নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, যেন বুঝি মানবিকতার ছন্দ। আবেগ যাতে পায় প্রকাশ আর বিবেক না হয় অন্ধ।

কাজিম ফাহিম আকাশ

কাফা

কাজিম ফাহিম আকাশ › বিস্তারিত পোস্টঃ

কেটলিতে মগজ

২৬ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৫

সে কোনো স্লোগানে ছিল না,
কোনো মিছিলে হাঁটেনি,
তার মাথায় ছিল না পতাকা—
ছিল শুধু কাজ শেষে নিঃস্ব, ক্লান্ত শরীর।

শহর তখন আলোয় ভরা,
ঠোঁটে তার এক কাপ চায়ের তৃষ্ণা,
ফ্লাইওভারের নিচে জীবন নামে নাটক—
গন্তব্য একটি ক্ষুদ্র টঙ, এই ব্যস্ত নগরীর।

গন্তব্যের পথে আজরাইল ছিল সাথে,
ফ্লাইওভারে ওত পেতে—জীবন কেড়ে নিতে।

বিকট শব্দ, সরব দোকানি,
ছুড়ে ফেলে চা–পানি,
মানুষ জড়ো হলো হাজার-শখানি;
নীরবে তাকিয়ে, ভুলে গেল জবানী।

কেটলিতে মগজ, রাস্তায় দেহ।
স্বার্থ না থাকিলে, মনে রাখে না কেহ।
তোমায় বেচিলে যদি না পায় বিপ্লব–বিদ্রোহ,
তবে তোমার জন্য নয়, বন্ধু, রাষ্ট্র-প্রদত্ত স্নেহ।

এই কবিতা শোকের না,
এই কবিতা অভিযোগের।
এই কবিতা সেই সব মানুষের জন্য
যারা মরেও বিচার পায় না।

এই কবিতা সেই সব বাবাদের জন্য,
যাদের পুত্রশোকে কান্না ছাড়া
আর কোনো উপায় থাকে না।

যেদিন এই শহর
সিলেক্টিভ নীরবতাকে ভয় পাবে,
সেদিনই বিপ্লব শুরু হবে।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী যে শুরু হল, ভাল্লাগে না কিছু

২| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৬

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৪

বাকপ্রবাস বলেছেন: এমন ধরনের হত্যার হেতু কী? আর গরীব মানুষ মরলে দেখার কেউ নাই

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৫৪

আলামিন১০৪ বলেছেন: লীগ দেশে বোমাবাজী করে করে কোন উদ্দেশ্য হাসিল করতে চায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.