নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায় ।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

এ যুগের বুদ্ধিজীবীরা !

১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪০


ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের! দেশকে মেধাশূণ্য করে দেয়ার যে চক্রান্ত করা হয়েছিলো সেটা অনেকাংশে সফল হয়েছে। জাতির মধ্যে বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনা ক্রমশ কমে যাচ্ছে। বর্তমানে দেশে হাতেগোনা কয়েকজন মানুষ জীবিত রয়েছেন যারা বুদ্ধিজীবী হিসাবে সবার নিকট গ্রহণযোগ্যতা পেয়েছেন।

ফরহাদ মজহার: মজহার সাহেব জুলাই আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড বললে ভুল হবে না। তিনি বাংলাদেশের ডানপন্থী ও বামপন্থী ছাত্র- জনতাকে একই মঞ্চে এনেছেন ৷তিনি নিজেকে সুফি ধারার মানুষ মনে করেন এবং সকল ধরণের ফ্যাসিবাদের বিপক্ষে। তিনি প্রচলিত গণতান্ত্রিক কাঠামোতে বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব নয় বলে বিশ্বাস করেন। বর্তমানে তিনি জার্মান দার্শনিক কার্ল শ্মিটের গণসার্বভৌমত্বের ধারণা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছেন। বুদ্ধিজীবী হলেই যে কারো জীবন শুকনো যাবে এমন ধারণায় ফরহাদ মজহার বিশ্বাসী নন। তিনি বেশ রঙিন জীবনযাপন করেছেন। তিনি একজন ডানপন্থী বুদ্ধিজীবী হিসাবে সমাজে পরিচিত।

সলিমুল্লাহ খান : জুলাই আন্দোলনের পূর্ব প্রস্তুতির ধারণার কিছুটা আভাস পাওয়া যেত সলিমুল্লাহ খানের বক্তব্যে। উনার বক্তব্য এদেশের তরুণেরা মনোযোগ দিয়ে শোনে ৷ তিনি মূলত বাম ঘরানার বুদ্ধিজীবী এবং আহমেদ ছফার শিষ্য । কিন্তু গুরুর চেয়ে শিষ্য অনেকটাই আলাদা। সলিমুল্লাহ খান ডান ও বাম দুই ঘরানার মানুষের নিকট বেশ পরিচিত তার বাকপটুতায়। জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন। তিনি সাধারণ লিবারেল সোসাইটির সাথে মাদরাসা বেকগ্রাউন্ডের সংযোগ ঘটাতে কাজ করে যাচ্ছেন। সলিমুল্লাহ খান টেক্সটবুক বুদ্ধিজীবী হিসাবেই বেশি বিবেচিত হবেন।

সিরাজুল ইসলাম চৌধুরী : সিরাজুল ইসলাম চৌধুরী একজন বাম ঘরানার লিবারেল বুদ্ধিজীবী। তিনি বাংলাদেশের প্রান্তিক পর্যায় থেকে উচ্চ পর্যায়ের প্রতিটি সমস্যা নিয়ে কথা বলেছেন। কোথায় জানি শুনেছিলাম, সিরাজুল ইসলাম সাহেব ৮০/৯০ জেনারেশনকে ভুল পথে পরিচালিত করেছেন; উনার সম্পর্কে আমার জানা শোনা সীমিত । তবে সিরাজুল ইসলাম সাহেবের লেখা বেশি পত্রিকায় পড়া হয়েছে। তিনি সমাজের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল আছেন।

আব্দুল্লাহ আবু সায়ীদ : তিনি একজন সাদা মনের মানুষ। উনার ভাবনা চিন্তা সরল এবং সেগুলো বেশ অনুপ্রেরণামূলক। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। উনার কারণে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাস করেও দেশ-বিদেশের বই পড়ার সুযোগ পেয়েছি। ভ্রাম্যমাণ লাইব্রেরির কারণে বাংলাদেশের হাজারো শিশু-কিশোর জ্ঞানের সাথে, আধুনিক বিশ্বের সাথে পরিচিত হয়েছে এবং কল্পনা করতে শিখেছে। তিনি আড়ালে থাকতেই বেশি পছন্দ করেন। উনার বক্তব্য এবং ভাবনা চিন্তা আমাদের শিশু-কিশোরের সময়টাকে বেশ প্রভাবিত করেছে। স্যারের দীর্ঘায়ু কামনা করি।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আব্দুল্লাহ আবু সায়ীদ : তিনি একজন সাদা মনের মানুষ।
স্যারের দীর্ঘায়ু কামনা করি।

.............................................................................
উনার কাছাকাছি একসময় হতে পেরেছিলাম
যখন তিনি স্বপ্ন দেখতেন এই " বিশ্ব সাহিত্য কেন্দ্র " নিয়ে ।
সর্বদা সময় দিতে পারি নাই বিধায়,
পরবর্তীতে যোগাযোগ আর ছিল না ।
.................................................................................
তার চিন্তার ধারাকে শ্রদ্ধা জানাই ।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৫

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৮

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সলিমুল্লাহ খান যে উপদেষ্টা হন নাই এবং নিজের সম্মান রক্ষা করেছেন এর জন্য ওনাকে ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া। এই ছাগলদের সাথে যে বসবে সেই ছাগল হয়ে যাবে।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৯

কামাল১৮ বলেছেন: একজন মুক্ত চিন্তার মানুষই শ্রেষ্ঠ বুদ্ধিজীবী।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: তা যা বলেছেন।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৯

রাজীব নুর বলেছেন: বর্তমান সময়ে কোনো খাটি বুদ্ধিজীবি নেই। যা আছে এরা চাটুকার।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি কম চাটুকার? লাইনে আসুন, দেশকে ভালোবাসুন।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২১

শ্রাবণধারা বলেছেন: ফরহাদ মাজহার ছাড়া বাকি তিন জনের প্রতিই আমি শ্রদ্ধাশীল।

"সিরাজুল ইসলাম চৌধুরী" কে আপনি "সিরাজুল আলম চৌধুরী বানিয়ে দিলেন কি মনে করে। তিনি অত্যন্ত সৎ বুদ্ধিজীবি। তিনি কোন জেনারেশন কে ভুল পথে পরিচালিত করে নি। এটা আবার কার কথা?

১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: ঠিক করে নিচ্ছি। যারা উট লাভার তারা সিরাজুল ইসলাম চৌধুরীকে দেখতে পারেন না। উট নিয়ে স্যারের মজার কিন্তু ডীপ লেখা আছে। :)

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৮

আদিত্য ০১ বলেছেন: আপনা বিরুদ্ধে মামলা হবে, আপনি জুলাই বীরদের হেয় করছে। জুলাই বীররা প্রকৃত বুদ্ধিজীবী। আপনারা সাহস দেখে অবাক হচ্ছি। আপনি এ দেশে থেকে এ দেশের বীরদের হেন করছেন। জুলাইদের বুদ্ধিজীবী আব্বা বুদ্ধিজীবী হল গো আ, দেইল্লা, কসাই কাদের। আপনি এদের নাম নিয়ে শুরু করেন নাই। আপনি জুলাইকে অসম্মান করছে। দিনের শুরুতে এদের নাম নিয়ে শুরু করতে হবে। আপনি আওয়ামী নেরেটিভ ব্লগ লিখেন। ৫৪ বছরের ভুল ইতিহাস শুনালে হবে না। এদেশের এখন গো আর

১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:২৯

সৈয়দ কুতুব বলেছেন: হাসি পেলো আপনার মন্তব্য পড়ে ! :)

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১১

আদিত্য ০১ বলেছেন: এর পর থেকে দিনের শুরুতে হাগতে গেলে গো আর কথা বলে শুরু করবেন। আবার মুততে গেলে গো আ দেইল্লার কথা দিয়ে শুরু করবেন। সাথে ঝুলাই বীরের আছে। যদি ভুল করেন, আপনার খবর আছে। আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি আওয়ামী নেরেটিভ দিয়ে দিন শুরু করবেন তা হবে না।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩০

সৈয়দ কুতুব বলেছেন: ফরহাদ মজহার এবং সলিমুল্লাহ খান জুলাই আন্দোলনে ছিলো। আপনি যাদের নাম বলছেন এরা ছিলো না।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৪

আদিত্য ০১ বলেছেন: আপনাকে সতর্ক করা হচ্ছে, যা কিছু করবেন তার আগে ঝুলাই আর গো আর কথা শুরু করবেন। এর ব্যাতিক্রম হলে সোজা চৌদ্দ শিক! আওয়ামি নেরেটিভ দিয়ে জীবন আর ব্লগ কোনটাই চলবে না।
এরপর আপনা ব্লগ নিক নেইম আর আগেও ঝুলাই আর গো আ র শব্দ যোগ করতে হবে।

নিকের নাম পরিবর্তন করে নাম দিবেন "গো আ ঝুলাই কুতুব"

১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩২

সৈয়দ কুতুব বলেছেন: আমি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কে নিয়ে ব্যাশিং করে লিখি। জুলাই আন্দোলনের অংশ ছিলাম । কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে না। সাধারণ কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সাথে।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৫

আদিত্য ০১ বলেছেন: আর আমার নিকের নাম হবে " গো আ ঝুলাই আদিত্য "

১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনি নিজের নাম দিতে পারেই কদু কাদের! আপনার কথা ওবায়দুল কাদেরের মতো শোনায়।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:২৯

আদিত্য ০১ বলেছেন: আপনি সবকিছু আওয়ামী নেরেটিভ আনেন। আমি এখন তা করিনা। আমি এখন হাগতে গেলে প্রথমে বলে নেই "গো আ ঝুলাই হাগতেছি"

১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগের ইলিয়াস হচ্ছেন কদু কাদের ওরফে আদিত্য ০১

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৪

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনার ব্লগের ভিউ দেখে একটা জিনিস বের হয়ে গেছে, এই মাল্টি নিক কার। আমি আরো ভাবছিলাম বেচারি আপার মত পালায়ছে। :)

১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০০

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কার কথা ভাবছেন আপনিই ভালো জানেন। একজন ব্লগার ( নাহল তরকারি) কারো লেখায় ভিজিট করলে অটো ভিউ বাড়ে। ইহা কোনো মাল্টি নিক নয়। আপনি আমার লেখা পড়েন না বিধায় আন্দাজে অনেক কিছু ভাবছেন। আমি নিজেও জানি না আপনি কার কথা বলছেন! ব্লগে এটাই প্রথম নিক আমার। এসব মাল্টি নিকে লেখার প্রয়োজন আমার নেই।

আমি রেগুলার লেখার চেষ্টা করি তাই ভিউ বেশি। ইহা নরমাল ব্যাপার। আমি এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের মানুষ৷ আপার বিরুদ্ধে শুরু হওয়া কোটা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। আপনার কমেন্ট পড়ে মজা পেলাম৷ ভালো থাকবেন।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফরহাদ একটা গিরগিটি।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

সৈয়দ কুতুব বলেছেন: জুলাইয়ে তার অবদান আছে।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আমার মন্তব্যটা আপনি ভুল বুঝেছেন, আমি ৭ নং মন্তব্যকারীর কথা বলেছি। আমি লেখা না পড়ে কখনো মন্তব্য করিনা। ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: ওহ আচ্ছা! বুঝতে পেরেছি। ৭ নং কমেন্ট যিনি করেছেন তার চিন্তাভাবনা ইলিয়াস হোসাইন এর মতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.