নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

কিছুই ভাল্লাগে না

২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:২৬

ঘর সংসার, দেশ-বিদেশ, রাজনীতি- অর্থনীতি, মানুষ জন মানে এই দুনিয়াদারির আর কিছুই ভালো লাগে না। মনে হয় কক্সবাজার বীচের এই ছেলেটার মত ঘোড়া ছুটিয়ে, তেপান্তরের মাঠ পেরিয়ে কোন একদিকে চলে যাই, কিছুই ভালো লাগছে না, :(

মনটাকে এই রকম পাত্থরের মত করতে চাই :(

ছেলে একটা বিদেশে, ফেরার নাম গন্ধ নাই, কর্তামশাই অসুস্থ, তারে নিয়া ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, কি একটা অবস্থা। দুপুরে খাবার পর ডাইনিং রুম থেকে বেডরুমের দিকে যেতে যেতে গলা চড়িয়ে (জানি শুনতে পায়) বললাম "শোন আমি দুদন্ড বিশ্রাম চাই, আমারে কেউ ডাকবা না, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও না, কেয়ামত হলেও না, পুলসিরাত পার হতে গিয়ে ঝুলে থাকলেও না " মনটাকে পাথরের মত করে এই ঘোষণা দিয়ে ঘরে ঢুকতেই দেখি উনাদের গলার আওয়াজ।
কেউ কেউ আবার পর্দার ফাক দিয়ে উঁকিঝুঁকিও মারছে। তাদের ভাব হোলো 'দুটো বাজে, তোমার দেখছি কোন খোজ খবর নেই! ব্যাপার কি!
খাবার দাবারের কোন খোজ খবর নাই দেখি X((
গ্রীলের ফাক দিয়ে উকি মারছে গাং শালিক

বেচারাদের মুখ দেখে আমার পৃথিবী ধংসের প্রতিজ্ঞা ভুলে গেলাম। ভুলে গেলাম সব দুক্ষ বেদনা। আবার ফিরে গিয়ে বাটিতে ভাত মাখিয়ে নিয়ে আসতে হোলো। কি আর করা :) পাখিগুলো যত না খাচ্ছে তার চেয়ে বেশি ক্যাচর ক্যাচর করছে। তাও বিরক্ত হচ্ছি না। কি আজব ব্যাপার B:-/
লেজহীন বুলবুলি


পাথর ছাড়া আর সব ছবি আমার মোবাইলে তোলা :)

মন্তব্য ৫৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: কিছুই ভাল্লাগে না
কি এক্টা অবস্থা

২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০০

জুন বলেছেন: হে হে হে কিছুই ভাল্লাগে না =p~
আমার ব্লগে স্বাগতম আফলাতুন :)

২| ২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: পুনশ্চঃ বুলবুলিটারে ভাত দিয়েন না, সম্ভব হলে গম বা ভুট্টা দিয়েন। ব্লাড সুগার বাইড়া যাইবো তো। |-)

২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৮

জুন বলেছেন: ব্লাড সুগার বাড়লে লেজ পরে যায় নাকি :-* জানতাম না তো! বাঘের ডায়বেটিস হলে তাহলে খবর আছে দেখছি B-)
পুনশ আসার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: চাইলেই সব পারা জায় না আর জায় না বলেই আবার সেই একই কাজ, একই ঘটনা ঘটতে থাকে জীবন ভর।

২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০০

জুন বলেছেন: ঠিকই বলেছেন মাইদুল সরকার। একে বলে যাতাকল অথবা ঘানি। ঘুরছি তো ঘুরছিই :(
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। পুরনো সবাইকে দেখলে খুব ভালো লাগে। নীচে ছবিও এসেছে।

৪| ২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগে না তো আমারও। দেশের পরিস্থিতিও সুবিধাজনক না।

চলেন বইন একসাথে পালাই। দুইডা ঘোড়ায় উইট্টা যেবায় মন্চায় ইবায় যাইমুগা

২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৩

জুন বলেছেন: ঘোড়ায় কইরা কোথায় পালাইবেন কন ছবি? সারা পিত্থিমীতে কি এমুন জায়গা আছে পালানোর মত :-*
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

৫| ২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০০

জ্যাক স্মিথ বলেছেন: কোন কিছু ভালো না লাগলে কিছুদিন বাপের বাড়ি বেড়িয়ে আসতে পারেন দেখবেন মন অটোমেটিক ভালো হয়ে গেছে।

২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৭

জুন বলেছেন: আমার কোন বাপের বাড়ি নেই জ্যাক স্মিথ। মা মারা গেছেন ছোট বেলায়, বাবা গেছেন ১০ বছর। এখন আছে ভাইদের বাড়ি তাও ঢাকা শহরে :(
ছবির ভাষায় বলতে হয় কোথাও মেয়েদের থাকার জায়গা হয় না।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৬| ২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬

প্রামানিক বলেছেন: আপা বলেন কি আপনি যদি বলেন ভাল্লাগে না তাহলে আমরা তো আরো নাই। তার চেয়ে এক কাজ করেন আমার গ্রমের বাড়ি এসে দু’দিন বেরিয়ে যান নতুন লাউ আর সিং মাছ দিয়ে ভাত খাওয়াবো।

২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫১

জুন বলেছেন: প্রামাণিক ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ এমন দিলখোলা দাওয়াতের জন্য। শিং মাছ আর লাউয়ের ঝোল উপরে ধনেপাতা ছিটানো আহা সেই স্বাদ মুখে লেগে থাকবে হয়তো আজীবন। আবারও ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য।

ভাই ভুমিকম্প টের পাইছেন? কি একটা অবস্থা। স্বামী স্ত্রী আর একটা পেন্সিল শেপ গৃহকর্মীনিকে নিয়ে দোদুল্যমান অবস্থায় রইলাম। লিফট বন্ধ, আট তালার সিড়ি ভাংগা :-/

৭| ২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: #জ্যাকস্মিথ
বাপের বাড়িও বেশীদিন থাকন যায় না, সংসার সন্তান বদ বেডার চিন্তা করতে হয় :D

২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২

জুন বলেছেন: জ্যাক স্মিথ ছবির মন্তব্য আপনার জন্য :)

৮| ২০ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

অধীতি বলেছেন: শালিকরে একটা লেজ উপহার দিয়েন।

২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

জুন বলেছেন: শালিক কোথায় পেলেন অধীতি :P

৯| ২০ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪

অধীতি বলেছেন: বুলবুলিরে একটা লেজ উপহার দিয়েন।

২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

জুন বলেছেন: হে হে হে লেজ উপহার ;) মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১০| ২০ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:০৭

এইচ এন নার্গিস বলেছেন: ভালো বোলেচেন ।

২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৪

জুন বলেছেন: জী আজ্ঞে ;)

১১| ২০ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:১৭

কালো যাদুকর বলেছেন: ভাল না লাগলে সামুতে এসে কিছুক্ষন থাকুন,তাহলে মন ভাল হতে পারে। অনেকদিন পর আপনার পোস্ট পেলাম।

২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭

জুন বলেছেন: সামুতে তো আসতে চাই কিন্ত উহাদের ইহাদের ঝগ্রাঝাটি দেখে আবার বই এর ভেতর ডুব দেই কালো যাদুকর :( আচ্ছা আপনি কি এমন কালা যাদু জানেন যাতে মানুষের জবান বন্ধ হয়? আছে মনে হয়, দেখলেন না আফ্রিকার পিচ্চি এক দেশ কালা যাদু করে নাইজেরিয়াকে ফুটবলে হারায় দিল =p~

১২| ২০ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:০০

শায়মা বলেছেন: আপুনি!!!!!! আমারও কিছু ভাল্লাগে না হয়েছে!!!!! :((

২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৩

জুন বলেছেন: কি বলো শায়মা! তোমারও ভাল্লাগে না :-* এ থেকে মুক্তির উপায় কি করুনাধারা জানে?
=p~

১৩| ২১ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:২২

শ্রাবণধারা বলেছেন: জুন আপু, উপরের নানা পরামর্শের মধ্যে প্রামানিক ভাইয়ের প্রস্তাবটাই বেশি মনে ধরেছে।

এই হেমন্তে যদি উত্তরবঙ্গে যান এবং কোন এক শিশিরভেজা সকালে ঘাসে ঢাকা মাটির রাস্তা দিয়ে অকারন হেঁটে যান, তাহলে মন ভালো না হয়ে পারবে না। তার ওপর নতুন লাউয়ের সঙ্গে শিং মাছের ঝোলটা দারুন জমবে।

@প্রামানিক ভাই, জানিনা, জুন আপু শিং মাছ চেনেন কি না! আমাদের খাল বা ডোবা-পুকুরের এই মাছটি দক্ষিণবঙ্গে খুব পরিচিত হয়তো নয়, আর পরিচিত হলেও জিওল মাছ নামে পরিচিত হয়ে থাকতে পারে।

২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৯

জুন বলেছেন: আমারও তাই মনে হচ্ছে শ্রাবণধারা, একে শীত তার উপর শিংগি মাছের ঝোল! এয়ার উফারে আর কোন খানা খাদ্য আছে! মোর মনডা কয় এহনি ঘোড়ায় উড্ডিয়া হাড্ডিয়া যাই পেরামানিক ভাই এর দ্যাশে B-) =p~

জুন আপা খাটি বাংলাদেশী, শিং মাছ চিনবো না কি যে বলেন শ্রাবণধারা! মন্তব্য দিয়ে সব সময় সাথে থাকেন তার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

১৪| ২১ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৪

মেঠোপথ২৩ বলেছেন: অনেকদিন পরে ব্লগে আপনাকে দেখতে পেয়ে খুব ভাল লাগলো জুন আপু। আপনারা ব্লগে না আসলে আমাদেরো কিছু ভাল্লাগে না। :-0

২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৩

জুন বলেছেন: আপনাদের ও আমার সামান্য লেখায় দেখতে পেয়ে খুব খুব ভালো লাগছে মেঠোপথ ২৩। ব্লগে আইসা উহাদের ঝগড়াঝাটি দেখলে আমারও ভাল্লাগে না, আসার ইচ্ছাটা মরে যায় :(
ভালো থাকুন সব সময়।

১৫| ২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:




লেখাটি পড়তে পড়তে মনে হলো জীবনের ক্লান্তি, দুশ্চিন্তা আর নীরব আত্মকথার মাঝেও আপনি কী অসাধারণভাবে ছোট ছোট প্রাণের ডাক শুনে আবারও জীবনের কাছে ফিরে যেতে পারেন। মানুষের মন কখনো পাথর হতে চায়, কিন্তু ঠিক তখনই দুইটা উঁকিঝুঁকি মারা চঞ্চল চোখ বা গাং শালিকের ক্যাচর-ক্যাচর সেই পাথরটাকেই গলিয়ে দেয়।

আপনার লেখার সবচেয়ে সুন্দর দিক হলো দুঃখ, চাপ আর হতাশাকে আড়াল না করে, খুব সাধারণ দৃশ্যকে এত
আন্তরিকতা দিয়ে বলায় পাঠক হিসাবে আমরাও নিজের জীবনের টুকরো টুকরো মুহূর্তও এতে খুঁজে পাই।

শেষের পাখির যত্ন নেওয়ার দৃশ্যটি যেন পুরো লেখার হৃদয়, যতই মন ভেঙে পড়ুক, যতই পৃথিবী ধ্বংসের ঘোষণা
দিন না কেন, আপনার ভেতরের মমতা আপনাকে শেষ পর্যন্ত টেনে তোলে। আর সেখানেই আমাদের ভালো লাগার
জায়গা একটু হাসি, একটু মায়া আর একটা নরম মানবিক স্পর্শ পায়।

আপনার লেখা এমনই থাক সত্য, সহজ, কিন্তু গভীর।

শুভেচ্ছা রইল

২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৯

জুন বলেছেন: আলী ভাই আপনার এমন হৃদয়স্পর্শ করা মন্তব্য দেখলে কি উত্তর দেবো? কি উত্তর দেবো? তা ভাবতে ভাবতেই দুদিন পেরিয়ে যায়। তাই সাথে সাথে উত্তর না পেলে জানবেন আমি ভাবছি তো ভাবছিই।
আপনি আমার সাধারণ লেখারও অসাধারণ সুন্দর প্রশংসা করেন, বিশ্লেষণ করেন যা আমাকে বিস্মিত করে, অভিভূত করে। সাথে থাকবেন বরাবরের মতোই এই প্রত্যাশা রইলো আপনার কাছে।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

১৬| ২১ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ভালো লাগে না, এই অসুখ পৃথিবীর সব মানুষের।

২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫০

জুন বলেছেন: আমি কারো কাছে শুনি না বলে ভালোলাগছে। সবার মুখে একই কথা ভালো লাগে না :(
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রাজীব নুর।

১৭| ২১ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০০

হুমায়রা হারুন বলেছেন: পাখির ছবি দুটো খুব সুন্দর হয়েছে।

২২ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:২২

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে হুমায়রা হারুন।

১৮| ২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১:৪৫

আহমেদ জী এস বলেছেন: জুন,



"অনুসারিত ব্লগ" টিতে ক্লিক করতেই আপনার এই লেখাটি সামনে এলো।
কিছুই ভাল্লাগে না তো অনেকেরই। এই যেমন আমারও! তবে আপনার মতো শালিক আর বুলবুলি আমার এখানে নেই যারা জানালার গ্রীলে এসে বসবে আর আমার এই "ভাল্লাগে না" কে একটানে ভাল্লাগে করে দেবে!
যাই হোক, কিছুটা হলেও আপনার ভাল্লাগাটি দেখতে পেলুম এখানে এবং তা দেখে যখনই ভালো লাগতে শুরু করলো তখনই দেশে ভূমিকম্পের খবরে সেই ভালো লাগাটি উবে গেলো! ভালো আর থাকা গেলো কই!!!!!!!!!

২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০০

জুন বলেছেন: হ্যা আপনাদের ওখানে তো রেড কার্ডিনাল, ফিঞ্চ আর উডকক। আমাদের আছে এক্কেবারে ঘরোয়া আর বলতে পারেন গরীবদের আস্তানা আহমেদ জী এস :( তারপর ও সেই বাবুর পাখির ভাষায় বলতে ভাংগা হোক তবু মোর কাচা ঘর খাসা মানে এই কাক শালিক চড়ুই বাহিনী :)
অনেক দিন পর আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো। ভালো থাকুন আর সুন্দর একটি প্রাসঙ্গিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

১৯| ২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৬

করুণাধারা বলেছেন: আমারো কিছু ভাল্লাগে না জুন। :-<

তবে এই ভাল্লাগে নার মধ্যেও পোস্টের কিছু অংশ আর কিছু প্রতি মন্তব্য পড়ে খুব হাসলাম। যেমন পুলসিরাত পার হতে গিয়ে ঝুলে ঝুলে জুন জুন বলে ডাকাডাকি, আর জুন বিরক্ত মুখে গিয়ে ঝুলন্তকে টুপ করে নিচে ফেলে দিল.. :P পুলসিরাত পার হতে গিয়ে যেমন ডাকাডাকি করার সুবিধা আছে এই কথাটা এই পোস্ট পড়েই প্রথম জানতে পারলাম। :D

এক মিনিটের হাসির পর দুঃখের কথা বলি। আমারো একই অবস্থা! সারাক্ষণ ফরমাশ খেটে মরা। আমার ক
আন্দাজ, আমাদের দুজনের কর্তার একই ধরণের রোগ, degenerative disease যার নাম p দিয়ে। আন্দাজ ভুল হতে পারে তাই নামটা পুরা বললাম না।

২২ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৪

জুন বলেছেন: করুনাধারা তোমাকে দেখে কি যে খুশী হয়েছি বলার নয় তবে শেষ প্যারাটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আমি বুঝেছি তুমি যা বলেছো। আর এই বোঝা যদি সত্য হয় তবে আমরা দুজন দুজনের অবস্থান সম্পর্কে পুরো ওয়াকিবহাল।
অনেক ভালোবাসা রইলো। এই জার্নিটা একা একা আমার জন্য খুব কষ্টকর।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
আমি তোমার পোস্টে যেতে পারছি না। পেইজটা কেমন জানি দেখাচ্ছে। ফুল ভার্সনে ক্লিক করছি তাও কাজ হচ্ছে না :(

২০| ২২ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
পোষ্ট পড়ে শুধুই এটাই বলতে ইচ্ছে করছে-

"সংসার আমার ভাল লাগে না-
ও বেবি খালা!!!
সংসার ভালো লাগে না,
সংসার হইলো বিষের কলসি
আমি হইলাম দিওয়ানা"

আপনার এখন দরকার ১৫ দিনের থাই ট্যূর....

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩

জুন বলেছেন: থাই ভিসার জন্য সব কাগজ পত্র রেডি করে বসে থেকেও জমা দেইনি দফাদার। কারন আমার পেন্সিল আকৃতির পার্টটাই গৃহকর্মী ঘরে ঢুকেই ঘোষণা করলো "আন্টি আগামী শুক্কুরবার কেয়ামত হইবো " :-& বুয়ার ভবিষ্যৎ বানী শুনে আর পয়সা খরচ করে থাইল্যান্ড যাওয়া স্টপ করলাম। শুধু শুধু কতগুলি টাকা নষ্ট /:)
কেয়ামত তো আর শুধু বিডিতে হবে না =p~
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২১| ২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:২৩

অপু তানভীর বলেছেন: আরেকটা বিবাহ করিয়া দেখতে পারেন :D

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৪

জুন বলেছেন: :|

২২| ২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০২

শায়মা বলেছেন: এ্যাই তোমাদের কি হয়েছে করুণাধারা আপু আর জুন আপু??

আমার যা হয়েছে শুনলে তো মনে হয় চোখ গুলু গুলু হয়ে যাবে। ২০১৫ তে হাত ব্যাথা হয়েছিলো। হাজার টেস্ট করেও কিছুই ধরা পড়েনি। শেষে সিআরপি ফিজিও থেরাপী করে একেবারেই ভালো ছিলাম। মানে ভেবেছিলাম আর কি । হঠাৎ ঠিক দশ বছর পর আবারও সেই ব্যাথা। টেস্ট করে ধরা পরলো আরএ ..... :(

এখন আমার অবস্থা কাহিল..... কোনোভাবেই আগের মত আয়ত্বে আনতে পারছি না। হাত ব্যাথায় মরে যাই। হাত উঁচু করতে পারি না .... :(

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৫

জুন বলেছেন: অতিরিক্ত মোবাইল আর কম্পিউটার ইউজ করলে এই রোগটা হয়। আমার হইছিল তাই ব্লগে আসা কমায় দিছি। তুমিও দিও শায়মা যদি পারো B-)

২৩| ২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০৮

কাছের-মানুষ বলেছেন: আমারো ভাল লাগছে না, তবে সেটা ঠান্ডায়! থাংকস গিভিং এর ছুটি পেলাম, কোথাও ঘুরতে যেতে চাই, আবার ঠান্ডায় যেতেও ইচ্ছে করছে না!

আপনার ছেলেতো মনে হয় বলেছিলেন কানাডায় থাকে যতদুর মনে পরে, কেমন আছে এখন সেখানে?

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫০

জুন বলেছেন: আমি ঠান্ডা শুরু হওয়ার আগে আগেই ছেলের কাছ থেকে দেশে চলে এসেছি। আপনি ঠিকই বলেছেন ও ব্রিটিশ কলম্বিয়া থাকে। টরেন্টো থেকে বৃটিশ কলম্বিয়া আমার অনেক অনেক ভালো লেগেছে। এই বছরই এপ্রিলে আমি টরেন্টো যাই তারপর ঢাকা এসে সেপ্টেম্বরে আমি ছেলের কাছে গিয়েছিলাম। এর আগের ছোট্ট একটা ছবি পোষ্ট আছে সময় হলে দেইখেন ভ্যাংকুউভার যেতে পথে পরা কোকুইহায়ালাকে নিয়ে :)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৪| ২৩ শে নভেম্বর, ২০২৫ ভোর ৪:১৫

মলাসইলমুইনা বলেছেন: জুন,
(মন্তব্যটা কপিপেস্ট করলাম আমার লেখা থেকে):
আপনি কি ভেবে লিখেছেন জানি না, কিন্তু আপনার শেষ লেখাটা শেখ হাসিনার জুলাই বিপ্লবের নৃশংসতার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদী লেখা হিসেবে আমি পড়েছি । এই লেখাটা আপনি তার বিচারের আগে লিখলে আমি নিশ্চিত সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই লেখাটা কোট করতো তাদের রায়ে। জুলাই আন্দোলনের প্রায় শুরুর দিকেই সোনার ছাত্রলীগের ছেলেরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীদের ওপর রড লাঠি নিয়ে ঝাপিয়ে পড়ে তাদের রক্তাক্ত করে ছিল। যেই ফটোগুলো দেশি বিদেশী প্রিন্টিং বা অনলাইন নিউজ আউটলেটগুলোতে তখন প্রকাশিতও হয়েছিল । বাসার জানালায় উড়ে আসা পাখির জন্য ঘোড়া ছুটিয়ে, তেপান্তরের মাঠ পেরিয়ে কোন একদিকে চলে যাবার নিজের 'কিছুই ভাল্লাগে না' ভাবনাটা বাদ দিয়ে পাখির মায়ায় আপনার খাবার দেবার ঘটনা পড়ে মনে হলো বহু খেতাবসহ 'মাদার অফ ডেমোক্রেসি' খেতাবপ্রাপ্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি তখনি সেই সব ফটো দেখে ক্ষমতার লোভটা সামলে দেশের ছেলে মেয়েগুলোর জন্য আপনার মতো মায়া দেখিয়ে পদত্যাগ করতেন ! এমন কি ছোট হেলিকপ্টার কেন বিমানের একটা ড্রিমলাইনে করেও হিরা জহরত নিয়ে 'য পলায়তি স জীবতি' আপ্ত বাক্যটা স্বরণ করে পাশের দেশে হিজরত করতেন তাহলেও দেশের এই রক্ত বন্যাটা দেখতে হতো না ! আহা আমাদের দেশের মানুষের কি আর আপনার পাখির কপালের মতো সুখভাগ্য আছে !

২৩ শে নভেম্বর, ২০২৫ ভোর ৫:৫৪

জুন বলেছেন: আমি দু:খিত সবার মন্তব্য স্কিপ করে এখানে আসার জন্য। মলাসইলমুনা অনেক অনেক দিন পর আমার ব্লগে এসেছেন। আমার মনে হয় আপনি কারো সাথে আমাকি মিলিয়ে ফেলেছেন। আমার লাস্ট পোস্ট ছিল ব্রিটিশ কলম্বিয়ার কোউকুইহায়ালা রোড নিয়ে যে পথে আমি ভ্যাংকুউভার গিয়েছিলাম ঢাকা আসার জন্য।

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩

জুন বলেছেন: আরেকটা কথা মলাসইল্মুনা ভাই তা হোলো আমার অবশ্যই একটা রাজনৈতিক মতাদর্শ আছে কিন্ত আমি ভুলেও সেসব নিয়ে কোন সামাজিক মাধ্যমেই লেখালেখি করি না। আপনি মনে হয় কারো সাথে মিলিয়ে ফেলেছেন। যাইহোক তারপর ও যে আপনি আমাকে মনে করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কথা অনেক সময় ভাবি, ভাবি কোথায় হারিয়ে গেলেন :)

২৫| ২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩১

ভুয়া মফিজ বলেছেন: আমারও আইজকাইল কিছুই ভালো লাগে না। বিশেষ কইরা যখন দেশের অবস্থার কথা ভাবি। :(

লেখক বলেছেন: ব্লাড সুগার বাড়লে লেজ পরে যায় নাকি :-* জানতাম না তো! বাঘের ডায়বেটিস হলে তাহলে খবর আছে দেখছি B-) আপনে কি আমারে উদ্দেশ্য কইরা এই কথা কইলেন? টেনশানে ফালাইলেন। আমার ডায়বিটিস এখনও হয় নাই, তয় লেটেস্ট টেস্টে প্রি-ডায়বিটিস অবস্থা দেখাইতেছে। লেজ না থাকলে তো এই জেবনই বৃথা। কি করা যায় ভাবতাছি। আপনের কোন বুদ্ধি-পরামর্শ আছে? :P

২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

জুন বলেছেন: সবারই দেখছি একই রোগ ভুয়া! ভাল্লাগে না :-* এর কোন ঔষধ বের হলে আমাকে জানাইয়েন।
বাঘের তো লেজই গৌরব, লেজই অহংকার, সেই লেজ না থাকলে আর কি থাকে বাঘের :( এক কাজ করেন রান্নায় তেল দেন আর না দেন লেজে তেল দিবেন ডেইলি :P
আমার ঔষধে কাজ না হইলে আফলাতুন সাহেবকে একটু পুছ কৈরা আইসেন। কারন সেই তো গম ছোলা খাওয়ানোর বুদ্ধি দিছে ভুয়া =p~

২৬| ২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

জুন বলেছেন: আর আসল কথাটা লিখতেই ভুলে গেছি লেজ নিয়ে টানাটানি করতে গিয়ে ;)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৭| ২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ২:২৩

মলাসইলমুইনা বলেছেন: জুন,
আমার মনে হলো আমার মন্তব্যটা আপনি মিস রিড করেছেন।যাহোক, তবুও খুবই দুঃখ প্রকাশ করছি মন্তব্যে আঘাত দিয়ে থাকলে। আপনি আমার মন্তব্যে আঘাত পেয়েছেন সেটা ভাবাও আমার জন্য কস্টকর।আপনি বরং মন্তব্যটা মুছে দিন। সেটাই ভালো । কর্তার জন শুভ কামনা ।ঘোড়ায় চড়ে তেপান্তরের মাঠ না পেরিয়ে ব্লগ আলো করে আরো অনেক অনেক দিন আরো অনেক অনেক লেখা লিখবেন সেটা আশাকরছি আন্তরিক ভাবে ।ভালো থাকুন।

২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

জুন বলেছেন: আমাকে আঘাত করেছেন এই কথা বলে আমাকে লজ্জিত করবেন না প্লিজ। আসলেই হয়তো আমি মিস রিড করেছি। তবে মিস রিড করলেও আমি বর্তমানে বর্তমানের পরিস্থিতি নিয়ে ভয় পাই। আশাকরি কিছু মনে করবেন না। আমার লেখায় আপনাকে মিস করি, এই ভুল বোঝাবুঝির জন্য আমাকে ক্ষমাপ্রার্থী মলাসইলমুনা।

২৮| ২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:০৯

আরোগ্য বলেছেন: এক সময় বিবিধ দায়িত্বের চাপে দিশেহারা মনে হতে আর এখন উদাস অবসর যাপন। আমরা মানুষও ভারী অদ্ভুত।

২৮ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: আসলেই আমরা যে কেমন আছি আল্লাহ জানেন। গত শুক্রবার ২১ নভেম্বর ভয়াবহ ভুমিকম্পের পরদিন আমার গৃহকর্মীনি এসে ঘোষণা দিল " আন্টি, আগামী শুক্কুরবার কেয়ামত, আল্লা আল্লা করুইন যে"। এরপর গতকাল থেকে এখন পর্যন্ত ভুমিকম্পের অপেক্ষায় আছি আরোগ্য :-&
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৯| ২৮ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

গেঁয়ো ভূত বলেছেন: মাঝে মাঝে আমারও কিচ্ছু ভাল লাগেনা অনুভূতি পেয়ে বসে, কিন্তু পরদিন আবার কিভাবে যেন একদম রিফ্রেশ হয়ে আবার উঠে পরে লেগে যাই ঠিক আগের মতোই।

৩০| ২৮ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৫

.। বলেছেন: হুম কিছুই ভালো লাগচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.