| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহমুদুর রহমান
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
আমি একজন ব্লগার
লিখতে বড্ড ভালোবাসি,
তর্ক-যুক্তি বিদ্যা-বুদ্ধি
এহেন সব কিছুতেই আছি।
পরওয়া করিনা লাডবাহাদুর
চলতি পথের পাগলা কুকুর,
কলম শিখায় অনল হাতে
পথ পাড়ি দিই দূর-বহুদূর।
আছে যত শিক্ষিত-মূর্খ
নানান রঙ বেরঙের মানুষ,
গদ্ম-পদ্ম দিনলিপিতে
সেবছি রঙ্গিন ফানুশ।
লক্ষ্য আমার প্রানবন্ত
একটি পৃথ্বী গড়বো,
ভদ্র সুশীল নারী-পুরুষ
সেখানেতেই রাখবো।
২|
০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল কাব্যপাঠ ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: আমি আজও একজন ব্লগার হতে পারি নি।
প্রধান কারন দেশের সমস্যা ও সমাধান নিয়ে ভালো কিছু লিখতে পারিনি।