীর ডেথ সার্টিফিকেটটা খুবই জরুরী হয়ে পরে । ছয় সাত মাস অনবরত সংশ্লিষ্ট সরকারী অফিসে দৌড়াদৌড়ি করে জুতার সোল খসিয়ে অবশেষে বের করতে পারে প্রিয়তম স্ত্রীর মৃত্যুর সনদ, আর তার সাথে ছিল তার নিজের ডেথ সার্টিফিকেটও। তারা হয়তো ভেবেছে বেচারা এতদিন ধরে দৌড়াদৌরি করছে, মনে হয় এও শীঘ্রই ইহধাম ত্যাগ করবে। আমাদের করিৎকর্মা জ্যোতিষী অফিসারদের এই কাজে আমাদের ধন্যবাদ দেয়া উচিত তাই নয় কি ? বেচারা দেবর এখন দৌড়াচ্ছে সে যে জীবিত আছে সেই সার্টিফিকেট বের করার জন্য ।

আমরা কোন দেশে আছি ?

ছবি নেট

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপু আমি কি মরে যাবো??

হাসতে হাসতে আমি শেষ।

যদিও দুঃখের ঘটনা লিখেছো কিন্তু কাদম্বরীর মেল ভার্সন তোমার দেবর এখন কি করিয়া প্রমান দেবে যে সে মরে নাই? :P

১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৩

জুন বলেছেন: তুমি মইরো না প্লিজ লাগে শায়মা, শেষে আবার সার্টিফিকেট বের করতে মহা ঝামেলা =p~
হু আমার দেবরটা সেদিন করুন গলায় বলছিল দেখলা ভাবী ওর ডেথ সার্টফিকেটের সাথে সাথে আমার ডেথ সার্টিফিকেটও দিলো :(
দৌড়াইতেছে -----------

২| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এই পোস্ট আমি প্রিয়তে নিলাম।

আর আমার এখন ইচ্ছা হচ্ছে তোমার সাথে বসে এক ঘন্টা গল্প করার।

নিশ্চয় মানুষকে হাসাতে জুড়ি নেই তোমার।

হা হা হা

১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:১২

জুন বলেছেন: এই পোস্ট আমি প্রিয়তে নিলাম। কি করতে !!
গল্প করার ইচ্ছে আর আমার এখন খাবার সময় :(
নিশ্চয় মানুষকে হাসাতে জুড়ি নেই তোমার।
এইটা ঠিক বলছো আমার বান্ধবীরা বলে জুন না থাকলে আমাদের আসর জমেই না :P
আরেকবার এসেছো তার জন্য অনেক খুশি হয়েছি, কারন তুমি তো আজকাল ব্লগে ডুমুরের ফুল ।
শুভ রাত্রি জানাই :)

৩| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: বিচিত্র এ দেশ।

১১ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫৫

জুন বলেছেন: সেলুকাস !!
আমার ব্লগে স্বাগতম আপনাকে সাথে শুভকামনা ।

৪| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: হা হা হা দেবরের তো ভয়েই আত্মা উড়ে যাবার কথা।

কেইস করে দিতে বলো।

মানহানির মামলা।

মৃত্যুর অপমান।

১১ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫৯

জুন বলেছেন: তুমি তো দেখি সেই আমার এক আইনজীবি আত্মীয়র মত বললা ।
তাকে কিছু বললেই সে বলে মা তুই একটা মামলা কর :P
আসামী পক্ষ ছাড়া মামলা করে জিতেছে এমন ঘটনা দুর্লভ :(
আরেকবার এসেছো তার জন্য কি বলবো বলো ! এত বছরে তো সবই বলা হয়ে গেছে তাই আর চর্বিতচর্বন না করে রইলো আলিংগন :)

৫| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৮

আরোগ্য বলেছেন: হা হা মৃত্যুর আগেই মরার সার্টিফিকেট, কি ভাগ্য :P

১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০১

জুন বলেছেন: বেচারা কাদো কাদো গলায় আমার দিকে তাকিয়ে বল্লো ভাবী দেখলা কি কান্ড :-/
অসংখ্য ধন্যবাদ আরোগ্য অনেকদিন পর আপনাকে দেখলাম ।

৬| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৮

শাহ আজিজ বলেছেন: গেলোবার পাসপোর্ট রিনিউ করতে গিয়ে ভেতরের বিশাল লাইন থেকে আমায় উদ্ধার করল এক অফিস কর্মী । হাতে লাঠি দেখে বলল আপনি এই লাইনে দাড়িয়ে থাকতে পারবেন না । ঝটপট চুক্তি তারপর আমার সবকিছু আধা ঘণ্টায় করে দিলো সে । ক'দিন বাদে গিয়ে পাসপোর্ট নিয়ে এলাম । টাকার উপ্রে কোন খোদা নাই ।

১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৮

জুন বলেছেন: এই ঝটপট চুক্তির বিরুদ্ধে পাসপোর্ট অফিস বাইরে দালালদের বিশাল ছবি সহ ব্যানার টাংগিয়ে রেখেছে যাতে আমাদের মত নাদান পাব্লিক দালাল চিনতে পারে । তারপরো আপনাকে টেনে নিল ঝটপট বাহিনী শাহ আজিজ ভাই #:-S
গতবার পাসপোর্ট রিনিউ করার জন্য আর্জেন্ট ক্যাটাগরিতে দুজন ছয় ছয় করে মোট ১২ হাজার টাকা দিলাম। তাতে ঠিকানায় একটা ভুল। আবার ১২ হাজার করে দুই পাসপোর্ট করতে হলো । সেটা না হয় করলাম এখন যেখানেই যাই বলে তোমাদের আরেকটা পাসপোর্ট আছে সেটা দেখাও । কি মুশকিল এখন দুজনকে তিনটা তিনটা ছয়টা পাসপোর্ট ক্যারি করতে হয় ।
সব সময় সাথে থাকেন তার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো

৭| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪১

শেরজা তপন বলেছেন: আপনি এই দেশে আজন্ম থেকে টাকার কেরামতি এখনো সঠিকভাবে বুঝে উঠতে পারেন নাই!!! আফসোস বড়ই আফসোস :(
ঘুষ খাওয়াটা এখন হালাল রুজির পর্যায়ে চলে গেছে। শীঘ্রই শিল্পের নতুন মাধ্যম হিসেবে ঘোষিত হবে।
ঘুষ দেবার বিচিত্র অভিজ্ঞতা নিয়ে একদিন গল্প করবাআনে।

১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৩

জুন বলেছেন: ঘুষ খাওয়াটা এখন হালাল রুজির পর্যায়ে চলে গেছে। শীঘ্রই শিল্পের নতুন মাধ্যম হিসেবে ঘোষিত হবে। কবে কবে আসবে সেই মাহেন্দ্রক্ষন শেরজা :-* আমিতো ভাবছি অলরেডি চলে এসেছে । আমরা আসলেই অবুঝ, হাদা গংগারাম /:)
সাথে থাকেন উৎসাহিত করেন তার জন্য কৃতজ্ঞ । আপনার বাবনিক পড়ার জন্য তৈরি হচ্ছি । আসলে পর্ব পর্ব খন্ড খন্ড করে একই শিরোনামে লেখায় কনফিউজড হয়ে যাই । যেমন হয়েছি পদাতিকের লেখায়। ও মনে হয় রাগ করে আমার পোস্টেই আসেনা :((
ভালো থাকুন সব সময় :)

৮| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:০০

কামাল৮০ বলেছেন: উত্তর: বাংলাদেশে

১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৫

জুন বলেছেন: আপনি ফাস্ট হয়েছেন কামাল ৮০ ।
ভাই কিছু মনে করবেন না এই ৮০ কি আপনার বয়স ?? ইচ্ছে করলে এই উত্তর নাও দিতে পারেন #:-S

৯| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৬

রোকসানা লেইস বলেছেন: এই ভয়াবহ সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন হোক।
ইচ্ছা করেই এসব ভুল করে রাখে ।
পরিচয় পত্রের জন্য আবেদন করে এসেছিলাম সাত বছর আগে। এখনও হাতে পাইনি। প্রতিবার দেশে গেলে বেশ কিছু সময় অপচয় হয় এর জন্য। একটা কাগজ প্রিণ্ট করে দিয়েছে যেখানে দেখলাম নাম ভুল।

১২ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৪৮

জুন বলেছেন: ্মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রোকসানা লেইস । যথার্থই বলেছেন , প্রতিটা কাজে কি যে হয়রানি ভুক্তভোগীরা ছাড়া কেউ বুঝতে পারবে না । আমার দুই প্রবাসী আত্মীয় ঢাকায় তাদের বাড়ি বিক্রি করতে পারছে না কেয়ার টেকারের অতিরিক্ত টেক কেয়ারে । একজন হবু কাস্টমারকে বলছে বাড়ি বিক্রি হয়ে গেছে কবেই , আরেকজন কাস্টমার তাড়াচ্ছে মালিকের চাহিদার চেয়েও ডাবল দাম চেয়ে । কেউ দেখার নেই :(
এই সব কষ্টকে বুকে চেপেও শুভেচ্ছা জানাই সকালের ।

১০| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দেবরের ডেথ সার্টিফিকেটটা দিয়ে এখন আগে থাকতেই একটা সাক্সেশন সার্টিফিকেট বানিয়ে রাখতে বলেন। কাজ আরেকটু এগিয়ে থাকলো। :)

লাইফ ইনস্যুরেন্স করা থাকলে উনি এখন ইনস্যুরেন্সের টাকা দাবি করতে পারবেন। আশা করা যায় ঐ সার্টিফিকেট দেখালে পেয়েও যাবেন। :)

১২ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫২

জুন বলেছেন: ভালো বলেছেন সাড়ে চুয়াত্তর । আসলেই আগাম কাজ করে রাখা দরকার #:-S
আমার শশুর মারা গেছেন ৬ বছর এখনো তার উত্তরাধিকারিরা এই সব মারপ্যাচে, দুজনার দেশে অনুপস্থিতি আর সময়ের অভাবে সাকসেশন সার্টিফিকেট , নামজারী কিছুই করতে পারে নাই ।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১১| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
নাম ভুলের ভোগান্তি প্রায় সকলেই ভুগেছেন, ভুগছেন।
আমার তেমন কোনো সমস্যা এখনো হয়নি।
ডেথ সার্টিফিকেটটা হাসপাতালের বিল দেয়ার সাথে সাথেই নিয়ে নিতে হয়।

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৯

জুন বলেছেন: আমাদের কপালের ফের আর কি। যখন ঘটনা ঘটে তখন এভাবেই ঘটে থাকে আরকিব জলদস্যু :(
হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট এনেছিল কি না জানি না। আর ওই অবস্থায় কি ঘটেছিল তাও জানি না। ১৪ দিন স্ত্রী হাসপাতালে থাকা অবস্থায় তার মৃত্যুর আগে আমার দেবর মাত্র একদিন তিন হাজার টাকা দিয়ে পিপিই কিনে সিসিইউর দরজা থেকে এক ঝলক দেখেছিল।
এই সার্টিফিকেট দিয়েছে ঢাকা মিউনিসিপালিটি।

১২| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫০

অর্ক বলেছেন: খুবই দুঃখজনক! মানুষের অত্যন্ত নাজুক সময়। এটাকে কিভাবে যে অনৈতিক অর্থ আয়ের ধান্দা হিসেবে নিতে পারে মানুষ, ভাবলেই মন ছোটো হয়ে আসে, আপু। আমার বাবা ডাক্তার ছিলেন। সারা জীবন কখনও কোনও অনৈতিক কাজ করেননি। বিস্তর সুযোগ ছিলো দূর্নীতি করার। লালমনিরহাট জেলার ডেপুটি সিভিল সার্জন ছিলেন। মামুলি দূর্নীতি করেও বহু টাকা আয় করতে পারতেন। তার স্বাক্ষর নিয়ে অধীনস্থ কর্মকর্তা, কর্মচারীরা বেশুমার অর্থ উপার্জন করে।

যাই হোক, এরকম সময় সম্ভব হলে হোমরাচোমরা মাস্তান টাইপের লোক রাখবেন সাথে। একাধিক লোক রাখবেন। তাহলে সাবধান থাকবে, ভয় পাবে। এরা শক্তের ভক্ত, নরমের যম। স্মার্টলি হ্যান্ডেল করতে হয় এরকম পরিস্থিতি। দুর্বল পেলে একেবারে কাঁধে চড়ে বসবে।

শুভেচ্ছা থাকলো, আপু। অনেক অনেক ভালো থাকবেন।

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৫

জুন বলেছেন: অর্ক আমার বাবা ছিলেন পুলিশের এসপি, স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ, সিআইডিতে কাজ করেও উনি সারা বাংলাদেশে এক কাঠা জায়গা কিনতে পারেন নি। তার তো সুযোগের অভাব ছিল না। অত্যন্ত দয়ালু, ধার্মিক সাথে স্মার্ট আমার আব্বা পরিচিত মহলে একজন অনেস্ট অফিসার হিসেবে সুপরিচত। এটাই আমাদের গর্ব।আমার বড় ভাই পল্লী বিদ্যুতের ফাইনান্স বিভাগের ডায়রেক্টর ছিলেন। ছিলেন এডমিনে ও। তারও আমার বাবার অবস্থা, গৃহহীন, তবে আমরা ভাই বোনরা আল্লাহর অশেষ নেয়ামতে ধিন্য। এই পল্লী বিদ্যুতের একজন লাইন ম্যান একটা অস্থায়ী লাইন দিতে ১ লাখ টাকা ঘুষ নেয় আমাদের নিজ কানে শোনা তার কাছ থেকেই এক চায়ের দোকানে । বুঝেন অবস্থা আমার, ঘুষ অফার করতেও জানি না । ফোন করে জানতে চেয়েছি "আপনাদের কি টাকা দিতে হবে"? এটা শুনে এক ভদ্রলোক তো বলেই বসলো আপনি করেছেন কি! ওরা কি বলবে চাই! এটা তো রেকর্ড হয়ে থাকবে"
আর আমার দেবরের অবস্থা তো আরও কাহিল।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে সাথে শুভকামনা রইলো।

১৩| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলামে ঘুষ দেয়া নেয়া হারাম। আলোর পথে থাকতে হবে সবাইকে। জাজাকাল্লাহ খাইরান।

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৮

জুন বলেছেন: এটা যদি আমাদের লোকজন বুঝতো। ১২টা বাজতে পারলোনা, ওয়াক্ত হয় নি তখনো, সবাই প্যান্ট গুটিয়ে ওজু করে নামাজের জন্য দৌড়াদৌড়ি। মহান আল্লাহ রাব্বুল আলামীন কি এদের নামাজ কবুল করবে গোফরান?

১৪| ১১ ই আগস্ট, ২০২২ ভোর ৬:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারণা ছিলো জুন আপু খুব গম্ভীর আর সিরিয়াস
টাইপের রসকষ হীন মানুষ! কিন্তু তার মাঝেও যে এমন
মধুর রস ফল্গু ধারার মতো প্রবাহমান তা কে জানতো!
"ঘুষ ইজ গুড ফর হেলথ" এটা এখন সর্বস্তরে
প্রাতঃস্মরণীয় বাক্য।

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৪

জুন বলেছেন: নুরু ভাই আপনি মনে হয় আমার সব লেখা পড়েন নাই, অবশ্য কারো সব লেখা পড়াও সম্ভব না। আমার অনেক রম্য আছে যা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে লেখা :)
ঘুষ ইজ গুড ফর হেলথ হা হা হা ভালো বলেছেন।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

১৫| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারী অফিসের টেবিল, চেয়ার এমনকি দেয়ালও ঘুষ খাওয়ার জন্য হা করে থাকে। বি বিচিত্র এক দেশ!!!! :(

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৫

জুন বলেছেন: হায় সেলুকাস সত্যি বিচিত্র এই দেশ।

১৬| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৩

অক্পটে বলেছেন: অজ্ঞান পার্টির খপ্পরে আজ একজন প্রাণ হারালো ঢাকায়। আমরা দূর্ণীতির কাছে হেরে গেছি। দূর্ণীতির কোলে মাথা রেখে এখন শান্তনা খোজা ছাড়া আর উপায় কি বলুন। দূর্ণীতিকে রুখে দেয়ার জন্য কেউ নেই। যারা রুখবে বলে জনগণের কাছে প্রতিশ্রুত সেই তারাই দূর্ণীতির আখড়ার সাধু। কখনো মনে আশা জাগে আমরা একদিন দূর্ণীতিমুক্ত হব কেউ একজন শক্তহাতে উপড়ে ফেলবে এই বিষবৃক্ষ! কিন্তু খুবই ক্ষণস্থায়ী ভাবনা এটা... বুদ্‌বুদের মতো দ্রুত মিলিয়ে যায়।

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৫

জুন বলেছেন: দুর্নীতি করে আমরা লক্ষ কোটি ডলার জমিয়েছি বিদেশে অকপটে । একজন বিশিষ্ট মন্ত্রী বললেন সেই বিখ্যাত ব্যাংক যে দেশে সেই দেশের প্রতিনিধি মিথ্যা বলেছেন। আরেকজন বলেছেন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমঅরা বেহেশতে আছি।
দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত রাজনৈতিক নেতারা আর দ্রব্য মূল্যের চাপে চিড়ে চেপ্টা আমরা জনগন বিচার চাওয়ার যায়গা নেই।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

১৭| ১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৭

ককচক বলেছেন: কিএকটা অবস্থা!

ভুল কার! মাশুল দিচ্ছে কে!

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৭

জুন বলেছেন: ভুল কার! মাশুল দিচ্ছে কে! এটাই আমাদের প্রশ্ন ককচক। স্বাগতম আমার ব্লগে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৩

ফুয়াদের বাপ বলেছেন: "সব সম্ভ্যবের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ"

দূর্নীতির দুষ্ট চক্রে আমরা চরকির মতো ঘুরছি -
- রাস্তায় শরবত বেচে সেগারিন/কাপড়ের রং মেখে।
- শিক্ষক ক্লাসে পাঠদানে নিরব, কোচিংয়ে সরব।
- ডাক্তার/ডায়োগনেস্টিক সেন্টার/ক্লিনিক মিলে রোগীর পকেট কাটে, সুন্নাতে খতনার জায়গায় ভুলে টনসিল কাটে।
- মাছে/মাংসে/ফল-সবজি ফরমালিনে তরতাজা সারাদিন।
- যতো বড় প্রকল্প ততো বড় পুকুর চুরির সুবর্ন সুযোগ, নেতাদের পোয়াবারো।
- মোবাইলের যায়গায় পাথর পেরনে অনলাইন ডেলিভারির ভেলকি।
- আল্লাহর কসম দুধে পানি মেশাই নাই (মনে-পানিতে দুধ মিশাইছি)।

নামাজ পড়ে কপালে কালো টিপ তবু টেবিলের তলে হাত পাতে। হজ্জ করে নামের আগে হাজী উপাধী তবু তাবু গেঢ়ে পরের জমি নিজের করে।

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪০

জুন বলেছেন: ওয়াক্ত ও হয় নি সেদিন রবিবার জুময়ার দিন ও না ফুয়াদের বাপ তারপর ও ১২ টা বাজার সাথে সাথে প্যান্ট গুটিয়ে বাথরুম থেকে অজু করে আসার প্রতিযোগিতা যদি দেখতেন। আমরা অসহায় অবস্থায় বসে থাকা লোকজন প্রবল ঘৃনার দৃষ্টিতে তাদের কার্যকলাপ অবলোকন করছিলাম আর মন থেকে না চাইতেও আসছিল অভিশাপ।

১৯| ১১ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৮

ঢাবিয়ান বলেছেন: এ যুগের জেন্টস কাদম্বিনী =p~ =p~

কিছু আর বলার নাই, আপু। তবে ডেথ সার্টিকেটটা ফেসবুকে দিয়ে ভাইরাল করালে ভাল হয় । তাহলে একটা টনক নড়তে পারে

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৩

জুন বলেছেন: ডেথ সার্টিকেটটা ফেসবুকে দিয়ে ভাইরাল করালে ভাল হয় । তাহলে একটা টনক নড়তে পারে ভালো তো হয় ঢাবিয়ান কিন্ত আমার তো কোন ফেসবুক একাউন্ট নেই। মনে হয় ওই দেবরেরও নেই। বেচারা অল্প বয়সে বউ হারিয়ে দুটো ছেলেমেয়ে নিয়ে কি একটা অবস্থায় যে পরেছে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
মন্তব্য দিয়ে লেখায় উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

২০| ১২ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৯

আমি তুমি আমরা বলেছেন: বারেবারে সরকারী অফিসে দৌড়াতে হচ্ছে আর অনেক হয়রানির পর বেঁচে থেকেও হাত আসছে নিজের মরণ সার্টিফিকেট। এ কেমন ডিজিটাইলজেশন?

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫০

জুন বলেছেন: এ কেমন ডিজিটাইলজেশন? সেটা আমারও কথা। সবাই ফাইল হাতে ধরে বসে আছে, সামনে ল্যাপটপ কিন্ত চালাতে পারছে না। আমাকে একটা নমুনা দেখাতে বল্লো একজন কিন্ত যাকে বল্লো সে আরেকজনকে, সে আবার আরেকজনকে ঠেলাঠেলি। সেক্রেটারিয়েট টেবিলে বসা কর্মকর্তা সামনে ল্যাপটপ খুলে রেখেছে যা আমরা দেখতে পাচ্ছি না। তার হাসি হাসি মুখে ল্যাপটপ এর দিকে তাকিয়ে থাকা আর আমাদের মত ভুক্তভোগীদের সমস্যার কথা শুনে দাত খিচিয়ে উঠছে, আমি শিউর সে কোন স্যোশাল মিডিয়ায় ব্যাস্ত।
ভালো থাকুন আমি তুমি আমরা। দোয়া করেন যেন কাজটা সফল হয়।

২১| ১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৮

অপু তানভীর বলেছেন: হাসপাতালের নাম বলেন তো, আমিও আমার নিজের একটা ডেথ সার্টিফিকেট করিয়ে নিয়ে আসি !
মন্ত্রীর কথা মোতাবেগ বেহেস্তে তো আছিই এখন । একটা ডেথ সার্টিফিকেট থাকা ভাল !

১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৪

জুন বলেছেন: এই সার্টিফিকেট হাসপাতাল থেকে দেয়া নয় । তার দরকার সরকারী সার্টিফিকেট যা পৌরসভা থেকে নিয়েছিল ।
যান পৌরসভায় , পারলে আমার জন্যও একটা আইনেন অপু :)

২২| ১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪০

রানার ব্লগ বলেছেন: আপনি নিশ্চিন্ত থাকুন আমরা বাংলাদেশে আছি আর জনৈক মন্ত্রীর কথা মতো আমরা বেহেস্তে আছি !!! একটা হুরের সন্ধানে আছি দেখা হলে পাঠিয়ে দেবেন !!!

১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৬

জুন বলেছেন: একটা হুরের সন্ধানে আছি দেখা হলে পাঠিয়ে দেবেন । :-*
খুজে দেখছি পেলে জানাবো রানার ব্লগ কিন্ত তার আগে আমাকে মরতে হবে :((

২৩| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৪

ককচক বলেছেন: লেখক বলেছেন: ভুল কার! মাশুল দিচ্ছে কে! এটাই আমাদের প্রশ্ন ককচক। স্বাগতম আমার ব্লগে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ আপু

১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৯

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ককচক ।

২৪| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: দেশ আউলা অবস্থায় আছে :(

১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৮

জুন বলেছেন: আমিও ইদানীং কেন জানি আউলা ঝাউলা হয়ে যাচ্ছি মনিরা :(

২৫| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯

রানার ব্লগ বলেছেন: মরতে হবে কেনো ? বাংলাদেশে চলে আসুন আপনিও বেহেস্তে ঢুকে যাবেন !!!

১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০১

জুন বলেছেন: আমি তো বাংলাদেশেরই নাগরিক। আমেরিকার গ্রীনকার্ড এবং এর পর নাগরিকত্ব লাভের জন্য কাগজ পত্র এসেছে রানার ব্লগ। তবে এই দেশ ছেড়ে যেতে চাই না। রাজনৈতিক নেতারা খারাপ হতে পারে কিন্ত আমার দেশ আমার মা তো খারাপ না।
আরেক বার এসেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:০২

সোহানী বলেছেন: আপুরে আপনার আগের লিখা পড়ে জ্ঞান হারিয়েছিলাম এটা পড়ে এবার হাসতে জ্ঞান ফিরে আসছে......... B-))

এ কি অবস্থা!!!!!!!!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২০

জুন বলেছেন: আপুরে আপনার আগের লিখা পড়ে জ্ঞান হারিয়েছিলাম এটা পড়ে এবার হাসতে জ্ঞান ফিরে আসছে B:-)
এখন কি অবস্থা সোহানী !! জ্ঞ্যান আসছেতো :-*
মজার মন্তব্যে অনেক অনেক ভালোলাগা রইলো

২৭| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা দারুণ দিয়েছেন। ৮ নম্বর প্রতিমন্তব্যের প্রশ্নটা তার চেয়েও দারুণ! :)
@অর্ক (১২ নম্বর মন্তব্য প্রসঙ্গে) , তার মানে আপনি লালমনিরহাটে ছিলেন কোন এক সময়ে? লালমনিরহাট কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট।

আপনার "ইয়াঙ্গনের পথে পথে" পোস্টে (২৫ আগস্ট ২০২২ প্রকাশিত) একটি মন্তব্য রেখে এসেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.